৮টি ব্যাংকের ১৬৬৩ টি শূন্য পদে নিয়োগের পরীক্ষা বাতিল

৮টি ব্যাংকের ১৬৬৩ টি শূন্য পদে নিয়োগের পরীক্ষা বাতিল

গত ১২/০১/২০১৮ তারিখ বিকাল ৩.৩০ টা থেকে ৪.৩০ টা পর্যন্ত সমন্বিতভাবে ৮টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ এর ১৬৬৩ টি শূন্য পদে {সোনালী ব্যাংক লিমিটেড এ ৫২৭টি, জনতা ব্যাংক লিমিটেড এ ১৬১টি, রূপালী ব্যাংক লিমিটেড এ ২৮৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এ ৩৯টি, বাংলাদেশ কৃষি ব্যাংক এ ৩৫১টি, রাজশাহী কৃষি উনèয়ন ব্যাংক এ ২৩১টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এ ০১টি ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এ ৭০টি} নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

পরীক্ষার্থীদের বিক্ষোভের মুখে বাংলাদেশ ব্যাংকের ডাকা সভায় পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয় । ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

তিনটি সিদ্ধান্ত দিয়ে সভা শেষ হয়। প্রথমত - পরীক্ষা বাতিল করা হয়েছে। দ্বিতীয়ত - একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটি দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের কাছে ব্যাখ্যা চাওয়া হবে। তৃতীয়ত - এরপর সিদ্ধান্ত হবে পরবর্তী সময়ে কী প্রক্রিয়ায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Share


today's words

Current World

  • What is the number of current U.S. Congress which is established on January 3, 2021?

    Ans: 117th

     

  • Joe Biden is current and 46th U.S. President, What number he stands as Democratic President in the history of U.S.?

    Ans: 16th

  • Donald Trump was________ president of Republican party.

    Ans: 19th

  • View All

Blog Category

Features

  • বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, পিএসসিসহ সব ধরনের MCQ প্রশ্ন এবং সমাধান,
  • অধ্যায় অনুযায়ী অনুশীলন,
  • ইংরেজি এবং গণিত এর জন্য সহজ কৌশল,
  • অসংখ্য মডেল পরীক্ষা,
  • পরীক্ষার পর্যালোচনা,
  • সাম্প্রতিক বিষয় নিয়মিত আপডেট,
  • প্রতিদিন পাঁচটি করে vocabulary (Meaning, Synonyms, Antonyms, Example সহ )।
6847

Students

79846

Questions

150

Model Test