আপনার কাছে যদি মনে হয় প্রশ্নটি অধ্যায় অনুযায়ী সঠিক নয় তাহলে সঠিক অধ্যায় ও প্রশ্নটি অথবা কোন প্রকার ভুল থাকলে আমাদের কে জানান ইমেইল করে kabirdepart@gmail.com

জনসংখ্যা

Correct :

Wrong :

  • 1. ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষের অনুপাত-
  • 2. যে জেলায় হাজংদের বসবাস নেই-
  • 3. ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা-
  • 4. সরকারী হিসেব মতে বাংলাদেশীদের গড় আয়ু-
  • 5. বাংলাদেশের প্রথম আদমশুমারী অনুষ্ঠিত হয় কবে?
  • ∎আদমশুমারি একটি দেশের জনসংখ্যার সরকারি গণনা হিসেবে গণ্য করা হয়। জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী নির্দিষ্ট সময়ে আদমশুমারি একটি জনগোষ্ঠীর বা দেশের জনসংখ্যা গণনার সামগ্রিক প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ। তথ্য একত্রীকরণ এবং জনমিতিতে অর্থনৈতিক ও সামাজিক তথ্যাদি প্রকাশ করা বোঝায়। বাংলাদেশে প্রথম আদমশুমারি ১৯৭৪ সালে হয়েছিল। একটি দেশে আদমশুমারি সাধারণত দশ বছর পর পর হয়।

  • 6. কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি?
  • রাশিয়া, জাপান ও সৌদি আরবের চেয়েও বাংলাদেশের জনসংখ্যা বেশি।

  • 7. আন্তর্জাতিক নারী দিবস কবে?
  • 8.  বাংলাদেশের কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি?  
  • চাকমা / চাংমা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বসবাসকারী বাংলাদেশের একটি প্রধান উপজাতি। চাংমারা বার্মার আরাকান রাজ্যে ডাইংনেট নামে পরিচিত । চাংমারা মঙ্গোলীয় জাতির একটি শাখা এবং বৌদ্ধ ধর্মের অনুসারী। বৌদ্ধপূর্ণিমা ছাড়া তাদের অন্যতম প্রধান আনন্দ উৎসব হচ্ছে বিজু। তাদের প্রধান জীবিকা কৃষি কাজ। জুম চাষের মাধ্যমে তারা বিভিন্ন খাদ্যশষ্য ও রবিশষ্য উৎপাদন করে থাকে।

  • 9.  বাংলাদেশের কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি?
  • 10. বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০০৯ অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
  • ∎ বর্তমানে জনসংখ্যায় বাংলাদেশ বিশ্বে-৮ম [Last updated: 24 Aug, 2016]

  • 11. খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত?
  • খাসিয়া (বা খাসি)  বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠি। এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত। এদের গাত্রবর্ণ হরিদ্রাভ, নাক-মুখ চেপ্টা, চোয়াল উঁচু, চোখ কালো ও ছোট টানা এবং খর্বকায়। খাসিয়ারা প্রায় পাঁচ শতাধিক বছর আগে আসাম থেকে বাংলাদেশে আসে। তারা আসামে এসেছিল সম্ভবত তিববত থেকে। এক কালে এ উপজাতিরা ছিল যাযাবর। তাদের সে স্বভাব সাম্প্রতিক কালেও লক্ষণীয়। তাদের প্রধান আবাসস্থল উত্তর-পূর্ব ভারত। তবে পার্বত্য খাসিয়াদের বাসভূমি পশ্চিমে গারো পাহাড় পর্যন্ত বিস্তৃত। খাসিয়া-জৈন্তিয়া পাহাড় থেকে এরা নেমে এসেছিল চেরাপুঞ্জি ও শিলং খাসিয়া অঞ্চলে। পাহাড়-টিলা, ঝোপজঙ্গল এদের পছন্দনীয় পরিবেশ। কাঠ বা বাঁশের মঞ্চের উপর বারান্দাসহ এরা কুঁড়েঘর বানায়। বারান্দাই বৈঠক ঘর হিসেবে ব্যবহূত হয়। অধুনা বাঙালিদের মতো গৃহও নির্মাণ করে। বসত ঘরের সঙ্গেই রন্ধনশালা এবং সন্নিকটে থাকে পালিত শূকরের খোয়াড়। খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে। অন্যান্য সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন, স্বীয় সীমানায় ও সাংস্কৃতিক বলয়ে গ্রামগুলি পুঞ্জীভূত। জীবিকার তাগিদে দলেবলে স্থান ত্যাগ করে এরা নতুন পুঞ্জি রচনা করে।

