বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু

বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু

  • বাংলাদেশের প্রায় মধ্য ভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রান্ত করেছে।
  • গ্রীনিচমান সময় অপেক্ষা বাংলাদেশের সময় ৬ ঘন্টা অগ্রগামী।
  • বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা ২৬.০১ সেলসিয়াস।
  • ঢাকায় আজ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ৪২.৩০ ডিগ্রি সেলসিয়াস (১৯৬০ সালে)।
  • বাংলাদেশে আজ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ৪৫.১০ ডিগ্রি সেলসিয়াস (১৮ মে, ১৯৭২ সালে রাজশাহীতে)।
  • সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ১.৬০ ডিগ্রি সেলসিয়াস (৩ ফেব্রুয়ারি, ১৯০৫ সালে দিনাজপুরে)।
  • বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত ২০৩ সেঃমিঃ।
  • বাংলাদেশে সর্বোচ্চ গড় বৃষ্টিপাত সিলেটের লালখানে (৩৮৮ সে.মি.)।
  • বাংলাদেশের উঞ্চতম স্থান নাটোরের লালপুর।
  • বাংলাদেশে সর্বনিম্ন গড় বৃষ্টিপাত নাটোরের লালপুরে (১৫৪ সে.মি.)।
  • বাংলাদেশের উঞ্চতম জেলা রাজশাহী।
  • বাংলাদেশের শীতলতম স্থান শ্রীমঙ্গল।
  • বাংলাদেশের শীতলতম জেলা সিলেট।
  • বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল।
  • বাংলাদেশের শীতলতম মাস জানুয়ারী।
  • বাংলাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ।
  • বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীনে।
  • বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র ৪টি ঢাকা, পতেঙ্গা, কক্সবাজার ও পটুয়াখালীর খেপুপাড়ায় অবস্থিত।
  • বাংলাদেশের আবহাওয়া অফিস ৩৫টি।
  • বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য মৌসুমী বায়ু।
  • বাংলাদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর জন্য।
  • ভূমির ওপর দিয়ে আসা বাতাস শুষ্ক থাকে বলে বাংলাদেশে শীতকালে বৃষ্টিপাত হয় না ।
  • ভৌগোলিকভাবে বাংলাদেশ ক্রান্তীয় জলবায়ু অন্তর্গত।
  • ঢাকার প্রতিপাদ স্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।
  • বর্ষা ঋতুকে ‘স্বতন্ত্র ঋতু’ বলা হয়।
  • SPARRSO = Space Research and Remote Sensing Organization.
  • SPARRSO ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়।
  • SPARRSO ঢাকার আগারগাঁয়ে অবস্থিত।
  • SPARRSO প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীন।
  • গ্রিন পিস নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশ আন্দোলনের নাম।
  • গ্রিন হাউস প্রতিক্রিয়ায় তাপমাত্রা বেড়ে যায়।
  • গ্রিন-হাউসের ক্ষতির কারণ CFC গ্যাস।
  • পরিবেশ আন্দোলনের সূচনাকারী হেনরী ডেভিড হ্যারো (ইংল্যান্ড)।
  • বায়ুমন্ডলের স্ট্যাটোস্ফিয়ার স্তরে ওজনের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।
  • দেশের রাডার কেন্দ্র কক্সবাজারে।

Share


today's words

Current World

  • What is the number of current U.S. Congress which is established on January 3, 2021?

    Ans: 117th

     

  • Joe Biden is current and 46th U.S. President, What number he stands as Democratic President in the history of U.S.?

    Ans: 16th

  • Donald Trump was________ president of Republican party.

    Ans: 19th

  • View All

Blog Category

Features

  • বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, পিএসসিসহ সব ধরনের MCQ প্রশ্ন এবং সমাধান,
  • অধ্যায় অনুযায়ী অনুশীলন,
  • ইংরেজি এবং গণিত এর জন্য সহজ কৌশল,
  • অসংখ্য মডেল পরীক্ষা,
  • পরীক্ষার পর্যালোচনা,
  • সাম্প্রতিক বিষয় নিয়মিত আপডেট,
  • প্রতিদিন পাঁচটি করে vocabulary (Meaning, Synonyms, Antonyms, Example সহ )।
6849

Students

79846

Questions

150

Model Test