আপনার কাছে যদি মনে হয় প্রশ্নটি অধ্যায় অনুযায়ী সঠিক নয় তাহলে সঠিক অধ্যায় ও প্রশ্নটি অথবা কোন প্রকার ভুল থাকলে আমাদের কে জানান ইমেইল করে kabirdepart@gmail.com

বিজ্ঞান - প্রযুক্তি - পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান

Correct :

Wrong :

  • 1. মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিতকণিকার অনুপাত-
  • 2. জিকা ভাইরাস কোন দেশে সর্বপ্রথম ছড়ায়?
  • 3. বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী-
  • 4. ডাউন সিনড্রোম বলতে বুঝানো হয়-
  • 5. সম্প্রতি বাংলাদেশে কোন বিরল রোগে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে?
  • 6. সূর্য হতে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে সময় লাগে প্রায়-
  • C/A: ৮.৩২ মিনিট

  • 7. সিস্মগ্রাফ কি?     
  • 8. এপিকালচার বলতে কি বোঝায়?
  • 9. লাল গ্রহ কাকে বলা হয়?
  • 10. কিসের অভাবে গলগন্ড রোগ হয়?  
  • 11.  ইনসুলিন কে আবিষ্কার করেন?   
  • 12. হিউম্যান পেপিলোমা কি?
  • 13. HTML এর পূর্ণরুপ কি?   
  • 14. আইসিডিডিআরবি হাসপাতালে কোন রোগের চিকিৎসা করা হয়?
  • 15. বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম হল-
  • 16. নিউমোনিয়া রোগ আক্রান্ত হয় মানব দেহের কোথায়?
  • 17. ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়?
  • 18. কোন খাদ্য পচন ধরে না?
  • 19. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কি বলে?
  • ইন্টারনেট হচ্ছে ইন্টারনেট্ওয়ার্ক(internetwork) এর সংক্ষিপ্ত রূপ। এটা বিশেষ গেটওয়ে বা রাউটারের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্কগুলো একে-অপরের সাথে সংযোগ করার মাধ্যমে গঠিত হয়। ইন্টারনেটকে প্রায়ই নেট বলা হয়ে থাকে।

    যখন সম্পূর্ণ আইপি নেটওয়ার্কের আন্তর্জাতিক সিস্টেমকে উল্লেখ করা হয় তখন ইন্টারনেট শব্দটিকে একটি নামবাচক বিশেষ্য মনে করা হয়।

    ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব দৈনন্দিন আলাপচারিতায় প্রায়ই কোন পার্থক্য ছাড়া ব্যবহৃত হয়। যাইহোক, ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব একই নয়। ইন্টারনেটের হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার পরিকাঠামো কম্পিউটারসমূহের মধ্যে একটি আন্তর্জাতিক তথ্য যোগাযোগ ব্যবস্থা স্থাপন করে। বিপরীতে, ওয়েব ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত পরিষেবাগুলির একটি। এটা পরস্পরসংযুক্ত কাগজপত্র এবং অন্যান্য সম্পদ সংগ্রহের, হাইপারলিংক এবং URL-দ্বারা সংযুক্ত।

