38th BCS Preliminary Questions and Solutions 2017

38th BCS Preliminary Questions and Solutions 2017

১. বাংলাদেশের তৈরী প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম : ব্র্যাক অন্বেষা
২. বাংলাদেশ এবং মিয়ানমারের সমুদ্রসীমা বিরোধ নিস্পত্তি করে কোন সংস্থা : International Tribunal for the Law of the Sea

৩. বাংলাদেশ সর্বাধিক পরিমান অর্থের পণ্য আমদানি করে : চীন থেকে

৪. মুজিবনগর সরকারের ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন: এ এইচ এম কামরুজ্জামান

৫. কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল : বাঙালী জাতীয়তাবাদ

৬. ১৯৫৪ সালে পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচনে যুক্ত ছিলেন না : নবাব স্যার সলিমুল্লাহ

৭. জুম চাষ হয় : খাগড়াছড়িতে

৮. চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক : রাঙামাটিতে জেলায়

৯. বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় : ১৯৭৪ সালে

১০. বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান : হ্রাস পাচ্ছে

১১. বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক: বাংলাদেশ কৃষি ব্যাংক

১২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধানের কোন ধারায় সকল নাগরিকের সমান অধিকারের কথা বলা হয়েছে : ধারা ২৭

১৩. বাংলাদেশ ইকোনমিক রিভিউ ২০১৬ অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার (প্রতি হাজার জীবিত জন্মে): ৩১ জন ; [৩০জন]

১৪. ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতিবছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষমাত্রা: ৭.৪%

১৫. ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল - ৬.০%

১৬. বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় : প্রাকৃতিক গ্যাস

১৭. প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা : চট্টগ্রাম '

১৮. নিম্নের মোঘল সম্রাটদের মাঝে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন : বাবর

১৯. ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬সালের - ফেব্রুয়ারিতে

২০. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল :৫ বছর.

২১. দেশের কোন এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে: কোনোভাবেই প্রার্থী হতে পারবেন না *

২২. কোনটি স্থানীয় সরকার নয় : পল্লী বিদ্যুৎ

২৩. আইন প্রণয়নের ক্ষমতা - জাতীয় সংসদের

২৪. সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার না কর্পোরেট গরূপে থাকে না কিন্তু সরকারের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে- সুশীল সমাজ

২৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স : ৩৫ বছর

২৬. বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে কয়টি ভাগে ভাগ করা হয় :

২৭. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডবল সেন্ঞ্চুরী করেন : মুশফিক

২৮. নিচের কোনটি নাগরিকের দায়িত্ব: রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা

২৯. মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত আছে: ৩ টি

৩০. পার্বত্য চট্টগ্রাম শান্তচুক্তি কত সালে স্বাক্ষরিত হয় ;১৯৯৭

৩১. মা এর রক্তে হেপাটাইটিস বি থাকলে - জন্মের ১২ ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও hbig 
৩২. ডেঙ্গু - Aedes aegypt মশা 
৩৩. বায়ুমন্ডলের বেতার তরঙ্গ : আয়নোস্ফিয়ার
৩৪. ব্যাকটেরিয়ার কোষে : ক্রোমাটিন 
৩৫. মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষ গুলো মরে যায় : Parkinson 
৩৬. ম্যানগ্রোভ অঞ্চলের উদ্ভিদ: নিপা পাম 
৩৭. বজ্রপাত ঘটে বায়ুমন্ডলের স্তর : ট্রোপোস্ফিয়ার;
৩৮. ভূগর্ভস্থ পানি : .০০১২%
৩৯. মৌমাছি - এপিকালচার;
৪০. স্টিফেন হকিং- পদার্থবিদ;
৪১. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান - মিথেন 
৪২. নবায়নযোগ্য শক্তির উৎস - সমুদ্রের ঢেউ 
৪৩. ডরাই আইস - কার্বন ডাই অক্সাইড 
৪৪. রেফ্রিজারেটরের কম্প্রেসর - টেট্রাফ্লোরো ইথেন 
৪৫. ক্যান্সার - গামা রশ্মি 
৪৬. বীরবল - প্রমথ চৌধুরী 
৪৭. মুখরা রমণী বশীকরণ - অনুবাদ নাটক 
৪৮. চন্দরা চরিত্র - রবীন্দ্রনাথ ঠাকুর
৪৯. পূর্বাশা পত্রিকা - সঞ্জয় ভট্রাচার্য
৫০. ফোর্ট উইলিয়াম কলেজ -  রামরাম বসু 
৫১. মেঘনাদবধ - ১৮৬১
৫২. NULL and Void -বাতিল 
৫৩. শুদ্ধ বানান - স্বায়ত্বশাসন 
৫৪. গিন্নি - অর্ধ তৎসম 
৫৫. শ্রদ্ধা -শ্র + √ধা + আ
৫৬.পুষ্পসৌরভ -দ্বিতীয়া তৎপুরুষ
৫৭. হ্ম - হ+ ম 
৫৮. সদ্যোজাত -সদ্য + জাত 
৫৯. সূর্য - অর্ক
৬০. ব্যক্ত - বিপরীত - গূঢ় 