  • 12. বাংলাদেশে প্রথম আদমশুমারী কত সালে অনুষ্ঠিত হয় ?
  • 13. বাংলাদেশে কয়টি আদমশুমারী হয়েছে ?
  • 14. ভারতবর্ষে প্রথম আদমশুমারী হয় কোন সালে ?
  • 15. জনসংখ্যার আধিক্য রোধকল্পে বাংলাদেশে কবে জাতীয় জনসংখ্যা নীতি প্রণীত হয় ?
  • 16. রাজবংশী উপজাতিরা বাস করে-
  • 17. বাংলাদেশে উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট কয়টি? 
  • বাংলাদেশে উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট ২ টি। রাঙামাটি ও বান্দরবানে।

  • 18. বাংলাদেশের একমাত্র উপজাতীয় কালচারাল একাডেমী কোন জেলায় অবস্থিত?
  • উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি- বিরিশিরি, নেত্রকোণা (প্রথম প্রতিষ্ঠিত; ১৯৭৭ সালে) উপজাতি সম্পর্কে আরো জানতে ক্লিক করুন 

  • 19. চাকমা শরনার্থীদের দ্বিতীয় দফায় ১ম দিন অর্থাৎ ২১ জুলাই,১৯৯৪ তারিখে কতজন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন?   
  • 20. বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে?  
  • বাংলাদেশে ৩ টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে

  • 21. বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠী?
  • খাসিয়া (বা খাসি)  বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠি। এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত। এদের গাত্রবর্ণ হরিদ্রাভ, নাক-মুখ চেপ্টা, চোয়াল উঁচু, চোখ কালো ও ছোট টানা এবং খর্বকায়। খাসিয়ারা প্রায় পাঁচ শতাধিক বছর আগে আসাম থেকে বাংলাদেশে আসে। তারা আসামে এসেছিল সম্ভবত তিববত থেকে। এক কালে এ উপজাতিরা ছিল যাযাবর। তাদের সে স্বভাব সাম্প্রতিক কালেও লক্ষণীয়। তাদের প্রধান আবাসস্থল উত্তর-পূর্ব ভারত। তবে পার্বত্য খাসিয়াদের বাসভূমি পশ্চিমে গারো পাহাড় পর্যন্ত বিস্তৃত। খাসিয়া-জৈন্তিয়া পাহাড় থেকে এরা নেমে এসেছিল চেরাপুঞ্জি ও শিলং খাসিয়া অঞ্চলে। পাহাড়-টিলা, ঝোপজঙ্গল এদের পছন্দনীয় পরিবেশ। কাঠ বা বাঁশের মঞ্চের উপর বারান্দাসহ এরা কুঁড়েঘর বানায়। বারান্দাই বৈঠক ঘর হিসেবে ব্যবহূত হয়। অধুনা বাঙালিদের মতো গৃহও নির্মাণ করে। বসত ঘরের সঙ্গেই রন্ধনশালা এবং সন্নিকটে থাকে পালিত শূকরের খোয়াড়। খাসিয়ারা গ্রামকে পুঞ্জি বলে। অন্যান্য সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন, স্বীয় সীমানায় ও সাংস্কৃতিক বলয়ে গ্রামগুলি পুঞ্জীভূত। জীবিকার তাগিদে দলেবলে স্থান ত্যাগ করে এরা নতুন পুঞ্জি রচনা করে।

