আপনার কাছে যদি মনে হয় প্রশ্নটি অধ্যায় অনুযায়ী সঠিক নয় তাহলে সঠিক অধ্যায় ও প্রশ্নটি অথবা কোন প্রকার ভুল থাকলে আমাদের কে জানান ইমেইল করে kabirdepart@gmail.com

পত্রিকা ও সাময়িকী

Correct :

Wrong :

  • 1. সবুজপত্র সম্পাদনা করেন-
  • 2. ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন- 
  • 3. চতুরঙ্গ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
  • 4. চতুরঙ্গ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
  • 5. বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কোনটি?
  • সংবাদ প্রভাকর বাংলা সাময়িক পত্রের ইতিহাসের এক নতুন যুগের উন্মেষ ঘটায়। এই পত্রিকাটি ১৮৩১ খ্রিস্টাব্দের ১৪ জুন তারিখে সাপ্তাহিক হিসেবে প্রথম প্রকাশিত হয় এবং ১৮৩৯ সালে দৈনিক পত্রিকায় পরিণত হয়। এটি বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা। এর প্রকাশক এবং সম্পাদক কবিগুরু ঈশ্বরচন্দ্র গুপ্তের তৎকালীন অনেক কবি-সাহিত্যিকের প্রতিভার স্ফুরণ এই পত্রিকার অবলম্বনেই ঘটেছিল। ঈশ্বরচন্দ্র গুপ্ত অতীতের লুপ্তপ্রায় কবি ও কাব্য আলোচনার সূত্রপাত করেন সংবাদ প্রভাকরে। এক সময় প্রতিমাসে এর একটি মাসিক সংস্করণ প্রকাশ পেত। এ পত্রিকাটিকে কেন্দ্র করে সেকালে একটি লেখকচক্র গড়ে উঠে। স্বদেশ, সমাজ ও সাহিত্য সংক্রান্ত বুদ্ধিদীপ্ত আলোচনা এই পত্রিকাতেই প্রথম প্রকাশিত হতে থাকে। পত্রিকাটিতে সামাজিক ও সাময়িক আন্দোলনের খবরাখবর থাকলেও তার সঙ্গে সাহিত্যরসের কোন অভাব ছিল না।

  • 6. কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা?
  • ধূমকেতু কাজী নজরুল ইসলাম সম্পাদিত অর্ধ-সাপ্তাহিক পত্রিকা। বিপ্লবীদের মুখপত্র এ পত্রিকাটি ১৩২৯ বঙ্গাব্দের ২৬ শ্রাবণ (১১ আগস্ট ১৯২২) আত্মপ্রকাশ করে। এর প্রথম সংখ্যায় নজরুলের অনলবর্ষী দীর্ঘ কবিতা ‘ধূমকেতু’ প্রকাশিত হয়। পত্রিকাটি শুরুতে ফুলস্কেপ কাগজের চার পৃষ্ঠায় এবং পরে আট পৃষ্ঠায় মুদ্রিত হতো।  রবীন্দ্রনাথ ঠাকুর একটি বাণী দিয়ে ধূমকেতুকে অভিনন্দন জানান, যা প্রতি সংখ্যায় পত্রিকার শিরোনামের নিচে ছাপা হতো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়সহ অনেক দেশবরেণ্য ব্যক্তি এবং অমৃতবাজার পত্রিকা ধূমকেতুর আবির্ভাবকে উষ্ণ অভিনন্দন জানান। শরৎচন্দ্রের কিছু নিবন্ধও এতে প্রকাশিত হয়। বিপ্লব, কৃষক-মজদুর ও মধ্যবিত্তের জাগৃতি ছিল এর মূল লক্ষ্য।