  • 20. ১১ জুলাই ২০১৫ চীনে আঘাত হানা সুপার টাইফুনের নাম কি?
  • 21. ইয়াক ১৩০ (Yak 130) কি?
  • 22. বাতাস থেকে গতিশক্তি উৎপাদনের যন্ত্রের নাম কি?বাতাস থেকে গতিশক্তি উৎপাদনের যন্ত্রের নাম কি?
  • 23. (10101) বাইনারি সংখ্যাটির দশমিক মান কত-
  • 24. 'দ্য গ্রেট এস্কেপ' বা 'মহামুক্তি' গ্রন্থের লেখক কে? 
  • 25. ক্যাথেরিন ভিয়েনার "গার্ডিয়ান" -এর কততম প্রধান সম্পাদক?
  • 26. বিশ্বের কোন দেশের সামরিক বাহিনীর সদস্য সবচেয়ে বেশি?
  • 27. 'ইমাদ' কোন দেশের তৈরি ক্ষেপণাস্ত্র?
  • 28. মহাকর্ষীয় তরঙ্গ কবে শনাক্ত হয়?
  • 29. সৌরশক্তি চালিত বিশ্বের প্রথম পার্লামেন্টে ভবনের অধিকারী কোন দেশ?
  • 30. বিশ্বের প্রথম সৌরচালিত বিমানবন্দরের নাম কি?
  • 31. কোন দেশ প্রথম হাইড্রোজেন চালিত ট্রাম চালু করতে যাচ্ছে?
  • 32. এশিয়ার প্রথম টেস্টটিউব বেবির নাম কি?
  • 33. বিশ্বের কতটি দেশ হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়েছে?
  • 34. টুইটারকে ইন্টারনেটের কি হিসেবে অবিহিত করা হয়?
  • 35. 'সবুজ গ্রহ' বলা হয় কোন গ্রহকে?
  • 36. ২০১৬ সালের পরিবেশ সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
  • 37. ইউরোপীয় পারমাণবিক গবেষণা প্রতিষ্ঠান বা CERN -এর মোট সদস্য দেশ কতটি?
  • 38. ২১তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP21) কোথায় অনুষ্ঠিত হবে?
  • 39. ২২ সেপ্টেম্বর ২০১৫ মাইক্রোসফটের কোন অফিস সফটওয়্যার বাজারে আসে?
  • 40. বিশ্বের প্রথম সৌরবিমানের উদ্ভাবক কোন দেশ?
  • 41. বিশ্ববাজারে মোটরগাড়ি বিক্রিতে বর্তমানে (২০১৫) শীর্ষ স্থান কোন প্রতিষ্ঠানের-
  • 42. ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান -
  • 43. ক্যাবল সংযোগ ছাড়াই স্যাটেলাইট টিভি দেখার উন্নত প্রযুক্তির নাম কি?
  • 44. P5 + 1 এর নামকরণ করা হয় কবে?
  • 45. কৃষিতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বিশ্বে বাংলাদেশ কততম?
  • 46. বর্তমানে (২০১৫) গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
  • 47. ২০১৫ সালে খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
  • 48. কৃষিতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?
  • 49. ঘূর্ণিঝড় 'কোমেন' নামকরণ করে কোন দেশ?
  • 50. বর্তমানে (২০১৫) বাজার মূল্যে বৃহৎ জ্বালানি কোম্পানি কোনটি?
  • 51. বর্তমানে (২০১৬) স্মার্টফোন ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
  • 52. হাবল স্পেস টেলিস্কোপ কবে উৎক্ষেপণ করা হয়?
  • 53. খাদ্য সংগ্রহে বিশ্বে বাংলাদেশ কততম?
  • 54. বিশ্বের প্রথম ডটকম ডোমেইনের রেজিস্ট্রেশন হয় কবে?
  • 55. অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম প্রথম ব্যবহৃত হয়-
  • 56. কোন দেশের কাছে সর্বাধিক পারমাণবিক অস্ত্র রয়েছে?
  • 57. হাইড্রোজেন বোমার জনক কে?
  • 58. ২০১৫ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে?
  • 59. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম-এর তথ্য মতে, জ্বালানি নিরাপত্তা সূচকে সবচেয়ে ভালো অবস্থানে কোন দেশ?
  • 60. ২১তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP21) কবে অনুষ্ঠিত হবে?
  • 61. বিশ্বে প্রথম 'কৃত্রিম অগ্ন্যাশয়' স্থাপন করা হয় কোন দেশে?
  • 62. বনভূমির হার কোন দেশের বেশি?
  • 63. চীনের প্রথম বিমানবাহী রণতরীর নাম-
  • 64. অ্যান্ড্রয়েড প্রতিষ্ঠা করেন-
  • 65. রাসায়নিক যুদ্ধবিগ্রহের জনক কাকে বলে হয়?
  • 66. সাধারণ জিন প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবিত ফসলের নাম কি?
  • 67. কবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা লাইবেরিয়াকে ইবোলা মুক্ত ঘোষণা করে?
  • 68. আন্তর্জাতিক আলোক বর্ষ কোন সাল?
  • 69. ১০ আগস্ট ২০১৫ থেকে গুগল যে কোম্পানির অধীন-
  • 70. রাফায়েল যুদ্ধ বিমান কোন দেশভিত্তিক?
  • 71. ৩১ ডিসেম্বর ২০১৫ কোন দেশ শিল্পোন্নয়ন সংস্থা (UNIDO)-এর সদস্যপদ প্রত্যাহার করে?
  • 72. টেক্সটাইল রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
  • 73. বিশ্বের প্রথম উড়ানযোগ্য বৈদ্যুতিক যাত্রীবাহী বিমানের নাম কি?
  • 74. পারমাণবিক অস্ত্র নির্মূলীকরণে আন্তর্জাতিক দিবস কবে?
  • 75. আধুনিক আলোক বিজ্ঞানের জনক কে?
  • 76. প্রথম এসএমএস (SMS) পাঠানো হয় কবে?
  • 77. সুপারসনিক ক্ষেপণাস্ত্র ওয়াইজে-১৮ কোন দেশের?
  • 78. বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপের ব্যাস কত?
  • 79. সর্বশেষ ২০১৫ সালে আবিস্কৃত অ্যান্টিবায়টিক এর নাম কি?
  • 80. অ্যান্ড্রয়েড চালিত প্রথম স্মার্ট ফোনের নাম কি?
  • 81. প্রথম এসএমএস (SMS) পাঠান কে?
  • 82. নিচের কোন দেশ হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে?
  • 83. মহাকাশে সর্বাধিক সময় অবস্থানের রেকর্ড কার?
  • 84. মোবাইলের প্রথম সিম তৈরি করা হয় কোন সালে? 
  • 85. বিশ্বে প্রথম বায়োমেট্রিক পদ্ধতিতে সিমকার্ড নিবন্ধন শুরু করে কোন দেশ?
  • 86. সেলফি স্টিক- এর উদ্ভাবক -
  • 87. বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় ড্রোনের নাম কি?
  • 88. ড্রোনের জনক কে?
  • 89. আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে?
  • 90. মাইক্রোসফট করপোরেশনের ল্যাপটপের নাম কি?
  • 91. চরকি ডটকম (Chorki.com) কি?
  • 92. 'জিকা' ভাইরাস' কোন মশার মাধ্যমে ছড়ায়?