  • 22. ‘মারমা’ উপজাতিরা বাস করে-
  • মারমা বাংলাদেশের একটি উপজাতি। তিন পার্বত্য জেলায় তাদের বসবাস দেখা গেলেও মূল জনগোষ্ঠীর অধিকাংশের বসবাস বান্দরবানে চিম্বুক পাহাড়ে। ‘মারমা’ শব্দটি ‘ম্রাইমা’ থেকে এসেছে। পার্বত্য চট্টগ্রামের মারমারা মিয়ানমার থেকে এসেছে বিধায় তাদের ‘ম্রাইমা’ নাম থেকে নিজেদের ‘মারমা’ নামে ভূষিত করে। মারমারা মঙ্গোলীয় বংশোদ্ভূত। তারা বৌদ্ধ ধর্মাবলম্বী। কথা বলার ক্ষেত্রে মারমাদের নিজস্ব ভাষা থাকলেও লেখার ক্ষেত্রে তারা বার্মিজ বর্ণমালা ব্যবহার করে। মারমা সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক। পুরুষদের মতো মেয়েরাও পৈতৃক সম্পত্তির সমান উত্তরাধিকারী হয়। ভাত মারমাদের প্রধান খাদ্য। পাংখুং, জাইক, কাপ্যা ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠান মারমা সমাজে জনপ্রিয়। তাদের প্রধান উৎসব ও পার্বণগুলো হচ্ছে সাংগ্রাই পোয়ে, ওয়াছো পোয়ে, ওয়াগ্যোয়াই পোয়ে এবং পইংজ্রা পোয়ে। বান্দরবানে মারমা লোকসংখ্যা প্রায় এক লাখের কাছাকাছি। শিক্ষাদীক্ষা ও আর্থ-সামাজিক ক্ষেত্রে মারমারা দ্রুত অগ্রসর হচ্ছে।

  • 23. বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের?
  • অষ্টাদশ শতাব্দীর শেষভাগ থেকে ঊনবিংশ শতাব্দীর প্রথমভাগ পর্যন্ত সংঘটিত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ঘটনা প্রবাহের শিকার হয়ে এবং যুদ্ধজনিত কারণে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের অধিবাসীরা দেশত্যাগ করে পাক-ভারত উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে আশ্রয় গ্রহণ করে। পার্শ্ববর্তী আসাম রাজ্যের কাছাড় জেলায়, ত্রিপুরা রাজ্যে এবং বাংলাদেশে ব্যাপক সংখ্যক মণিপুরী অভিবাসন ঘটে। বার্মা-মণিপুর যুদ্ধের সময় (১৮১৯-১৮২৫) তৎকালীন মণিপুরের রাজা চৌরজিৎ সিংহ, তার দুই ভাই মারজিৎ সিংহ ও গম্ভীর সিংহসহ সিলেটে আশ্রয়গ্রহণ করেন। যুদ্ধ শেষে আশ্রয়প্রার্থীদের অনেকেই স্বদেশে ফিরে যায়, কিন্তু বহু মণিপুরী তাদের নতুন স্থানে স্থায়ী বাসিন্দা হয়ে যায়। বাংলাদেশে আসা মণিপুরীরা ব্রাহ্মণবাড়িয়ার কসবা, ময়মনসিংহের দুর্গাপুর, ঢাকার মণিপুরী পাড়া এবং প্রধানত বৃহত্তর সিলেটের বিভিন্ন স্থানে বসতি গড়ে তোলে। বর্তমানে সিলেট বিভাগের মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় মণিপুরী জনগোষ্ঠীর লোক বাস করে।মণিপুরীদের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী। মণিপুরী সংস্কৃতির উজ্জ্বলতম দিক হলো মণিপুরী নৃত্য যা বিশ্বব্যাপী সমাদৃত।মণিপ

  • 24. বহুপতি পরিবার কোন সমাজে দেখা যায়?
  • একজন নারীর একাধিক বিয়ে করে একই সঙ্গে সংসার করার ব্যাপারটি একদমই আলাদা। আর এই আলাদা ও ব্যতিক্রমী ব্যাপারটিই নিয়মে পরিণত হয়েছে ভারতের এক বিশেষ জনগোষ্ঠীর কাছে।'টোডা' নামের এই জনগোষ্ঠীর অধিকাংশ নারীই একাধিক স্বামী নিয়ে সংসার করে থাকেন। তাদের এই একাধিক স্বামী গ্রহণ ও বসবাসের কারণ হিসেবে রয়েছে তাদের গোত্রগত ঐতিহ্য ও জনসংখ্যার অসমতার বিষয়টি।'টোডা' শীর্ষক এই জনগোষ্ঠীরা বসবাস করে ভারতের দক্ষিণে নীলগিরি পর্বতে। এরা স্বনির্ভর আর স্বয়ংসম্পূর্ণ এক ক্ষুদ্র জনগোষ্ঠী।