  • 7. বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি ?
  • সমাচার দর্পণ হল প্রথম বাংলা সংবাদপত্র। পত্রিকাটি ছিল সাপ্তাহিক। ১৮১৮ খ্রীষ্টাব্দের ২৩ মে তারিখে এটি প্রথম প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। কিন্তু তিনি ছিলেন নামেমাত্র সম্পাদক । বাঙালি পণ্ডিতরাই আসলে সমাচারদর্পণ সম্পাদনা করতেন। পত্রিকাটি ধর্মীয় বির্তকে না জড়িয়ে খ্রিস্টান মতবাদের প্রতি পক্ষপাত দেখাত।পরবর্তীকালে এই পত্রিকাটি সপ্তাহে দুবার করে প্রকাশিত হতে থাকে। জয়গোপাল তর্কালঙ্কার বাংলা সংবাদ রচনা ও সঙ্কলনে সম্পাদকের সহায়ক ছিলেন বলে তা উন্নতমানের সংবাদপত্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে সমর্থ হয়েছিল। সংবাদ, ঐতিহাসিক ও ভৌগোলিক বিষয়াদির বিবরণ এই পত্রিকায় স্থান পেত। সে আমলে প্রগতিশীল পত্রিকা হিসেবে এর বিশেষ গুরুত্ব ছিল। ১৮৪১ খ্রিস্টাব্দ পর্যন্ত পত্রিকাটি অস্তিত্ব রক্ষা করেছিল। তবে পরেও কয়েকবার এই পত্রিকা পুনঃপ্রকাশিত হয়েছিল।সমাচারদর্পনের মত সাময়িকপত্রের মধ্যে দিয়ে শিক্ষিত বাঙালি প্রথম গদ্যরচনার রস গ্রহণ করতে শেখে। তখনকার বাংলা সাহিত্য বলতে সবই পদ্য রচনা ছিল। সমাচারদর্পনের প্রকাশ হবার ফলে পাঠকের সংখ্যা বাড়তে লাগল এবং আরো সাময়িকপত্রের চাহিদা বৃদ্ধি পেল। এর ফলে বাং

  • 8. ‘সমাচার দর্পণ’ পত্রিকার সম্পাদক ছিলেন-
  • সমাচার দর্পণ হল প্রথম বাংলা সংবাদপত্র। পত্রিকাটি ছিল সাপ্তাহিক। ১৮১৮ খ্রীষ্টাব্দের ২৩ মে তারিখে এটি প্রথম প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। কিন্তু তিনি ছিলেন নামেমাত্র সম্পাদক । বাঙালি পণ্ডিতরাই আসলে সমাচারদর্পণ সম্পাদনা করতেন। পত্রিকাটি ধর্মীয় বির্তকে না জড়িয়ে খ্রিস্টান মতবাদের প্রতি পক্ষপাত দেখাত।

    পরবর্তীকালে এই পত্রিকাটি সপ্তাহে দুবার করে প্রকাশিত হতে থাকে। জয়গোপাল তর্কালঙ্কার বাংলা সংবাদ রচনা ও সঙ্কলনে সম্পাদকের সহায়ক ছিলেন বলে তা উন্নতমানের সংবাদপত্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে সমর্থ হয়েছিল। সংবাদ, ঐতিহাসিক ও ভৌগোলিক বিষয়াদির বিবরণ এই পত্রিকায় স্থান পেত। সে আমলে প্রগতিশীল পত্রিকা হিসেবে এর বিশেষ গুরুত্ব ছিল। ১৮৪১ খ্রিস্টাব্দ পর্যন্ত পত্রিকাটি অস্তিত্ব রক্ষা করেছিল। তবে পরেও কয়েকবার এই পত্রিকা পুনঃপ্রকাশিত হয়েছিল।

    সমাচারদর্পনের মত সাময়িকপত্রের মধ্যে দিয়ে শিক্ষিত বাঙালি প্রথম গদ্যরচনার রস গ্রহণ করতে শেখে। তখনকার বাংলা সাহিত্য বলতে সবই পদ্য রচনা ছিল। সমাচারদর্পনের প্রকাশ হবার ফলে পাঠকের সংখ্যা বাড়তে লাগল এবং আরো সাময়িকপত্রের চাহি

  • 9. কল্লোল পত্রিকা প্রথম মুদ্রিত হয়—      
  • 10. কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয়?  
  • 11. " দিগদর্শন " কত সালে প্রকাশিত হয় ?  
  • 12. কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম সম্পাদিত হয়?
  • 13. ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন?
  •  বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি ১৮৭২ সালে প্রথম প্রকাশিত হয়।

  • 14. বাংলা সাহিত্য কথ্যভাষার প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
  • বাংলা সাহিত্য কথ্যরীতি প্রচলনে সবুজপত্র পত্রিকার অবদান বেশি। বাংলা সাহিত্য চলিত ভাষারীতির প্রথম মুখপত্র ''সবুজপত্র'' পত্রিকা ১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত হয়।

