আপনার কাছে যদি মনে হয় প্রশ্নটি অধ্যায় অনুযায়ী সঠিক নয় তাহলে সঠিক অধ্যায় ও প্রশ্নটি অথবা কোন প্রকার ভুল থাকলে আমাদের কে জানান ইমেইল করে kabirdepart@gmail.com

বাংলা সাহিত্যের ইতিহাস

Correct :

Wrong :

  • 1. বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’ চালু করেছিলেন-
  • 2. আমাদের জাতীয় সঙ্গীত “আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি"-এ গানের সুর রবীন্দ্রনাথ কোন ধরনের গানে সুর থেকে নিয়েছেন?
  • 3. ‘ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পান্থের দিকে চাইয়া রে-‘কোন ধরনের গান?
  • 4. মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি?
  • 5. চতুর্দশপদী কবিতায় কতটি পঙক্তি থাকে?
  • চতুর্দশপদী (Sonnet) হল এক ধরনের কবিতা যার প্রথম উদ্ভব হয় মধ্যযুগে ইতালিতে। এর বৈশিষ্ট হল যে এই কবিতাগুলো ১৪টি চরণে সংগঠিত এবং প্রতিটি চরণে সাধারণভাবে মোট ১৪টি করে অক্ষর থাকবে।

  • 6. বাংলা সাহিত্যের মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?
  • আলাওল মধ্যযুগের একজন বাঙালি কবি। বাংলা সাহিত্যের মধ্যযুগে ধর্মীয় বিষয়বস্তুর গতানুগতিক পরিসীমায় রোমান্টিক প্রণয়কাব্যধারা প্রবর্তনকারী হিসাবে মুসলমান কবিগণের অবদান সর্বজনস্বীকৃত। এ সময়ে তারা আরবি ফার্সি ও হিন্দি সাহিত্যের বিষয়বস্তু ও ভাববৈচিত্র্য অবলম্বনে কাব্য রচনায় এক নবযুগ সৃষ্টি করেন। এপর্যায়ের কবিগণের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যের বিচারে কবি আলাওলকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়। আলাওল আরাকান রাজসভার অন্যতম কবি হিসাবে আবির্ভূত হলেও মধ্যযুগের সমগ্র বাঙালি কবির মধ্যে 'শিরোমণি আলাওল' রূপে শীর্ষস্থান অধিকারী। আরবি ফার্সি হিন্দি ও সংস্কৃত ভাষায় তিনি সুপন্ডিত ছিলেন। ব্রজবুলি ও মঘী ভাষাও তার আয়ত্তে ছিল। প্রাকৃতপৈঙ্গল, যোগশাস্ত্র, কামশাস্ত্র, অধ্যাত্মবিদ্যা, ইসলাম ও হিন্দু ধর্মশাস্ত্র-ক্রিয়াপদ্ধতি, যুদ্ধবিদ্যা, নৌকা ও অশ্ব চালনা প্রভৃতিতে বিশেষ পারদর্শী হয়ে আলাওল মধ্যযুগের বাংলা সাহিত্যে এক অনন্য প্রতিভার পরিচয় দিয়েছন।

  • 7. কোন শাসনামলে চর্যাপদ রচিত হয়েছিল?
  • 8. বাংলা এবং মৈথালী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কি?
  • ব্রজবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্যভাষা বা উপভাষা। ব্রজবুলি মূলত এক ধরনের কৃত্রিম মিশ্রভাষা। মৈথিলি ও বাংলার মিশ্রিত রূপ হলো ব্রজবুলি ভাষা। মিথিলার কবি বিদ্যাপতি (আনু. ১৩৭৪-১৪৬০) এর উদ্ভাবক। তাঁর পদের ভাব ও ভাষার অনুসরণে বাংলা, উড়িষ্যা ও আসামে পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে ব্রজবুলি ভাষার সৃষ্টি হয়। পদগুলিতে রাধাকৃষ্ণের ব্রজলীলা বর্ণিত হওয়ায় এর নাম হয়েছে ব্রজবুলি অর্থাৎ ব্রজ অঞ্চলের ভাষা। অবশ্য এই পদগুলি তখন ব্রজধামে ব্যাপকভাবে প্রচলিত ছিল বলেও একে ব্রজবুলি বলা হতো। এর উৎপত্তি বিদ্যাপতির হাতে হলেও পরিপুষ্টি হয়েছে বাঙালি কবিদের হাতে। উল্লেখ, প্রাচীন ভারতবর্ষের ব্রজভূমি (অধুনা উত্তর প্রদেশ) অঞ্চলে ব্রজভাষা নামের একটি ভাষা রয়েছে। ধারণা করা হয় বৃন্দাবনের রাধাকৃষ্ণ সম্ভবত সে ভাষায়ই কথা বলত

  • 9. কার সংগৃহীত গীতিকা সম্পাদনা করে ডঃ দীনেশ চন্দ্র সেন ‘ময়মনসিংহ গীতিকা’ নামে প্রকাশ করেন?
  • ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত পালাগানগুলোকে একত্রে মৈমনসিংহ গীতিকা বলা হয়। এই গানগুলো প্রাচীন কাল থেকে মানুষের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে। তবে ১৯২৩-৩২ সালে ডক্টর দীনেশচন্দ্র সেন এই গানগুলো সম্পাদনা করে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে প্রকাশ করেন। বর্তমান নেত্রকোনা জেলার আইথর নামক স্থানের আধিবাসী চন্দ্রকুমার দে এসব গাঁথা সংগ্রহ করছিলেন।

  • 10. কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?
  • 11. সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন?
  • ব্রাহ্ম ধর্মের অনুসারী ভাই গিরীশচন্দ্র সেন সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেন। তিনি ১৯০০ সালে কুরআন শরীফের পুর্ণাঙ্গ বঙ্গানুবাদ সমাপ্ত করেন।

  • 12. বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসেবে খ্যাত?
  • বাংলা ভাষায় যারা আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন, তাদের মধ্য ৫ জন প্রধান। আধুনিক কবিতার সূচনা-বছর হিসেবে ১৯২৫-কে চিহ্নিত করা হয়। বিশের দশকের দ্বিতীয়ার্ধে হয়েছে আধুনিক কবিতার সূচনা; আর ত্রিশের দশকে ঘটেছে বিকাশ ও প্রতিষ্ঠা। বুদ্ধদেব বসু ৩০ দশকের কবি হিসেবে খ্যাত। তিনি আধুনিক কবিদের মধ্য সবচেয়ে গীতিময় ও আবেগপ্রবণ।

  • 13. বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে ড. মুহম্মদ শহীদুল্লাহ এর মত-
  • 14. বাংলা একাডেমী কোন বছর প্রতিষ্ঠিত হয় ?
  • 15. সনেটের কটি অংশ ?
  • বাংলা সাহিত্য সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। সনেটের ২টি অংশ । সনেটের বাংলা চতুর্দশপদী। সনেটের ২টি অংশ হল--অষ্টক ও ষটক।

  • 16. কোন খ্যাতিমান লেখক যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত?
  • ঈশ্বরচন্দ্র গুপ্ত মূলত কবি ও সাংবাদিক। তার কবিতায় মধ্যযুগীয় ও আধুনিক ভাবধারা উভয়ই লক্ষ্য করা যায়। বাংলা সাহিত্যর মধ্য ও আধুনিক যুগের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি সব্যসাচীর মতো দু'হাতে দু'দিকের নির্দেশ দিয়েছেন। তাই তিনি যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত।

  • 17. উনিশ শতকের গীতিকাব্য ধারার অন্যতম কবি?
  • বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতিকার প্রথম কবি। বাংলা সাহিত্যর আধুনিক যুগের প্রথম দিকে সফল গীতিকবিতা রচনা করার কারনে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে 'ভোরের পাখি' উপাধি দিয়েছেন। উনিশ শতকের গীতিকাব্য ধারার অন্যতম বিহারীলাল চক্রবর্তী।

  • 18. কবি ঈশ্বরচন্দ্র গুপ্তকে 'খাঁটি বাঙালি কবি' হিসেবে অভিহিত করেছেন কে? 
  • 19. পল্লি কবি জসিমউদ্দীন সম্পর্কে কোন বাক্যটি সঠিক নয়?
  • 20. কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়?
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালির মানস গঠনে, বাংলা ভাষা ও সাহিত্য বিকাশে এবং মূল্যবোধ সৃষ্টিতে কালজয়ী ভুমিকা রেখে গেছেন। আধুনিক বাংলা ভাষার গদ্যর জনক তিনি। বিদ্যাসাগর নামেই তিনি পরিচিত। তার রচিত বেতাল পঞ্চবিংশতি গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়।

  • 21. ব্রাহ্মধর্মের প্রতিষ্ঠাতা কে?
  • সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন, জুরির বিচার, সম্পত্তিতে স্ত্রীলোকের অধিকার,পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ প্রভৃতি ক্ষেত্রে ভারতবর্ষে তিনি পথিকৃৎ। তিনি মূলত ধর্মসংস্কার ও সমাজ চেতনার বশবর্তী হয়ে বাংলা গদ্য লিখেছিলেন। রাজা রামমোহন রায় কর্তৃক ১৮২৮ সালে ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়।

  • 22. বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তি কাল-
  • বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তি কাল ঊনবিংশ শতাব্দী। বাংলা গদ্য সাহিত্যের নব জাগরণে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয়কুমার দত্ত প্রমুখ অগ্রণী ভূমিকা পালন করেন। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে বিশেষ অবদান রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজের।

  • 23. ঢাকার মুসলিম সাহিত্য সমাজ-এর প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে?
  • ১৯২৬ খ্রিস্টাব্দে ঢাকায় প্রতিষ্ঠিত হয় মুসলিম সাহিত্য সমাজ, এই সংগঠনটির মাধ্যমে 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের সূত্রপাত হয়। সংগঠনটির প্রধান লেখক ছিলেন আবদুল কাদির, কাজী আবদুল ওদুদ, আবুল হসেন, আবুল ফজল, কাজী মোতাহার হোসেন প্রমুখ।

  • 24. ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন?
  • ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন--উইলিয়াম কেরি। লর্ড ওয়েলেসলি ছিলেন--প্রতিষ্ঠাতা, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এবং রামরাম বসু ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের দুজন পণ্ডিত।