৬১. বাংলা কৃত প্রত্যয় - ধারালো 
৬২. সার্থক বাক্য - আসক্তি 
৬৩. শ্রীকৃষ্ণকীর্তন - প্রেমগীতি 
৬৪. সন্ধ্যাভাষা - চর্যাপদ 
৬৫. উজির বাহরাম খান - চট্টগ্রাম 
৬৬. চন্দ্রাবতী - পালাগান 
৬৭. বিদ্যাপতি  কোন রাজসভার কবি - মিথিলা 
৬৮. বিদ্যাসাগরের আত্মজীবনী - আত্মচরিত 
৬৯. মতিচুর -  প্রবন্ধ 
৭০. জসিম উদ্দিনের রচনা  - ঠাকুর বাড়ির আঙিনা 
৭১. শুদ্ধ বানান - ত্রিভুজ 
৭২. অপপ্রয়োগ - গৌরোবিত 
৭৩. মৌলিক স্বরধ্বনি -৭টি 
৭৪. বাবা - তুর্কি
৭৫. আমার ঘরের চাবি পরের হাতে - লালন শাহ 
৭৬. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ - বন্দী শিবির থেকে  
৭৭. অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা -প্রলয়োল্লাস
৭৮. নীলদর্পন প্রথম প্রকাশিত ঢাকা থেকে 
৭৯. রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ : শেষ লেখা 
৮০. নদী ও নারী : হুমায়ুন কবীর 

৮১.জেরেমি বেস্তম কোন দেশের অধিবাসী ? যুক্তরাজ্য 
৮২.মূল্যবোধ পরীক্ষা করে - উপরের সবগুলো 
৮৩.গোল্ডেন মিন কি?: দুটি চরম পন্থায় মধ্যবর্তী অবস্থা 
৮৪.ব্যক্তি  সহনশীলতার শিক্ষা লাভ করে - মূল্যবোধের শিক্ষা থেকে 
৮৫.সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতা প্রকাশ করে?  অংশগ্রহণ 
৮৬.নিচের কোন রিপোর্ট এ বিশ্ব ব্যাংক সুশাসনের সংজ্ঞা  প্রদান করেছে? শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন 
৮৭.নিচের কোনটি সুশাসনের উপাদান নয়? নৈতিক শাসন 
৮৮.নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়?আইন 
৮৯.কোন বছর undp সুশাসনের সঙ্গে প্রদান করে? ১৯৯৭ 
৯০.শূণ্যবাদ যেই ল্যাটিন শব্দ থেকে এসেছে তার অর্থ:  কিছুই না 
৯১.কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়?  টিসিপি/IP 
৯২.কোন চিহ্নটি ইমেইল এর ভিতর থাকবেই?: @
৯৩.নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?উইকিপিডিয়া 
৯৪.10101111  এর 1 's কমপ্লিমেন্ট 
01010001

