আপনার কাছে যদি মনে হয় প্রশ্নটি অধ্যায় অনুযায়ী সঠিক নয় তাহলে সঠিক অধ্যায় ও প্রশ্নটি অথবা কোন প্রকার ভুল থাকলে আমাদের কে জানান ইমেইল করে kabirdepart@gmail.com

ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার

Correct :

Wrong :

  • 1. বাক্যে বিস্ময়সূচক (!) চিহ্ণ থাকলে কতক্ষণ থামতে হয়?
  • 2. কোনটি ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
  • 3. কোনগুলো দন্ত্যধ্বনি?
  • 4. কোনটি ওষ্ঠ্য ধ্বনি?
  • 5. ‘অদ্য’ শব্দটি কোন ভাষারীতির উদাহরণ?
  • 6. নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
  • 7. বাংলা ভাষারীতির কয়টি রূপ?
  • 8. কোনটি মৌলিক স্বরধ্বনি?
  • 9. বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে?
  • 10. বিস্ময় চিহ্ণের বিরতিকাল কতটুকু?
  • 11. নাটকের সংলাপের উপযোগী ভাষার কোন রীতি?
  • 12. আনারস কোন ভাষার শব্দ?
  • 13. সাধুভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন-
  • 14. নিচের কোন গ্রন্থে যতি চিহ্নের সার্থক প্রয়োগ করা হয়?
  • 15. কোনটি দেশী শব্দ-
  • 16. মৌলিক শব্দ কোনটি?
  • 17. বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?
  • 18. ব্যাকরণের কাজ কি?
  • 19. ‘বেটাইম’ শব্দটি গঠিত হয়েছে---
  • 20. ব্যবহারকারীর সংখ্যা বিচারে পৃথিবীতে বাংলা ভাষার স্থান কততম?
  • 21. সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়?
  • 22. মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?
  • 23.  ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ কে রচনা করেন?
  • 24. সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরূপ হয় না?
  • 25. যতি বা ছেদ চিহ্নের ব্যবহার ব্যাকরণের-
  • 26. ‘বচন’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
  • 27. ক্রিয়ামূল, ক্রিয়ারকাল ও পুরুষ ইত্যাদি ব্রাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
  • 28. যে ইংরেজ ব্যাক্তির কাছে বাংকা ভাষা চিরঋণী অয়ে আছে তার নাম-
  • 29. ‘বাবুর্চি’ কোন ভাষার শব্দ?
  • 30. বাংলা ভাষার বয়স কত?
  • 31. বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?
  • 32. অর্থগত দিক থেকে বাংলা শব্দ কে কয়ভাগে ভাগ করা যায়?
  • 33. শব্দ ও ধাতুর মূলকে বলে-
  • 34. জিজ্ঞাসা চিহ্নের বিরতিকাল কতক্ষণ?
  • 35. কোনটি সাধুরীতির শব্দ?
  • 36. কোন ছেদ চিহ্নে থামার প্রয়োজন আছে?
  • 37. 'কেলিনু' শব্দটির শিষ্ট চলিত রূপ--
  • 38. সেমিকোলনের বাংলাঃ
  • 39. ‘পাউরুটি’ কোন ভাষার শব্দ?
  • 40. 'বাবা' শব্দের উৎস ভাষা--
  • 41. 'পানি' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  • 42. ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্যরূপে ব্যবহৃত হয়?
  • 43. যে রীতিতে ‘স্নান’ শব্দটি ‘সিনান’ (স্নান>সিনান) শব্দে পরিণত হয় তার নাম-
  • 44. ‘মোগো’ আঞ্চলিক রূপের শিষ্ট গদ্যরূপ-
  • 45. বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না?
  • 46. কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ড.মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন?
  • 47. কোথায় যাচ্ছ- এটি কি ধরনের বাক্য?
  • 48. কখনো কখনো উদ্ধৃতির পূর্বে-
  • 49. কোন ছেদ চিহ্নে 'এক সেকেন্ড' থামতে হয়?
  • 50. যৌগিক শব্দ কোনটি?
  • 51. যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে কি বলা হয়?
  • 52. শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে বলা হয়?
  • 53. ‘হাটবাজার’ কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?
  • 54. কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়?
  • 55. চাঁদ + মুখ কোন ধরনের শব্দ?
  • 56. কোনটি তদ্ভব শব্দ?
  • 57. প্রমথ চৌধুরী কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন?
  • 58. বাংলা গদ্যের প্রথম যুগে কোন রীতির প্রচলন ছিল?
  • 59. “ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে” কে বলেছেন-
  • 60. ‘উহা’ কোন রীতির শব্দ?
  • 61. আর্য ভাষার কোন স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?
  • 62. উইলিয়াম কেরি রচিত 'A Grammar of the Bengal Language' গ্রন্থটি প্রকাশিত হয় কত সালে?
  • 63. ‘লাপাত্তা; শব্দের ‘লা’ উপসর্গটা বাংলা ভাষায় এসেছে-
  • 64. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছরে কয়টি দেশ পালন করেছে?
  • 65. বাংলা লিপির উৎস কি? অথবা বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
  • 66. বাক্যে (,) থাকলে কতক্ষণ থামতে হয়?
  • 67. সাধুরীতির শব্দ কোনটি?
  • 68. বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?
  • 69. উদ্ধরণ চিহ্ন কাকে বলে?
  • 70. কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ?
  • 71. ‘চৌ-হদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে রয়েছে?
  • 72. বাংলা একাডেমীর ইংরেজী-বাংলা অভিধানের প্রধান সম্পাদক কে?
  • 73. করেছে, করেছেন, করেছো- একই শব্দের এ তিনটি রূপ কি কারণে ব্যবহৃত হয়?
  • 74. 'ধূম্র' শব্দটি কোন শ্রেণীভুক্ত?
  • 75. কোনটি ইংরেজি শব্দ?
  • 76. ‘পার হইয়া’- এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তরিত করলে কি হবে?
  • 77. বাংলা ভাষার পূর্ববর্তী স্তর-
  • 78. প্রাচীন ভারতীয় আর্যভাষা চিহ্নিত করুনঃ
  • 79. নিচের কোন শব্দটি যোগরূঢ় শব্দ?
  • 80. ‘বন্য’ শব্দটির চলিত রূপ কোনটি?
  • 81.  ‘অপলাপ’ শব্দের অর্থ কি?
  • 82. বাংলা এবং মৈথিলী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে, তার নাম কি?
  • 83. সম্বোধন পদে কোন যতিচিহ্ন বসে?
  • 84. গৌড়ীয় ব্যাকরণ টি রচনা করেছেন কে?
  • 85. ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
  • 86. 'ইংরেজি' কোন ভাষার শব্দ?
  • 87. ডঃ মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত-
  • 88. বাক্যে "কমা" অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন কি বসে?
  • 89. 'উদ্ধৃতি চিহ্ন' কত প্রকার?
  • 90. কোনগুলো দেশী শব্দ?
  • 91. 'বাংলা' কোন ভাষা পরিবারের অন্তর্ভুক্ত?
  • 92. নিচের কোনটি তুর্কি ভাষা থেকে আগত?
  • 93. উপভাষা (Dialect) কোনটি?
  • 94. 'মুসলমান' শব্দটি-
  • 95. ‘রেনাসাঁস' কোন ভাষা থেকে শব্দ?
  • 96. কোনটি দেশী শব্দ নয়?
  • 97. কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয়?