  • 25. দ্রোপদী কে?
  • 26. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিস্কর্তা      
  • 27. দৌলত উজির বাহরাম খানের জন্মস্থান—      
  • 28. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়-
  • 29. 'মহুয়া’ পালাটির রচয়িতা?
  • 30. ভারতচন্দ্র রায়গুনাকর কোন রাজসভার কবি?  
  • 31.  রূপ লাগি আঁখি ঝুর গুনে মন ভোর’‍‍‍‍ কার রচনা?  
  • 32. শাহনামা মৌলিক গ্রন্থটি কার?
  • 33. Balled কি?      
  • 34. বাংলা লিপির উৎস কি?
  • 35. আমীর হামজা কাব্য রচনা করেন কে? 
  • 36. আমীর হামজা কাব্য রচনা করেন কে? 
  • 37. বাংলা ভাষার মধ্যযুগের বিস্তৃতিকাল কত?
  • 38. চাঁদ সওদাগর কোন মঙ্গলকাব্যর নায়ক?
  • 39. আরাকান রাজসভার কবি কে?
  • 40. আলাওল কোন রাজসভার কবি ছিলেন?  
  • 41. মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?  
  • 42. হিন্দী ‘পদুমাবৎ’ এর অবলম্বনে ‘পদ্মাবতী’ কাব্যের রচিয়তা --
  • 43. মধ্যযুগের কবি নন কে?
  • 44. নিচের কোনটি মধ্যযুগের কাব্যের প্রধান একটি ধারা ?
  • 45. ‘শূন্য পুরাণ’ কে রচনা করেছেন--
  • 46. বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসেবে খ্যাত?  
  • 47. ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্র্তিষ্ঠিত হয়েছিল?
  • 48. আমীর হামজা কাব্য রচনা করেন কে?  
  • 49. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে?
  • 50. কোন পর্তুগীজ বাঙ্গালী বিধবাকে বিয়ে করেন এবং বাংলার কবিয়াল হিসেবে খ্যাতি লাভ করেন?  
  • 51. কোন পর্তুগীজ বাঙ্গালী বিধবাকে বিয়ে করেন এবং বাংলার কবিয়াল হিসেবে খ্যাতি লাভ করেন?  
  • 52. বাংলা টম্পা গানের জনক কে? 
  • 53. উপেন্দ্রকিশোর রায় চৌধুরির রূপকথা সংগ্রহের নাম কি?
  • 54. কোন বিখ্যাত ব্যাক্তিত্ব নাথগীতিকা সংগ্রহ করে নাম দেন 'ক্লাসিক রাজার গান'?  
  • 55. ময়মনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষায় অনূদিত হয়েছে?
  • 56. বাংলা সাহিত্যের আখ্যানমূলক লোকগীতিকে ইংরেজিতে কি বলা হয়?
  • 57. ময়মনসিংহ গীতিকার প্রথম সংগ্রাহক কে?
  • 58. মৈমনসিংহ গীতিকা মহুয়া পালার রচয়িতা কে?
  • 59. লোক সাহিত্য বলতে কি বোঝায়? 
  • 60. পুঁথি সাহিত্যের ভাষা কেমন? 
  • 61. পুঁথি সাহিত্যের বিকাশ সাধিত হয় কোন শতকে? 
  • 62. মানিক চন্দ্র রাজার গান সম্পাদিত গ্রন্থটি কে সম্পাদন করেন ? 
  • 63. টপ্পা গানের জনক কে?
  • 64. মেয়েলি ব্রতের সাথে কাহিনীকে কি বলে?
  • 65. পশুপাখির চরিত্র অবলম্বনে গড়া কাহিনীকে কি বলে?
  • 66. মৈমনসিংহ গীতিকার অন্তর্গত পালা কোনটি?
  • 67. নাথগীতিকা গুলো স্যার জর্জ গ্রিয়ার্সন কি নামে প্রকাশ করেন? 
  • 68. বাংলাদেশ থেকে সংগৃহীত লোকগীতিকাগুলোকে কয়টি ভাগে বিভিক্ত করা হয়েছে?
  • 69.    BALLAD  শব্দটি কোন শব্দ থেকে এসেছে? 
  • 70. ভাওয়াইয়া গান প্রথম সংগ্রহ করেন কে?
  • 71. ময়মনসিংহ অঞ্চলে গীত হয় কোন গান?
  • 72. 'শিব' কোন গানের বিষয়বস্তু?
  • 73. যে গীতির তাল নেই তাকে কি বলে?
  • 74. লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?
  • 75. লোক সাহিত্য সাধারনত কোনো সম্প্রদায়ের বা জনগোষ্ঠীর? 
  • 76. ডাক,খনার বচন ও রূপকথা এগুলো কোন যুগের?
  • 77. মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রনী ভূমিকা পালন করেন- 
  • 78. সুলতানি যুগের সময়কাল কত?
  • 79. ঐতিহাসিক গ্রন্থ আইন ই আকবরি এর রচয়িতা কে?
  • 80. কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রন জানিয়েছিলেন কোন নৃপতি?  
  • 81. কোন কবি হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করেন? 
  • 82. বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক? 
  • 83. মনসামঙ্গল ও মনসা বিজয় কাব্যের কবিগণ কাব্য রচনা করেন কার পৃ্ষ্ঠপোষকতায়?  
  • 84. শাহ মুহাম্মদ সগীর ইউরসুফ জোলেখা রচনা করেন কার শাসনামলে?  
  • 85. আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কে? 
  • 86. কোন দুজন আরাকান রাজ্যসভার কবি?
  • 87. কার পৃষ্ঠপোষকতায় কবি আলাওল "পদ্মাবতী" কাব্য রচনা করেন?
  • 88. মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?
  • 89. বাহারাম খানের উপাধি কোনটি?
  • 90. পদ্মাবতী কাব্য কোন কাহিনী অবলম্বন লেখা?
  • 91. রোমান্টিক প্রনয়োপাখ্যান ধারার কবি 
  • 92. জঙ্গনামা কাব্যের বিষয় কি?
  • 93. প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে?
  • 94. সোনাভান কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
  • 95. বড়র পিরীতি বালির বাধ ক্ষণে হাতে দড়ি,ক্ষনেক চাঁদ---- চরণ দুটি কার রচনা?
  • 96. বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যান কোন যুগের সৃষ্টি?
  • 97. নসীরনামা গ্রন্থটির রচয়িতা কে?
  • 98. বিদ্যাসুন্দর কাব্যের কবি কে?
  • 99. গুলে বকাওলী কাব্যখানীর রচয়িতা কে?
  • 100. 'জয়নালের চৌতিশা' গ্রন্থটির লেখক কে?
  • 101. কাশিমের লড়াই গ্রন্থটির রচয়িতা
  • 102. 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্য কোন কাব্য অবলম্বনে রচিত?
  • 103. বাংলা সাহিত্যে রোসাং বা রোসাঙ্গ বলা হয়েছে?
  • 104. ইউসুফ-জুলেখা কাব্যে কোন ধর্মগ্রন্থের নৈতিক উপাখ্যান বিধৃ্ত হয়েছে?
  • 105. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?
  • 106. সর্বপ্রথম বাংলা সাহিত্যে মুসলিম কবিদের আবির্ভাব ঘটে কোন যুগে?
  • 107. কাশীরাম দাস কোন শতকে মহাভারত অনুবাদ করেন?
  • 108. ছুটিখানী মহাভারতের রচয়িতা কে?
  • 109. বাংলা অনুবাদ কাব্যের সূচনা কোন যুগে হয়?
  • 110. 'হেক্টরবধ' কোন উপাখ্যান অবলম্বনে রচিত?
  • 111. 'তাপসমালা' কার রচিত?
  • 112. 'শাহনামা' বাংলায় অনুবাদ করেন?
  • 113. কোন কবির মাধ্যমে অনুবাদ সাহিত্যের জয়যাত্রা শুরু করে?
  • 114. বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক কি?
  • 115. রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদক কে?
  • 116. লালসালু উপন্যাস কোন ভাষায় অনূদিত হয়?
  • 117. গিরিশচন্দ্র  সেন কত সালে কুরআন শরীফের পূর্ণাঙ্গ বঙ্গানুবাদ সমাপ্ত করেন?
  • 118. 'Song offerings' কোন কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ?
  • 119. শেক্সপিয়রের 'Comedy of Errors' গ্রন্থের গদ্যানুবাদ কোনটি?
  • 120. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেতালপঞ্চবিংশতি কোন গ্রন্থের অনুবাদ?
  • 121. কবি আলাওলের তোহফা কাব্যটি কন কাব্যের অনুবাদ?
  • 122. মধ্যযুগে বাংলা সাহিত্যের দ্বিতীয় অনুবাদ গ্রন্থ কোনটি?
  • 123. মধ্যযুগে বাংলা সাহিত্যের দ্বিতীয় অনুবাদ গ্রন্থ কোনটি?
  • 124. ভগবতের প্রথম বাংলা অনুবাদক কে?
  • 125. মহাভারতে মোট কয়টি পর্ব আছে?
  • 126. মহাভারতের প্রাচীনতম অনুবাদক কে?
  • 127. কবীন্দ্র পরমেশ্বর অনূদিত মহাভারতের নাম কি?
  • 128. আনুমানিক কোন শতাব্দীতে বাল্মীকি রামায়ণ রচনা করেন?
  • 129. রামায়ণে কতটি শ্লোক প্রথিত আছে?
  • 130. কার উদ্যোগে সর্বপ্রথম রামায়ণ মুদ্রিত হয়?
  • 131. কোন গ্রন্থের কাহিনী প্রাচীন?
  • 132. মহাভারতের স্বার্থক অনুবাদক কে?
  • 133. মধ্যযুগের অনুবাদ সাহিত্য মূলত-
  • 134. কোন গ্রন্থ অনুবাদ করার জন্য রুকনুদ্দিন বরবক শাহ মালাধর বসুকে গুনরাজ খান উপাধি দেন?
  • 135. মূল রামায়ণ কোন ভাষায় রচিত?
  • 136. চন্ডীচরণ মুনশীর 'তোতো ইতিহাস" কোন ভাষা থেকে অনূদিত?
  • 137. কালিদাসের 'মেঘদূত' কাব্যের বঙ্গানুবাদ করেন কোন লেখক?
  • 138. ময়নামতি গোপীচন্দ্রের কাহিনী কে সংগ্রহ করেন?
  • 139. গোরক্ষ বিজয় কাব্য সম্পাদনা করেন?
  • 140. শুকুর মুহম্মদ রচিত কাব্যের নাম
  • 141. শেখ ফয়েজুল্লাহ রচিত কয়টি কাব্যের সন্ধান পাওয়া  গেছে?
  • 142. ভীম সেনের গোর্খবিজয় কাব্যটি সম্পাদনা করেন কে?
  • 143. কোন দুটি ধর্মের মিশ্রনে নাথ ধর্মের উৎপত্তি?
  • 144. গোরক্ষ বিজয় কে রচনা করেন?
  • 145. কত সালে সৈয়দ হামজা শাহ গরীবুল্লাহ অসমাপ্ত পুঁথি জঙ্গনামা সমাপ্ত করেন?
  • 146. মালাধর বসুকে গুনরাজ খান উপাধি প্রদান করেন কে?
  • 147. জঙ্গনামা কাব্যটির রচয়িতা কে?
  • 148. শ্রী চৈতন্যের প্রথম জীবনী লেখক কে?
  • 149. 'বৃন্দাবনের ষড় গোস্বামী' কি?
  • 150. নিচের কোন গ্রন্থটি সংস্কৃত ভাষায় জীবনী মহাকাব্য নামে খ্যাত?
  • 151. চৈতন্যদেব আদর করে কার নাম দেন কবিকর্নপুর?
  • 152. কোন কাব্যটির প্রকাশক ড.সুকুমার সেন?
  • 153. আকরাম খাঁ রচিত 'মোস্তফা চরিত' গ্রন্থটি
  • 154. নবীবংশ পুস্তকটি কে রচনা করেন?
  • 155. চৈতন্যদেবের জীবনীভিত্তিক প্রথম কাহিনীকাব্য রচনা করেন?
  • চৈতন্যদেবের জীবনীভিত্তিক প্রথম কাহিনীকাব্য রচনা করেন বৃন্দাবন দাস।

  • 156. চৈতন্যদেবের  পর কার জীবনীকে কেন্দ্র করে জীবনী সাহিত্য রচিত হয়?
  • 157. শ্রী চৈতন্যদেব কোথায় জন্মগ্রহন করেন?
  • শ্রী চৈতন্যদেব নবদ্বীপে জন্মগ্রহন করেন ১৪৮৬ সালে, আর ৪৮ বছর বয়সে ১৫৩৩ সালে তিনি পুরীতে মারা যান।

  • 158. কবি জয়ানন্দ কোন জীবনী কাব্যটি লিখেছেন?
  • কবি জয়ানন্দ চৈতন্যমঙ্গল কাব্যটি লিখেছেন। শ্রী চৈতন্যভাগবত প্রথমে চৈতন্যমঙ্গল নামে পরিচিত ছিল।

  • 159. বাংলাসাহিত্যের প্রথম জীবনী কাব্য কোনটি?
  • বাংলাসাহিত্যের প্রথম জীবনীগ্রন্থ/জীবনী কাব্য বৃন্দাবনদাসের ''শ্রীচৈতন্যভাগবত''.বাংলা ভাষার প্রথম জীবনী সাহিত্য ''চৈতন্য জীবনী কাব্য।

  • 160. বৈষ্ণবকীর্তন গানের শাখা কোনটি?
  • মান্দারী,ঝাড়খন্ডী , রেনেটি এগুলো সব বৈষ্ণবকীর্তন গানের শাখা। এছাড়া আরও দুটি শাখা হল--গড়ের হাঢী (গরা হাঢী) ও মনোহরশাহী ।

  • 161. মুরারীগুপ্তের কাব্যের প্রকৃত নাম কি?
  • মুরারীগুপ্তের কাব্যের প্রকৃত নাম শ্রী শ্রী চৈতন্য-চরিতামৃতম। এ গ্রন্থটি ''মুরারীগুপ্তের কড়চা'' নামেও পরিচিত।

  • 162. বাংলাসাহিত্যের প্রথম জীবনী সাহিত্য কোনটি?
  • বাংলাসাহিত্যের প্রথম জীবনীগ্রন্থ বৃন্দাবনদাসের ''শ্রীচৈতন্যভাগবত''। বাংলা ভাষার প্রথম জীবনী সাহিত্য ''চৈতন্য জীবনী কাব্য।

  • 163. নিমাই কার বাল্যকালের নাম?
  • চৈতন্যদেবের বাল্যনাম 'নিমাই', যৌবনে 'গোরা' ও সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় 'শ্রী চৈতন্যদেব'।

  • 164. শ্রী চৈতন্যদেবের জন্মসাল কোনটি?
  • শ্রী চৈতন্যদেবের জন্ম ১৪৮৬ সালে। শ্রী চৈতন্যদেবের মৃত্যু ১৫৩৩ সালে।

  • 165. মঙ্গলকাব্য কোন যুগের রচনা?
  • মঙ্গলকাব্য মধ্যযুগের রচনা ।

  • 166. অন্নদামঙ্গল কাব্য কার রচনা?
  • 167. চন্ডীমঙ্গল কাব্য কার রচনা? 
  • 168. মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন----উক্তি্টি কার? 
  • 169. কবি ভারতচন্দ্রকে 'রায়গুনাকর' উপাধি দেন কে?
  • 170. ধর্মমঙ্গল কাব্যধারার প্রথম কবি কে? 
  • 171. মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? 
  • 172. মনসামঙ্গল কাব্যের আদি কবি কে?
  • 173. 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' সন্তানের জন্য এ প্রার্থনা কে  করেছে?
  • 174. মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি?
  • 175. মনসামঙ্গল কাব্যের আদি কবি কে?
  • 176. 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'--বাংলা সাহিত্যের কোন কাব্যে বাঙ্গলীর এ প্রার্থনা ধ্বনিত হয়েছে? 
  • 177. বাংলা সাহিত্যের মঙ্গলকাব্য ধারায় সবচেয়ে প্রাচীনতম ধারা  কোনটি?
  • 178. চন্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র কোনটি?
  • 179. চন্ডীমঙ্গল কাব্য ধারার প্রথম কবি কে?
  • 180. ড.সুকুমার সেনের মতে কতজন কবি চন্ডীমঙ্গল কাব্য রচনা করেছেন?
  • 181. চন্ডীমঙ্গল কাব্যের কাহিনী কয় খন্ডে বিভক্ত?
  • 182. দ্বিজ বংশীদাস মনসামঙ্গল কাব্য রচনার সময় ভনিতায় কোন নাম ব্যবহার করেছেন?
  • 183. বাংলা সাহিত্যে সন তারিখযুক্ত মনসামঙ্গল কাব্যের প্রথম রচয়িতা কে? 
  • বাংলা সাহিত্যে সন তারিখযুক্ত মনসামঙ্গল কাব্যের প্রথম রচয়িতা বিজয়গুপ্ত ।

  • 184. ড.দীনেশ্চন্দ্র সেন কতজন মনসা কবির কথা বলেছেন? 
  • 185. মনসামঙ্গলের কাহিনী নেয়া--
  • 186. সাপের অধিষ্ঠাত্রী দেবী মনসার অপর নাম কি? 
  • সাপের অধিষ্ঠাত্রী দেবী মনসার অপর নাম-- কেতকা ও পদ্মাবতী।

  • 187. মঙ্গলকাব্যে প্রধানত কোন ছন্দ ব্যবহৃত হয়েছে?
  • 188. কোনটি লৌকিক মঙ্গল কাব্য? 
  • মনসামঙ্গল,চন্ডীমঙ্গল,সারদামঙ্গল--- এগুলো সব লৌকিক মঙ্গল কাব্য।

  • 189. প্রকৃতপক্ষে মঙ্গলকাব্যকে কয় শ্রেনীতে ভাগ করা যায়?
  • প্রকৃতপক্ষে মঙ্গলকাব্যকে ২ শ্রেনীতে ভাগ করা যায়। যথা-- পৌরাণিক ও লৌকিক।

  • 190. কবিকঙ্কন মুকুন্দরাম কার অনুরোধে চন্ডীমঙ্গল কাব্য রচনা করেন? 
  • জমিদার রঘুনাথ রায়ের অনুরোধে কবিকঙ্কন মুকুন্দরাম চন্ডীমঙ্গল কাব্য রচনা করেন। জমিদার রঘুনাথ রায় কবিকে ''কবিকঙ্কন'' উপাধি দেন।

  • 191. ভারতচন্দ্র রায়গুনাকর নবদ্বীপে্র রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে কোন গ্রন্থ রচনা  করেন?
  • নবদ্বীপে্র রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে ভারতচন্দ্র রায়গুনাকর ''অন্নদামঙ্গল'' গ্রন্থ রচনা করেন। এই কাব্য রচনার পর মহারাজা কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে ''রায়গুনাকর'' উপাধি দেন।

  • 192. ভবানন্দ মজুমদার এর পুর্বনাম কি ছিল? 
  • 193. বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে?
  • ভারতচন্দ্র মধ্যযুগের শ্রেষ্ঠ এবং শেষ কবি। এ কবি ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি। রাজা কৃষ্ণচন্দ্র ভাররচন্দ্রকে উপাধি দিয়েছিলেন ''রায়গুনাকার''। ভারতচন্দ্র রায়গুনাকার ছিলেন বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি।