  • 93. ইনস্টাগ্রাম চালু হয়-
  • 94. কম্পিউটারে বাসের প্রশস্ততা মাপা হয়-
  • 95. মোবাইল ফোনের জনক-
  • 96. মিনি কম্পিউটার এর জনক কে?
  • 97. অ্যান্ড্রয়েডের "মার্শ ম্যালো (Marsh Mallow)" অপারেটিং সিস্টেমটি কখন বাজারে আসে?
  • 98. আধুনিক ই-মেইলের জনক বা উদ্ভাবক কে?
  • 99. গ্রাহক সংখ্যায় বিশ্বের শীর্ষ মোবাইল ফোন অপরেটর কোনটি?
  • 100. সবচেয়ে বেশি সময় মহাশূন্যে কাটানো নভোচারীর নাম কি?
  • 101. ব্যান্ডউইথ কি? 
  • 102. মহাকাশ পর্যবেক্ষণের জন্য ভারত কবে প্রথমবারের মতো স্যাটেলাইট মহাকাশে পাঠায়?
  • 103. CRT এর পূর্ণরূপ কি?
  • 104. বিশ্ব বন্যপ্রাণী দিবস কবে?
  • 105. ২৯ জুলাই ২০১৫ মাইক্রোসফট-এর কোন অপারেটিং সিস্টেমটি আনুষ্ঠানিকভাবে বাজারে আসে?
  • 106. কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলিকে বলা হয়-
  • 107. অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার ম্যাকাফি এর জনক কে?
  • 108. ফ্লপি ডিস্ক হচ্ছে-
  • 109. কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
  • 110. নিচের কোনটি বহুকার্য নির্বাহক অপারেটিং সিস্টেম নয়?
  • 111. ভূমিকম্প মাপার যন্ত্রের নাম-
  • 112. একজন সাধারণ মানুষের দেহে কত টুকরা হাড় থাকে?
  • 113. মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যা কোনটি?
  • 114. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনোটি?
  • 115. কোনো দেশের পরিবেশ রক্ষার জন্য মোট ভূমির শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?
  • 116. কোন উপাদানের ঘাটতি থেকে ডায়াবেটিস রোগ হয়?
  • 117. কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
  • 118. কোন ডালের সাথে ল্যাথারিজম রোগের সম্পর্ক আছে?
  • 119. সুষম খাদ্যের উপাদান কয়টি?
  • 120. নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের কোন অঙ্গ?
  • 121. কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা কোনটি?
  • 122. টেলিফোনের জনক কে?
  • 123. মানুষের মধ্যে ক্রোমোজমের সংখ্যা কত?
  • 124. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
  • 125. মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রয় তরল থাকে?  
  • 126. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?
  • 127. এপিকালচার বলতে কি বোঝায়?  
  • 128. কোনো দেশের ভারসাম্য রক্ষার জন্য সেই দেশের কতভাগ বনভূমি প্রয়োজন?  
  • 129. সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস থাকে?  
  • 130. ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি?
  • 131. আমিষ বেশি আছে কোনটিতে?
  • 132. কম্পিউটারের মূল মেমোরী তৈরি হয় কি দিয়ে?
  • 133. হাড় ও দাঁতকে মজবুত করে কোনটি ?
  • 134. আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার কি?  
  • 135. ‘মধুবালা‘ নামটি কি জন্য বিখ্যাত ?  
  • 136. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?  
  • 137. মানবশিশুর দুধ দাঁতের সংখ্যা কতটি ?
  • 138. সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি?
  • 139. কোন রক্ত গ্রুপকে সার্বিক গ্রহীতা বলে?
  • 140. সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
  • 141. কিসের সাহায্যে সমুদ্র্যের গভীরতা নির্ণয় করা হয়?
  • 142. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত?
  • 143. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
  • 144. সূর্য কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
  • 145. সামাজিক যোগাযোগের মাধ্যম ‘ফেসবুক’ এর প্রতিষ্ঠাতা হচ্ছেন-
  • 146. সহজে সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে?
  • 147. কোন গ্যাস ওজনস্তর ক্ষয়ের জন্য দায়ী?
  • 148. পেনিসিলিন আবিষ্কার করেন-
  • 149. ইনসুলিনের অভাবে কি রোগ হয়?
  • 150. ROM এর পূর্ণ রুপ কি?
  • 151. শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কি দিয়ে?
  • 152. বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে?
  • 153. বিজ্ঞানীরা ইবোলা ভাইরাসসনাক্ত করেন কবে?
  • 154. গুগল কী?
  • 155. সিডর কী?
  • 156. CNGএর পূর্ণ রুপ কি?
  • 157. মানবদেহের প্রতিটি কোষে কত জোড়া ক্রোমোজোম থাকে?
  • 158. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটি?
  • 159. কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?
  • 160. পানির ঘনত্ব সবচেয়ে বেশি-
  • 161. কোনটির সংক্রমণে যক্ষ্মা রোগ হয়?
  • 162. কোন তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয়?
  • 163. ইন্সোমনিয়া একটি-
  • 164. UNIX কি?
  • 165. নারিকা-১ কি?
  • 166. সুনামির কারন হল-
  • 167. ডেঙ্গু জ্বরের বাহক-
  • 168. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?
  • 169. মৌমাছি পালন বিদ্যাকে বলা হয়-
  • 170. পৃথিবীকে সমান দুই ভাগ করেছে কোন রেখা?
  • 171. বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথম বারের মতো কোন প্রাণীর ‘জিনগত নকশা’ উন্মোচন করেছেন?
  • 172. নিম্নের কোনটি দিয়ে কম্পিউটার কমান্ড বা নির্দেশ দেয়?
  • 173. মানুষের ত্বকের রঙ নির্ভর করে যে উপাদানটির উপর- 
  • 174. নিচের কোনটি জীবাশ্ম জালানী নয়?
  • 175. তেঁতুলে কোন ধরনের এসিড থাকে?
  • 176. কীট পতঙ্গ সম্পর্কিত বিদ্যা হলো-
  • কীট পতঙ্গ সম্পর্কিত বিদ্যা হলো এনটোমলজি