  • 98. ইলেক বা লোপ চিহ্ন দিতে হয়?
  • 99. ‘গিন্নী’ কোন শ্রেণীর শব্দ?
  • 100. বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে-
  • 101. গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?
  • 102. বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপাত্র কোনটি?
  • 103. প্রাকৃত কথার অর্থ কোনটি?
  • 104. 'A Grammar of the Bengali Language' গ্রন্থটি প্রকাশিত হয় কোথা থেকে?
  • 105. জানাজা শব্দটি—
  • 106. কোনটি তৎসম শব্দ?
  • 107. নিচের কোনটি সাধুরীতির উদাহরণ?
  • 108. বাংলা ভাষার ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কোথা থেকে?
  • 109. ‘হরতাল’ শব্দটি কোন ভাষার?
  • 110. ‘কুর্নিশ’ কোন ভাষার শব্দ?
  • 111. ব্যাকরণের মৌলিক অংশ কয়টি?
  • 112. ‘পাখি’ কোন ধরনের শব্দ?
  • 113. 'পঙ্কজ' কোন ধরনের শব্দ?
  • 114. নিম্নের কোনটি তৎসম শব্দ?
  • 115. অর্থবোধক ধ্বনিকে বলা হয়-
  • 116. কোনটির বিরতিকাল নেই?
  • 117. নিচের কোন কবিতায় মাত্র দুটি বিরামচিহ্ন ব্যবহৃত হয়েছে?
  • 118. বোতাম,বালতি, আনারস ও চাবি শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে?
  • 119. বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু?
  • 120. ‘শাকসবজি’ শব্দটি নিম্নের কোন্ দুইয়ের মিলন?
  • 121. কোন জেলার প্রাচীন নাম পালংকি?
  • 122. ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ
  • 123. ভাষার একক হলো--
  • 124. 'পাঞ্জেরী' কোন ভাষার শব্দ?
  • 125. ‘গুরুচণ্ডালী দোষ’ বলতে বুঝায়-
  • 126. নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়?
  • 127. কোনগুলো তদ্ভব শব্দ?
  • 128. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
  • 129. ‘জলধি’ কোন শব্দ?
  • 130. নিচের কোনটি অর্ধতৎসম শব্দ?
  • 131. চন্দ্র শব্দের তদ্ভব রূপ-
  • 132. কোন শব্দটি ফারসি?
  • 133. 'আইলা' ও 'কিরিচ' কোন ভাষার শব্দ?
  • 134. বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋনী?
  • 135. নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
  • 136. 'কার্তুজ' কোন ভাষার শব্দ?
  • 137. পর্তুগীজ ভাষার রচিত প্রথম বাংলা ব্যাকরণ "Vogabolario em idioma Bengalla, e potuguez dividido em duas parts" কে রচনা করেন?
  • 138. 'কলম' কোন ভাষার শব্দ?
  • 139. 'হারিকিরি' কোন ভাষার শব্দ?
  • 140. বাংলা ভাষায় কতটি যতি চিহ্নের প্রচলন রয়েছে?
  • 141. রেস্তোরাঁ কোন ভাষার শব্দ?
  • 142. বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ এসছে-
  • 143. The Origin and Development of Bengali Language গ্রন্থটি রচনা করেছেন—
  • 144. মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে
  • 145. কি কারনে ব্যাকরণ পাঠের প্রয়োজন?
  • 146. ‘ম্যালেরিয়া’ কোন ভাষার শব্দ?
  • 147. 'মা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  • 148. একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে?
  • 149. চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি?
  • 150. ভাষার মূল উপাদান হচ্ছে-
  • 151. কোনটি আরবি শব্দ নয়?
  • 152. বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি?
  • 153. 'কেরানী' কোন ভাষার শব্দ?
  • 154. ‘উজবুক’ শব্দটি কোন ভাষা হতে বাংলা ভাষায় এসেছে?
  • 155. 'আলমারি' 'চাবি' শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  • 156. ব্যাকরণ-এর মূল ভিত্তি কি?
  • 157. কোন ধরনের শব্দে কখনোই মূর্ধন্য-ণ হবে না?
  • 158. কোনটি বাংলায় ব্যবহৃত ফারসি শব্দ?
  • 159. বাংলা সাধু ভাষা বলতে বোঝায়--
  • 160. 'বুনো' কোন ভাষারীতির শব্দ?
  • 161. বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কি বলে?
  • 162. 'হেডমৌলভী' কোন কোন ভাষার শব্দযোগে গঠিত?
  • 163. কোন দুটি শব্দ যৌগিক শব্দ?
  • 164. বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক-
  • 165. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
  • 166. শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায়-
  • 167. নিচের কোন শব্দটি বিদেশী শব্দ?
  • 168. বাক্যে দৃষ্টান্ত প্রয়োগের জন্য কোন চিহ্ন বসে?
  • 169. কোন ভাষা পরিবর্তনশীল?
  • 170. কোনটি জাপানি শব্দ নয়?
  • 171. গুরুচণ্ডালী দোষ কিসের সাথে সম্পর্কিত?
  • 172. এক বা একাধিক বর্ণ মিলে কোন অর্থ প্রকাশ করলে তাকে কি বলে?
  • 173. দেশী ও তৎসম শব্দের মিশ্রণকে কি বলে?
  • 174. সেমিকোলনের চেয়ে কমা'য় বিরামঃ
  • 175. পর্তুগিজ ভাষা থেকে কোন শব্দটি বাংলায় গৃহীত হয়েছে?
  • 176. কোনটি মিশ্র শব্দ?
  • 177. কোন প্রখ্যাত ইংরেজ পন্ডিত ইংরেজিতে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন?
  • 178. বাংলা ভাষার উৎস কোনটি?
  • 179. ‘কুলি’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
  • 180. সন্ধি ব্যকরণের কোন অংশে আলোচিত হয়?
  • 181. বাংলা ভাষার মূল উৎস কোনটি?
  • 182. প্রথম বন্ধনী সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়?
  • 183. যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বুঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
  • 184. বাক্যে কোন যতি চিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই?
  • 185. 'যত্ন করে লাগাতো মৌসুমি ফুল গন্ধরাজ বকুল হাসনাহেনা দুচারটে গোলাপও' বাক্যটিতে বিরামচিহ্ন বসবে--
  • 186. 'ব্যাকরণ মঞ্জরী' গ্রন্থটি কে রচনা করেন?
  • 187. বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়?
  • 188. নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়?
  • 189. ‘ডাক্তার বাবু’ কোন শ্রেণীর শব্দ?
  • 190. কোন ধরনের শব্দ সমাসবদ্ধ পদের মত নতুন শব্দের ও অর্থের সৃষ্টি করে?
  • 191. ধ্বনি পরিবর্তন ও লোপ ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়?
  • 192. আঞ্চলিক ভাষার অপর নাম কি?
  • 193. শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়-
  • 194. সাধুভাষার কোন কোন পদ বিশেষ রীতি মেনে চলে?
  • 195. লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে?
  • 196. 'মাথা-মুণ্ড' কোন ধরনের শব্দ?
  • 197. ‘খ্রিস্টাব্দ’ হচ্ছে-
  • 198. ইন্দো-ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি?
  • 199. বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?