৯৫.কোন ধরণের বাস ব্যবহৃত হয়না? Dat bus 
৯৬.rom  ভিত্তিক প্রোগ্রাম এর নাম কি?Firmware
৯৭.একটি লজিক গেট এর আউটপুট ১ হয় যখন এর ইনপুট ০ হয়। এই গেটটি -NAND
৯৮.কোনটি মাইক্রোসফট এর প্রথম প্রোগ্রাম? ms  dos 
৯৯.ডিস্ক ডিফ্রাগমেনটেশন ব্যবহৃত হয়? খারাপ সেক্টর পরীক্ষা করতে 
১০০.কোন সাইট টি কেনা বেচার জন্য নয়? google.com 
১০১.কম্পিউটার নেটওয়ার্ক osi  মডেল  এর স্তর কয়টি? ৭টি 
১০২.কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? অপটিক্যাল ফাইবার 
১০৩.ইমেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? SMTP 
১০৪.কোনটি সঠিক নয়? A.A`=1
১০৫.এক ওয়ার্ড কত বিট বিশিষ্ট হয় ? ১৬

106. Select the correct spelt word:
Heterogeneous
107. ‘ Among is a preposition that is used when …. People are involved.
Ans: more than two
108. Which period is known as  The golden age of English literature”?
Ans: The Elizabethan age.
109. Which one is the correct indirect narration?
Why have you beaten my dog”? he said to me?
Ans: He demanded of me why I had beaten his dog
110. Which word is closet in meaning to  Franchise”
Ans: privilege
111.‘ Once in a blue moon’ means:
Ans:
112.’ Jacobean Period’ of English Literature refers to -----
Ans: 15671625
113. A retired officer lives next door. Here, the underlined word used as an/a
Ans: Participle
114. choose the appropriate preposition in the blank of the following sentence: Eight men were concerned _____ plot.
Ans: with
115. Fill in the gap with the right tense: When water _____ it turns into ice.
Ans: freezes
116. What is the correct antonym of Frugal”
Ans: spendthrift
117. Choose the meaning of idiom--- Take the bull by horn”
Ans: Out of one’s wit
118. Fill in the Blanks with Correct Quantifier:
I still have_____ money
Ans: A little
119. Select the right compound sentence structure: Though he is poor, he is honest.
Ans: He is poor but honest
120. where do the following lines occur in ?
 Alone,Alone,all,all alone
Alone on a wide, wide sea
Ans: The Rime of the Ancient Mariner
121. what is the plural form of  Louse”
Ans: Lice
122. Choose the correct answer:
Ans: He refrained from taking any drastic action
123. The sun went down” the underlined word is a/an-
Ans: Adverb
124. Who is the author of Man and Superman” ?
Ans: G.B.Shaw
125. The most famous satirist satirist in English literature is:
Ans: Jonathan Swift
126. For god’s sake hold your tounge,and let me love ----
Ans: John Donne
127. Fill in the blank:
Tourist ______ their reservation well in advance if they want to fly to cox’s Bazar
Ans: had better get
128. Which one is singular
Ans: radius
129.  It is impossible to do this” passive form
Ans : this is impossible to be done
130. Of the following author, who wrote an epic?
Ans: Shakespeare
131. literacy term euphemism” means -
Ans: In offensive expression
132. Mutton” is a-
Ans: Common noun
133. Reading is an excellent habit” here underlined word is-
Ans: gerund
134. Which one is distributive pronoun?
Ans: { any, either. Both of them correct }
135. Not a Victorian poet-
Ans: Alexander pope
136. A speech of too many words-
Ans: Verbose speech
137 . Strike while the iron is hot” is example of-
Ans: Adverbial clause
138.  The Spanish Tragedy” is written by-
Ans: Thomas Kyd
139. Indian English writer famous novelist -
Ans: R. K. Narayan
140. The word panegyric” means-
Ans: elaborate praise
141. Imperialism, the highest stage of capitalism
Ans: লেনিন
142. প্রাকৃতিক আইনের উদ্ভব হয়-
Ans: হবসন,গ্রেসিয়াস ও জন লক এর লেখনি থেকে
১৪৩। ওজোনস্তর ক্ষয়কারী উপাদান বিলীন বিষয়ক চুক্তি-
উঃ মন্ট্রিল প্রটোকল
১৪৪। ২০২২ সালের ফিফা বিশ্বকাপ-
উঃ কাতার
১৪৫। ওআইসি এর দাপ্তরিক ভাষা
উঃ ৩ টি
১৪৬। নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান
উঃ নব্য মার্কসবাদ
১৪৭। স্ট্রাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ
উঃ তারকা যুদ্ধ
১৪৮। দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত রাষ্ট্র-
উঃ বাফার স্টেট
১৪৯। পিং পং এর অর্থ হচ্ছে
উঃ টেবিল টেনিস
১৫০। বেল্ট ও রোড ইনিশিয়েটিভ-
উঃ চীন
১৫১। কোনটি জাতিসংঘের সহযোগী নয়-
উঃ আশিয়ান
১৫২। সার্কের সদর দফতর-
উঃ নেপাল কাঠমুন্ডু
১৫৩। ১৯৯৫ সালে কোন সংস্থার গোল্ডেন জুবিলী
উঃ UNO
১৫৪। এমনেস্টি ইন্টারন্যাশনাল কোন কার্যক্রম
উঃ মানবাধিকার সংরক্ষণ
১৫৫। UNHCR এর সদর দফতর-
উঃ জেনেভা
১৫৬। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল
উঃ জাতীয় কংগ্রেস
১৫৭। ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ এ কতটি জাতি অংশ নেয়
উঃ ১৯৬
১৫৮।রোহিঙ্গারা মিয়ানমারে নাগরিকত্ব হারায়
উঃ ১৯৮২
১৫৯। গুয়াম এর গভর্নর -
উঃ এডি ক্যাল্ভো
১৬০। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব-
উঃ লেনিন

