আপনার কাছে যদি মনে হয় প্রশ্নটি অধ্যায় অনুযায়ী সঠিক নয় তাহলে সঠিক অধ্যায় ও প্রশ্নটি অথবা কোন প্রকার ভুল থাকলে আমাদের কে জানান ইমেইল করে kabirdepart@gmail.com

বাংলা সাহিত্যের যুগ

Correct :

Wrong :

  • 1. মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলিম শাসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে?  
  • 2. ‘খনার বচন’-বেশির ভাগ কী নিয়ে-  
  • 3.  ‘চর্যাপদ’ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?
  • 4. বাংলা সাহিত্যের মধ্য যুগ কোনটি?    
  • 5. বাংলা লিপির উৎস-    
  • 6. চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন-    
  • 7. প্রাচীন যুগের বাংলাভাষার শ্রেষ্ঠ নিদর্শন কী?
  • 8. চর্যাপদ আবিষ্কৃত হয়–
  • 9. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে?
  • 10. আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি হলেন-
  • 11. মঙ্গলকাব্যের কবি নন কে?
  • 12. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
  • 13. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
  • 14. প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন?
  • 15. বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি?
  • 16. বাংলা সাহিত্যের মধ্যযুগে মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান—
  • 17. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়—
  • 18. ‘ব্রজবুলি’ ভাষার স্রস্টা—
  • 19. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায়—
  • 20. কোন কৰি ‘ধৰ্ম মঙ্গল’ কাব্যের প্রণেতা?
  • 21. ‘ফোর্ট উইলিয়াম যুগে’ সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন-
  • 22. কোনটি আধুনিক যুগের কাব্য?
  • 23. বাংলা সাহিত্যে প্রথম প্রণয়োপাখ্যান কোনটি?
  • 24. বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক-
  • 25. চর্যাপদ আবিস্কৃত হওয়ার স্থান-
  • 26. চাঁদ সওদাগর কোন মঙ্গলকাব্যের নায়ক?
  • 27. ‘চর্যাপদে’ কার পদ সবচেয়ে বেশি?
  • 28. মধ্যযুগের প্রথম কাব্য ‘শ্ৰীকৃষ্ণকীর্তন’-এর রচয়িতা কে?
  • মধ্যযুগে বাংলা সাহিত্যের আদি নিদর্শন বড়ু চণ্ডীদাস বিরচিত শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।

    শ্রীকৃষ্ণকীর্তন কাব্য  উদ্ধার করা হয়--পশ্চিম বঙ্গের বাকুড়া জেলার কাকিলা গ্রামের এক গৃহস্থ বাড়ীর গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়।

     

  • 29. আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে চরণটি কোন কাব্যের?  
  • 30. মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতীর পিতার নাম কী?
  • 31. তৃষ্ণাৰ্ত্ত— সন্ধি বিচ্ছেদ কোনটি?
  • 32. পুঁথি সাহিত্যের আদি কবি কে?
  • 33. আলাউদ্দীন হুসেন শাহ বাংলা সাহিত্যে কী কারণে খ্যাতিমান?
  • 34. মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নির্দশন কি?
  • 35. গৃহদাহ উপন্যাসের রচনাকাল-
  • 36. শ্ৰীকৃষ্ণকীর্তন কাব্য রচনা করেন-
  • মধ্যযুগে বাংলা সাহিত্যের আদি নিদর্শন বড়ু চণ্ডীদাস বিরচিত শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।

    শ্রীকৃষ্ণকীর্তন কাব্য  উদ্ধার করা হয়--পশ্চিম বঙ্গের বাকুড়া জেলার কাকিলা গ্রামের এক গৃহস্থ বাড়ীর গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়।

     

  • 37. রোমান্টিক প্রণয়োপাখ্যান ইউসুফ জোলেখার রচয়িতা কে?    
  • 38. মঙ্গলকাব্য রচনার মূলে উল্লিখিত কারণ কি?
  • 39. ‘কাদো নদী কাদো’ উপন্যাসের লেখক কে?
  • 40. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক?
  • 41. বাংলা ভাষায় চলিত রীতি প্রবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন কে?
  • 42. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে?
  • 43. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ পাওয়া যায়-
  • 44. ফোর্ট উইলিয়াম কলেজের সাথে নিম্নোক্ত কোন মনীষীর নাম জড়িত?
  • 45. শ্ৰীকৃষ্ণকীর্তন আবিস্কার করেন-
  • মধ্যযুগে বাংলা সাহিত্যের আদি নিদর্শন বড়ু চণ্ডীদাস বিরচিত শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।

    শ্রীকৃষ্ণকীর্তন কাব্য  উদ্ধার করা হয়--পশ্চিম বঙ্গের বাকুড়া জেলার কাকিলা গ্রামের এক গৃহস্থ বাড়ীর গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়।

     

  • 46. ব্রজবুলি কোন স্থানের ভাষা?
  • 47. বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি-
  • 48. মনসামঙ্গল কাব্যের চরিত্র-
  • 49. চর্যাপদ এর পুঁথি আবিস্কৃত হয়-
  • 50. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি?
  • 51. প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে?
  • 52. পুঁথি সাহিত্যের লেখক—
  • 53. চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?
  • 54. বাংলা গদ্যের জনক কে?
  • 55. বাংলা গীতি কবিতার পূর্ণবিকাশ ঘটে-
  • গীতি কাব্য একজন কবির একান্ত ব্যক্তি-অনুভূতির সহজ, সাবলীল গতি ও ভঙ্গীমায় সঙ্গীত-মুখর জীবনের আত্ম-প্রতিফলন।