  •  

  • 200. কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়?

  •  

  • 201. কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?

  •  

  • 202. পরবর্তী রূপবোধক চিহ্নে কত সময় বিরতির প্রয়োজন?

  •  

  • 203. কোনটির বিরতিকাল কোলন ড্যাশ -এর বিরতিকালের সমান?

  •  

  • 204. নিচের কোনটি তৎসম শব্দ?

  •  

  • 205. বাংলাভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

  •  

  • 206. ভাষার মৌলিক রীতি কোনটি?

  •  

  • 207. কোন শব্দটি দেশী নয়?

  •  

  • 208. চলিত ভাষাকে জনপ্রিয় করেন-

  •  

  • 209. হাইফেন এ কতটুকু থামতে হয়?

  •  

  • 210. নিচের কোনটি চলিত রীতির শব্দ?

  •  

  • 211. উনিশ শতকে বাংলা ভাষার শ্রীবৃদ্ধি ঘটান কারা?

  •  

  • 212. হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে?

  •  

  • 213. কোনটি আরবি শব্দ?

  •  

  • 214. গ্রিক শব্দ কোনটি?

  •  

  • 215. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম?

  •  

  • 216. দেশ, কাল ও পরিবেশভেদে কিসের পার্থক্য হয়?

  •  

  • 217. 'জান্নাত ও বেহেশত' শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে?

  •  

  • 218. নিচের কোনটি মিশ্র শব্দ?

  •  

  • 219.  ‘দারোগা’ কোন ধরনের শব্দ?

  •  

  • 220. প্রথম বাংলা ব্যাকরণের নাম-

  •  

  • 221. এক কথার সাথে অন্য কথার, এক বাক্যের সাথে অন্য বাক্যের অবিচ্ছেদ্য সম্পর্ক থাকলে যে চিহ্ন হয়, তার নাম কি?

