আপনার কাছে যদি মনে হয় প্রশ্নটি অধ্যায় অনুযায়ী সঠিক নয় তাহলে সঠিক অধ্যায় ও প্রশ্নটি অথবা কোন প্রকার ভুল থাকলে আমাদের কে জানান ইমেইল করে kabirdepart@gmail.com

মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য

Correct :

Wrong :

  • 1. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
  • 2. Which film from the below is not based on the Liberation War?
  • 3. ‘Ami Bijoy Dekhechi’ was written by-
  • 4. জহির রায়হান এর আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমি হলো
  • বাংলা সাহিত্যে স্নাতক ডিগ্রি প্রাপ্ত জহির রায়হান ছিলেন একজন নিঁপুন কথা সাহিত্যিক। ভাষা আন্দোলনের পটভুমিতে জহির রায়হানের লেখা "একুশে ফেব্রুয়ারী" ও "আরেক ফাল্গুন" নামক উপন্যাস দুটি তার অনবদ্য রচনা। এছাড়াও উল্লেখযোগ্য গ্রন্থাবলীর মধ্যে রয়েছেঃ সূর্যগ্রহণ, শেষ বিলেকের মেয়ে, হাজার বছর ধরে, আর কতদিন, কয়েকটি মৃত্যু, বরফ গলা নদী, তৃষ্ণা প্রভৃতি।অসম্ভব প্রানশক্তির অনধিকারী এই মানুষটি লেখক হিসেবে প্রতিষ্ঠিত হবার পর মুলত পঞ্চাশের দশকের শেষের দিকে চলচিত্র শিল্পের সাথে নিজেকে যুক্ত করেন।

  • 5. ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’ গানটির শিল্পী কে?  
  • 6. ‘একাত্তরের চিঠি’ কি জাতীয় রচনা?  
  • 7. উনসত্তরের গণ অভ্যুত্থানের উপন্যাস—        
  • 8. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-      
  • 9. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
  • শ্যামল ছায়া, আগুনের পরশমণি-- প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।

  • 10. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
  • জাহান্নাম হইতে বিদায়, জন্ম যদি তব বঙ্গে, দুই সৈনিক, নেকড়ে অরণ্য, জলাংগী-- শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।

  • 11. মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি?
  • ''একাওরের দিনগুলি'' শহীদ জননী জাহানারা ইমাম রচিত স্মৃতিকথা, এটি একটি মুক্তিযুদ্ধ নির্ভর রচনা।

  • 12. কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ?
  • শ্যামল ছায়া, আগুনের পরশমণি-- প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত  মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।

  • 13. ‘দ্য লিবারেশন অব বাংলাদেশ'' গ্রন্থের রচিয়তা কে ?
  • ‘দ্য লিবারেশন অব বাংলাদেশ'' গ্রন্থের রচিয়তা মেজর জেনারেল সুখওয়ান- সিং।

  • 14. ‘একুশে ফেব্রুয়ারী ’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন ?
  • 'মুক্তিযুদ্ধের ইতিহাস: ''দলিলপত্র', ‘একুশে ফেব্রুয়ারী'---গ্রন্থের সম্পাদক হাসান হাফিজুর রহমান ।

  • 15. 'মুক্তিযুদ্ধের ইতিহাস: ''দলিলপত্র'' কে সম্পাদনা করেন ?
  • 'মুক্তিযুদ্ধের ইতিহাস: ''দলিলপত্র'-- সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান।
     

  • 16. 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকের প্রেক্ষাপট_  
  • ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক। এই নাটকের প্রেক্ষাপট--মুক্তিযুদ্ধের প্রস্তুতি।

  • 17. ''আমি বিজয় দেখেছি'' কার রচনা?
  • একাত্তরের বর্ণমালা, মহাপুরুষ, জয় বাংলা, ওরা চারজন, বিজয় '৭১', আমি বিজয় দেখেছি-- এইগ্রন্থগুলির রচয়িতা এম আর আখতার মুকুল।

  • 18. ''শ্যামল ছায়া'' চলচ্চিত্রের পরিচালক কে?
  • ''শ্যামল ছায়া'' চলচ্চিত্রের পরিচালক প্রখ্যাত কথা সাহিত্যিক হূমায়ূন আহমেদ। এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র।

  • 19. ''একাত্তরের ডায়েরি'' এর রচয়িতা কে?
  • ''একাত্তরের ডায়েরি'' সুফিয়া কামাল রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ।

  • 20. "বাংলাদেশ কথা কয়" এর রচয়িতা কে?
  • আমরা বাংলাদেশী না বাঙ্গালী, ইতিহাসের রক্ত পলাশ, বাংলাদেশ কথা কয়--- এই গ্রন্থগুলির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী।