  • 15. ‘কল্লোল’ পত্রিকার প্রথম প্রকাশকাল হল-
  • কল্লোল প্রকাশিত হয়- ১৯২৩ সালে। কল্লোল পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস। কল্লোল পত্রিকাটি ১৯২৩ সাল থেকে ১৯৩০ সাল পর্যন্ত সচল ছিল।

  • 16. ‘সবুজ পত্র’ বাংলা ভাষা ও সাহিত্য কি হিসেবে পরিচিত?
  • বাংলা সাহিত্য কথ্যরীতি প্রচলনে সবুজপত্র পত্রিকার অবদান বেশি। বাংলা সাহিত্য চলিত ভাষারীতির প্রথম মুখপত্র ''সবুজপত্র'' পত্রিকা ১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত হয়। ‘সবুজ পত্র’ বাংলা ভাষা ও সাহিত্য বিশেষ উল্লেখযোগ্য পত্রিকা হিসেবে পরিচিত।

  • 17. ‘সংবাদ প্রভাকর’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন-
  • 18. নিচের কোন পত্রিকাটি শিশুকিশোর পত্রিকা হিসাবে পরিচিত?
  • 19. ‘সুধাকর’ সাপ্তাহিক পত্রিকার সম্পাদক হলেন-
  • 20.  ‘সবুজপত্র’ সম্পাদনা করেন-
  • 21. ডঃ মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম--
  • ডঃ মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম--আঙ্গুর। এটি একটি কিশোর পত্রিকা। প্রথম প্রকাশিত হয় ১৯২০ সালে।

  • 22. 'সমকাল' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
  • 23. 'সমকাল' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
  • 24. 'সওগাত' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
  • 25. 'মোসলেম ভারত' নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন-
  • 26.  জসীমউদ্দিনের 'কবর' কবিতাটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ? 
  • পল্লীকবি জসীমউদ্দিন কলেজে পড়ার সময় ''কবর'' কবিতা রচনা করেন। ''কবর'' কবিতা প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়।

  • 27. বঙ্গদর্শন' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন -
  • 28. সাপ্তাহিক 'সুধাকর' - এর সম্পাদক কে ?
  • 29. মাসিক মোহাম্মাদী কোন সালে প্রকাশিত হয় ?
  • 30. কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয় ?
  • 31.  ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি ?
  • ঢাকা থেকে প্রকাশিত বাংলা সাহিত্য গুরুত্বপূর্ণ কয়েকটি পত্রিকা হল-- শিখা, প্রগতি, ক্রান্তি, লোকায়ত।

  • 32.  বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম-
  • 33. কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয় ?
  • বাংলা ভাষায় প্রথম প্রকাশিত দৈনিক সংবাদপত্র ''সংবাদ প্রভাকর''। পত্রিকাটি সাপ্তাহিকরূপে প্রথম আত্মপ্রকাশ করে ১৮৩১ সালে। ১৮৩৯ সালে এটি পরিণত হয় দৈনিক পত্রিকায়। এই পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত।

  • 34. কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয় ?
  • 35. 'শিখা' পত্রিকা কোন সংগঠনের সঙ্গে যুক্ত ?
  • 36. বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি ?
  • 37. শ্রীকান্ত উপন্যাসটি কয়টি পর্বে রচিত?
  • শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা ''শ্রীকান্ত''। উপন্যাসটি ৪টি পর্বে রচিত। এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস। এই উপন্যাসের প্রধান চরিত্র--রাজলক্ষী, শ্রীকান্ত, ইন্দ্রনাথ, অভয়া, কমললতা, সুনন্দা।

  • 38. শরৎচন্দ্রের 'বড়দিদি' কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  • অপরাজেয় কথা সাহিত্যিক শরৎচন্দ্রের দ্বিতীয় সাহিত্যকর্ম ''বড়দিদি' প্রকাশিত হয় ভারতী পত্রিকায়।

  • 39. কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
  • বাংলা ভাষায় প্রথম প্রকাশিত দৈনিক সংবাদপত্র ''সংবাদ প্রভাকর''। পত্রিকাটি সাপ্তাহিকরূপে প্রথম আত্মপ্রকাশ করে ১৮৩১ সালে। ১৮৩৯ সালে এটি পরিণত হয় দৈনিক পত্রিকায়। এই পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত।