  • 194. সমস্ত ধর্মমঙ্গল কাব্য কয়টি কাহিনী নিয়ে রচিত? 
  • 195. দ্বিজ বংশীদাসের জন্ম কোথায়? 
  • 196. বাইশা কি? 
  • মনসামঙ্গল কাব্যের বাইশজন ছোট-বড় কবিকে একত্রে বাইশা বলে।

  • 197. চন্ডীমঙ্গলের আদি কবি কে? 
  • চন্ডীমঙ্গলের আদি কবি মানিক দত্ত। চন্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী।

  • 198. মনসাবিজয় কাব্যের রচয়িতা কে? 
  • 199. মনসামঙ্গলের আদি কবি কে?  
  • মনসামঙ্গলের আদি কবি কানাহরি দত্ত। অন্যান্য কবিরা হলেন-- কেতকাদাস ক্ষেমানন্দ, বিপ্রদাস পিপিলাই, নারায়ণ দেব প্রমুখ।

  • 200. মনসামঙ্গলের কবি কে?  
  • 201. মঙ্গলকাব্য সৃষ্টির উদ্দেশ্য কি ছিল? 
  • মঙ্গলকাব্য হচ্ছে মধ্য যুগের উপন্যাস। দেবতাদের কাছে মঙ্গল কামনা করে এ কাব্যগুলো রচিত হয়েছে বলে এগুলোর নাম মঙ্গলকাব্য। বিভিন্ন দেবদেবীর পূজা করার উদ্দেশ্য মঙ্গলকাব্য সৃষ্টি।

  • 202. বাংলার বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবি গ্রন্থটির রচয়িতা কে?
  • 203. গোবিন্দ দাস কতগুলো পদ রচনা করেছেন?
  • 204. সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই----কার রচনা?
  • 205. "এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর"---কে লিখেছেন?
  • 206. কীর্তিলতা গ্রন্থটিির রচয়িতা কে?
  • 207. বাংলা এবং মৈথিলী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কি?
  •  ব্রজবুলি ভাষা মূলত মৈথিলি ও বাংলার মিশ্রণে এক মধুর সাহিত্যিক ভাষা।

  • 208. সই,কেমনে ধরিব হিয়া আমারি বধুয়া আন বাড়ি যায় আমরি আঙ্গিনা দিয়া-কার রচনা?
  • 209. সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল-পদটির রচয়িতা কে?
  • 210. বৈষ্ণব পদাবলীর অবাঙালি কে?
  • 211. কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্য স্বতন্ত্র স্থান দখল করে আছেন?
  • 212. বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
  • 213. গীতগোবিন্দ কোন ভাষায় রচিত?
  • 214. শুনহে  মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।। এর রচয়িতা কে?
  • 215. পুঁথি সাহিত্য বলতে বুঝি-
  • অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে আরবি-ফারসি শব্দমিশ্রিত একধরনের বিশেষ ভাষারীতিতে যেসব কাব্য রচিত হয়েছিল, বাংলা সাহিত্য তা 'পুঁথিসাহিত্যে' নামে পরিচিত। পুঁথি সাহিত্য ইসলামী চেতনা সম্পৃক্ত ছিল।

  • 216. "অভিনব জয়দেব" কোন কবি?
  • বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভার কবি। রাজা শিবসিংহ তাকে 'কবিকন্ঠহার' উপাধিতে ভূষিত করেন। বিদ্যাপতিকে "অভিনব জয়দেব" ও ''মিথিলার কোকিল'' বলেও আখ্যা দেয়া হয়।

  • 217. রবীন্দ্রনাথ কার কাব্যকে "রাজকন্ঠের মণিমালা" বলে অভিহিত করেছেন?
  • বিদ্যাপতির কাব্যকে রবীন্দ্রনাথ ঠাকুর "রাজকন্ঠের মণিমালা" বলে অভিহিত করেছেন।

  • 218. কোন মুসলমান কবি বৈষ্ণব পদ রচনা করেন?
  • 219. বৈষ্ণব সাহিত্য কোনটির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত?
  • 220. বিদ্যাপতি কোন ভাষার পদ রচনা করেন?
  • বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় তার পদাবলী রচনা করেছেন। ব্রজবুলি ভাষা মূলত মৈথিলি ও বাংলার মিশ্রণে এক মধুর সাহিত্যিক ভাষা।

  • 221. কোন কবি বাঙালি না হয়ে ও বাংলা সাহিত্য  স্বত্যন্ত্র স্থান দখল করে আছেন?
  • বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজসভার কবি। রাজা শিবসিংহ তাকে 'কবিকন্ঠহার' উপাধিতে ভূষিত করেন। তিনি বাঙালি না হয়ে ও বাংলা সাহিত্য কোন রচনা না করেও স্বত্যন্ত্র স্থান দখল করে আছেন।

  • 222. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি সম্পাদিত হয়-
  • বসন্তরঞ্জন রায় বিদ্বদল্লভ এর সম্পাদনায় শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি ১৯১৬ খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে সম্পাদিত হয়।

  • 223. পুঁথিসাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে?
  • অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে আরবি-ফারসি শব্দমিশ্রিত একধরনের বিশেষ ভাষারীতিতে যেসব কাব্য রচিত হয়েছিল বাংলা সাহিত্য তা 'পুঁথিসাহিত্যে' নামে পরিচিত।পুঁথিসাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ফকির গরীবুল্লাহ।

  • 224. নিচের কোনটি পুঁথিসাহিত্য?
  • 225. 'বাসলী(বাশু্লী) চরণে চন্ডীদাস এই গান গাইলেন' এখানে বাসলী কে?
  • 226. শ্রীকৃষ্ণকীর্তন এর কাহিনী কটি চরিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে?
  • 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যর প্রধান তিনটি চরিত্র হল-- কৃষ্ণ, রাধা ও বড়ায়ি। শ্রীকৃষ্ণকীর্তন এর কাহিনী এই ৩টি চরিত্রকে কেন্দ্র করেই গড়ে উঠেছে।

  • 227. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত সালে আবিস্কৃত হয়?
  • বসন্তরঞ্জন রায় বিদ্বদল্লভ ১৯০৯ খ্রিস্টাব্দে পশিচমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে কাব্যটি উদ্ধার/আবিষ্কার করেন।

  • 228. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য সম্পাদনা করেন?
  • বসন্তরঞ্জন রায় বিদ্বদল্লভ ১৯০৯ খ্রিস্টাব্দে পশিচমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে কাব্যটি উদ্ধার করেন। তারই সম্পাদনায় গ্রন্থটি ১৯১৬ খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়।

  • 229. মধ্যযুগের আদি নিদর্শন কোনটি?
  • মধ্যযুগের আদি নিদর্শন শ্রীকৃষ্ণকীর্তন । প্রাচীন যুগের আদি নিদর্শন চর্যাপদ।

  • 230. বাংলা ভাষার রচিত দ্বিতীয় গ্রন্থ  শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত খন্ডে রচিত?
  • বাংলা ভাষার রচিত দ্বিতীয় গ্রন্থ এবং মধ্যযুগের প্রথম গ্রন্থ  'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য তের খন্ডে রচিত।

  • 231. মধ্যযুগের প্রথম কবি কে?
  • মধ্যযুগের প্রথম কাব্য 'শ্রীকৃষ্ণকীর্তন' । আর এই কাব্যর রচয়িতা বড়ুচন্ডী দাস। সুতরাং মধ্যযুগের প্রথম কবি বড়ুচন্ডী দাস।

  • 232. শ্রীচৈতন্যদেব কোন ধর্ম প্রচার করেন?
  • মধ্যযুগের সাহিত্য শ্রীচৈতন্যদেবের জীবনকাল অনুযায়ী তিন ভাগে ভাগ করা হয়। শ্রীচৈতন্যদেব ১৪৮৬ সালে জন্মগ্রহণ করেন। তার ভক্ত-শিষ্যরা তার জীবিতবস্তায়েই তার জীবন কাহিনী নিয়ে কাব্য রচনা করেন। শ্রীচৈতন্যদেব বৈষ্ণবধর্ম প্রচার করেন।

  • 233. নিচের কোনটি শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের চরিত্র নয়?
  • শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যর প্রধান তিনটি চরিত্র হল-- কৃষ্ণ, রাধা ও বড়ায়ি। ঈশ্বরী পাটনী হল ভারতচন্দ্র রায়গুনাকার রচিত 'অন্নদামঙ্গল' কাব্যর একটি বিখ্যাত চরিত্র।

  • 234. বসন্ত রায়ের উপাধি কি ছিল?
  • 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যর প্রকাশক বসন্তরঞ্জন রায়ের উপাধি বিদ্বদ্বল্লভ।

  • 235. কৃষ্ণভক্তি তত্ত্বরূপ লাভ করেছিল কোন যুগে?
  • 236.  আকুল শরীর মোর বেআকুল মন! বাশীর শবদে মোর আউলাইলোঁ রান্ধন।-কোন কবির রচনা?
  • 237. বাংলা সাহিত্যে রাধা-কৃষ্ণ বিষয়ক প্রথম কাহিনী কাব্য কোনটি?
  • বাংলা সাহিত্যে রাধা-কৃষ্ণ বিষয়ক প্রথম কাহিনী কাব্য শ্রীকৃষ্ণকীর্তন। 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যর প্রধান তিনটি চরিত্র হল-- কৃষ্ণ, রাধা ও বড়ায়ি। 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যর রচয়িতা বড়ু চন্ডীদাস।

  • 238. কত বঙ্গাব্দে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য প্রকাশিত হয়?
  • বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় ১৯১৬ সালে (১৩২৩) বঙ্গাব্দে 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য প্রকাশিত হয়।

  • 239. বড়ু চন্ডীদাসের জন্মস্থান কোনটি?
  • 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যর রচয়িতা বড়ু চন্ডীদাসের জন্মস্থান বীরভূম জেলার নানুর গ্রাম।

  • 240. জয়দেবের 'গীত গোবিন্দ' রচিত হয় কোন শাসনের সময়?
  • 241. কোন যুগকে প্রাক চৈতন্য যুগ হিসেবে অভিহিত করা হয়?
  • ((১ প্রাক চৈতন্য যুগ(২))চৈতন্য যুগ৩)) উত্তর- চৈতন্য যুগ।প্রাক চৈতন্য যুগ--- চতুর্দশ-পঞ্চদশ  শতাব্দী পর্যন্ত বিস্তৃত।

     

  • 242. চম্পুকাব্য কি?
  • চম্পুকাব্য হল গদ্যপদ্য মিশ্রিতকাব্য। রামাই পণ্ডিতের 'শূন্যপুরাণ' আর হলায়ুধ মিশ্রের 'সেক শুভোদয়া' চম্পুকাব্য।

  • 243. হলায়ুদ মিশ্র রচিত 'সেক শুভোদয়া' কোন ভাষায় রচিত?
  • বাংলা সাহিত্যর অন্ধকার যুগের ১৫০ বছরে কোন সাহিত্যকর্ম সৃষ্টি হয়নি। এই সময়ে দুইটা সাহিত্যকর্ম মাত্র পাওয়া যায়। সেগুলো হল-- রামাই পণ্ডিতের 'শূন্যপুরাণ' আর হলায়ুধ মিশ্রের 'সেক শুভোদয়া'। হলায়ুদ মিশ্র রচিত 'সেক শুভোদয়া' সংস্কৃত ভাষায় রচিত।

  • 244. শূন্যপুরাণ একটি--
  • বাংলা সাহিত্যর অন্ধকার যুগের ১৫০ বছরে কোন সাহিত্যকর্ম সৃষ্টি হয়নি। এই সময়ে দুইটা সাহিত্যকর্ম মাত্র পাওয়া যায়। সেগুলো হল-- রামাই পণ্ডিতের 'শূন্যপুরাণ' আর হলায়ুধ মিশ্রের 'সেক শুভোদয়া'। 'শূন্যপুরাণ' ধর্মীয় তত্ত্বের গ্রন্থ।

  • 245. অন্ধকার যুগ কোনটি?
  • বাংলা ভাষার মধ্য যুগের পরিধি ১২০১---১৮০০ সাল পর্যন্তু। কিন্তু এর মধ্য ১২০১-১৩৫০ পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যর  'অন্ধকার যুগ' বলা হয়।

  • 246. বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকার যুগ কোন যুগের অন্তর্ভূক্ত?
  •  মধ্য যুগের বাংলা ভাষার পরিধি ১২০১---১৮০০ সাল পর্যন্তু। কিন্তু এর মধ্য ১২০১-১৩৫০ পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যর  'অন্ধকার যুগ' বলা হয়। সুতরাং বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকার যুগ মধ্যযুগের অন্তর্ভূক্ত।

  • 247. কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন?
  • ১৭৫৭ সালে স্বাধীনতা হারানোর পর, সমাজে দেখা দেয় নতুন ধনিক শ্রেণী। তাদের জন্য দরকার হয় হালকা, নিম্নরুচির সাহিত্য। এ সাহিত্য সরবরাহ করেন একশ্রেণীর কবি। তাদের বলা হয় 'কবিওয়ালা', তাদের মধ্য যারা ছিলেন মুসলমান তাদের 'শায়ের' ও বলা হয়। কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে আঠারো শতকের শেষার্ধে ও ঊনিশ শতকের প্রথমার্ধে।

  • 248. বাংলা ভাষার মধ্যযুগ-
  • বাংলা ভাষার যুগ প্রধানত ৩ ভাগে বিভক্ত। ১. আদিযুগ (৬৫০-১২০০ খ্রী:)২. মধ্যযুগ (১২০১-১৮০০ খ্রী:)৩. আধুনিক যুগ (১৮০১ খ্রী: -বর্তমান)

  • 249. বটতলার পুঁথি বলতে বুঝায়-  
  • দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্যকে বটতলার পুঁথি বলা হত, কারণ এগুলো কলকাতার সস্তা প্রেস থেকে বের হতো।

  • 250. বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?  
  • 251. চর্যাপদের আদি কবি কে?
  • 252. চর্যাপদের কবিগণের মধ্যে সর্বাধিক পদরচয়িতার গৌরবের অধিকারী-  
  • 253. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের খন্ড সংখ্যা-  
  • 254. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
  • বাঙালিরা প্রথমে ছিল মূলত বৌদ্ধ। তাই উনিশ শতকে যখন বাংলা সাহিত্যের ইতিহাস, বাঙালির ইতিহাস লেখা শুরু হতে লাগলো, তখন বৌদ্ধ ধর্মের ইতিহাস নিয়েও গবেষণা শুরু হয়ে গেল। অনেকেই প্রাচীন বৌদ্ধ গান, দোহা- এসব খুঁজতে শুরু করলো নেপালে- তিব্বতে গিয়ে। এসব গানগুলো ছিল মূলত সংস্কৃত বা তিব্বতী ভাষায় লেখা।

