আপনার কাছে যদি মনে হয় প্রশ্নটি অধ্যায় অনুযায়ী সঠিক নয় তাহলে সঠিক অধ্যায় ও প্রশ্নটি অথবা কোন প্রকার ভুল থাকলে আমাদের কে জানান ইমেইল করে kabirdepart@gmail.com

বিভাগ ও জেলা

Correct :

Wrong :

  • 1. ‘শুভলং’ ঝরণা কোন জেলায় অবস্থিত?
  • ∎শুভলং ঝর্ণা রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার মধ্যে পড়েছে।

  • 2. বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি?
  • বাংলাদেশের বৃহত্তর জেলা-১৯টি

  • 3. আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?  
  • 4.  দহগ্রাম ছিটমহল কোথায় অবস্থিত?  
  • 5. বর্তমান সরকার কয়টি স্তরে স্থানীয় সরকার প্রতিষ্ঠার চিন্তাভাবনা করেছে?
  • 6. রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কত?
  • রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব ৬২৭ কি. মি

  • 7. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
  • বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়

  • 8. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
  • ভারতের ভেতরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহলের মধ্যে কুড়িগ্রাম জেলার অধীনে ১৮টি ও লালমনিরহাট জেলার অধীনে ৩৩টি। এগুলো ভারতের কোচবিহার জেলার প্রশাসনিক সীমানার ভেতরে।দহগ্রাম-আঙ্গুরপোতা লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ছিটমহল। ছিটমহলটির আয়তন ৩৫ বর্গমাইল। এই ছিটমহলের সাথে যোগাযোগের জন্য ‌’তিন বিঘা করিডোর’ ব্যবহৃত হয়। ১৯৯২ সালের ২৬ জুন ভারত –বাঙলাদেশের জন্য ‌তিনবিঘা করিডোর’ খুলে দেয়। তিস্তা নদীর তীরে অবস্থিত তিনবিঘা রিডোরের মাপ ১৭৮ মিটার×৮৫ মিটার।

    বাংলাদেশের ভেতরে থাকা ভারতের ছিটমহলের ১১১টিই পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার। এগুলোর মধ্যে কুড়িগ্রাম জেলায় ১২টি, লালমনিরহাট জেলায় ৫৯টি, পঞ্চগড় জেলায় ৩৬টি এবং নীলফামারীতে অবস্থিত ৪টি।

  • 9. পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে?
  • পার্বত্য চট্টগ্রাম (Chittagong Hill Tracts) বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি এলাকা, যা তিনটি জেলা, রাঙামাটি, খাগড়াছড়ি, ও বান্দরবান নিয়ে গঠিত। চট্টগ্রাম বিভাগের এই এলাকা পাহাড় ও উপত্যকায় পূর্ণ বলে এর নামকরণ হয়েছে পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামের মধ্য দিয়ে বয়ে চলা প্রধান নদী হল কর্ণফুলী। এই নদীতে বাঁধ দিয়ে কাপ্তাইতে গড়ে তোলা কাপ্তাই হ্রদে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়।

  • 10. বাংলাদেশের জেলার সংখ্যা কত?
  • 11. মুজিবনগর অবস্থিত –
  • 12. সদ্য ঘোষিত তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত?
  • ∎ তিতাস উপজেলা--কুমিল্লা জেলায় অবস্থিত।

  • 13. বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
  • গৌড়: উত্তর বঙ্গে নিয়ে গঠিত জনপদ।  
    চন্দ্রদ্বীপ: বর্তমান বরিশাল জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই জনপদ ছিল। 
    তাম্রলিপ্ত: হরিকেলের উত্তরে অবস্থিত জনপদ।
    বঙ্গ : দক্ষিণ-পূর্ব বঙ্গদেশ বঙ্গ নামে পরিচিত ছিল। 
    বরেন্দ্র ও পুণ্ড্রবর্ধন: উত্তরবঙ্গের একটি জনপদ। ঐতিহাসিকেদের মতে− বর্তমান রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর এবং পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদের কিছু অংশ এবং দার্জিলিং ও কোচবিহারসহ গঠিত সমগ্র অঞ্চল বরেন্দ্র এলাকা।
    সমতট: বঙ্গদেশের আর্দ্র-নিম্নভূমিকে সমতট হিসেবে উল্লেখ পাওয়া যায়।  
    রাঢ় : ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত অঞ্চলকে রাঢ় বলা হয়। 
    হরিকেল: পূর্বভারতের একটি জনপদ। এই জনপদটি বঙ্গদেশের অংশ হিসাবে বিবেচনা করা হয়। বর্তমান চট্টগ্রাম, কুমিল্লা ও ত্রিপুরার এবং তৎসংলগ্ন এলাকা হরিকলের অংশ ছিল বলে অনুমান করা হয়।

    ১. প্রাচীন কালে ঢাকা বঙ্গ জনপদের অধীনে ছিল।
    ২. বগুড়ার মহাস্থানগড় একসময় পুন্ড্রুনগর হিসেবে পরিচিত ছিল।

  • 14. বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?
  • 15. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
  • 16. ঢাকা বিভাগে কয়টি জেলা আছে?  
  • খুলনা বিভাগ ১০ টি জেলা রয়েছে

    বাগেরহাট
    চুয়াডাঙ্গা
    যশোর
    ঝিনাইদহ
    খুলনা
    কুষ্টিয়া
    মাগুরা
    মেহেরপুর
    নড়াইল
    সাতক্ষীরা
    চট্টগ্রাম বিভাগ  মোট ১১ টি জেলা রয়েছে-