  • 40. নিচের কোন পত্রিকাটি শিশু-কিশোর পত্রিকা হিসাবে পরিচিত?
  • ''ধান শালিকের দেশ'' ত্রৈমাসিক কিশোর পত্রিকা। বাংলা একাডেমী থেকে পত্রিকাটি প্রকাশিত হয়।

  • 41. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম?
  • ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম আঙ্গুর। এটি একটি শিশু পত্রিকা।

  • 42. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা?
  • ধূমকেতু, দৈনিক নবযুগ, লাঙ্গল-- কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা।

  • 43. বঙ্কিমচন্দ্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
  • বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয় ১৮৭২ সালে। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

  • 44. তত্ত্বাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
  • তত্ত্বাবোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় ১৮৪৩ সালে ।তত্ত্বাবোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এই পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয়কুমার দত্ত।

  • 45. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি ?
  • বাংলা ভাষার প্রথম সাময়িকপত্র হল ''দিগদর্শন''। এটি শ্রীরামপুর মিশন থেকে ১৮১৮ সালে প্রকাশিত হয়। 

  • 46. নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি ?
  • ধূমকেতু, দৈনিক নবযুগ, লাঙ্গল-- কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা।

  • 47. বাংলা সাহিত্যে কথ্যরীতি প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
  • বাংলা সাহিত্য কথ্যরীতি প্রচলনে সবুজপত্র পত্রিকার অবদান বেশি। বাংলা সাহিত্য চলিত ভাষারীতির প্রথম মুখপত্র ''সবুজপত্র'' পত্রিকা ১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত হয়।

  • 48. ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি?
  • ঢাকা থেকে প্রকাশিত বাংলা সাহিত্য গুরুত্বপূর্ণ কয়েকটি পত্রিকা হল-- শিখা, প্রগতি, ক্রান্তি, লোকায়ত।

  • 49. কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?
  • কল্লোল প্রকাশিত হয়- ১৯২৩ সালে। কল্লোল পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস। কল্লোল পত্রিকাটি ১৯২৩ সাল থেকে ১৯৩০ সাল পর্যন্ত সচল ছিল।

  • 50. মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়?
  • 'মাসিক মোহাম্মদী'' মোহাম্মাদ আকরাম খাঁ এর সম্পাদনায় ১৯০৩ সালে প্রকাশিত হয়।

  • 51. সাপ্তাহিক ‘সুধাকর’ এর সম্পাদক কে?
  • সাপ্তাহিক ‘সুধাকর’ এর সম্পাদক শেখ আবদুর রহিম। ১৮৯৪ সালে এটি প্রকাশিত হয়।

  • 52. জসীমউদ্দীনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
  • পল্লীকবি জসীমউদ্দীনের কবর কবিতা প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়।

  • 53. সিকানদার আবু জাফর সম্পাদিত পত্রিকাটির নাম কী?
  • 54. বঙ্গ দর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
  • বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি ১৮৭২ সালে প্রথম প্রকাশিত হয়।

  • 55. 'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন-
  • সঞ্জয় ভট্টাচার্য্য জন্মেছেন কুমিল্লায়। এ শহর থেকেই তাঁর সম্পাদনায়,উনিশ শত তিরিশের দশকের শুরুর দিকে যাত্রা শুরু করে পূর্বাশা পত্রিকা।

  • 56. কল্লোল প্রকাশিত হয় –
  • কল্লোল প্রকাশিত হয়- ১৯২৩ সালে। কল্লোল পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস। কল্লোল পত্রিকাটি ১৯২৩ সাল থেকে ১৯৩০ সাল পর্যন্ত সচল ছিল।

  • 57. তত্ত্বাবোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়?
  • তত্ত্বাবোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় ১৮৪৩ সালে ।তত্ত্বাবোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। এই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন অক্ষয়কুমার দত্ত।

  • 58. সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? 
  • সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসিরুদ্দিন ।

  • 59. সমকাল পত্রিকার সম্পাদক কে ছিলেন?   
  • সমকাল পত্রিকার  প্রথম সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। বর্তমানে সমকাল যে পত্রিকা আছে তার সম্পাদক গোলাম সারোয়ার।