 

 

161. |2x-3|≤ 1
1≤ x≤ 2
162. a+4d=18
5/2{2a+4d}=75
5/2{a + a+4d} = 75
5/2{a+ 18} = 75
 a + 18 = 30
a=12
163. v3/4a2
164. 12% + 58% =70%
30% =720000
100% = 720000/30*100 = 2400000
165. x= √3 + √2
1/x = 1/(√3 + √2)
= √3 - √2
x + 1/x = 2√3
(x + 1/x)3  = 24√3
x3 + 1/x3 + 3.x.1/x(x+1/x) =24√3
x3 + 1/x3  = 24√3 - 6√3 = 18√3
166. logx(1/8) = -2
x-2 = 1/8
1/x2  = 1/8
x2=8
x = 2√2
167. 2x + 21-x = 3
2x + 2/2x =3
Lets 2x=p
p + 2/p = 3
p2 + 2 = 3p
p2 –p -2p + 2=0
p(p-1)-2(p-1)=0
(p-1)(p-2)=0
Either p=1, => 2x=1 =>2x=20 => x=0
Or p =2, 2x=2 =>2x=21 => x=1
Ans (0,1)
168. একটি কোণের মান পূরক কোণের অর্ধেক
x and 90-x
x= (90-x)/2
2x= 90 – x
3x= 90
X=30
169. In Triangle ABC, o, AC= 2AB
o
170. A ={x: x is Fibonacci and x2<64} elements P(A)=?
A={0,1,2,3,5}
P(A)=25 = 32
171. 4 ladies and 6 men are to be selected to form a committee where one man is always present.
Ans. 84
172. ৩০ থেকে ৪০ পর্যন্ত সংখ্যা থেকে
Ans. 5/11
173. টাকায় ৫টি মারবেল
Ans. 4
174. ratio of two numbers 2:3 and gcm 4
Greater number is 3*4=12
175. কোন আসল ৩ বছরে মুনাফা আসলে ৫৫০০ টাকা হয়, সুদ আসলের ৩/৮ অংশ হলে মুনাফার হার কত?
Lets
Principal =8x
Interest =3x
Interest rate=3x*100%/(8x*3)=  12.5%
১৭৬। পলল পাখা&rdquo; জাতীয় ভূমিরূপ
উঃ পাহাড়ের পাদদেশে
১৭৭। সেন্দাই ফ্রেমওয়ার্ক -২০১৫-৩০
উঃ দুর্যোগ এর ক্ষয় ক্ষতি হ্রাস
১৭৮। আফ্রিকার সাব সাহারা কি নামে পরিচিত-
উঃ সাহেল
১৭৯। কোণটি জলবায়ুর উপাদান নয়-
উঃ সমুদ্রস্রোত
১৮০। রামসার সাইট কোণটি
উঃ টাঙ্গুয়ার
১৮১। জলজ আবহাওয়া জনিত দুর্যোগ নয়
উঃ ভূমিকম্প
১৮২। বাংলাদেশের পুরাতন ভূমিরূপ
উঃ টারশিয়ারী
১৮৩। বাংলাদেশে এফসিডিআই প্রকল্পের উদ্দেশ্য-
উঃ উপরের তিনটি
১৮৪। বাংলাদেশের জলবায়ু কি রকম-
উঃ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু
১৮৫। কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বর ভূমি-
১৮৬। নিচের চারটির মধ্যে কোণটি ভিন্ন-
উঃ পিতল
১৮৭। প্রশ্নবোধক স্থানে কি বসবে?
JD-KF-?-PM-TR
উঃ MI
১৮৮। দুই ব্যাক্তি ৮ দিনে করতে পারলে। ক একা ১২ দিনে করলে খ কয়দিনে করবে
উঃ ২৪ দিনে
১৮৯। ১৯৯৫ সালের ১ ডিসেম্বর-
উঃ শুক্রবার