    সম্ভবত প্রথম এ কাজে নেপাল যান রাজা রাজেন্দ্রলাল মিত্র। তিনি বৌদ্ধ ধর্ম আর বৌদ্ধ সাহিত্যের অনেকগুলো পুঁথিও আবিষ্কার করেন। পরে সেগুলোর একটা তালিকাও প্রকাশ করেন ১৮৮২ সালে। তার এসব কাজ দেখে উৎসাহিত হন হরপ্রসাদ শাস্ত্রী। ১৮৯৭-৯৮ সালে দুবার নেপালে যান তিনি। তৃতীয় এবং শেষবার যান ১৯০৭ সালে। ১৯০৭ খ্রিস্টাব্দে তৃতীয়বার নেপাল ভ্রমণকালে তিনি নেপালের রাজদরবারের লাইব্রেরিতে খুঁজে পান চারটি প্রাচীন পুঁথি; ‘চর্যাচর্যবিনিশ্চয়’, সরোজবজের ‘দোহাকোষ’, কৃষ্ণাচার্যের ‘দোহাকোষ’ আর ‘ডাকার্ণব’।

  • 255. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
  • কাহ্নপা (আনু. ১০ম শতক)  বৌদ্ধ সিদ্ধাচার্য ও চর্যাপদকর্তা। প্রকৃত নাম কৃষ্ণাচার্য পাদ, অপভ্রংশে হয়েছে কাহ্নপা, কনহপা, কাহ্নিল পা ইত্যাদি। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের কবিগোষ্ঠীর মধ্যে তিনিই ছিলেন শ্রেষ্ঠ। পালরাজ দেবপালের রাজত্বকালে (আনু. ৯০০-৫০) তিনি বর্তমান ছিলেন। কাহ্নপা সম্প্রদায়গতভাবে ছিলেন  ব্রাহ্মণ, পরে  সহজিয়া মতে দীক্ষা নিয়ে সিদ্ধাচার্য, মন্ডলাচার্য ইত্যাদি উপাধিতে ভূষিত হন। পাহাড়পুরের সোমপুর বিহারে তিনি অবস্থান করতেন। তিনি বৌদ্ধ সহজিয়া মতের অনুসারী ছিলেন; জলন্ধরী পা ছিলেন তাঁর গুরু। চর্যাপদের ২৩জন কবির মধ্যে কাহ্নপার পদসংখ্যা সর্বাধিক, মোট ১৩টি। এ পর্যন্ত কাহ্নপার ভণিতায় ৭৪খানি গ্রন্থের নাম জানা গেছে। অনেকে মনে করেন, সকল গ্রন্থের রচয়িতা একই কাহ্নপা নাও হতে পারেন।  চর্যাপদ ছাড়া বাকিগুলি  অপভ্রংশ ও সংস্কৃত ভাষায় রচিত। তাঁর পদগুলিতে বৌদ্ধ ও হিন্দু তন্ত্রের মিশ্রণ আছে।অন্যান্য পদকর্তার মতো কাহ্নপাও সঙ্গীতজ্ঞ ছিলেন। তাঁর প্রত্যেক পদের শীর্ষে রাগ-তালের উল্লেখ আছে।

  • 256. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের ভাষা—      
  • 257. বাংলাভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?
  • 258. বাংলা ভাষার প্রাচীন নিদর্শন-
  • বাংলা সাহিত্যর আদি নিদর্শন বা বাংলা ভাষার প্রাচীন নিদর্শন চর্যাপদ।

  • 259. ‘চর্যাপদ’ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? 
  • 260. হরপ্রসাদ শাস্ত্রী ‘চর্যাপদ’ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন?
  • হরপ্রসাদ শাস্ত্রী 'হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা' নামে ‘চর্যাপদ’ প্রকাশ করেছিলেন।

  • 261. বাংলা সাহিত্যর প্রথম নিদর্শন চর্যাপদের প্রাপ্ত পদের সংখ্যা-
  • চর্যার ৫০ টি পদের মধ্য ২৪,২৫,৪৮ সংখ্যক পদের সম্পূর্ন পাওয়া যায় নি। ২৩ সংখ্যক পদের শেষাংশ পাওয়া যায় নি। অর্থাৎ মোট সাড়ে ৪৬ টি পদ পাওয়া গেছে।

  • 262. চর্যাপদ আবিষ্কার করেন-
  • বাংলা সাহিত্যর আদি নিদর্শন চর্যাপদ ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন। তিনি এটি নেপালের 'রাজ-দরবারের গ্রন্থাগার' থেকে আবিষ্কার করেন।

  • 263. বাঙলা ভাষার প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ এর আবিষ্কারক --
  • বাংলা সাহিত্যর আদি নিদর্শন চর্যাপদ ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন। তিনি এটি নেপালের 'রাজ-দরবারের গ্রন্থাগার' থেকে আবিষ্কার করেন।

  • 264. বাংলা লিপির উৎস কি ?
  • প্রাচীন ভারতীয় লিপি দুটি। ব্রাহ্মী ও খরোষ্ঠী। ব্রাহ্মী লিপি তিন ভাগে বিভক্ত। পুর্বী লিপি, মধ্য ভারতীয় লিপি এবং পশ্চিমা লিপি। পুর্বী লিপির কুটিল রূপ হতে বাংলা লিপির উদ্ভব।

  • 265. বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি ?
  • 266. কবি আলাওলের জন্মস্থান কোনটি ?
  • কবি ও পণ্ডিত আলাওল আনুমানিক ১৬০৭ খ্রিস্টাব্দে চট্টগ্রামের হাটহাজারীর জোবড়া গ্রামে, মতান্তরে ফরিদপুরের ফতেয়াবাদ পরগনায় জন্মগ্রহণ করেন।

  • 267. চর্যাপদের কবির সংখ্যা কত জন ?
  • প্রাচীন বাংলা ভাষার চর্যাপদের মোট ৫০ টি পদের ২৩ জন কবির নাম পাওয়া যায়। চর্যাপদে আরও একজন পদকর্তার নাম আছে, কিন্তু তার পদটি নেই। সেটি ধরলে চর্যার পদ সংখ্যা ৫১ এবং কবি ২৪ জন।

  • 268. 'চর্যাপদ' কত সালে আবিষ্কৃত হয় ?
  • বাংলা সাহিত্যর আদি নিদর্শন চর্যাপদ ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন। তিনি এটি নেপালের 'রাজ-দরবারের গ্রন্থাগার' থেকে আবিষ্কার করেন।

  • 269. বৌদ্ধদের কোন সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন?
  • 270. চর্যাপদের কতটি প্রবাদ বাক্য পাওয়া যায়?
  • 271. চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?
  • চর্যাপদ সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাহিত্য । চর্যার পদগুলোতে বৌদ্ধ সিদ্ধাচার্জের গোপন তত্ত্বদর্শন ও ধর্মচর্চাকে বাহ্যিক প্রতীকের সাহায্য তুলে ধরা হয়েছে। এর রচয়িতাগণ দুরূহ ধর্মতত্ত্বকে সহজবোধ্য রূপকে উপস্থাপন করেছেন।

  • 272. 'আপনা মাংসে হরিণা বৈরী'- লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভূক্ত?
  • 273. খনার বচন কি সংক্রান্ত?
  • 274. চর্যাপদের কোন পদটি খন্ডিত আকারে পাওয়া গেছে?
  • ২৩ সংখ্যক পদের শেষাংশ পাওয়া যায় নি,অর্থাৎ ২৩ নং পদটি খন্ডিত আকারে পাওয়া গেছে। ২৪,২৫,৪৮ সংখ্যক, চর্যার প্রাপ্ত পুঁথিতে সম্পূর্ন পাওয়া যায় নি।

  • 275. কোন সাহিত্যেকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?
  • চর্যাপদের ভাষা মূলত প্রাচীন বাংলা। তবে হিন্দি, অপভ্রংশ তথা মৈথিলী, অসমিয়া ও উড়িয়া ভাষারও প্রভাব দেখা যায়। চর্যাপদের ভাষাকে কেউ কেউ সান্ধ্য ভাষা বলেছেন। কারন এর ভাব ও ভাষা কোথাও স্পষ্ট, কোথাওবা অস্পষ্ট।

  • 276. চর্যাপদের কোন পদটি খন্ডিত আকারে পাওয়া গেছে?
  • ২৪,২৫,৪৮ সংখ্যক, চর্যার প্রাপ্ত পুঁথিতে সম্পূর্ন পাওয়া যায় নি। ২৩ সংখ্যক পদের শেষাংশ পাওয়া যায় নি।

  • 277. চর্যাপদ হলো মূলত
  • 278. বাংলা সাহিত্যের ই্তিহাসে প্রথম গ্রন্থ কোনটি?
  • বাংলা সাহিত্যর আদি নিদর্শন ও বাংলা সাহিত্যের ই্তিহাসে প্রথম গ্রন্থ চর্যাপদ।

  • 279. চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে ?
  • বাংলা সাহিত্যর আদি নিদর্শন চর্যাপদ ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন। তিনি এটি নেপালের 'রাজ-দরবারের গ্রন্থাগার' থেকে আবিষ্কার করেন।

  • 280. বাংলা সাহিত্যের আদি কবি কে?
  •  চর্যাপদের প্রথম পদ লুইপার রচনা। এই কারণে লুইপা বাংলা সাহিত্যের আদি কবি।

  • 281. কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ?
  • পঞ্চাশটি চর্যা-পদের মধ্যে সর্বাপেক্ষা অধিক রচনা করেন কাহ্নপা। এবং তার পরেই ভুসুকুপার স্থান। তিনি মোট আটটি পদ রচনা করেন। তার নাম নিয়ে কিছুটা মতভেদ আছে। মনে করা হয়, তার আসল নাম শান্তিদেব। ভুসুকুপা বাঙালি ছিলেন। অনুমান করা হয় তিনি পূর্ব বাংলা কবি। 

  • 282. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয় কত সালে ?
  • বাংলা সাহিত্যর আদি নিদর্শন চর্যাপদ ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন। তিনি এটি নেপালের 'রাজ-দরবারের গ্রন্থাগার' থেকে আবিষ্কার করেন।

  • 283. চর্যাপদ কোন ছন্দে লেখা?
  • চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা ।

  • 284. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয় কত সালে ?
  • বাংলা সাহিত্যর আদি নিদর্শন চর্যাপদ ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন। তিনি এটি নেপালের 'রাজ-দরবারের গ্রন্থাগার' থেকে আবিষ্কার করেন।

  • 285. বাংলাভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কার করেন--
  • বাংলা সাহিত্যর আদি নিদর্শন চর্যাপদ ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন। তিনি এটি নেপালের 'রাজ-দরবারের গ্রন্থাগার' থেকে আবিষ্কার করেন।

  • 286. বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন -
  • বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন এবং বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ।

  • 287. ড. মুহাম্মদ শহিদুল্লাহর বাংলা সাহিত্যর ইতিহাস গ্রন্থের নাম-
  • 288. কোন সময়কে বাংলা সাহিত্যর অন্ধকার যুগ বলা হয়?
  • ১. আদিযুগ (৬৫০-১২০০ খ্রী:)২. মধ্যযুগ (১২০১-১৮০০ খ্রী:)৩. আধুনিক যুগ (১৮০১ খ্রী: -বর্তমান)। মধ্যযুগের ১২০১-১৩৫০ পর্যন্ত সময়কালকে বাংলা সাহিত্যর অন্ধকার যুগ বলা হয়।

  • 289. বংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি ?
  • 290. কবিগানের কয়টি বিভাগ?
  • কবি গানের ৪টি বিভাগ হলো বন্দনা, সখী সংবাদ, বিরহ ও খেউর।

  • 291. কবিগানের উৎপত্তি ও বিকাশ কোন শতক পর্যন্ত?  
  • কবিগানের উৎপত্তি ও বিকাশ ১৮ শতাব্দীর প্রথমার্ধ থেকে ১৯ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত। কবিগানের উল্লেখ্যযোগ্য কবিওয়াল গোঁজলাই গুই, ভরানী বেনে, হরু ঠাকুর, কেষ্টা মুচি, ভোলা ময়রা, এন্টনী ফিরিঙ্গি, নিতাই বৈরাগী প্রমুখ। কবিগানের আদিগুরু হিসেবে পরিচিত ছিলেন গোঁজলা গুঁই।

    <
  • 292. “পদ্মাবতী ’’ কে রচনা করেন ?  
  • পদ্মাবতী একটি ঐতিহাসিক প্রণয় উপাখ্যান। চিতোরের রানী পদ্মীনির কাহিনী অবলম্বনে আলাওল পদ্মাবতী রচনা করেছিলেন।

     

  • 293. ‘সতি ময়না ও লোরচন্দ্রানী’ কোন শতকের কাব্য?  
  • সতী ময়না ও লোরচন্দ্রানী হিন্দি ভাষার হিন্দী কবি সাধন এর ‘মৈনাসত’ কাব্য অবলম্বনে রচিত।

     

  • 294. “নসীহত নামা” কোন জাতীয় গ্রন্থ ? 
  • 295. “নসীহত নামা” কে রচনা করেছেন ?
  • 296. বাংলা সাহিত্যের কোন সাহিত্যিক আরাকান রাজসভায় স্থান পেয়েছিলেন?    
  • আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্যিক দৌলত কাজী, আলাওল, কোরেশী মাগন ঠাকুর, মরদন, আব্দুল করিম খোন্দকর।

  • 297. নাথ সাহিত্যের উল্লেখ্যযোগ্য কবি কে-
  • বাংলা সাহিত্যের মধ্যযুগে শিব উপাসক এক শ্রেণীর যোগী সম্প্রদায়ের নাথ ধর্মের কাহিনী অবলম্বনে রচিত কাব্যকে নাথ সাহিত্য বলা হয়।

  • 298. রোমান্টিক প্রনয় উপাখ্যান ধারার অন্যতম কবি?  
  • মধ্যযুগের বাংলা সাহিত্যর মুসলমান কবিগণের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রণয়োপাখ্যান। রোমান্টিক প্রনয় উপাখ্যান ধারার অন্যতম কবি শাহ মুহাম্মদ সগীর। বাংলা ভাষায় প্রথম মুসলমান কবি শাহ মুহাম্মদ সগীর।

  • 299. বাংলা উপন্যাস সাহিত্য ধারার জনক-  
  • বাংলা সাহিত্য বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় 'সাহিত্য সম্রাট' হিসেবে পরিচিত। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 'গদ্যর জনক' হিসেবে পরিচিত।

  • 300. ‘আলালের ঘরের দুলাল’ এর রচয়িতা কে?  
  • 'আলালের ঘরের দুলাল' বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। তিনি এই উপন্যাসটি রচনা করেন।

  • 301. টপ্পা গানের জনক কে?  
  • বহুল প্রচলিত ‘নানা দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা’। এটির রচয়িতা নিধু বাবু। টপ্পা গান থেকে আধুনিক বাংলা সাহিত্যের গীতিকবিতার সুত্রপাত হয়।