  •  

  • 222. 'পকেটমার' শব্দটি কোন শ্রেণীর?

  •  

  • 223. তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশী হয়?

  •  

  • 224. কবুল, কলম, তুফান কোন দেশী শব্দ?

  •  

  • 225. আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়?

  •  

  • 226. 'হাঙ্গামা' কোন ভাষার শব্দ?

  •  

  • 227.  ‘হরতন’ কোন ভাষার শব্দ?

  •  

  • 228. কোন কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে বসে--

  •  

  • 229. সম্বোধনের পর কোন চিহ্ন বসে?

  •  

  • 230. কোনটি খাঁটি বাংলা শব্দ?

  •  

  • 231. উৎসগত বিচারে থেকে বাংলা শব্দ কে কয়ভাগে ভাগ করা যায়?

  •  

  • 232. রোযা কোন ভাষার শব্দ?

  •  

  • 233. নিচের কোনটি পারিভাষিক শব্দ?

  •  

  • 234. বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে?

  •  

  • 235. বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি?

  •  

  • 236. 'ব্যকরণ' কোন ভাষার শব্দ?

  •  

  • 237. ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি?

  •  

  • 238. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?

  •  

  • 239. 'আলপিন' কোন ভাষার শব্দ?

  •  

  • 240. বিরাম-চিহ্ন কেন ব্যবহৃত হয়?

  •  

  • 241.  ‘কাঁচি’ কোন ধরনের শব্দ?

  •  

  • 242. ভাষার কোন রীতি কৃত্রিমতা বর্জিত?