    বান্দরবান
    ব্রাহ্মণবাড়ীয়া
    চাঁদপুর
    চট্টগ্রাম
    কুমিল্লা
    কক্সবাজার
    ফেনী
    খাগড়াছড়ি
    লক্ষ্মীপুর
    নোয়াখালী
    রাঙামাটি

    ঢাকা  বিভাগে মোট ১৭ টি জেলা রয়েছে

    ঢাকা
    ফরিদপুর
    গাজীপুর
    গোপালগঞ্জ
    জামালপুর
    কিশোরগঞ্জ
    মাদারীপুর
    মানিকগঞ্

  • 17. রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত?   
  • গৌড়: উত্তর বঙ্গে নিয়ে গঠিত জনপদ।  
    চন্দ্রদ্বীপ: বর্তমান বরিশাল জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই জনপদ ছিল। 
    তাম্রলিপ্ত: হরিকেলের উত্তরে অবস্থিত জনপদ।
    বঙ্গ : দক্ষিণ-পূর্ব বঙ্গদেশ বঙ্গ নামে পরিচিত ছিল। 
    বরেন্দ্র ও পুণ্ড্রবর্ধন: উত্তরবঙ্গের একটি জনপদ। ঐতিহাসিকেদের মতে− বর্তমান রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর এবং পশ্চিমবঙ্গের মালদহ ও মুর্শিদাবাদের কিছু অংশ এবং দার্জিলিং ও কোচবিহারসহ গঠিত সমগ্র অঞ্চল বরেন্দ্র এলাকা।
    সমতট: বঙ্গদেশের আর্দ্র-নিম্নভূমিকে সমতট হিসেবে উল্লেখ পাওয়া যায়।  
    রাঢ় : ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত অঞ্চলকে রাঢ় বলা হয়। 
    হরিকেল: পূর্বভারতের একটি জনপদ। এই জনপদটি বঙ্গদেশের অংশ হিসাবে বিবেচনা করা হয়। বর্তমান চট্টগ্রাম, কুমিল্লা ও ত্রিপুরার এবং তৎসংলগ্ন এলাকা হরিকলের অংশ ছিল বলে অনুমান করা হয়।

    ১. প্রাচীন কালে ঢাকা বঙ্গ জনপদের অধীনে ছিল।
    ২. বগুড়ার মহাস্থানগড় একসময় পুন্ড্রুনগর হিসেবে পরিচিত ছিল।

  • 18. মুজিবনগর অবস্থিত –
  • ∎মুজিবনগর:

    মুজিবনগর মেহেরপুর জেলায় অবস্থিত এটি একটি ঐতিহাসিত স্থান । বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের রাজধানী ছিল এখানে। এখানেই তৎকালীন বৈদ্যনাথতলা বর্তমান মুজিবনগরের আম্রকাননে ১৭ এপ্রিল সরকারের মন্ত্রী পরিষদ শপথ নিয়েছিল। বাংলাদেশের প্রথম রাজধানীর ঐতিহ্য ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স।

  • 19. সেন্টমার্টিন অবস্থিত কোন জেলায়
  • ∎ 'সেন্টমার্টিন' কক্সবাজার জেলায় অবস্থিত.

  • 20. বাংলাদেশের রাজধানী – 
  • ∎ ঢাকা বাংলাদেশের রাজধানী হয় ৫ বার।

  • 21. বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত?
  • ∎মুহুরীর চর--ফেনী জেলায় অবস্থিত।

  • 22. সোয়াচ অব নো গ্রাউন্ড এর মানে- 
  • সোয়াচ অব নো গ্রাউন্ড এর মানে বঙ্গোপসাগরের একটি খাদের নাম 

  • 23. বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম- 
  • 24. বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?  
  • 25. হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?  
  • 26. তেতুলিয়া কোন জেলায় অবস্থিত?  
  • 27. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?  
  • পঞ্চগড় জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা, পূর্বে নীলফামারী জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত।

  • 28. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?  
  • 29. ঢাকা থেকে সরাসরি নোয়াখালি যাওয়ার আন্তঃমহানগরী ট্রেনটির নাম-  
  • 30. গারাে উপজাতি কোন জেলায় বাস করে?
  • ভারতে মেঘালয় ছাড়াও আসামের কামরূপ, গোয়ালপাড়া ও কারবি আংলং জেলায় এবং বাংলাদেশের ময়মনসিংহ ছাড়াও টাঙ্গাইল, সিলেট, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা ও গাজীপুর জেলায় গারোরা বাস করে। গারোরা ভাষা অনুযায়ী বোডো মঙ্গোলীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত।


today's words

Current World

  • What is the number of current U.S. Congress which is established on January 3, 2021?

    Ans: 117th

     

  • Joe Biden is current and 46th U.S. President, What number he stands as Democratic President in the history of U.S.?

    Ans: 16th

  • Donald Trump was________ president of Republican party.

    Ans: 19th

  • View All

Blog Category

Features

  • বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, পিএসসিসহ সব ধরনের MCQ প্রশ্ন এবং সমাধান,
  • অধ্যায় অনুযায়ী অনুশীলন,
  • ইংরেজি এবং গণিত এর জন্য সহজ কৌশল,
  • অসংখ্য মডেল পরীক্ষা,
  • পরীক্ষার পর্যালোচনা,
  • সাম্প্রতিক বিষয় নিয়মিত আপডেট,
  • প্রতিদিন পাঁচটি করে vocabulary (Meaning, Synonyms, Antonyms, Example সহ )।
6880

Students

79846

Questions

150

Model Test