  • 21. "নরকে লাল গোলাপ" কোন ধরনের সাহিত্যকর্ম?
  • "নরকে লাল গোলাপ" আলাউদ্দিন আল আজাদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক একটি নাটক।

  • 22. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
  • আলাউদ্দিন আল আজাদ রচিত ''নরকে লাল গোলাপ'' মুক্তিযুদ্ধভিত্তিক একটি নাটক।

  • 23. "কী চাহ শঙ্খচিল" কোন ধরনের সাহিত্যকর্ম?
  • মমতাজ উদ্দিন আহমেদ রচিত "কী চাহ শঙ্খচিল" বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি নাটক।

  • 24. ওরা এগারজন চলচ্চিত্রের মূল উপজীব্য ও পটভূমি হলোঃ
  • চাষি নজরুল ইসলাম রচিত ''ওরা এগারজন'' চলচ্চিত্রের মূল উপজীব্য ও পটভূমি হলোঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধ।

  • 25. "জাহান্নাম হতে বিদায়" উপন্যাসটির লেখক কে?
  • বনি আদম, জননী, ক্রীতদাসের হাসি, জলাংগী, নেকড়ে অরণ্য, পতঙ্গ পিঞ্জর, সমাগম, জাহান্নাম হইতে বিদায়--শওকত ওসমান রচিত উল্লেখযোগ্য উপন্যাস।

  • 26. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
  • আনোয়ার পাশা রচিত ''রাইফেল রোটি আওরাত'' একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।

  • 27. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
  • ''আগুনের পরশমনি'' হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।

  • 28. ''একাত্তরের দিনগুলি'' কে লিখেছেন?
  • ''একাত্তরের দিনগুলি' গ্রন্থটি রচনা করেছেন শহীদ জননী জাহানারা ইমাম।

  • 29. ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত উপন্যাস কোনটি?
  • জহির রায়হান রচিত ''আরেক ফাল্গুন'' ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত উপন্যাস।

  • 30. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক কোনটি?
  • দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রচিত ''বিদ্রোহে বাঙ্গালী'' ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক।

  • 31. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ?
  • নীলিমা ইব্রাহিম রচিত ''আমি বীরাঙ্গনা বলছি'' একটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ।

  • 32. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয়?
  • একাত্তরের দিনগুলি, আমি বীরাঙ্গনা বলছি, বকুলপুরের স্বাধীনতা--- মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ। বিরহ বিলাপ--কায়কোবাদ রচিত প্রথম কাব্যগ্রন্থ, এটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয়।

  • 33. বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল মোট কত খন্ড?
  • হাসান হাফিজুর রহমান সম্পাদিত ''বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল'' মোট ১৬ খন্ড।

  • 34. মুক্তিযুদ্ধবিষয়ক নাটক ---
  • ''পায়ের আওয়াজ পাওয়া যায়'' সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধবিষয়ক নাটক।

  • 35. বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি ?
  • বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস জহির রায়হান রচিত ''আরেক ফাল্গুন''।

  • 36. ''একাত্তরের দিনগুলি'' কি ধরনের গ্রন্থ?
  • ''একাত্তরের দিনগুলি'' জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধের স্মৃতিকথা ।

  • 37. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
  • ''জাহান্নাম হইতে বিদায়'' শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।

  • 38. ভাষা আন্দোলন সম্পর্কিত উপন্যাস কোনটি?
  • ''আরেক ফাল্গুন'' জহির রায়হান রচিত ভাষা আন্দোলন সম্পর্কিত উপন্যাস।

  • 39. "পায়ের আওয়াজ পাওয়া যায়" - কে রচনা করেন?
  • 40. "পায়ের আওয়াজ পাওয়া যায়" - কোন ধরনের সাহিত্যকর্ম?
  • "পায়ের আওয়াজ পাওয়া যায়" সৈয়দ শামসুল হক রচিত নাটক।

  • 41. "আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি" কার লেখা?
  • "আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি" এর গীতিকার আব্দুল গাফফার চৌধুরী।

  • 42. ১৯৫২ এর ভাষা আন্দোলনে ব্যাপক অবদান রাখে কোন পত্রিকা?
  • ১৯৫২ এর ভাষা আন্দোলনে ব্যাপক অবদান রাখে ''সৈনিক'' পত্রিকা ।সৈনিক পত্রিকার সম্পাদক ছিলেন শাহেদ আলী।

  • 43. একাত্তরের যীশু চলচ্চিত্রের পরিচালক কে?
  • ''একাত্তরের যীশু'' গ্রন্থের লেখক শাহরিয়ার কবির, ''একাত্তরের যীশু'' চলচ্চিত্রের পরিচালক নাসির উদ্দীন ইউসুফ।