  •  

  • 243. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
  • 244. কোন যতিচিহ্নের জন্য সবচেয়ে বেশি সময় থামতে হয়?
  • 245. রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কী?
  • 246. বাংলা ভাষায় অর্ধ-তৎসম শব্দগুলো এসেছে কোন ভাষার শব্দযোগে গঠিত?
  • 247. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পৃথিবীতে বাংলাভাষী জনসংখ্যা প্রায়--
  • 248. গঠন অনুসারে শব্দ কয় প্রকার?
  • 249. সমার্থক ও বিপরীতার্থক শব্দের মধ্যে কোন চিহ্ন বসে?
  • 250. বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
  • 251. বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী ?
  • 252. বাংলা ব্যাকরণের বয়স কত?
  • 253. ‘সিয়াম’ কোন ধরনের শব্দ?
  • 254. 'দেখ আমি চোর বটে কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি খাইতে পাইলে কে চোর হয়'- বাক্যটিতে বিরামচিহ্ন বসবে--
  • 255. ড.মুহাম্মদ শহীদুল্লাহ ছিলেন ভারতবর্ষের শ্রেষ্ঠ -
  • 256. কমার(,) বিরতিকাল কতক্ষণ?
  • 257. বাংলা ব্যাকরণের মৌলিক অংশ কোনগুলো?
  • 258. সাধু ও চলিত রীতির মিশ্রণে বাক্য কোন দোষে দুষ্ট হয়?
  • 259. ইলেক বা লোপ চিহ্ন কোনটি?
  • 260. বাংলা ভাষায় সর্বপ্রথম যতিচিহ্নের প্রচলন করেন কে?
  • 261. ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে-
  • 262. নিচের কোনটি পারিভাষিক শব্দ?
  • 263. সর্বস্তরে বাংলা ভাষা চালু করার লক্ষ্যে 'বাংলা ভাষা প্রচলন আইন' জারি হয়--
  • 264. দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসবে?
  • 265. ক্যারাটে, জুতো, বিকশা কোন দেশী শব্দ?
  • 266. নিচের কোনটি যৌগরূঢ় শব্দ?
  • 267. দাড়ি (পূর্ণচ্ছেদ) এ কত সময় থামতে হয়?
  • 268. বাংলা ভাষায় শব্দের শ্রেণীবিভাগ কয় প্রকার?
  • 269. কোনগুলো দেশী শব্দ?
  • 270. "বঙ্গ-কামরূপী" থেকে সৃষ্ট একটি ভাষা বাংলা, অপর ভাষা কোনটি?
  • 271. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?
  • 272. যে সকল শব্দ ব্যুৎপত্তি দ্বারা অথবা সমাস দ্বারা গঠিত হয় তাকে বলে--
  • 273. ব্যবহারকারীর সংখ্যা বিচারে পৃথিবীতে বাংলা ভাষার স্থান কততম?
  • 274. বিস্ময় চিহ্ন কোনটি?
  • 275. কোন লিপি ডানদিক থেকে লেখা হত?
  • 276. প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কি?
  • 277. কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগ বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
  • 278. ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস কি?
  • 279. ভাষা কি?
  • 280. বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠির অন্তর্ভুক্ত?
  • 281. 'আঁতাত' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  • 282. কোনটি হিন্দি শব্দ?
  • 283. 'রিক্‌সা' শব্দটি-
  • 284. খিদে কোন ধরনের শব্দ?
  • 285. নিচের কোনটি অর্ধতৎসম শব্দ?
  • 286. নিচের কোনটি দেশী শব্দ?
  • 287. বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কে লেখেন?
  • 288. বিদেশী শব্দ নয়-
  • 289. পৃথিবীতে বতর্মানে কতগুলো ভাষা প্রচলিত?
  • 290. বাংলা ভাষার উদ্ভব হয়-
  • 291. ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয় না-
  • 292. উইলিয়াম কেরি রচিত ব্যাকরণের নাম কি?
  • 293. বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয়?
  • 294. প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি?
  • 295. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে?
  • 296. পর্তুগিজ 'আনানস' বাংলায় হয়েছে 'আনারস'। এটি কোন ধরনের পরিবর্তন?
  • 297. যথাক্রমে আরবি, ফারসি ও ইংরেজি থেকে আগত শব্দ-
  • 298. ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল-
  • 299. সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে বিদ্যামান?
  • 300. ভাষার মৌলিক অংশ কয়টি ?
  • 301. একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা হলে কোন চিহ্ন ব্যবাহার করতে হবে?
  • 302. ‘কমা‘ কোথায় বসে ?
  • 303. ‘গিন্নি’ কোন শব্দ?  
  • 304. বাগযন্ত্রের অংশ নয়  
  • 305. ক্রিয়া, সর্বনাম, ও অনুসর্গের পূর্ণরুপ ব্যবহৃত হয়  
  • 306. ণত্ব বিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য  
  • 307. বুত্পত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো
  • 308. কোন  ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত  ও সুনির্দিষ্ট?  
  • 309. বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিচের কোন ভাষা থেকে?  
  • 310. যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
  • 311. কোন ধরেণর শব্দে কখোনই '­ণ' হবে না?  
  • 312. নিচের কোনটি পারিভাষিক শব্দ?
  • 313. বারান্দা কোন ভাষা থেকে আগত?
  • 314. চলতি রীতির শব্দ কোনটি?
  • 315. বাংলায় যতি বা ছেদ চিহ্ন কয়টি?
  • 316. তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি-
  • 317. বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে?
  • 318. বাক্য কোন যতি চিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই?
  • 319. ব্যাকরণ শব্দটির কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  • 320. ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে?
  • 321. তারিখ লিখিতে কোন যতি চিহ্নের ব্যবহার হয়?
  • 322. ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে?
  • 323. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসে?
  • 324. ভাষার কোন রীতি তদ্ভব শব্দ বহুল?
  • 325. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?
  • 326. চলিতরীতির শব্দ নয় কোনটি?
  • 327. ‘হরতাল’ কোন ভাষার শব্দ?
  • 328. চলিত ভাষায় নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়?
  • 329. ‘বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে’।– এ মতের প্রবক্তা কে?
  • 330. ‘সত্যি সেকুলাস, এ দেশ বড় বিচিত্র’। - কোন বাক্য?
  • 331. নিচের কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে?
  • 332. কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়?
  • 333. বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন-
  • 334. কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়?
  • 335. কোন বাক্যটি গুরচণ্ডালী দোষমুক্ত? 
  • 336. ‘কিয়ৎক্ষন’ শব্দের সঠিক চলিতরূপ কোনটি?
  • 337. চলিত ভাষার বৈশিষ্ট্য নয়-
  • 338. ‘এইরূপ সাদৃশ্য অনেক চক্ষে পড়বে’।– এর চলিত রূপ লিখুন।
  • 339. চলিত ভাষার আদর্শরুপে গৃহীত ভাষাকে বলা হয়-
  • 340. ‘ইউনেস্কো’ কত সালে ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
  • 341. কোনটি চলিত ভাষার বৈশিষট্য?
  • 342. ডঃ মুহাম্মদ শহীদুল্লার মতে বাংলা ভাসার উদ্ভব-
  • 343. ভারতবর্ষে মুসলিম শাসন আমলে রাজভাষা ছিল-
  • 344. বাংলা গদ্যের জনক কে?
  • 345. কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?
  • 346. বাংলা উপসর্গ সংখ্যা কত?
  • 347. গিন্নী, কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ?
  • 348. নিচের কোনটি অর্ধতৎসম শব্দ?
  • 349. ‘Superstitions’ শব্দের অর্থ-
  • 350. নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
  • 351. ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ?
  • 352. পাণিনি কে ছিলেন?
  • 353. বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি?
  • 354. বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?
  • 355. বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি?
  • 356. তিনি সৎ কিন্তু কৃপন- বাক্যটি
  • 357. সুহৃদ কী ধরনের শব্দ?
  • 358. বাক্যে সেমিকোলন (:) থাকলে কতক্ষন থামতে হয়?
  • 359. উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে?
  • 360. কোনটি দন্ত্য ধ্বনি?
  • 361. জুতো শব্দটি কোন ভাষারীতির?
  • 362. ভাষার মূল উপকরন কী?
  • 363. বাক্যে “কমা” অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?
  • 364. “সারাংশ লিখনে” ভাষার বাহুল্য, উপমা, অলংকার এসকল
  • 365. কোন ছেদ চিহ্নে থামার প্রয়োজন আছে?
  • 366. ভাব-সম্প্রসারণের ক্ষেত্রে দোষের বিষয় কোনটি?
  • 367. ইঙ্গিতময়, অর্থপূর্ণভাব ঘন বাক্যকে সম্প্রসারিত করার নাম কী?
  • 368. সারাংশ বা সারমর্ম সাধারণত কয়টি অনুচ্ছেদে লিখতে হয়?
  • 369. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
  • 370. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?
  • 371. সাধু ও চলিত রীতির পার্থক্য কোন কোন পদে বেশি?
  • 372. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
  • 373. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
  • 374. ব্যাখ্যার মাধ্যমে ভাবকে সহজ করে তোলার নামই হচ্ছে
  • 375. বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?
  • 376. লেখার সময় বিশ্বামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে?
  • 377. দু'টি পদের সংযোগস্থলে কি বসে?
  • 378. একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে মাঝখানে কোন চিন্হ ?
  • 379. কোনটি সাধুরীতির শব্দ?
  • 380. সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়—  
  • 381. বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?  
  • 382. বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না--
  • 383. বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?  
  • বাংলা ভাষার শব্দ সন্তারকে পাঁচটি ভাগে ভাগ করা যায়। যথা(১) তৎসম (২) অর্ধতৎসম (৩) তদ্ভব। (৪) দেশী ও (৫) বিদেশী ।