  • 60. জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।এই উক্তিটি কোন পত্রিকায় প্রতি সংখ্যায় লেখা থাকত?
  • ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র হিসেবে ১৯২৭ সালে আবুল হোসেনের সম্পাদনায় ''শিখা'' পত্রিকা প্রকাশিত হয়। এই ''শিখা'' পত্রিকার প্রতি সংখ্যায় ''জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব'' এই উক্তিটি লেখা থাকত।

  • 61. বঙ্কিমচন্দ্র সম্পাদিত 'বঙ্গদর্শন' পত্রিকার প্রকাশকাল -
  • বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি ১৮৭২ সালে প্রথম প্রকাশিত হয়।

  • 62. বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
  • বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি ১৮৭২ সালে প্রথম প্রকাশিত হয়।

  • 63. কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম সম্পাদিত হয়?
  • বাংলা ভাষায় প্রথম প্রকাশিত দৈনিক সংবাদপত্র ''সংবাদ প্রভাকর''। পত্রিকাটি সাপ্তাহিকরূপে প্রথম আত্মপ্রকাশ করে ১৮৩১ সালে। ১৮৩৯ সালে এটি পরিণত হয় দৈনিক পত্রিকায়। এই পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত।

  • 64. কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
  • 65. সবুজপত্র সম্পাদনা করেন-- 
  • বিংশ শতাব্দির প্রথম ভাগে বাংলা ভাষায় অন্যতম প্রধান সাময়িক পত্রিকা ছিলো সবুজ পত্র। প্রমথ চৌধুরীর সম্পাদনায় এটি প্রকাশিত হতো। এর প্রথম প্রকাশ বাংলা ১৩২১ সালে (ইংরেজী: ১৯১৪ খ্রি.)। সবুজ পত্রে কখনো কোনো বিজ্ঞাপন এবং ছবি প্রকাশিত হয় নি। প্রমথ চৌধুরী সাময়িকীটিকে বাণিজ্যিকভাবে আকর্ষনীয় রূপ প্রদানের জন্যে কোনো চেষ্টা করেননি। বরং তিনি এর মান এবং আদর্শ সমুন্নত রাখার প্রতি অত্যন্ত সতর্ক ছিলেন। তাই সবুজপত্র সাধারণ পাঠক ও লেখকদের কাছে জনপ্রিয় হতে পারেনি। প্রথম পর্যায়ে এটি ১৩২৯ বঙ্গাব্দ(১৯২২ সাল)পর্যন্ত প্রকাশিত হয়।দ্বিতীয় পর্যায়ে সবুজ পত্রের প্রকাশনা শুরু হয় ১৩৩২ বঙ্গাব্দ থেকে।সাময়িকীটি শেষে পর্যন্ত ১৩৩৪ বঙ্গাব্দে (১৯২৭)সালে বন্ধ হয়ে যায়।

     

  • 66. প্রথম বাংলা পত্রিকা কোনটি?  
  • 67. ‘নীল-দর্পণ’ নাটক কোথা থেকে প্রথম প্রকাশিত হয়?  
  • 68. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা-  
  • কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকাঃ লাঙ্গল, ধূমকেতু, নবযুগ। 

  • 69. বুদ্ধদেব বসু সম্পাদিত বিখ্যাত পত্রিকার নাম- 
  • বুদ্ধদেব বসু (জন্মঃ নভেম্বর ৩০, ১৯০৮ - মৃত্যুঃ মার্চ ১৮, ১৯৭৪) ছিলেন খ্যাতনামা বাঙালি সাহিত্যিক। তিনি একাধারে কবি, প্রাবন্ধিক, নাট্যকার, গল্পকার, অনুবাদক, সম্পাদক ও সমালোচক ছিলেন। বিংশ শতাব্দীর বিশ ও ত্রিশের দশকের নতুন কাব্যরীতির সূচনাকারী কবি হিসেবে তিনি সমাদৃত। অল্প বয়স থেকেই কবিতা রচনা করেছেন, ছেলে জুটিয়ে নাটকের দল তৈরী করেছেন। প্রগতি ও কল্লোল নামে দু'টি পত্রিকায় লেখার অভিজ্ঞতা সম্বল করে যে কয়েকজন তরুণ বাঙালী লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশাতেই রবীন্দ্রনাথের প্রভাবের বাইরে সরে দাঁড়াবার দুঃসাহস করেছিলেন তিনি তাঁদের অন্যতম। ইংরেজি ভাষায় কবিতা, গল্প, প্রবন্ধাদি রচনা করে তিনি ইংল্যান্ড ও আমেরিকায় প্রশংসা অর্জন করেছিলেন।

