আপনার কাছে যদি মনে হয় প্রশ্নটি অধ্যায় অনুযায়ী সঠিক নয় তাহলে সঠিক অধ্যায় ও প্রশ্নটি অথবা কোন প্রকার ভুল থাকলে আমাদের কে জানান ইমেইল করে kabirdepart@gmail.com

কৃষি ও মৃত্তিকা

Correct :

Wrong :

  • 1. পিসিকালচার বলতে কি চাষ বোঝায়? 
  • 2. মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর-
  • 3. কোন খনিজের অভাবে গাছের পাতা ও ফুল ঝড়ে পড়ে?
  • 4. বাংলাদেশে কৃষিক্ষেত্রে 'বলাকা' ও 'দোয়েল' নাম দুটি কিসের ?
  • ∎ বাংলাদেশে কৃষিক্ষেত্রে 'বলাকা' ও 'দোয়েল' ---উন্নত জাতের গম শস্য।

  • 5. ফল পাকানোর জন্য দায়ী কী?
  • ফল পাকানোর জন্য দায়ী---ইথিলিন

  • 6. বিছা পোকা কিভাবে পাট গাছের ক্ষতি করে ?
  • 7. ধানক্ষেত থেকে পানি সরিয়ে দিয়ে কোন পোকার আক্রমন কমানো যায় ?
  • 8. জমির লবনাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?
  • 'পানিসেচ' জমির লবনাক্ততা নিয়ন্ত্রণ করে.

  • 9. উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যহত এবং পার্শ্বকুড়ি শুকিয়ে যায় -
  • 10. নিচের কোনটির অভাবে গাছের পাতা প্রথমে হালকা সবুজ বর্ণ ধারন করে এবং পরে ঝরে যায় ?
  • 11. জলবায়ু ও আবহাওয়ার ভিত্তিতে বাংলাদেশকে কয়টি প্রধান কৃষি অঞ্চলে ভাগ করা যায় -
  • 12. বাংলাদেশের জলবায়ুর উপর ভিত্তি করে ফসল উৎপাদনের জন্য সারা বছরকে ভাগ করা যায় ?
  • 13. ফসলের গুনগত মান বাড়ায় নিম্নের কোনটি ?
  • 14. পাতার সবুজ রং বিবর্ণ হয়-
  • 15. সবুজ সার তৈরিতে চাষ করা হয় -
  • 16. নিম্নের কোন সার তৈরিতে কম খরচ পড়ে ?
  • 17. বাংলাদেশে কৃষি গবেষনা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
  • 18. বাতাসের অক্সিজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে ?
  • 19. কিসের অভাবে ফসলের পরিপক্কতা বিলম্বিত হয় ?
  • 20. ডিডিটি এক ধরনের -
  • 21. পামরি পোকা কোন অবস্থায় ধানের জন্য ক্ষতিকর ?
  • 22. পাওয়ার থ্রেসার কি ?
  • 23. বাংলাদেশে কোথায় মসলা গবেষনা কেন্দ্র অবস্থিত ?
  • 24. খাদ্য শৃংখলে কোনটি তৃতীয় স্তরের খাদক ?
  • 25. এভিকালচার বলতে কি বুঝায় ?
  • 26. রেশম পোকার চাষকে কি বলে ?
  • 27. মৌমাছি পালন বিদ্যা -
  • 28.  এপিকালচার বলতে কি বুঝায় ?
  • ১. মৌমাছি পালন বিদ্যা- এপিকালচার
    ২. রেশম চাষ বিদ্যা- সেরিকালচার
    ৩. ব্যাঙ চাষ বিদ্যা- ফ্রগকালচার
    ৪. চিংড়ি চাষ বিদ্যা- প্রনকালচার
    ৫. মুক্তা চাষ বিদ্যা- পার্লকালচার
    ৬. মৎস্য চাষ বিদ্যা- পিসিকালচার
    ৭. পাখি পালন বিদ্যা- এভিকালচার ।