  • 384. ভাষার মূল উপকরণ কী?  
  • ধ্বনি ভাষার মূল উপাদান। ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয় কিন্তু ভাষার মূল উপকরণ বাক্য এবং বাক্যের মৌলিক উপাদান শব্দ।

  • 385. বাক্যে এক পদের পর অন্যপদ শোনার ইচ্ছাকে কী বলে?  
  • বাক্যে এক পদের পর অন্যপদ শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে। যেমন- কাজল নিয়মিত লেখাপড়া; এই বাক্যে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। যদি বলা হয় কাজল নিয়মিত লেখাপড়া করে তাহলে বাক্যটিতে আকাঙ্ক্ষা প্রকাশ পায়।

  • 386. হরতাল কি ধরণের শব্দ ?  
  • 387. "যতই পরিশ্রম করবে ততই ফল পাবে”  
  • 388. সাধুভাষা’ পরিভাষাটি প্রথম ব্যবহার করেন-  
  • 389. প্রান্তিক বিরাম চিন্হ কি?  
  • 390. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে?  
  • 391. ভাবের সার্থক ও সুসঙ্গত প্রসারণই -  
  • 392. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?
  • 393. ব্যাকরণিক চিহ্ন কোনটি?
  • 394. স এ চিহ্ন কী বোঝাতে ব্যবহৃত হয়?
  • 395. লেখার সময় বাক্যের মধ্যে বিরতি দেখানোর জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয়, সেগুলোকে কী বলে?
  • 396. বাক্যের পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
  • 397. কোন যতি চিহ্নটির বিরতিকাল পরিমাণ এক সেকেন্ড?
  • 398. বাক্যকে অলংকৃত করার জন্য কোন চিহ্ন বসে?
  • 399. বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?
  • 400. কোনো পদের বর্ণবিশেষের লোপ বোঝাতে কোন চিহ্ন ব্যবহার করা হয়?
  • 401. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা বোঝাতে কী চিহ্ন বসে?
  • 402. বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?
  • 403. বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন কয়টি?
  • 404. হৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
  • 405. কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?
  • 406. ‘ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!-এই বাক্যর ‘কী’ এর অর্থ কি?
  • 407. নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথ ভাবে ব্যবহৃত হয়নি?       
  • 408. নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয় নি?
  • 409. কোনটি 'কোলন'
  • ∎কোলন:

    ∎একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে 'কোলন' ব্যবহার করতে হয়। যেমন- সভায় ঠিক করা হল : এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।

    ∎বাক্যে কোলন থাকলে বিরতি --এক সেকেন্ড।

  • 410. সম্বোধনের পর কোন চিহ্ন বসে ?

  •  

  • 411. ব্যাকরণিক চিহ্ন কোনটি?
  • 412. স এ চিহ্ন কী বোঝাতে ব্যবহৃত হয়?
  • 413. লেখার সময় বাক্যের মধ্যে বিরতি দেখানোর জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয়, সেগুলোকে কী বলে?
  • 414. বাক্যের পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
  • 415. কোন যতি চিহ্নটির বিরতিকাল পরিমাণ এক সেকেন্ড?
  • 416. বাক্যকে অলংকৃত করার জন্য কোন চিহ্ন বসে?
  • 417. বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?
  • 418. কোনো পদের বর্ণবিশেষের লোপ বোঝাতে কোন চিহ্ন ব্যবহার করা হয়?
  • 419. একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা বোঝাতে কী চিহ্ন বসে?
  • 420. বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?
  • 421. বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন কয়টি?
  • 422. হৃদয়াবেগ প্রকাশ করতে কোন চিহ্ন ব্যবহৃত হয়?
  • 423. কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?
  • 424. ‘ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!-এই বাক্যর ‘কী’ এর অর্থ কি?
  • 425. নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথ ভাবে ব্যবহৃত হয়নি?       
  • 426. নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয় নি?
  • 427. কোনটি 'কোলন'
  • ∎কোলন:

    ∎একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে 'কোলন' ব্যবহার করতে হয়। যেমন- সভায় ঠিক করা হল : এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।

    ∎বাক্যে কোলন থাকলে বিরতি --এক সেকেন্ড।

  • 428. সম্বোধনের পর কোন চিহ্ন বসে ?

  •  

  • 429. কলম' শব্দটি কোন ভাষা থেকে গৃহীত?
  • 430. বাংলা মৌলিক স্বরধ্বনি কয়টি?
  • 431. হরতাল কোন ভাষার শব্দ?
  • 432. কোনটি গ্রিক শব্দ?
  • 433. ব্যাকরণ ভাষাকে কি করে?
  • 434. সাধু ভাষা থেকে চলিত ভাষায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে?
  • 435. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা কত?
  • 436. ‘হরতাল’কোন ভাষার শব্দ?  
  • 437.  কোনটি তৎসম শব্দ?  
  • 438. ‘খোদা’ শব্দটি কোন ভাষার শব্দ?  
  • 439. “তাম্বুল রাতুল অধর পরশে।” – অর্থ কি?
  • “তাম্বুল রাতুল অধর পরশে।” অর্থ--ঠোঁটের পরশে পান লাল হল.