  • 177. সাবান তৈরীর উপজাত হিসেবে পাওয়া যায়-
  • 178. http এর সংক্ষিপ্ত রুপ কোনটি?
  • 179. সমুদ্র বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয়?
  • 180. পৃথিবীতে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?
  • 181. নিচের কোন বিষয়টির সাথে কম্পিউটার সম্পৃক্ত?
  • 182. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
  • 183. লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?
  • 184. সুনামীর কারণ হলো-
  • 185. আপেলে কোন এসিড বিদ্যমান থাকে?
  • 186. চিকনগুনিয়া রোগটি কোন মাধ্যমবাহিত রোগ?
  • 187. জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?

today's words

Current World

  • What is the number of current U.S. Congress which is established on January 3, 2021?

    Ans: 117th

     

  • Joe Biden is current and 46th U.S. President, What number he stands as Democratic President in the history of U.S.?

    Ans: 16th

  • Donald Trump was________ president of Republican party.

    Ans: 19th

  • View All

Blog Category

Features

  • বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, পিএসসিসহ সব ধরনের MCQ প্রশ্ন এবং সমাধান,
  • অধ্যায় অনুযায়ী অনুশীলন,
  • ইংরেজি এবং গণিত এর জন্য সহজ কৌশল,
  • অসংখ্য মডেল পরীক্ষা,
  • পরীক্ষার পর্যালোচনা,
  • সাম্প্রতিক বিষয় নিয়মিত আপডেট,
  • প্রতিদিন পাঁচটি করে vocabulary (Meaning, Synonyms, Antonyms, Example সহ )।
6881

Students

79846

Questions

150

Model Test