  • 29. বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন খামার কোথায় অবস্থিত ?
  • 30. বাংলাদেশের গবাদি পশুতে প্রথম ভ্রুন বদল করা হয় -
  • 31. কোনটি সবচেয়ে বেশি দুগ্ধ প্রদানকারী গাভীর জাত ?
  • 32. নিম্নের কোনটি দিয়ে হাঁসের প্লেগ রোগ হয় ?
  • 33. জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটি -
  • 34.  Bacillus thuringiensis  কি ?
  • 35. MAA , IAA ও 2, 4-D  কি ?
  • 36. টিস্যু কালচার (Tissue Culture ) প্রযুক্তির প্রধান উদ্দেশ্য কি ?
  • 37. "লেট ব্লাইট" (Late Blight)  কোন ফসলের রোগ ?  
  • 38.   লাল পচা (Red rot ) কোন ফসলের রোগ ?
  • 39. কৃষির রবি মৌসুম কোনটি ?
  • 40. ধানের পরাগায়ন কিভাবে হয় ?
  • 41. ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে -
  • 42. পৃথিবীতে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কোন দেশে ?
  • 43. যেশো বালাম কোন ধানের জাত ?
  • 44. "রুপালি" ও "ডেলফোজ" কি ?
  • 45. বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ধরনের কলার চাষ হচ্ছে । নিচের কোনটি তাদের একটি ?
  • 46. নদী ছাড়া "মহানন্দা" কি ?
  • 47. "মেসতা" একজাতীয় -
  • 48. সর্বপ্রথম যে উফশী ধান এদেশে চালু হয়ে এখনও বর্তমান রয়েছে তা হল-
  • 49. "বর্ণালী" ও "শুভ্রা" কি ?
  • 50. "ইরাটম" কি ?
  • ∎"ইরাটম"---উন্নত জাতের ধান।

  • 51. "ব্রিশাইল" কি ?
  • 52. উচ্চ ফলনশীল ধান কোনটি ?
  • 53. ট্রিপল সুপার ফসফেট হল-
  • 54.  আমাদের দেশে ইউরিয়া সার উৎপাদনের প্রধান কাঁচামাল কি ?  
  • 55. নিচের কোনটি অম্লধর্মী সার ?
  • 56. কোন জাতীয় ফসল দিয়ে সাধারণত সবুজ সার করা হয় ?
  • 57.  কোন রাসায়নিক যৌগে উদ্ভিদ সাধারণত মাটি থেকে নাইট্রোজেন গ্রহণ করে ?
  • 58.  মাটিতে নাইট্রোজেনের ঘাটতি থাকলে ধানগাছ কেমন দেখায় ?
  • 59. কোন রাসায়নিক সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন সংগ্রহ করতে পারে ?
  • 60. ইউরিয়া সারের কাঁচামাল -
  • 61. ইউরিয়ায় নাইট্রোজেনের পরিমাণ কত ?
  • 62. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয় ?
  • 63. কৃষি জমিতে কি জন্য চুন ব্যবহার করা হয় ?
  • ক্ষার বা ক্ষারক এসিডের সাথে বিক্রিয়া করে অম্লকে প্রশমিত করে।
    চুন (ক্যালসিয়াম অক্সাইড) একটি ক্ষারক। এটি মাটিতে দিলে তা মাটির অম্লত্ব দূর করে।

  • 64. ফসল উৎপাদনের জন্য কোন ধরনের মাটি উত্তম ?
  • 65. ACID (অম্ল) মাটি কেমন ?
  • 66. সিলেটে পাহাড়িয়া অঞ্চলে আনারস চাষের ফলে মাটির অবস্থা কেমন হয় ?
  • 67. মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর-
  • 68. কোন মাটিতে সমান পরিমানে বালি, পলি, কাদা থাকে ?
  • 69. পানি ধারন ক্ষমতা সর্বাপেক্ষা বেশি কোন মাটিতে ?
  • 70. চা চাষের জন্য প্রয়োজন কোন ধরনের মাটি ?
  • 71. একটি কাচা পাটের গাইটের ওজন-  
  • 72. সর্বপ্রথম যে উফসি ধান এ দেশে চালু হয়ে এখন বর্তমান রয়েছে তা হল
  • 73. বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয়-

today's words

Current World

  • What is the number of current U.S. Congress which is established on January 3, 2021?

    Ans: 117th

     

  • Joe Biden is current and 46th U.S. President, What number he stands as Democratic President in the history of U.S.?

    Ans: 16th

  • Donald Trump was________ president of Republican party.

    Ans: 19th

  • View All

Blog Category

Features

  • বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, পিএসসিসহ সব ধরনের MCQ প্রশ্ন এবং সমাধান,
  • অধ্যায় অনুযায়ী অনুশীলন,
  • ইংরেজি এবং গণিত এর জন্য সহজ কৌশল,
  • অসংখ্য মডেল পরীক্ষা,
  • পরীক্ষার পর্যালোচনা,
  • সাম্প্রতিক বিষয় নিয়মিত আপডেট,
  • প্রতিদিন পাঁচটি করে vocabulary (Meaning, Synonyms, Antonyms, Example সহ )।
6871

Students

79846

Questions

150

Model Test