  • 25. লোকসংখ্যা অনুসারে পৃথিবীর সবচেয়ে বড় শহর কোনটি?
  • 26. নরওয়ের নাগরিক জাতিগতভাবে-
  • 27. রুয়ান্ডা ও বুরুন্ডিতে যুদ্ধে লিপ্ত দুটি জাতি হচ্ছে-
  • 28. রাশিয়ার পূর্ব ও দক্ষিণাঞ্চলের বসবাসকারী জাতির নাম-
  • 29. বেদে যে অঞ্চলের যাযাবর জাতিবিশেষ-
  • 30. রেড ইন্ডিয়ান কারা?
  • 31. যুক্তরাষ্ট্রের আদিবাসীদের নাম কি?
  • 32. বহুস্বামী বিবাহভিত্তিক পরিবার কোন সমাজে দেখা যায়?
  • 33. ‘আফ্রিদি’ কি?
  • 34. কেনিয়া ও তাঞ্জানিয়ার সীমান্তে বসবাসকারী উপজাতির নাম কি?
  • 35. ‘জুলু’ উপজাতি বাস করে-
  • 36. দক্ষিন আফ্রিকার প্রধান প্রধান আদিবাসীদের নাম কি?
  • 37. কোন জাতীয় কুকুরের সাহায্যে এস্কিমোরা প্লেজ গাড়ি চালায়?
  • 38. Eskimos hunt using a dog driven vehicle called-
  • 39. মাউরি আদিবাসীরা বাস করে-
  • 40. নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়?
  • 41. হাজংদের অধিবাস কোথায় ?
  • বাংলাদেশের একটি আদিবাসী। এদের বাস নেত্রকোনা জেলার কলমাকান্দা, দুর্গাপুর উপজেলায়। এছাড়া বাংলাদেশের আর কোথাও এদের কোন অস্তিত্বের প্রমান পাওয়া যায়নি। বর্তমানে এদের সংখ্যা ৩০০০ জনের মত। গত শতাব্দির মাঝামাঝি সময়ে এরা খুব দাপটের সাথে বসবাস করেছে। এবং ঐতিহাসিক হাজং বিদ্রোহ, তেভাগা আন্দোলন, টংক আন্দোলন, ইত্যাদির নেত্রিত্বের সারিতে এদের অগ্রনী ভুমিকা ছিল।

  • 42. শান্তি বাহিনীর বর্তমান চেয়ারম্যান কে?
  • জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) (ফেব্রুয়ারি ১৪, ১৯৪৪) বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আদিবাসীদের নেতা। তাঁর পুরো নাম জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, তবে সন্তু লারমা নামেই তিনি পরিচিত। তিনি বাংলাদেশের অন্যতম আদিবাসী গোষ্ঠী চাকমা সম্প্রদায়ের সদস্য।

  • 43. শান্তি বাহিনীর প্রতিষ্ঠাতা কে?
  • 44. মারমাদের প্রধান পেশা কি?
  • 45. মারমাদের লিপিতে স্বরবর্ণ সংখ্যা কতটি
  • 46. মারমাদের লিপিতে বর্ণ সংখ্যা কতটি
  • 47. মারমাদের লিপিতে ব্যঞ্জন বর্ণ সংখ্যা কতটি
  • 48. মারমাদের লিপিতে বর্ণ সংখ্যা কতটি
  • 49. কোনটি ত্রিপুরাদের প্রধান উৎসব-
  • 50. রিনাই ও রিসা কাদের জাতীয় পোষাক-
  • ত্রিপুরা মহিলাদের জাতীয় পোষাক রিনাই ও রিসা

  • 51. ত্রিপুরাদের জাতিসত্ত্বা কতটি গোত্রে বিভক্ত
  • 52. কক-বরক ভাষায় কারা কথা বলে
  • 53. ত্রিপুরা জাতি কোন বংশোদ্ভূত?
  • 54. পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি মানবেন্দ্র নারায়ণ লারমা পুনরায় গঠন করেন কবে-
  • 55. কামিনী মোহন দেওয়ান 'পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি' গঠন করেন কবে-
  • ৩টি সার্কেল হলো- চাকমা সার্কেল, বোমাং সার্কেল, মং সার্কেল

  • 56. পার্বত্য চট্টগ্রামের সার্কেল কয়টি
  • ৩টি সার্কেল হলো- চাকমা সার্কেল, বোমাং সার্কেল, মং সার্কেল