  • 44. ''জাহান্নাম হইতে বিদায়'' কার রচনা?
  • বনি আদম, জননী, ক্রীতদাসের হাসি, জলাংগী, নেকড়ে অরণ্য, পতঙ্গ পিঞ্জর, সমাগম, জাহান্নাম হইতে বিদায়--শওকত ওসমান রচিত উল্লেখযোগ্য উপন্যাস।

  • 45. "রাইফেল রুটি আওরাত" কে রচনা করেন?
  •  'নীড়-সন্ধানী', 'নিষুতি রাতের গাথা', 'রাইফেল রুটি আওরাত'--- আনোয়ার পাশা রচিত বিখ্যাত উপন্যাস।

  • 46. মানচিত্র নাটকের রচয়িতা-
  • ''মানচিত্র'' নাটকের রচয়িতা-- আনিস চৌধুরী, ''মানচিত্র'' কবিতার রচয়িতা-- আলাউদ্দিন আল আজাদ।

  • 47. "আমার পূর্ব বাংলা" কবিতার রচয়িতা কে?
  • "আমার পূর্ব বাংলা" কবিতার রচয়িতা সৈয়দ আলী আহসান ।তার উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ-- অনেক আকাশ, একক সন্ধ্যায় বসন্ত, রজনীগন্ধা, সহসা সচকিত ইত্যাদি।

  • 48. "আমার পূর্ব বাংলা" কবিতার রচয়িতা কে?
  • "আমার পূর্ব বাংলা" কবিতার রচয়িতা সৈয়দ আলী আহসান।

  • 49. "মুক্তিযুদ্ধের ইতিহাসঃ তথ্য ও দলিল" কে সম্পাদনা করেছেন?
  • "মুক্তিযুদ্ধের ইতিহাসঃ তথ্য ও দলিল" সম্পাদনা করেছেন হাসান হাফিজুর রহমান ।

  • 50. "মুক্তিযুদ্ধের ইতিহাসঃ তথ্য ও দলিল" কে সম্পাদনা করেছেন?
  • "মুক্তিযুদ্ধের ইতিহাসঃ তথ্য ও দলিল" সম্পাদনা করেছেন হাসান হাফিজুর রহমান ।

  • 51. "কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি" - এর রচয়িতা কে?
  • একুশের প্রথম কবিতা "কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি"-- এর রচয়িতা মাহবুব-উল আলম চৌধুরী।

  • 52. মুনীর চৌধুরী ভাষা আন্দোলন নিয়ে কোন নাটক রচনা করেন?
  • ১৯৫২ সালের পটভূমিতে মুনীর চৌধুরী রচিত ''কবর'' ভাষা আন্দোলনভিত্তিক নাটক। মুনীর চৌধুরী ১৯৫৩ সালে কারাবন্দী অবস্থায় ''কবর''নাটকটি রচনা করেন।

  • 53. ১৯৫২ সালের পটভূমিতে রচিত কবর নাটকটির রচয়িতা কে?
  • ১৯৫২ সালের পটভূমিতে মুনীর চৌধুরী রচিত ''কবর'' ভাষা আন্দোলনভিত্তিক নাটক। মুনীর চৌধুরী ১৯৫৩ সালে কারাবন্দী অবস্থায় ''কবর''নাটকটি রচনা করেন।

  • 54. "আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি" গানটির সুরকার কে?
  • "আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি" গানটির বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। প্রথম সুরকার আব্দুল লতিফ।

  • 55. ''স্বাধীনতা'' কবিতাটি কার রচনা?
  • ''স্বাধীনতা'' কবিতাটি রচনা করেন শামসুর রাহমান। তার রচিত দুটি কবিতার নাম-- স্বাধীনতা তুমি, তুমি আসবে বলে হে স্বাধীনতা । মুক্তিযুদ্ধকালে তিনি লিখতেন মজলুম আদিব ছদ্মনামে।

  • 56. ''আরেক ফাল্গুন'' এর লেখক কে?
  • ''আরেক ফাল্গুন'' জহির রায়হান রচিত ভাষা আন্দোলনভিত্তিক একটি উপন্যাস।

  • 57. The Liberation of Bangladesh গ্রন্থের রচয়িতা কে?
  • ''The Liberation of Bangladesh'' গ্রন্থের রচয়িতা মে. জে. সুখওয়ান্ত সিং।

  • 58. A Search for Identity গ্রন্থটির রচয়িতা কে?
  • ''A Search for Identity'' গ্রন্থটির রচয়িতা মেজর আব্দুল জলিল।