     

     

  • 302. চন্ডীদাস কোন যুগের কবি?  
  • 303. কাঙ্গাল হরিনাথ কখন আবির্ভূত হন?  
  • 304. মঙ্গলকাব্য যুগের অবসান ঘটে কার মৃত্যুর সাথে?  
  • ভারতচন্দ্র মধ্যযুগের শ্রেষ্ঠ ও শেষ কবি। ১৭৬০ খ্রিস্টাব্দে ভারতচন্দ্র রায়গুনাকারের মৃত্যুর সাথে সাথে মঙ্গলকাব্য যুগের অবসান ঘটে ।

  • 305. বাংলা গদ্যর উৎপত্তি কখন?    
  • 306. বাংলা গদ্যের জনক কে?      
  • আধুনিক বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগর নামেই তিনি পরিচিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালির মানস গঠনে, বাংলা ভাষা ও সাহিত্যর বিকাশে এবং মূল্যবোধ সৃষ্টিতে কালজয়ী ভুমিকা রেখে গেছেন।

  • 307. গীতি কাব্যের রচয়িতা কে?  
  • 308. মহাভারতের আদি রচয়িতা কে?  
  • মহাভারতের মূল ও আদি রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। মহাভারতের প্রথম অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর। কবি কাশীরাম দাস হলেন মহাভারতের বিখ্যাত ও জনপ্রিয় অনুবাদক।  

  • 309. বাংলা ভাষায় মহাভারত কে অনুবাদ করেন?  
  • মহাভারতের মূল রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। মহাভারতের প্রথম অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর। কবি কাশীরাম দাস হলেন মহাভারতের বিখ্যাত ও জনপ্রিয় অনুবাদক।

  • 310. রামায়নের আদি রচয়িতা কে?  
  • রামায়ণের প্রথম অনুবাদক পনের শতকের কবি কৃত্তিবাস ওঝা। তিনি রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক। মূল ও আদি রচয়িতা বাল্মীকি ।  

  • 311. বাংলা ভাষায় রামায়ন কে অনুবাদ করেন  
  • রামায়ণের প্রথম অনুবাদক পনের শতকের কবি কৃত্তিবাস ওঝা। তিনি রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক। মূল রচয়িতা বাল্মীকি ।

  • 312. সুনীতি কুমার চট্টোপাধ্যয় কবে চর্যাপদের ভাষা বাংলা বলে প্রমান করেন?
  • 313. চর্যাপদে কাহ্নপার রচিত পদ কয়টি?
  • চর্যাপদের রচয়িতা কাহ্নপা, লুইপা, কুক্কুরীপা, ভুসুকু, সরহপাদ সহ মোট ২৪ জন।চর্যাপদে কাহ্নপার রচিত পদ ১৩ টি

  • 314. সর্বসমেত কয়টি চর্যাগীতি পাওয়া গিয়েছে?
  • চর্যা সংগ্রহটিতে সর্বসমেত ৫১ টি চর্যাগীতি ছিল। ২৪,২৫,৪৮ সংখ্যক, চর্যার প্রাপ্ত পুঁথিতে সম্পূর্ন পাওয়া যায় নি। ২৩ সংখ্যক পদের শেষাংশ পাওয়া যায় নি। সর্ব মোট সাড়ে ৪৬ টি পদ পাওয়া যায়।

  • 315. চর্যা সংগ্রহটিতে সর্বসমেত কয়টি চর্যাগীতি ছিল?
  • চর্যা সংগ্রহটিতে সর্বসমেত ৫১ টি চর্যাগীতি ছিল। ২৪,২৫,৪৮ সংখ্যক, চর্যার প্রাপ্ত পুঁথিতে সম্পূর্ন পাওয়া যায় নি। ২৩ সংখ্যক পদের শেষাংশ পাওয়া যায় নি। সর্ব মোট সাড়ে ৪৬ টি পদ পাওয়া যায়।

  • 316. চর্যাগীতিকা হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক কবে প্রকাশিত হয়েছিল ?
  • 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' থেকে প্রাপ্ত পুঁথিগুলো একত্র করে 'হাজার বছরের পুরান বাঙলা ভাষার বৌদ্ধগান ও দোহা' নামে চর্যাগীতিকা হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক ১৯১৬ সালে প্রকাশিত হয়।

  • 317. চর্যার প্রাপ্ত কোন পদটির শেষাংশে পাওয়া যায় নি ?
  • ২৩ সংখ্যক পদের শেষাংশ পাওয়া যায় নি। ২৪,২৫,৪৮ সংখ্যক, চর্যার প্রাপ্ত পুঁথিতে সম্পূর্ন পাওয়া যায় নি।

  • 318. চর্যার প্রাপ্ত পুঁথিতে কোন কোন সংখ্যক পদে সম্পূর্ন পাওয়া যায় নি ?
  • ২৪,২৫,৪৮ সংখ্যক, চর্যার প্রাপ্ত পুঁথিতে সম্পূর্ন পাওয়া যায় নি। ২৩ সংখ্যক পদের শেষাংশ পাওয়া যায় নি।

  • 319. বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময়ে একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে ?
  • 320. কত সালে ‘শ্রীরামপুর মিশন’ প্রতিষ্ঠিত হয় ?
  • 321. কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয় ?
  • 322. খ্রিষ্টপূর্ব ৩য় শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ন পাওয়া যায়?
  • 323. ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কয়টি ? 
  • খরোষ্ঠী ও ব্রাহ্মী 

  • 324. কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে?
  • প্রাচীন ভারতীয় লিপি দুটি। ব্রাহ্মী ও খরোষ্ঠী। ব্রাহ্মী লিপি তিন ভাগে বিভক্ত। পুর্বী লিপি, মধ্য ভারতীয় লিপি এবং পচশিমা লিপি। পুর্বী লিপির কুটিল রূপ হতে বাংলা লিপির উদ্ভব।

  • 325. বাংলা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার?
  • 326. বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর?
  • ইন্দো-ইউরোপীয়>শতম>আর্য>ভারতীয়>প্রাচীন ভারতীয় আর্য>প্রাচীন ভারতীয় কথ্য আর্য>প্রাচীন প্রাচ্য>মাগধী প্রাকৃত/গৌরীয় প্রাকৃত>মাগধী অপভ্রংশ/গৌরীয় অপভ্রংশ>বঙ্গ-কামরুপী>বাংলা।

  • 327. বৈদিক ভাষা হতে বাংলা ভাষায় বিবর্তনের প্রধান ধারা কয়টি?
  • 328. প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি?
  • 329. কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি?
  • 330. বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে?
  • 331. বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অর্ন্তগত?
  • ইন্দো-ইউরোপীয়>শতম>আর্য>ভারতীয়>প্রাচীন ভারতীয় আর্য>প্রাচীন ভারতীয় কথ্য আর্য>প্রাচীন প্রাচ্য>মাগধী প্রাকৃত/গৌরীয় প্রাকৃত>মাগধী অপভ্রংশ/গৌরীয় অপভ্রংশ>বঙ্গ-কামরুপী>বাংলা। সুতরাং বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় আদি বা মূল ভাষা গোষ্ঠীর অর্ন্তগত।

  • 332. বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি?
  • বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন এবং বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন চর্যাপদ।

  • 333. পানিণি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন?
  • 334. পানিনি রচিত গ্রন্থের নাম কি?
  • 335. ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে?
  • 336. প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয় তার নাম কি?
  • 337. সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?
  • 338. কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?
  • 339. কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত?
  • প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য

  • 340. বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান ধারা কয়টি?
  • প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য

  • 341. বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা?
  • 342. আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যেক ভাষার নাম কি?
  • 343. ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রীষ্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল?
  • 344. বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে?
  • 345. বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে?
  • বাংলা ভাষার উৎপত্তি সপ্তম শতাব্দীতে ড. মুহাম্মদ শহীদুল্লার মতে, তবে বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে অধিকাংশ ভাষাবিদের মত দশম শতাব্দী ।

  • 346. আধুনিক বাংলা ভাষার পরিধি কত সাল থেকে শুরু হয়েছে?
  • 347. মধ্য যুগের বাংলা ভাষার পরিধি কত সাল পর্যন্ত বিস্তৃত ছিল?
  • মধ্য যুগের বাংলা ভাষার পরিধি ১২০১-১৮০০ সাল পর্যন্ত, কিন্তু এর মধ্য ১২০১-১৩৫০ পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যর 'অন্ধকার যুগ' বলা হয়।

  • 348. ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের পরিধি কত পর্যন্ত বিস্তৃৃত ছিল?
  • 349. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রধানত কয়টি যুগে ভাগ করা?
  • বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ প্রধানত তিনটি । ১) প্রাচীন যুগ বা আদি যুগ (৬৫০-১২০০), ২) মধ্য যুগ (১২০১-১৮০০), ৩) আধুনিক যুগ (১৮০১-বর্তমান পর্যন্ত)।

  • 350. বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজী সাহিত্যের ইতিহাস এ দুটির মধ্যে পুরাতন কোনটি?
  • 351. বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ বিভাগ কয়টি?
  • বাংলা  সাহিত্যের  যুগ বিভাগ মোট তিনটি ভাগে বিভক্ত

    ১. আদিযুগ (৬৫০-১২০০ খ্রী:)

    ২. মধ্যযুগ (১২০১-১৮০০ খ্রী:)

    ৩. আধুনিক যুগ (১৮০১ খ্রী: -বর্তমান)

  • 352. কোন শাসনামলে চর্যাপদ রচিত হয়েছে বলে জানা যায়?
  • বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন এবং বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ রচিত হয়েছে পাল আমলে।

  • 353. বাংলা সাহিত্যের ইতিহাস কত বছরের পুরনো বলে মনে করা হয়?
  • বাংলা সাহিত্যর ইতিহাস ১০০০ বছরের পুরনো বলে মনে করা হয়।

  • 354. রবীন্দ্র যুগ কোন সময়কে বলা হয়?
  • ১৯০১-১৯৪০ সময়কাল বাংলা সাহিত্য রবীন্দ্র যুগ নামে পরিচিত।

  • 355. ড.মুহম্মদ এনামুল হক মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করেছেন?
  • ভাগ তিনটি হল-- ১) তুর্কি যুগ, ২) সুলতানী যুগ, ৩) মোগলাই যুগ।

  • 356. ড.অসিতকুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের মধ্যযুগকে কয়টি ভাগে করেছেন?
  • ভাগ চারটি হল--১) প্রাক-চৈতন্য যুগ, ২)চৈতন্য যুগ, ৩) উত্তর- চৈতন্য যুগ, ৪) অষ্টাদশ শতাব্দী ।

  • 357. ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসকে কয়টি যুগে ভাগ করেছেন?
  • পাঁচটি ভাগ হলঃক) প্রাচীন বা মুসলমান পূর্ব যুগ (৯৫০-১২০০); খ) তুর্কি বিজয়ের যুগ (১২০০-১৩০০), গ) আদি মধ্যযুগ বা প্রাক- চৈতন্য যুগ (১৩০০-১৫০০),ঘ)অন্ত মধ্যযুগ (১৫০০-১৮০০) আধুনিক বা ইংরেজি যুগ (১৮০০-বর্তমান)।

  • 358. বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে-- বাংলা সাহিত্যের প্রাচীন যুগ
  •  প্রাচীন যুগ --(৬৫০--১২০০), মধ্যযুগ (১২০১--১৮০০ ), আধুনিক যুগ ১৮০১ থেকে বর্তমান পর্যন্ত।

  • 359. বাংলা লিপির উৎস কি?  
  • প্রাচীন ভারতীয় লিপি দুটি। ব্রাহ্মী ও খরোষ্ঠী। ব্রাহ্মী লিপি তিন ভাগে বিভক্ত। পুর্বী লিপি, মধ্য ভারতীয় লিপি এবং পশ্চিমা লিপি। পুর্বী লিপির কুটিল রূপ হতে বাংলা লিপির উদ্ভব।

  • 360. বাংলাভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?  
  • বাংলা ভাষার আদিস্তর ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, দশম থেকে চতুর্দশ শতাব্দী। ড. মুহাম্মদ শহীদুল্লার মতে, সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী।

  • 361. বাংলা সাহিত্যে সর্বধিক সমৃদ্ধ ধারা ?  
  • ইংরেজি সাহিত্য গীতিকবিতাকে Lyric বলে। ভাবের বৈচিত্র্য ও ছন্দের বৈচিত্র্যপূর্ণ প্রকাশ গীতিকবিতার বৈশিষ্ট। কবি বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্য গীতিকবিতার প্রবর্তক।

  • 362. বাংলা লিপির উৎস কি ?
  • প্রাচীন ভারতীয় লিপি দুটি। ব্রাহ্মী ও খরোষ্ঠী। ব্রাহ্মী লিপি তিন ভাগে বিভক্ত। পুর্বী লিপি, মধ্য ভারতীয় লিপি এবং পচশিমা লিপি। পুর্বী লিপির কুটিল রূপ হতে বাংলা লিপির উদ্ভব।

  • 363. বাঙলা ভাষার প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ এর আবিষ্কারক --
  • বাংলা সাহিত্যর আদি নিদর্শন চর্যাপদ ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন। তিনি এটি নেপালের 'রাজ-দরবারের গ্রন্থাগার' থেকে আবিষ্কার করেন।

  • 364. চর্যাপদ আবিষ্কার করেন-
  • বাংলা সাহিত্যর আদি নিদর্শন চর্যাপদ ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন। তিনি এটি নেপালের 'রাজ-দরবারের গ্রন্থাগার' থেকে আবিষ্কার করেন।

  • 365. বাংলা সাহিত্যর প্রথম নিদর্শন চর্যাপদের প্রাপ্ত পদের সংখ্যা-
  • চর্যার ৫০ টি পদের মধ্য ২৪,২৫,৪৮ সংখ্যক পদের সম্পূর্ন পাওয়া যায় নি। ২৩ সংখ্যক পদের শেষাংশ পাওয়া যায় নি। অর্থাৎ মোট সাড়ে ৪৬ টি পদ পাওয়া গেছে।

  • 366. হরপ্রসাদ শাস্ত্রী ‘চর্যাপদ’ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন?
  • হরপ্রসাদ শাস্ত্রী 'হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা' নামে ‘চর্যাপদ’ প্রকাশ করেছিলেন।