  • 57. চাকমা গ্রামের প্রধান কে?
  • 58. পার্বত্য চট্টগ্রাম প্রতিষ্ঠিত হয় কবে
  • 59. চাকমা সমাজের প্রধান কে?
  • 60. চাকমা ভাষায় রচিত ফেবো কবে প্রকাশিত হয়-
  • 61. চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাস কোনটি
  • 62. বাংলাদেশে ২য় সংখ্যাগরিষ্ঠ উপজাতি কোনটি
  • সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী। তাদের বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়। প্রধান নিবাস রাঢ়বঙ্গ, বিহার ও উড়িষ্যার অরণ্য অঞ্চল এবং ছোটনাগপুর; পরে সরকার কর্তৃক নির্ধারিত সাঁওতাল পরগনায়। তবে ১৮৮১ সালের আদমশুমারিতে দেখা যায় যে পাবনা, যশোর, খুলনা, এমনকি চট্টগ্রাম জেলায়ও অল্প সংখ্যায় সাঁওতালদের বসতি ছিল। ১৯৪১ সালের জরিপ অনুযায়ী বর্তমান বাংলাদেশ এলাকায় সাঁওতালদের সংখ্যা প্রায় আট লক্ষ। দেশ বিভাগের পর লোকগণনার সময় সাঁওতালদের স্বতন্ত্র জাতি হিসেবে গণ্য না করার ফলে বহুদিন তাদের সঠিক সংখ্যা নির্ধারণ করা যায় নি। আশির দশকে খ্রিস্টান মিশনারিদের গৃহীত হিসাব অনুযায়ী উত্তরবঙ্গে সাঁওতাল জনসংখ্যা লক্ষাধিক। ১৯৯১ সালের আদমশুমারি অনুযায়ী সাঁওতাল জনসংখ্যা দুই লক্ষের বেশি। ২০০১ সালের জরিপে এদের মোট সংখ্যা জানা যায় নি।

  • 63. বাংলাদেশে উপজাতীয় ভাষার সংখ্যা কয়টি-
  • উপজাতীয় ভাষা  বাংলাদেশে উপজাতির সংখ্যা বত্রিশ । তাদের বাস প্রধানত রাজশাহী, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, বৃহত্তর ময়মনসিংহ, সিলেট, পটুয়াখালী ও বরগুনা অঞ্চলে। কিছু ব্যতিক্রম ছাড়া ২০-৩০ লক্ষ উপজাতীয় লোক স্ব-স্ব ভাষায় কথা বলে। উপজাতীয় ভাষাগুলির মধ্যে ওরাওঁ, খাসিয়া, গারো, চাকমা, মগ, মণিপুরী, মুন্ডা ও সাঁওতাল উল্লেখযোগ্য। এ ছাড়া রয়েছে কাছাড়ি, কুকি, টিপরা, মালপাহাড়ি, মিকির, শাদ্রি, হাজং ইত্যাদি।বাংলাদেশের উত্তরাঞ্চল ও সিলেটের চা-বাগান এলাকায় প্রায় লক্ষাধিক লোকের মাতৃভাষা ওরাওঁ। ওরাওঁভাষীদের সর্বোচ্চ সংখ্যা রংপুরে এবং সর্বনিম্ন সিলেটে। খাসিয়ারা ওয়ার নামক ভাষায় কথা বলে। সিলেট বিভাগের বিভিন্ন জেলার পার্বত্য ও অরণ্য অঞ্চলে তাদের বসবাস। এসব অঞ্চলে স্বল্পসংখ্যক সিন্টেং ও লালং উপজাতিও বাস করে এবং তারা স্ব-স্ব ভাষায় কথা বলে।

  • 64. বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে বাস করে 
  • অর্থনৈতিক সমীক্ষা- ২০১৫ অনুযায়ী।

  • 65. বাংলাদেশে সবচেয়ে বেশি লোক বাস করে -
  • 66. ঢাকা মেট্রোপলিটন শহরে প্রতি বর্গকিলোমিটারে বাস করে -
  • 67. বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে সবচেয়ে কম লোক বাস করে -
  • 68. বান্দরবান জেলায় প্রতি বর্গ কিলোমিটারে বাস করে -
  • 69. জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের বৃহত্তম উপজেলা-
  • 70. জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের ক্ষুদ্রতম উপজেলা-
  • 71. গ্রামে বাস করে বাংলাদেশের -
  • 72. শহরে বাস করে বাংলাদেশের -
  • 73. বাংলাদেশে মৃত্যুর হার প্রতি হাজারে-
  • অর্থনৈতিক সমীক্ষা- ২০১৫ অনুযায়ী।