  • 59. একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক কে?
  • মুক্তিযুদ্ধের ইতিহাস: দলিলপত্র, একুশে ফেব্রুয়ারি-- প্রথম সংকলনের সম্পাদক হাসান হাফিজুর রহমান।

  • 60. স্বাধীনতাভিত্তিক চলচ্চিত্র নয় কোনটি?
  • আবার তোরা মানুষ হ, ওরা এগারজন, একাত্তরের যীশু--- স্বাধীনতাভিত্তিক চলচ্চিত্র। একাত্তরের সেই সংগ্রাম স্বাধীনতাভিত্তিক চলচ্চিত্র নয়।

  • 61. একাত্তরের ঢাকা  এর রচয়িতা কে?
  • একাত্তরের ঢাকা, হাঙর নদী গ্রেনেড, নিরন্তর ঘণ্টা ধ্বনি, যাপিত জীবন ইত্যাদি গ্রন্থের রচয়িতা সেলিনা হোসেন।

  • 62. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নয়?
  • নেকড়ে অরণ্য, নিষিদ্ধ লোবান,দেয়াল--মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, তরঙ্গভঙ্গ-- সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। 

  • 63. Stop Genocide প্রামাণ্যচিত্রটির নির্মাতা কে?
  • গণহত্যার উপর তৈরি প্রামাণ্যচিত্র Stop Genocide এর নির্মাতা বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার জহির রায়হান।

  • 64. জন্ম যদি তব বঙ্গে- কোন ধরনের সাহিত্যকর্ম?
  • ''জন্ম যদি তব বঙ্গে'' শওকত হোসেন রচিত গল্প।

  • 65. ১৯৫২ সালের ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন কোন সাহিত্যিক?
  • ১৯৫২ সালের ভাষা আন্দোলনে  সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার জহির রায়হান।

  • 66. ' একাত্তরের চিঠি' কোন জাতীয় রচনা?
  •  ''একাত্তরের চিঠি'' (পত্র সংকলন), এটি মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। গ্রামীণফোন ও প্রথম আলো যৌথভাবে এটি সংকলন করে।

  • 67. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
  • আগুনের পরশমণি  এটি ১৯৯৪-এর একটি বাংলাদেশী স্বাধীনতা যুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র। এটি পরিচালনা করেন বাংলাদেশের বিখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, এটি তাঁর নিজের লেখা উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন এবং এটিই তাঁর পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

  • 68. মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কনটি?
  • ''একাত্তরের দিনগুলি'' জাহানারা ইমাম রচিত স্মৃতিকথা ।

  • 69. ভাষা আন্দোলন সম্পর্কিত উপন্যাস কোনটি?
  • জহির রায়হান রচিত ''আরেক ফাল্গুণ'' ভাষা আন্দোলন সম্পর্কিত উপন্যাস।

  • 70. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
  • হাঙর নদী গ্রেনেড-- সেলিনা হোসেনের একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।

  • 71. 'জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন' স্বাধীনতাবিরোধী শক্তির পুনরুথানে রচিত 'বাতাসে লাসের গন্ধ' কবিতার বহুল উচ্চারিত এই পংকির বিক্ষুব্ধ কবির নাম-
  • 'জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন' স্বাধীনতাবিরোধী শক্তির পুনরুথানে রচিত 'বাতাসে লাসের গন্ধ' কবিতার বহুল উচ্চারিত এই পংকির বিক্ষুব্ধ কবির নাম---রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ।

  • 72. ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ কে রচনা করেছেন?
  • 73. নিচের কোনটি বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
  • 74. ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্ঠি হয়েছিল?
  • 75. স্টপ জেনোসাইড কার লেখা ?
  • 76. নিম্নের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ নয়?
  • 77. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?  
  • 78. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস-
  • 79. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
  • 80. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়-
  • 81. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয় কোনটি?

today's words

Current World

  • What is the number of current U.S. Congress which is established on January 3, 2021?

    Ans: 117th

     

  • Joe Biden is current and 46th U.S. President, What number he stands as Democratic President in the history of U.S.?

    Ans: 16th

  • Donald Trump was________ president of Republican party.

    Ans: 19th

  • View All

Blog Category

Features

  • বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, পিএসসিসহ সব ধরনের MCQ প্রশ্ন এবং সমাধান,
  • অধ্যায় অনুযায়ী অনুশীলন,
  • ইংরেজি এবং গণিত এর জন্য সহজ কৌশল,
  • অসংখ্য মডেল পরীক্ষা,
  • পরীক্ষার পর্যালোচনা,
  • সাম্প্রতিক বিষয় নিয়মিত আপডেট,
  • প্রতিদিন পাঁচটি করে vocabulary (Meaning, Synonyms, Antonyms, Example সহ )।
6880

Students

79846

Questions

150

Model Test