  • 367. ‘চর্যাপদ’ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? 
  • চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম কাব্য তথা সাহিত্য নিদর্শন। নব্য ভারতীয় আর্যভাষারও প্রাচীনতম রচনা এটি। খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত এই গীতিপদাবলির রচয়িতারা ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। বৌদ্ধ ধর্মের গূঢ় অর্থ সাংকেতিক রূপের আশ্রয়ে ব্যাখ্যার উদ্দেশ্যেই তাঁরা পদগুলি রচনা করেছিলেন। বাংলা সাধন সংগীত শাখাটির সূত্রপাতও হয়েছিলো এই চর্যাপদ থেকেই। এই বিবেচনায় এটি একটি ধর্মগ্রন্থজাতীয় রচনা। একই সঙ্গে সমকালীন বাংলার সামাজিক ও প্রাকৃতিক চিত্রাবলি এই পদগুলিতে উজ্জ্বল।

  • 368. বাংলা ভাষার প্রাচীন নিদর্শন-
  • বাংলা সাহিত্যর আদি নিদর্শন বা বাংলা ভাষার প্রাচীন নিদর্শন চর্যাপদ।

  • 369. বাংলাভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?
  • 370. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের ভাষা—
  • 371. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
  • কাহ্নপা সম্প্রদায়গতভাবে ছিলেন  ব্রাহ্মণ, পরে  সহজিয়া মতে দীক্ষা নিয়ে সিদ্ধাচার্য, মন্ডলাচার্য ইত্যাদি উপাধিতে ভূষিত হন। পাহাড়পুরের সোমপুর বিহারে তিনি অবস্থান করতেন। তিনি বৌদ্ধ সহজিয়া মতের অনুসারী ছিলেন; জলন্ধরী পা ছিলেন তাঁর গুরু। চর্যাপদের ২৩জন কবির মধ্যে কাহ্নপার পদসংখ্যা সর্বাধিক, মোট ১৩টি। এ পর্যন্ত কাহ্নপার ভণিতায় ৭৪খানি গ্রন্থের নাম জানা গেছে। অনেকে মনে করেন, সকল গ্রন্থের রচয়িতা একই কাহ্নপা নাও হতে পারেন।  চর্যাপদ ছাড়া বাকিগুলি  অপভ্রংশ ও সংস্কৃত ভাষায় রচিত। তাঁর পদগুলিতে বৌদ্ধ ও হিন্দু তন্ত্রের মিশ্রণ আছে।

    অন্যান্য পদকর্তার মতো কাহ্নপাও সঙ্গীতজ্ঞ ছিলেন। তাঁর প্রত্যেক পদের শীর্ষে রাগ-তালের উল্লেখ আছে। রূপক-প্রতীক-সংকেতের ভাষায় রচিত পদগুলিতে তা

  • 372. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
  • বাঙালিরা প্রথমে ছিল মূলত বৌদ্ধ। তাই উনিশ শতকে যখন বাংলা সাহিত্যের ইতিহাস, বাঙালির ইতিহাস লেখা শুরু হতে লাগলো, তখন বৌদ্ধ ধর্মের ইতিহাস নিয়েও গবেষণা শুরু হয়ে গেল। অনেকেই প্রাচীন বৌদ্ধ গান, দোহা- এসব খুঁজতে শুরু করলো নেপালে- তিব্বতে গিয়ে। এসব গানগুলো ছিল মূলত সংস্কৃত বা তিব্বতী ভাষায় লেখা।

    সম্ভবত প্রথম এ কাজে নেপাল যান রাজা রাজেন্দ্রলাল মিত্র। তিনি বৌদ্ধ ধর্ম আর বৌদ্ধ সাহিত্যের অনেকগুলো পুঁথিও আবিষ্কার করেন। পরে সেগুলোর একটা তালিকাও প্রকাশ করেন ১৮৮২ সালে। তার এসব কাজ দেখে উৎসাহিত হন হরপ্রসাদ শাস্ত্রী। ১৮৯৭-৯৮ সালে দুবার নেপালে যান তিনি। তৃতীয় এবং শেষবার যান ১৯০৭ সালে। ১৯০৭ খ্রিস্টাব্দে তৃতীয়বার নেপাল ভ্রমণকালে তিনি নেপালের রাজদরবারের লাইব্রেরিতে খুঁজে পান চারটি প্রাচীন পুঁথি; ‘চর্যাচর্যবিনিশ্চয়’, সরোজবজের ‘দোহাকোষ’, কৃষ্ণাচার্যের ‘দোহাকোষ’ আর ‘ডাকার্ণব’।

  • 373. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের খন্ড সংখ্যা-
  • কৃষ্ণের জন্ম, বৃন্দাবনে রাধার সঙ্গে তাঁর প্রণয় এবং অন্তে বৃন্দাবন ও রাধা উভয়কে ত্যাগ করে কৃষ্ণের চিরতরে মথুরায় অভিপ্রয়াণ – এই হল ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের মূল উপজীব্য। আখ্যানভাগ মোট ১৩ খণ্ডে বিভক্ত। পুথিটি খণ্ডিত বলে কাব্যরচনার তারিখ জানা যায় না। তবে কাব্যটি আখ্যানধর্মী ও সংলাপের আকারে রচিত বলে প্রাচীন বাংলা নাটকের একটি আভাস মেলে এই কাব্যে। গ্রন্থটি স্থানে স্থানে আদিরসে জারিত ও গ্রাম্য অশ্লীলতাদোষে দুষ্ট হলেও আখ্যানভাগের বর্ণনানৈপুণ্য ও চরিত্রচিত্রণে মুন্সিয়ানা আধুনিক পাঠকেরও দৃষ্টি আকর্ষণ করে

  • 374. চর্যাপদের কবিগণের মধ্যে সর্বাধিক পদরচয়িতার গৌরবের অধিকারী-
  • চর্যার পুঁথিতে সর্বাধিক সংখ্যক পদের রচয়িতা কাহ্ন বা কাহ্নপাদ। তিনি কৃষ্ণাচার্য, কৃষ্ণপাদ ও কৃষ্ণবজ্র নামেও পরিচিত। পুঁথিতে তাঁর মোট ১১টি পদ (পদ- ৭, ৯, ১১, ১২, ১৮, ১৯, ২৪, ৩৬, ৪০, ৪২ ও ৪৫) পাওয়া যায়।ইনি ওড়িশার এক ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন বলে জানা যায়। শৌরসেনী অপভ্রংশ ও মাগধী অপভ্রংশজাত বাংলায় তিনি পদ রচনা করতেন।

  • 375. বাংলা সাহিত্যে সর্বধিক সমৃদ্ধ ধারা ?
  • ইংরেজি সাহিত্য গীতিকবিতাকে Lyric বলে। ভাবের বৈচিত্র্য ও ছন্দের বৈচিত্র্যপূর্ণ প্রকাশ গীতিকবিতার বৈশিষ্ট। কবি বিহারীলাল চক্রবর্তী বাংলা সাহিত্য গীতিকবিতার প্রবর্তক।

  • 376. বাংলাভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?  
  • বাংলা ভাষার আদিস্তর ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, দশম থেকে চতুর্দশ শতাব্দী। ড. মুহাম্মদ শহীদুল্লার মতে, সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী।

  • 377. বাংলা লিপির উৎস কি?  
  • প্রাচীন ভারতীয় লিপি দুটি। ব্রাহ্মী ও খরোষ্ঠী। ব্রাহ্মী লিপি তিন ভাগে বিভক্ত। পুর্বী লিপি, মধ্য ভারতীয় লিপি এবং পচশিমা লিপি। পুর্বী লিপির কুটিল রূপ হতে বাংলা লিপির উদ্ভব।

  • 378. বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে-- বাংলা সাহিত্যের প্রাচীন যুগ
  •  প্রাচীন যুগ --(৬৫০--১২০০), মধ্যযুগ (১২০১--১৮০০ ), আধুনিক যুগ ১৮০১ থেকে বর্তমান পর্যন্ত।

  • 379. ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসকে কয়টি যুগে ভাগ করেছেন?
  • পাঁচটি ভাগ হলঃক) প্রাচীন বা মুসলমান পূর্ব যুগ (৯৫০-১২০০); খ) তুর্কি বিজয়ের যুগ (১২০০-১৩০০), গ) আদি মধ্যযুগ বা প্রাক- চৈতন্য যুগ (১৩০০-১৫০০),ঘ)অন্ত মধ্যযুগ (১৫০০-১৮০০) আধুনিক বা ইংরেজি যুগ (১৮০০-বর্তমান)।

  • 380. ড.অসিতকুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের মধ্যযুগকে কয়টি ভাগে করেছেন?
  • ভাগ চারটি হল--১) প্রাক-চৈতন্য যুগ, ২)চৈতন্য যুগ, ৩) উত্তর- চৈতন্য যুগ, ৪) অষ্টাদশ শতাব্দী ।

  • 381. ড.মুহম্মদ এনামুল হক মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করেছেন?
  • ভাগ তিনটি হল-- ১) তুর্কি যুগ, ২) সুলতানী যুগ, ৩) মোগলাই যুগ।

  • 382. রবীন্দ্র যুগ কোন সময়কে বলা হয়?
  • ১৯০১-১৯৪০ সময়কাল বাংলা সাহিত্য রবীন্দ্র যুগ নামে পরিচিত।

  • 383. রবীন্দ্র যুগ কোন সময়কে বলা হয়?
  • ১৯০১-১৯৪০ সময়কাল বাংলা সাহিত্য রবীন্দ্র যুগ নামে পরিচিত।

  • 384. বাংলা সাহিত্যের ইতিহাস কত বছরের পুরনো বলে মনে করা হয়?
  • বাংলা সাহিত্যর ইতিহাস ১০০০ বছরের পুরনো বলে মনে করা হয়।

  • 385. কোন শাসনামলে চর্যাপদ রচিত হয়েছে বলে জানা যায়?
  • বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন এবং বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ রচিত হয়েছে পাল আমলে।

  • 386. বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ বিভাগ কয়টি?
  • বাংলা  সাহিত্যের  যুগ বিভাগ মোট তিনটি ভাগে বিভক্ত

    ১. আদিযুগ (৬৫০-১২০০ খ্রী:)

    ২. মধ্যযুগ (১২০১-১৮০০ খ্রী:)

    ৩. আধুনিক যুগ (১৮০১ খ্রী: -বর্তমান)

  • 387. বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজী সাহিত্যের ইতিহাস এ দুটির মধ্যে পুরাতন কোনটি?
  • 388. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রধানত কয়টি যুগে ভাগ করা?
  • বাংলা সাহিত্যের ইতিহাসে যুগ প্রধানত তিনটি । ১) প্রাচীন যুগ বা আদি যুগ (৬৫০-১২০০), ২) মধ্য যুগ (১২০১-১৮০০), ৩) আধুনিক যুগ (১৮০১-বর্তমান পর্যন্ত)।

  • 389. ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন যুগের পরিধি কত পর্যন্ত বিস্তৃৃত ছিল?
  • 390. মধ্য যুগের বাংলা ভাষার পরিধি কত সাল পর্যন্ত বিস্তৃত ছিল?
  • 391. আধুনিক বাংলা ভাষার পরিধি কত সাল থেকে শুরু হয়েছে?
  • 392. বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে?
  • বাংলা ভাষার উৎপত্তি সপ্তম শতাব্দীতে ড. মুহাম্মদ শহীদুল্লার মতে, তবে বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে অধিকাংশ ভাষাবিদের মত দশম শতাব্দী ।

  • 393. বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে?
  • 394. ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রীষ্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল?
  • 395. আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যেক ভাষার নাম কি?
  • 396. বাংলা ভাষার মূল উৎস কোন ভাষা?
  • 397. বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান ধারা কয়টি?
  • প্রচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য

  • 398. কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত?
  • 399. কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?
  • 400. সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়?
  • 401. প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয় তার নাম কি?
  • 402. ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে?
  • 403. পানিনি রচিত গ্রন্থের নাম কি?
  • 404. পানিণি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন?
  • 405. বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি?
  • বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন এবং বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন চর্যাপদ।

  • 406. বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষা গোষ্ঠীর অর্ন্তগত?
  • ইন্দো-ইউরোপীয়>শতম>আর্য>ভারতীয়>প্রাচীন ভারতীয় আর্য>প্রাচীন ভারতীয় কথ্য আর্য>প্রাচীন প্রাচ্য>মাগধী প্রাকৃত/গৌরীয় প্রাকৃত>মাগধী অপভ্রংশ/গৌরীয় অপভ্রংশ>বঙ্গ-কামরুপী>বাংলা। সুতরাং বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় আদি বা মূল ভাষা গোষ্ঠীর অর্ন্তগত।

  • 407. বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে?
  • 408. কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি?
  • 409. প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি?
  • 410. বৈদিক ভাষা হতে বাংলা ভাষায় বিবর্তনের প্রধান ধারা কয়টি?
  • 411. বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর?
  • ইন্দো-ইউরোপীয়>শতম>আর্য>ভারতীয়>প্রাচীন ভারতীয় আর্য>প্রাচীন ভারতীয় কথ্য আর্য>প্রাচীন প্রাচ্য>মাগধী প্রাকৃত/গৌরীয় প্রাকৃত>মাগধী অপভ্রংশ/গৌরীয় অপভ্রংশ>বঙ্গ-কামরুপী>বাংলা।

  • 412. বাংলা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার?
  • 413. কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে?
  • প্রাচীন ভারতীয় লিপি দুটি। ব্রাহ্মী ও খরোষ্ঠী। ব্রাহ্মী লিপি তিন ভাগে বিভক্ত। পুর্বী লিপি, মধ্য ভারতীয় লিপি এবং পচশিমা লিপি। পুর্বী লিপির কুটিল রূপ হতে বাংলা লিপির উদ্ভব।

  • 414. ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কয়টি ? 
  • খরোষ্ঠী ওবাহ্মী 

  • 415. খ্রিষ্টপূর্ব ৩য় শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ন পাওয়া যায়?
  • 416. কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয় ?
  • 417. কত সালে ‘শ্রীরামপুর মিশন’ প্রতিষ্ঠিত হয় ?
  • 418. বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময়ে একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে ?
  • 419. চর্যার প্রাপ্ত পুঁথিতে কোন কোন সংখ্যক পদে সম্পূর্ন পাওয়া যায় নি ?
  • ২৪,২৫,৪৮ সংখ্যক, চর্যার প্রাপ্ত পুঁথিতে সম্পূর্ন পাওয়া যায় নি। ২৩ সংখ্যক পদের শেষাংশ পাওয়া যায় নি।

  • 420. চর্যার প্রাপ্ত কোন পদটির শেষাংশে পাওয়া যায় নি ?
  • ২৩ সংখ্যক পদের শেষাংশ পাওয়া যায় নি। ২৪,২৫,৪৮ সংখ্যক, চর্যার প্রাপ্ত পুঁথিতে সম্পূর্ন পাওয়া যায় নি।

  • 421. চর্যাগীতিকা হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক কবে প্রকাশিত হয়েছিল ?
  • 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' থেকে প্রাপ্ত পুঁথিগুলো একত্র করে 'হাজার বছরের পুরান বাঙলা ভাষার বৌদ্ধগান ও দোহা' নামে চর্যাগীতিকা হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক ১৯১৬ সালে প্রকাশিত হয়।