  • 74. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার 
  • 75. বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের জনসংখ্যা ২০ কোটি হবে 
  • 76. জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের স্থান -
  • 77. জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বে বাংলাদেশের স্থান -
  • 78. জনসংখ্যার দিক দিয়ে মুসলিম বিশ্বে  প্রথম -
  • 79. বাংলাদেশে মোট জনসংখ্যার শতকরা কত ভাগ মুসলমান -
  • 80. বাংলাদেশে মোট জনসংখ্যার শতকরা কত ভাগ হিন্দু -
  • 81. অবিভক্ত ভারতবর্ষে আদমশুমারি প্রথম অনুষ্ঠিত হয়েছিল -
  • 82. স্বাধীনতার পর দেশে আদমশুমারি প্রথম অনুষ্ঠিত হয় -
  • 83. বাংলাদেশে দ্বিতীয় আদমশুমারি অনুষ্ঠিত হয় -
  • 84. বাংলাদেশে তৃতীয় আদমশুমারি অনুষ্ঠিত হয় -
  • 85. বাংলাদেশে সর্বশেষ কবে আদমশুমারি অনুষ্ঠিত হয় -
  • 86. বর্তমান হারে জনসংখ্যা বৃদ্ধি পেলে বাংলাদেশের জনসংখ্যা দ্বিগুন হবে-
  • 87. বাংলাদেশে মোট উপজাতিদের সংখ্যা 
  • 88. বাংলাদেশে উপজাতিয় লোকসংখ্যা মোট জনসংখ্যার কত ভাগ
  • 89. বাংলাদেশে সবচেয়ে বেশী বাস করে কোন উপজাতি?
  • বাংলাদেশে সবচেয়ে বেশী বাস করে চাকমা উপজাতি

     

  • 90. বাংলাদেশে চাকমা উপজাতি বাস করে প্রধানত -
  • বাংলাদেশে চাকমা উপজাতি বাস করে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান 

     

  • 91. বাংলাদেশে গারো উপজাতি বাস করে -
  • বাংলাদেশে গারো উপজাতি বাস করে ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর ও নেত্রকোনায়

     

  • 92. খাসিয়া উপজাতি বাস করে -
  • খাসিয়া উপজাতি বাস করে সিলেটে

     

  • 93. সাঁওতালরা বাস করে -
  • সাঁওতালরা বাস করে রাজশাহী, রংপুর, বগুড়া ও দিনাজপুর জেলায়

     

  • 94. বাংলাদেশের কোন উপজাতি মুসলমান -
  • মুসলমান উপজাতি- পাঙন ও লাউয়া

     

  • 95. বাংলাদেশে মোট উপজাতির সংখ্যা কত?
  • 96. বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম- 
  • 97. নিচের কোন বাংলাদেশীয় উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?  
  • পিতৃতান্ত্রিক = মারমা ও হাজং

  • 98. চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক-
  • 99. স্বাধীনতার পর দেশে আদমশুমারি প্রথম অনুষ্ঠিত হয় -
  • আদমশুমারি/জনশুমারি:
    কোনো দেশের জনসংখ্যার আনুষ্ঠানিক গণনাই আদমশুমারি বা জনশুমারি।    
     
    স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় ১৯৭৪ সালে। তখন চুড়ান্ত ফলাফলে জনসংখ্যা ছিল ৭ কোটি ৬৪ লাখ।
    সর্বশেষ ৫ম আদমশুমারি হয়েছে ২০১১ সালের ১৫-১৯ মার্চ।  
    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো( BBS)  প্রতি ১০ বছর পর পর আদমশুমারি পরিচালনা করে থাকে৷
    ৬ষ্ঠ আদমশুমারি হবে ২০২১ সালে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে এ কাজে বাংলাদেশকে সহায়তা করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্হা নাসা৷
    সূত্র - বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন ।  

     


today's words

Current World

  • What is the number of current U.S. Congress which is established on January 3, 2021?

    Ans: 117th

     

  • Joe Biden is current and 46th U.S. President, What number he stands as Democratic President in the history of U.S.?

    Ans: 16th

  • Donald Trump was________ president of Republican party.

    Ans: 19th

  • View All

Blog Category

Features

  • বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, পিএসসিসহ সব ধরনের MCQ প্রশ্ন এবং সমাধান,
  • অধ্যায় অনুযায়ী অনুশীলন,
  • ইংরেজি এবং গণিত এর জন্য সহজ কৌশল,
  • অসংখ্য মডেল পরীক্ষা,
  • পরীক্ষার পর্যালোচনা,
  • সাম্প্রতিক বিষয় নিয়মিত আপডেট,
  • প্রতিদিন পাঁচটি করে vocabulary (Meaning, Synonyms, Antonyms, Example সহ )।
6847

Students

79846

Questions

150

Model Test