  • 440. বাংলা ভাষার শব্দ সাধন হয় না নিন্মোক্ত কোন উপায়ে?
  • ∎ লিঙ্গ পরিবর্তন দ্বারা--বাংলা ভাষার শব্দ সাধন হয় না।

  • 441. বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত?
  • একটি মাত্র মূল স্বরধ্বনিকে মৌলিক স্বরধ্বনি বলে। মৌলিক স্বরধ্বনি সাতটি।
    যেমন: অ, আ, ই, উ, এ এ্যা, ও। এগুলোকে বিশ্লেষণ করে ভাগ করা যায় না।
    লক্ষ করি— বাংলা ভাষায় ‘এ্যা’ ধ্বনিটি আছে, কিন্তু তার জন্য কোনো বর্ণ নেই।

  • 442.  ‘বাবা’ শব্দের উৎস ভাষা—        
  •  

     

     

  • 443. ‘ইউনেস্কো’ কত সালে ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়?
  • 444. কোনটি চলিত ভাষার বৈশিষট্য?
  • 445. ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত?
  • 446. বাংলা লিপির উৎস কি?
  • 447. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
  • 448. ‘আনারস’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  • 449. নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী?
  • 450. বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে?
  • ∎রামমোহন রায়:

    রামমোহন রায়, অথবা রাজা রাম মোহন রায় লেখা হয় রাজা রামমোহন রায় (মে ২২, ১৭৭২ – সেপ্টেম্বর ২৭, ১৮৩৩) প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা এবং বাঙালি দার্শনিক। তৎকালীন রাজনীতি, জনপ্রশাসন, ধর্মীয় এবং শিক্ষাক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য প্রভাব রাখতে পেরেছিলেন। তিনি সবচেয়ে বেশি বিখ্যাত হয়েছেন, সতীদাহ প্রথা বিলুপ্ত করার প্রচেষ্টার জন্য। তখন হিন্দু বিধবা নারীদের স্বামীর চিতায় সহমরণে যেতে বা আত্মহুতি দিতে বাধ্য করা হত।

    রামমোহন রায় কলকাতায় আগস্ট ২০, ১৮২৮ সালে ইংল্যান্ড যাত্রার আগে দ্বারকানাথ ঠাকুরের সহিত ব্রাহ্মসমাজ স্থাপন করেন। পরবর্তীকালে এই ব্রাহ্মসমাজ এক সামাজিক ও ধর্মীয় আন্দোলন এবং বাংলার পুনর্জাগরণের পুরোধা হিসাবে কাজ করে।

  • 451. গ্রীক শব্দ কোনটি?
  • ∎দাম -- গ্রীক শব্দ।

  • 452. 'ব্রজবুলি' বলতে কী বোঝায়?
  • 453. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে-
  • 454. 'যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম' - এটি কোন জাতীয় বাক্য ?
  • ∎'যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম' - এটি একটি মিশ্র বা জটিল বাক্য।

  • 455. 'ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ' কে রচনা করেন?
  • 456. সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? 
  • 457. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
  • ∎ ভাষার ক্ষুদ্রতম একক---ধ্বনি.

    ∎ ভাষা>বাক্য>শব্দ>ধ্বনি

  • 458. বাংলাভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে-
  • 459. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ?
  • 460. ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন-
  • 461. সাধুভাষা সাধারনত অনুপযোগী-
  • 462. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-  
  • সাধু ভাষা: বাংলা ভাষায় সংস্কৃত শব্দ সম্পদ, ক্রিয়া ও সর্বনামের পূর্ণরূপ এবং কিছু ব্যাকরণসিদ্ধ উপাদান ব্যবহার করে ইংরেজি গদ্য সাহিত্যের পদবিন্যাস প্রণালির অনুকরণে পরিকল্পিত যে নতুন সর্বজনীন গদ্যরীতি বাংলা সাহিত্যে প্রবর্তিত হয়, তাকে সাধু ভাষা বলে।

    চলিত ভাষা: তদ্ভব শব্দ, ক্রিয়া ও সর্বনামের সংক্ষিপ্ত রূপ এবং লেখকের মনোভাব অনুযায়ী পদবিন্যাস প্রণালির ব্যবহারসহ যে স্বচ্ছন্দ, চটুল ও সর্বজনীন সাহিত্যিক গদ্যরীতি মুখের ভাষার আদলে গড়ে উঠেছে, তার নাম চলিত ভাষা।