  • 422. চর্যা সংগ্রহটিতে সর্বসমেত কয়টি চর্যাগীতি ছিল?
  • চর্যা সংগ্রহটিতে সর্বসমেত ৫১ টি চর্যাগীতি ছিল। ২৪,২৫,৪৮ সংখ্যক, চর্যার প্রাপ্ত পুঁথিতে সম্পূর্ন পাওয়া যায় নি। ২৩ সংখ্যক পদের শেষাংশ পাওয়া যায় নি। সর্ব মোট সাড়ে ৪৬ টি পদ পাওয়া যায়।

  • 423. সর্বসমেত কয়টি চর্যাগীতি পাওয়া গিয়েছে?
  • চর্যা সংগ্রহটিতে সর্বসমেত ৫১ টি চর্যাগীতি ছিল। ২৪,২৫,৪৮ সংখ্যক, চর্যার প্রাপ্ত পুঁথিতে সম্পূর্ন পাওয়া যায় নি। ২৩ সংখ্যক পদের শেষাংশ পাওয়া যায় নি। সর্ব মোট সাড়ে ৪৬ টি পদ পাওয়া যায়।

  • 424. চর্যাপদে কাহ্নপার রচিত পদ কয়টি?
  •  চর্যাপদের রচয়িতা কাহ্নপা, লুইপা, কুক্কুরীপা, ভুসুকু, সরহপাদ সহ মোট ২৪ জন।

  • 425. সুনীতি কুমার চট্টোপাধ্যয় কবে চর্যাপদের ভাষা বাংলা বলে প্রমান করেন?
  •  

  • 426. বাংলা ভাষায় রামায়ন কে অনুবাদ করেন
  • রামায়ণের প্রথম অনুবাদক পনের শতকের কবি কৃত্তিবাস ওঝা। তিনি রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক। মূল ও আদি রচয়িতা বাল্মীকি ।  

  • 427. রামায়নের আদি রচয়িতা কে?
  • রামায়ণের প্রথম অনুবাদক পনের শতকের কবি কৃত্তিবাস ওঝা। তিনি রামায়ণের প্রথম ও শ্রেষ্ঠ অনুবাদক। মূল ও আদি রচয়িতা বাল্মীকি ।  

  • 428. বাংলা ভাষায় মহাভারত কে অনুবাদ করেন?
  • মহাভারতের মূল রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। মহাভারতের প্রথম অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর। কবি কাশীরাম দাস হলেন মহাভারতের বিখ্যাত ও জনপ্রিয় অনুবাদক।

  • 429. মহাভারতের আদি রচয়িতা কে?
  • মহাভারতের মূল ও আদি রচয়িতা কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। মহাভারতের প্রথম অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর। কবি কাশীরাম দাস হলেন মহাভারতের বিখ্যাত ও জনপ্রিয় অনুবাদক।  

  • 430. গীতি কাব্যের রচয়িতা কে?
  • 431. বাংলা গদ্যের জনক কে?
  • আধুনিক বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বিদ্যাসাগর নামেই তিনি পরিচিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালির মানস গঠনে, বাংলা ভাষা ও সাহিত্যর বিকাশে এবং মূল্যবোধ সৃষ্টিতে কালজয়ী ভুমিকা রেখে গেছেন।

  • 432. বাংলা গদ্যর উৎপত্তি কখন?
  • 433. মঙ্গলকাব্য যুগের অবসান ঘটে কার মৃত্যুর সাথে?
  • ভারতচন্দ্র মধ্যযুগের শ্রেষ্ঠ ও শেষ কবি। ১৭৬০ খ্রিস্টাব্দে ভারতচন্দ্র রায়গুনাকারের মৃত্যুর সাথে সাথে মঙ্গলকাব্য যুগের অবসান ঘটে ।

  • 434. কাঙ্গাল হরিনাথ কখন আবির্ভূত হন?
  • 435. চন্ডীদাস কোন যুগের কবি?
  • 436. টপ্পা গানের জনক কে?
  • বহুল প্রচলিত ‘নানা দেশের নানান ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা’। এটির রচয়িতা নিধু বাবু। টপ্পা গান থেকে আধুনিক বাংলা সাহিত্যের গীতিকবিতার সুত্রপাত হয়।

  • 437. আলালের ঘরের দুলাল’ এর রচয়িতা কে?
  • 'আলালের ঘরের দুলাল' বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। তিনি এই উপন্যাসটি রচনা করেন।

  • 438. বাংলা উপন্যাস সাহিত্য ধারার জনক-
  • বাংলা সাহিত্য বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় 'সাহিত্য সম্রাট' হিসেবে পরিচিত। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 'গদ্যর জনক' হিসেবে পরিচিত।

  • 439. রোমান্টিক প্রনয় উপাখ্যান ধারার অন্যতম কবি?
  • মধ্যযুগের বাংলা সাহিত্যর মুসলমান কবিগণের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রণয়োপাখ্যান। রোমান্টিক প্রনয় উপাখ্যান ধারার অন্যতম কবি শাহ মুহাম্মদ সগীর। বাংলা ভাষায় প্রথম মুসলমান কবি শাহ মুহাম্মদ সগীর।

  • 440. নাথ সাহিত্যের উল্লেখ্যযোগ্য কবি কে-
  • বাংলা সাহিত্যের মধ্যযুগে শিব উপাসক এক শ্রেণীর যোগী সম্প্রদায়ের নাথ ধর্মের কাহিনী অবলম্বনে রচিত কাব্যকে নাথ সাহিত্য বলা হয়।

  • 441. ‘গোরক্ষ বিজয়’র রচিয়তা কে?
  • শেখ ফয়জুল্লাহ রচিত গ্রন্থের ৫টি। যথা- (ক) গোরক্ষ বিজয় বা গোর্খ বিজয় (খ) গাজী বিজয় (গ) সত্যপরী (ঘ) জয়নালের চৌতিশা (ঙ) রাসানাম।

    গোরক্ষ বিজয় এর উপজীব্য বিষয় নাথ বিশ্বাস জাত যুগের মহিমা এবং নারী ব্যভিচারপ্রধান সমাজচিত্রের বর্ণনা। 

  • 442. বাংলা সাহিত্যের কোন সাহিত্যিক আরাকান রাজসভায় স্থান পেয়েছিলেন?
  • আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্যিক দৌলত কাজী, আলাওল, কোরেশী মাগন ঠাকুর, মরদন, আব্দুল করিম খোন্দকর।

  • 443. আরাকানকে বাংলা সাহিত্য কি নামে উল্লেখ করা হয়েছে 
  • মিয়ানমারের উত্তর-পশ্চিম সীমায় ও চট্টগ্রামের দক্ষিণে সমুদ্রের তীরে আরাকানের অবস্থান।আরাকানকে বাংলা সাহিত্যে ‘রোসাঙ্গ’ নামে অভিহিত করা হয়।রোসাঙ্গ রাজসভা ছিল মধ্যযুগের বাংলা সাহিত্যের উর্বর ক্ষেত্রভূমি।এ রাজসভার রাজারা হিন্দু হলেও কবিরা ছিলেন মুসলমান।
    আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্যিক- দৌলত কাজী, আলাওল, কোরেশী মাগন ঠাকুর, মরদন, আব্দুল করিম খোন্দকর।

  • 444. “নসীহত নামা” কোন জাতীয় গ্রন্থ ? 
  • 445. ‘সতি ময়না ও লোরচন্দ্রানী’ কোন শতকের কাব্য?
  • সতী ময়না ও লোরচন্দ্রানী হিন্দি ভাষার হিন্দী কবি সাধন এর ‘মৈনাসত’ কাব্য অবলম্বনে রচিত।

  • 446. “পদ্মাবতী ’’ কে রচনা করেন ?
  • পদ্মাবতী একটি ঐতিহাসিক প্রণয় উপাখ্যান। চিতোরের রানী পদ্মীনির কাহিনী অবলম্বনে আলাওল পদ্মাবতী রচনা করেছিলেন।

  • 447. কবিগানের উৎপত্তি ও বিকাশ কোন শতক পর্যন্ত?
  • কবিগানের উৎপত্তি ও বিকাশ ১৮ শতাব্দীর প্রথমার্ধ থেকে ১৯ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত। কবিগানের উল্লেখ্যযোগ্য কবিওয়াল গোঁজলাই গুই, ভরানী বেনে, হরু ঠাকুর, কেষ্টা মুচি, ভোলা ময়রা, এন্টনী ফিরিঙ্গি, নিতাই বৈরাগী প্রমুখ। কবিগানের আদিগুরু হিসেবে পরিচিত ছিলেন গোঁজলা গুই।

  • 448. কবিগানের কয়টি বিভাগ?
  • কবি গানের ৪টি বিভাগ হলো বন্দনা, সখী সংবাদ, বিরহ ও খেউর।

  • 449. কবিওয়ালাদের মধ্যে সবচেয়ে খ্যাতি কে অর্জন করেছিল?
  • কবিগানের উৎপত্তি ও বিকাশ ১৮ শতাব্দীর প্রথমার্ধ থেকে ১৯ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত।

    কবিগানের উল্লেখ্যযোগ্য কবিওয়াল গোঁজলাই গুই, ভরানী বেনে, হরু ঠাকুর, কেষ্টা মুচি, ভোলা ময়রা, এন্টনী ফিরিঙ্গি, নিতাই বৈরাগী। গোঁজলা গুঁই কবিগানের আদিগুরু ছিলেন। 

  • 450. ‘আমীর হামযা ’ কাব্য রচনা করেন কে ?
  • ফকির গরীবুল্লাহ এদেশের অষ্টাদশ শতাব্দীর একজন সাহিত্যিক। ফকির গরীবুল্লাহ হুগলি জেলার (তখনকার বর্ধমান এর অংশ) বালিয়া পরগনার হাফিজপুর গ্রামের অধিবাসী। গরীবুল্লাহ সম্পর্কে তেমন তথ্য পাওয়া যায় না। তাঁর পিতার নাম শাহ্ দুন্দীর (সাহা দুন্দি)। আমির হামজা প্রথম পর্ব তাঁর রচনা। ফকির গরীবুল্লাহ-এর ইউসুফ-জোলেখা নামে একটি কাব্যগ্রন্থ আছে। মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন, কাব্যটি ১৭৬৫ সালের পর রচিত। ঐতিহাসিকরা বলেন,আঠারো শতকের মধ্যভাগে ফকির গরীবুল্লাহ কয়েকটি পুঁথি রচনা করেন। সেগুলো হচ্ছে: ইউসুফ জোলেখা, আমির হামজা, সোনাভান ও সতয়পীরের পুঁথি।

  • 451. বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি ?
  • 452. কোন সময়কে বাংলা সাহিত্যর অন্ধকার যুগ বলা হয়?
  • ১. আদিযুগ (৬৫০-১২০০ খ্রী:)২. মধ্যযুগ (১২০১-১৮০০ খ্রী:)৩. আধুনিক যুগ (১৮০১ খ্রী: -বর্তমান)। মধ্যযুগের ১২০১-১৩৫০ পর্যন্ত সময়কালকে বাংলা সাহিত্যর অন্ধকার যুগ বলা হয়।

  • 453. ড. মুহাম্মদ শহিদুল্লাহর বাংলা সাহিত্যর ইতিহাস গ্রন্থের নাম-
  • 454. ডঃ মুহাম্মদ শহীদুল্লার মতে বাংলা ভাষার উদ্ভব-
  • ভাষার ক্রমবিবর্তেনের ধারায় মাগাধি প্রাকৃত বা মাগধি ভাষা থেকে উৎপন্ন হয়েছে ভোজপুরী, মৈথিলি, ওড়িয়া, বাংলা এবং অসমিয়া। ভারতের অঞ্চলের বিচারে এই ছয়টি ভাষার আদি রূপ হিসেবে দুটি ভাগে ভাগ করা হয়। এর পশ্চিমাঞ্চলের প্রাকৃতকে বলা হয় 'পশ্চিম-মাগধি'। আর পূর্বাঞ্চলের মাগধিকে বলা হয় পূর্বাঞ্চলীয় মাগধি।ড. শহীদুল্লাহর মতে: "গৌড়ীয় প্রাকৃত হতেই গৌড়ীয় অপভ্রংশের মাধ্যমে বাংলা ভাষার উদ্ভব হয়েছে "।এর তিনটি আঞ্চলিক রূপ আছে। এই রূপ তিনটি হলো- মধ্য মাগধী, উত্তরাঞ্চলীয় মাগধী এবং দক্ষিণাঞ্চলীয় মাগধী। এই ভাষার লিপি হলো 'দেবনাগরী'।

  • 455. জসীম উদ্দীনের প্রথম প্রকাশিত কাব্য কোনটি?
  • শ্রী দীনেশচন্দ্র সেন ১৮৬৬-এর ৩রা নভেম্বর মানিকগঞ্জের বগজুড়ী গ্রামে জন্মগ্রহণ এবং ১৯৩৯-এর ২০শে নভেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। ১৮৯০-এ কুমিল্লা ভিক্টোরিয়া স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন কালে গ্রামবাংলার বিভিন্ন অঞ্চল ঘুরে প্রাচীন বাংলার পুঁথি সংগ্রহ করেন এবং সেসব উপকরণের সাহায্যে ১৮৯৬-এ "বঙ্গভাষা ও সাহিত্য" শিরোনামে বাংলা সাহিত্যের ইতিহাস রচনা করেন। ১৯১১ সালে তাঁর সুবিখ্যাত গ্রন্থ "হিস্ট্রি অব বেঙ্গলি লিটেরেচার" প্রকাশিত হলে তা সর্বমহলের ভূয়সী প্রশংসা অর্জন করে। ১৯১৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে "রামতনু লাহিড়ী রিসার্চ ফেলোসিপ" প্রদান করে এবং এর আওতায় তিনি "মৈমনসিংহ গীতিকা" ও "পূর্ববঙ্গ গীতিকা" সম্পাদনা করেন। ১৯২১-এ কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ডি.লিট ডিগ্রী এবং ১৯৩১-এ "জগত্তারিণী স্বর্ণপদক" প্রদান করেন। ১৯২১-এ ভারত সরকার তাঁকে "রায় বাহাদুর" উপাধিতে ভূষিত করেন। ১৯২৬-এ মৈমনসিংহ গীতিকা গ্রন্থটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। শ্রী দীনেশচন্দ্র সেন রচিত গবেষণাধর্মী "বৃহৎবঙ্গ" গ্রন্থটি