  • 70. বাংলা ভাষার প্রথম সাময়িকী হল-
  • বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র দিগদর্শন মাসিক হিসেবে ১৮১৮ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে জোশুয়া মার্শম্যানের পুত্র জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় হুগলি জেলার শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে প্রকাশিত হয়। 'যুবলোকের কারণ সংগৃহীত নানা উপদেশ' এই পত্রিকায় অন্তর্ভুক্ত হত। এতে ভূগোল, ইতিহাস, দেশবিদেশের জ্ঞাতব্য তথ্য, কৌতুককর অথবা বিস্ময়জনক ক্ষুদ্র ক্ষুদ্র কাহিনী সহজ ভাষায় পরিবেশিত হত বলে তা স্কুল বুক সোসাইটির বিদ্যালয়সমূহে পাঠ্যপুস্তকরূপে প্রচলিত ছিল।সংবাদ অপেক্ষা ধর্মীয় নীতিকথা ও শিক্ষার্থদের উদ্দেশ্যে তথ্য পরিবেশনই এখানে পাধান্য পেতো। ২৬টি সংখ্যা প্রকাশিত হওয়ার পর এই পত্রিকা বন্ধ হয়ে যায়। নীতি ও ধর্ম শিক্ষা প্রচার করায় তৎকালীন সরকার এই পত্রিকার উপর সদয় ছিল। সে অর্থে দিকদর্শন পত্রিকা ছিল না, ছিল নীতি-ধর্ম-তত্ত্বমূলক মাসিক সাময়িকপত্র।
     

  • 71. “শিখা” পত্রিকা কোন সংঠনের সঙ্গে যুক্ত?
  • শিখা ১৯২৬ সালে ঢাকায় প্রতিষ্ঠিত মুসলিম সাহিত্য সমাজ কর্তৃক প্রকাশিত পত্রিকা। এটি উনিশ শতকের বিশের দশকে এটি ঢাকা থেকে প্রকাশিত হত।

  • 72. সাহিত্র পত্রিকা ‘কবিতা’ এর সম্পাদক ছিলেন?
  • 73. সাধনা পত্রিকার প্রথম সম্পাদক -  
  • 74. কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  • 75. কাজী নজরুজল ইসলাম সম্পাদিত পত্রিকা নয় যেটি -
  • কাজী নজরুল ইসলাম 'দৈনিক নবযুগ' (১২ জুলাই, ১৯২০ এবং অক্টোবর ১৯৪০), 'ধূমকেতু' -১৯২২ (অর্থ সাপ্তাহিক), 'লাঙ্গল' (১৯২৫) পত্রিকা সম্পাদনা করতেন। 'বিজলী' (১৯২০) , পত্রিকার সম্পাদক হলেন নলিনীকান্ত সরকার ও প্রবোধকুমার সান্যাল।


today's words

Current World

  • What is the number of current U.S. Congress which is established on January 3, 2021?

    Ans: 117th

     

  • Joe Biden is current and 46th U.S. President, What number he stands as Democratic President in the history of U.S.?

    Ans: 16th

  • Donald Trump was________ president of Republican party.

    Ans: 19th

  • View All

Blog Category

Features

  • বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, পিএসসিসহ সব ধরনের MCQ প্রশ্ন এবং সমাধান,
  • অধ্যায় অনুযায়ী অনুশীলন,
  • ইংরেজি এবং গণিত এর জন্য সহজ কৌশল,
  • অসংখ্য মডেল পরীক্ষা,
  • পরীক্ষার পর্যালোচনা,
  • সাম্প্রতিক বিষয় নিয়মিত আপডেট,
  • প্রতিদিন পাঁচটি করে vocabulary (Meaning, Synonyms, Antonyms, Example সহ )।
6878

Students

79846

Questions

150

Model Test