  • 463. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-  
  • 464. বাক্যতত্বের অপর নাম কী ? 
  • 465. প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ? 
  • 466. কারক, সমাস, বচন, লিঙ্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ? 
  • 467. ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ? 
  • 468. ব্যাকরণের কাজ কী ? 
  • 469. প্রত্যেক ভাষায় ব্যাকরনণের প্রাধান আলোচ্য বিষয়-
  • 470. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে ? 
  • 471. ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী ? 
  • 472. গুজরাটি শব্দের উদাহরণ কোনটি ? 
  • 473. পকেটমার শব্দটি কোন শ্রেণির ? 
  • ডাক্তারখানা (ইংরেজি + ফরাসি)
    হেড মৌলভী (ইংরেজি+ফারসি)
    হেড মাস্টার (ইংরেজি+ইংরেজি)
    খ্রিস্টাব্দ (ইংরেজি+তৎসম)
    মাস্টার মশাই (ইংরেজি+তদ্ভব)
    পকেটমার (ইংরেজি+বাংলা)
    বোমাবাজ (পর্তুগিজ+ফরাসি)
    শাকসবজি (তৎসম+ফারসি)
    হাটবাজার (বাংলা+ফরাসি)
    রাজাবাদশা (তৎসম+ফরাসি)
    আইনজীবি (ফরাসি+তৎসম)
    চৌহদ্দি (ফরাসি+আরবি)
    কালিকলম (বাংলা+আরবি)

  • 474. কোনটি মিশ্র শব্দ ? 
  • 475. বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে-
  • 476. কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী ? 
  • 477. সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায় ? 
  • 478. বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন ? 
  • 479. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি ? 
  • 480. কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট ? 
  • 481. বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে ? 
  • 482. কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয় ? 
  • 483. মানুষের কন্ঠনিঃসৃত বাক-সংকেতের সংগঠনকে কি বলে ? 
  • 484. একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার ও উচ্চতা ৪ মিটার। এতে কত লিটার পানি ধরবে?
  • ১ লিটার = ১ ঘন সেঃ মিঃ

    এখানে,

    দৈর্ঘ্য = ৩ মিটার = ৩*১০০ সেঃ মিঃ = ৩০০ সেঃ মিঃ

    প্রস্থ =  ২ মিটার = ২*১০০ সেঃ মিঃ = ২০০ সেঃ মিঃ

    উচ্চতা = ৪ মিটার = ৪*১০০ সেঃ মিঃ = ৪০০ সেঃ মিঃ

     

    সুতরাং,

    চৌবাচ্চার আয়তন = ৩০০*২০০*৪০০ = ২৪০০ ঘন সেঃ মিঃ

    অর্থাৎ, এতে ২৪০০ লিটার পানি ধরবে।

  • 485. একটি আয়াতাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং উহার ক্ষেত্রফল ৮০০ বর্গমিটার হলে, জমিটির পরিসীমা কত মিটার?
  • বর্গক্ষেত্রের পরিসীমা=৪× বর্গ ক্ষত্রের একবাহুর দৈর্ঘ্য ।

  • 486. একটি আয়াতাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং উহার ক্ষেত্রফল ৮০০ বর্গমিটার হলে, জমিটির পরিসীমা কত মিটার?  
  • বর্গক্ষেত্রের পরিসীমা=৪× বর্গ ক্ষত্রের একবাহুর দৈর্ঘ্য ।

  • 487. একটি আয়তক্ষেত্রের পরিসীমা ১৬০ মি. । আয়তক্ষেত্রটির প্রস্থ দৈর্ঘ্যের ৩/৫ গুণ। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার?
  • 488. এক খন্ড জমির দৈর্ঘ্য ৯০ ফুট এবং প্রস্থ ৮০ ফুট হলে, ঐ জমির ক্ষেত্রফল কত হবে?
  • জমির ক্ষেত্রফল=৭২০০ বর্গফুট

    আমরা জানি,

     ৭২০ বর্গফুট=১ কাঠা

    ৭২০০ বর্গফুট=১০ কাঠা

  • 489. কোনো চতুর্ভুজের দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে এবং অপর দুটী বাহু তির্যক হলে চতুর্ভুজটি হবে-
  • 490. ”চর্যাপদ” আবিষ্কৃত হয় কত সালে?
  • 491. কমা (comma) এর বাংলা কি?
  • 492. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে?
  • 493. ”ক্রিয়ারকাল ও পুরুষ” ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
  • 494. শরীর > শরীল - শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য?
  • 495. বাংলা ভাষায় সংস্কৃতি উপসর্গ কয়টি ?
  • 496. উৎপত্তি অনুসারে বাংলা শব্দ সমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
  • 497. ডাক্তার সাহেবের হাতযশ ভালল- বাক্যে হাত ব্যবহৃত হয়েছে|
  • 498. বিভক্তিহীন নাম শব্দকে বলে
  • 499. সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়
  • 500. ঙ ধ্বনিটির সঠিক উচ্চারণ হলাে
  • 501. উদাহরণ প্রয়ােগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়?
  • 502. বাক্যে কোন যতি চিহ্নটি থাকলে থামার প্রয়ােজন নেই?
  • 503. যােগরূঢ় শব্দ কোনটি?

today's words

Current World

  • What is the number of current U.S. Congress which is established on January 3, 2021?

    Ans: 117th

     

  • Joe Biden is current and 46th U.S. President, What number he stands as Democratic President in the history of U.S.?

    Ans: 16th

  • Donald Trump was________ president of Republican party.

    Ans: 19th

  • View All

Blog Category

Features

  • বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, পিএসসিসহ সব ধরনের MCQ প্রশ্ন এবং সমাধান,
  • অধ্যায় অনুযায়ী অনুশীলন,
  • ইংরেজি এবং গণিত এর জন্য সহজ কৌশল,
  • অসংখ্য মডেল পরীক্ষা,
  • পরীক্ষার পর্যালোচনা,
  • সাম্প্রতিক বিষয় নিয়মিত আপডেট,
  • প্রতিদিন পাঁচটি করে vocabulary (Meaning, Synonyms, Antonyms, Example সহ )।
6883

Students

79846

Questions

150

Model Test