  • 456. বাংলা সাহিত্যের প্রথম  ইতিহাস গ্রন্থ কে রচনা কেরন?
  • শ্রী দীনেশচন্দ্র সেন ১৮৬৬-এর ৩রা নভেম্বর মানিকগঞ্জের বগজুড়ী গ্রামে জন্মগ্রহণ এবং ১৯৩৯-এর ২০শে নভেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন। ১৮৯০-এ কুমিল্লা ভিক্টোরিয়া স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন কালে গ্রামবাংলার বিভিন্ন অঞ্চল ঘুরে প্রাচীন বাংলার পুঁথি সংগ্রহ করেন এবং সেসব উপকরণের সাহায্যে ১৮৯৬-এ "বঙ্গভাষা ও সাহিত্য" শিরোনামে বাংলা সাহিত্যের ইতিহাস রচনা করেন। ১৯১১ সালে তাঁর সুবিখ্যাত গ্রন্থ "হিস্ট্রি অব বেঙ্গলি লিটেরেচার" প্রকাশিত হলে তা সর্বমহলের ভূয়সী প্রশংসা অর্জন করে। ১৯১৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে "রামতনু লাহিড়ী রিসার্চ ফেলোসিপ" প্রদান করে এবং এর আওতায় তিনি "মৈমনসিংহ গীতিকা" ও "পূর্ববঙ্গ গীতিকা" সম্পাদনা করেন। ১৯২১-এ কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে ডি.লিট ডিগ্রী এবং ১৯৩১-এ "জগত্তারিণী স্বর্ণপদক" প্রদান করেন। ১৯২১-এ ভারত সরকার তাঁকে "রায় বাহাদুর" উপাধিতে ভূষিত করেন। ১৯২৬-এ মৈমনসিংহ গীতিকা গ্রন্থটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। শ্রী দীনেশচন্দ্র সেন রচিত গবেষণাধর্মী "বৃহৎবঙ্গ" গ্রন্থটি

  • 457. বাংলা সাহিত্যে প্রথম আধুনিক কবি কে?
  • 458. আরাকান রাজসভার কবি-
  • 459. ড: মুহম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ
  • 460. কোন রচনার জন্য নজরুলের জেল হয়?  
  • ১৯২২ খ্রিস্টাব্দের দুর্গাপূজোর আগে ধুমকেতু পত্রিকায় নজরুলের ‘আনন্দময়ীর আগমনে’ নামে বিদ্রোহাত্মক কবিতাটি প্রকাশের জন্য তাঁকে রাজদ্রোহের অভিযোগে অভিযুক্ত করা হয়। অভিযুক্ত কবিকে ১৯২৩ খ্রিস্টাব্দের ১৬ জানুয়ারি এক বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে প্রেসিডেন্সি জেলে রাখা হয়।

  • 461. চন্ডীদাস কোন যুগের কবি?  
  • 462. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী পালিত হয়?
  • 463. বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক কে?
  • 464. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম মহিলা কবি কে?
  • চন্দ্রাবতী (জন্ম: ১৫৫০ - মৃত্যু: ১৬০০) বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বাঙালি মহিলা কবি৷তার পিতা মনসা মঙ্গল কাব্যের অন্যতম রচয়িতা দ্বিজ বংশী দাস এবং মাতার নাম সুলোচনা৷ তাঁর জন্ম ষোড়শ শতাবদীতে৷ ইনার নিবাস অধুনা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার পাটোয়ারী গ্রাম৷ ইনার রচনাগুলির মধ্যে মলুয়া, দস্যু কেনারামের পালা ও রামায়ণ কথা (অসমাপ্ত) অন্যতম৷ মৈমনসিংহ গীতিকায় তার কথা পাওয়া যায়৷ তাঁর নিজের জীবনের ট্র্যাজেডি নিয়ে রচিত লোকগাঁথা শতাব্দীর পর শতাব্দী ধরে অবিভক্ত ময়মনসিংহ জেলার মানুষের মুখে মুখে ফিরে এসেছে৷

  • 465. ‘শূন্যপুরাণ’ এবং ‘ডাক ও খনার বচন’ – এই গ্রন্থদু’টির রচয়িতা কে?
  • বাংলা সাহিত্যর অন্ধকার যুগের ১৫০ বছরে কোন সাহিত্যকর্ম সৃষ্টি হয়নি। এই সময়ে দুইটা সাহিত্যকর্ম মাত্র পাওয়া যায়। সেগুলো হল-- রামাই পণ্ডিতের 'শূন্যপুরাণ' আর হলায়ুধ মিশ্রের 'সেক শুভোদয়া'। 'শূন্যপুরাণ' ধর্মীয় তত্ত্বের গ্রন্থ।

  • 466. ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি?
  • স্বাদেশিকতা, নীল বিদ্রোহ ও সমসাময়িক বাংলার সমাজব্যবস্থার সঙ্গে এই নাটকের যোগাযোগ অত্যন্ত গভীর। এই নাটকটি তিনি রচনা করেছিলেন নীলকর-বিষধর-দংশন-কাতর-প্রজানিকর-ক্ষেমঙ্করেণ-কেনচিৎ-পথিক ছদ্মনামে। যদিও এই নাটকই তাঁকে খ্যাতি ও সম্মানের চূড়ান্ত শীর্ষে উন্নীত করে। অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের ভাষায়, নীলদর্পণ নাটক প্রকাশিত হলে এবং এর ইংরেজি অনুবাদ প্রচারিত হলে একদিনেই এ নাটক বাঙালিমহলে যতটা প্রশংসিত হয়েছিল, শ্বেতাঙ্গমহলে ঠিক ততটাই ঘৃণিত হয়েছিল। এই নাটক অবলম্বন করে বাঙালির স্বদেশপ্রেম ও জাতীয়তাবাদের সূচনা, এই নাটক সম্বন্ধে শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় ও রায়তদের মধ্যে মৈত্রীবন্ধন স্থাপিত হয়, এর মধ্যে দিয়েই শ্বেতাঙ্গ নীলকরদের বর্বর চরিত্র উদ্ঘাটিত হয়।” মনে করা হয়ে থাকে, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। তবে আধুনিক গবেষকগণ এই বিষয়ে একমত নন। এই অনুবাদ Nil Durpan, or The Indigo Planting Mirror নামে প্রকাশ করেছিলেন রেভারেন্ড জেমস লঙ। এই অনুবাদ প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে দেশে উত্তেজনার সৃষ্টি হয় এবং জেমস লঙের জরিমানা ও কারাদণ্ড হয়। জরিমানার টাকা আদালতেই দিয়ে দে

  • 467. কোন পণ্ডিত চর্যাপদের পদগুলী টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন?
  • 468. ছড়া কোন ছন্দে রচিত হয়?
  • 469. রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বাংলা -
  • 470. সুকান্ত ভট্টাচার্য্য মৃত্যুবরণ করেন মাত্র-
  • 471. সত্যজিৎ রায়ের পিতামহের নাম কি?
  • 472. কবি চন্দ্রবতী কোন অঞ্চলের মানুষ ছিলেন?
  • 473. নিচের কোন জন মধ্যযুগের কবি নন?
  • 474. ড. মুহম্মদ শহীদুল্লার মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে?
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ মনীষী,শিক্ষাবিদ,ভাষাবিদ, লেখক, গবেষক ও সমাজ সংস্কারক। পৃথিবীর বিভিন্ন ভাষা ও ভাষাতত্ত্ব নিয়ে তাঁর গবেষণা আজো অতুলনীয়। তিনি ২৪টি ভাষা আয়ত্ত করেছিলেন, এগুলোর মধ্যে ১৮টি ভাষার ওপর তাঁর অগাধ পাণ্ডিত্য ছিলো।

  • 475. বাংলা উপন্যাস সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন-
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (জুন ২৭, ১৮৩৮- এপ্রিল ৮, ১৮৯৪) উনিশ শতকের বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তাঁর অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাঁকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তবে গীতার ব্যাখ্যাদাতা হিসাবে, সাহিত্য সমালোচক হিসাবেও তিনি বিশেষ খ্যাতিমান। তিনি জীবিকাসূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন।

  • 476. ফোর্ট উইলিইয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন-
  • 477. লোকসাহিত্য কাকে বলে?
  • লোকসাহিত্য লোকসংস্কৃতির একটি জীবন্ত ধারা; এর মধ্য দিয়ে জাতির আত্মার স্পন্দন শোনা যায়। তাই  রবীন্দ্রনাথ ঠাকুর একে ‘জনপদের হূদয়-কলরব’ বলে আখ্যায়িত করেছেন। লোকসাহিত্যকে প্রধানত লোকসঙ্গীত,  গীতিকা,  লোককাহিনী, লোকনাট্য, ছড়া,  মন্ত্র,  ধাঁধা ও   প্রবাদ  এই আটটি শাখায় ভাগ করা যায়।

  • 478. নিচের কোনটি মধ্যযুগের কাব্যের প্রধান একটি ধারা?
  • বাংলা সাহিত্যের মধ্যযুগে বিশেষ এক শ্রেণীর ধর্মবিষয়ক আখ্যান কাব্য মঙ্গলকাব্য নামে পরিচিত। বলা হয়ে থাকে, যে কাব্যে দেবতার আরাধনা, মাহাত্ম্য-কীর্তন করা হয়, যে কাব্য শ্রবণেও মঙ্গল হয় এবং বিপরীতে হয় অমঙ্গল;যে কাব্য মঙ্গলাধার, এমন কি, যে কাব্য ঘরে রাখলেও মঙ্গল হয় তাকে বলা হয় মঙ্গলকাব্য।

  • 479. চর্যাপদের পান্ডুলিপি কে আবিস্কার করেন?

  • মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী (৬ ডিসেম্বর, ১৮৫৩ – ১৭ নভেম্বর, ১৯৩১) ছিলেন বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ, সংরক্ষণবিদ ও বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা। তাঁর আসল নাম ছিল হরপ্রসাদ ভট্টাচার্য। তিনি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের আবিষ্কর্তা।

  • 482. বিষাদসিন্ধু উপন্যাসের রচয়িতা কে?
  • বিষাদসিন্ধু হল মীর মশাররফ হোসেন রচিত একটি ঐতিহাসিক উপন্যাস। বাংলা সাহিত্যের জনপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে এটি অন্যতম। ৬৮০ সালে সংঘটিত কারবালার যুদ্ধ ও এর পূর্বাপর ঘটনাবলী এই উপন্যাসের মূল উপজীব্য বিষয়।বিষাদসিন্ধু ১৮৮৮ থেকে ১৮৯০ সালের মধ্যে রচিত হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথমদিককার উপন্যাসগুলোর মধ্যে এটি অন্যতম। ঐতিহাসিক উপন্যাস হলেও ইতিহাসের দিক থেকে এতে উল্লেখিত সকল ঘটনা নির্ভরযোগ্য নয়।এটি কাব্যিক শৈলীতে রচিত এবং এতে অনেক নাটকীয় পর্ব রয়েছে। এসময় বাংলা উপন্যাস লেখার চল খুব বেশি ছিল না। মীর মশাররফ হোসেনসহ অন্যান্য লেখকরা এসময় বাংলা উপন্যাসের ধারা সৃষ্টি করছিলেন। তৎকালীন রীতি অনুযায়ী এই উপন্যাস সাধু ভাষায় লেখা হয়েছে। অনেক বাঙালি মুসলিম এই বইকে ধর্মীয় জ্ঞানে শ্রদ্ধা করে থাকেন, বিশেষত প্রত্যন্ত অঞ্চলে।

  • 483. বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন -
  • 484. বাংলা গদ্যের জনক বলা হয় ?
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (২৬ সেপ্টেম্বর ১৮২০ – ২৯ জুলাই ১৮৯১) ঊনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। তাঁর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই লাভ করেন বিদ্যাসাগর উপাধি। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তাঁর। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ করে তোলেন ও অপরবোধ্য করে তোলেন।বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। রচনা করেছেন জনপ্রিয় শিশুপাঠ্য বর্ণপরিচয় সহ, একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ। সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন সাহিত্য ও জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত বহু রচনা।

  • 485. “সঞ্চয়িতা” কোন কবির কাব্য সংকলন?
  • রবীন্দ্রনাথ ঠাকুর (৭ই মে, ১৮৬১ - ৭ই আগস্ট, ১৯৪১) (২৫শে বৈশাখ, ১২৬৮ - ২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) বাংলার দিকপাল কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, গল্পকার, প্রাবন্ধিক ও দার্শনিক। তিনি গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় নন্দিত। ঊনবিংশ শতাব্দীর শেষ ও বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলা সাহিত্য ও সংগীতে রবীন্দ্রনাথ এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করেন। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন তিনি। নোবেল ফাউন্ডেশন তাঁর এই কাব্যগ্রন্থটিকে বর্ণনা করেছিল একটি "গভীরভাবে সংবেদনশীল, উজ্জ্বল ও সুন্দর কাব্যগ্রন্থ" রূপে। রবীন্দ্রনাথের জন্ম হয়েছিল কলকাতার এক পিরালী ব্রাহ্মণ পরিবারে।মাত্র আট বছর বয়সে তিনি প্রথম কাব্যরচনায় প্রবৃত্ত হন। ১৮৭৭ সালে মাত্র ষোলো বছর বয়সে "ভানুসিংহ" ছদ্মনামে তাঁর প্রথম কবিতা প্রকাশিত হয়। প্রথম ছোটোগল্প ও নাটক রচনা করেন এই বছরেই। রবীন্দ্রনাথ ভারতে ব্রিটিশ শাসনের বিরোধিতা করে দেশের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন। তাঁর মতাদর্শ প্রতিফলিত হয়েছে তাঁর বিচিত্র ও বিপুল সৃষ্টিকর্ম এবং তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা

  • 486. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন ‘চর্যাপদ’ কোন ছস্দে রচিত?
  • 487. চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন?  
  • 488. শামসুদ্দীন আবুল কালামের সাহিত্যের মুখ্য উপজিব্য হলো -
  • 489. বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে?
  • 490. বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি?
  • 491. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
  • 492. বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
  • 493. পুথিঁ সাহিত্যর প্রাচীনতম লেখক কে?

today's words

Current World

  • What is the number of current U.S. Congress which is established on January 3, 2021?

    Ans: 117th

     

  • Joe Biden is current and 46th U.S. President, What number he stands as Democratic President in the history of U.S.?

    Ans: 16th

  • Donald Trump was________ president of Republican party.

    Ans: 19th

  • View All

Blog Category

Features

  • বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, পিএসসিসহ সব ধরনের MCQ প্রশ্ন এবং সমাধান,
  • অধ্যায় অনুযায়ী অনুশীলন,
  • ইংরেজি এবং গণিত এর জন্য সহজ কৌশল,
  • অসংখ্য মডেল পরীক্ষা,
  • পরীক্ষার পর্যালোচনা,
  • সাম্প্রতিক বিষয় নিয়মিত আপডেট,
  • প্রতিদিন পাঁচটি করে vocabulary (Meaning, Synonyms, Antonyms, Example সহ )।
6881

Students

79846

Questions

150

Model Test