১৯০। উঃ ১৩৭
১৯১। UNFARE&rdquo; আয়নায় ধরলে
উঃ UИᖷAЯƎ
১৯২। The novelist has a hold of ____ in writing
উ style
১৯৩। নিচের কোন সংখ্যাটি ধারার অন্তর্ভুক্ত নয় ১-২-৫-১০-১৩-২৬-২৯ -৪৮
উঃ 48
১৯৪। ঘড়িতে কয়টা বাজে-
উঃ ৭:২০
১৯৫। নিচের কোণটি মৌলিক সংখ্যা
উঃ ২৪১
১৯৬। একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে ১২ কিলোমিটার উত্তর দিকে গেল এবং সেখান থেকে ৫ কিলো পূর্বে গেলে সে A অবস্থান থেকে কত দূরে থাকবে?
উঃ ১৩
১৯৭। RAPIS&rdquo; অক্ষরগুলো নতুন করে সাজালে কোণটি পাওয়া যাবে?
উঃ দেশ
১৯৮। অম্বর এ প্রতিশব্দ?
উঃ আকাশ
১৯৯। ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল-
উঃ ৫০৫০
২০০। আগামী পরশুর পরেরদিন যদি রবিবার হয় তাহলে গতকালের আগেরদিন কি বার ছিল?
উঃ মঙ্গলবার

 

Share


today's words

Current World

  • What is the number of current U.S. Congress which is established on January 3, 2021?

    Ans: 117th

     

  • Joe Biden is current and 46th U.S. President, What number he stands as Democratic President in the history of U.S.?

    Ans: 16th

  • Donald Trump was________ president of Republican party.

    Ans: 19th

  • View All

Blog Category

Features

  • বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, পিএসসিসহ সব ধরনের MCQ প্রশ্ন এবং সমাধান,
  • অধ্যায় অনুযায়ী অনুশীলন,
  • ইংরেজি এবং গণিত এর জন্য সহজ কৌশল,
  • অসংখ্য মডেল পরীক্ষা,
  • পরীক্ষার পর্যালোচনা,
  • সাম্প্রতিক বিষয় নিয়মিত আপডেট,
  • প্রতিদিন পাঁচটি করে vocabulary (Meaning, Synonyms, Antonyms, Example সহ )।
6880

Students

79846

Questions

150

Model Test