  • 56. আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি-
  • আলাওল মধ্যযুগের একজন বাঙালি কবি।

  • 57. চর্যাপদ আবিস্কার করেন-
  • "চর্যাপদ" বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন। তাঁরই সম্পাদনায় ৪৭টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক প্রকাশিত হয়।

  • 58. বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
  • বাংলা লিপির উদ্ভব হয়েছে প্রাচীন লিপি বাহ্মী লিপি থেকে।

  • 59. মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?
  • 60. চর্যাপদ আবিষ্কার হয় কোন দেশ থেকে?
  • 61. গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন?
  • গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন -রাজা রামমোহন রায়।

  • 62. মহাকবি আলাওল রচিত কাব্য কোনটি?
  • পদ্মাবতী মধ্যযুগের বাঙালি কবি আলাওলের একটি কাব্য। এটিকে আলাওলের শ্রেষ্ঠ কাজ বলে গণ্য করা হয়।

  • 63. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত সালে?
  • "ফোর্ট উইলিয়াম কলেজ" বা "কলেজ অফ ফোর্ট উইলিয়াম" ব্রিটিশ ভারতের গভর্নর-জেনারেল লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠিত একটি প্রাচ্যবিদ্যা শিক্ষাকেন্দ্র। ১৮০০ সালের ১০ জুলাই কলকাতার ফোর্ট উইলিয়াম চত্বরে এই কলেজ স্থাপিত হয়। এই প্রতিষ্ঠানে সহস্রাধিক সংস্কৃত, আরবি, ফার্সি, বাংলা, হিন্দি ও উর্দু ইংরেজিতে অনূদিত হয়। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয়-১৮০১ সালে।

  • 64. যুগ সন্ধি'র কবি কে?
  • ঈশ্বরচন্দ্র গুপ্ত (১৮১২ - ১৮৫৯) ঊনবিংশ শতাব্দীর একজন বাঙ্গালী কবি ও সাহিত্যিক। তিনি 'সংবাদ প্রভাকর'(বা 'সম্বাদ প্রভাকর')এর সম্পাদক। কিন্তু ব্যাপক ভাবে বলতে গেলে তিনি ঊনবিংশ শতাব্দীর একজন কবি ও সাহিত্যিক। তাঁর হাত ধরেই মধ্যযুগের গণ্ডি পেড়িয়ে বাংলা কবিতা আধুনিকতার পথে নাগরিক রূপ পেয়েছিল। তিনি "গুপ্ত কবি" নামে সমধিক পরিচিত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো তাঁর পরবর্তী সাহিত্যিকরা ঈশ্বর গুপ্তকে 'গুরু'পদে বরণ করেছিলেন। তাঁর ছদ্মনাম 'ভ্রমণকারী বন্ধু'। এছাড়া বহুবিধ পত্র-পত্রিকা তিনি সম্পাদনা করেছেন।

  • 65. অন্নদামঙ্গল কাব্য কে রচনা করেন?
  • অন্নদামঙ্গল কাব্য রচনা করেন-ভারতচন্দ্র রায় গুণাকর।

  • 66. চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি কে?
  • চন্ডীমঙ্গল কাব্য ধারার সর্বশ্রেষ্ট কবি কবি কবিকঙ্কন মুকুন্দ রাম চক্রবর্তী।

    চন্ডীমঙ্গল কাব্যের আদি কবির নাম মানিক দত্ত।

  • 67. শ্ৰীকৃষ্ণকীর্তন কাব্য- খানি আবিষ্কৃত হয় কোথায়?
  • মধ্যযুগে বাংলা সাহিত্যের আদি নিদর্শন বড়ু চণ্ডীদাস বিরচিত শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।

    শ্রীকৃষ্ণকীর্তন কাব্য  উদ্ধার করা হয়--পশ্চিম বঙ্গের বাকুড়া জেলার কাকিলা গ্রামের এক গৃহস্থ বাড়ীর গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়।

  • 68. বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ কে আবিষ্কার করেন?
  • ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যাপদ আবিষ্কার করেন।

  • 69. বাংলা ভাষার মধ্যযুগ--
  • 70. বাংলা সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন-
  • 71. বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন-
  • 72. কোন দুজন আরাকান রাজসভার কবি?
  • 73. কোন আমলে বাংলা গজল ও সুফী সাহিত্য সৃষ্টি হয়?
  • 74. “চর্যাপদ” কোথা থেকে আবিষ্কার করা হয়?
  • 75. মধ্যযুগ-আধুনিক যুগের সন্ধিক্ষণের কবি কাকে বলা হয়?
  • 76. মহাকবি আলাওল কোন যুগের কবি?
  • 77. চর্যাপদের সাথে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট?
  • 78. মধ্যযুগের শেষ কবি কে?
  • 79. বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি?
  • 80. “পদ্মাবতী” কাব্যের রচয়িতা আলাওল কোন যুগের কবি?
  • 81. বাংলা সাহিত্যে মধ্যযুগের আদি নিদর্শন কোনটি?
  • 82. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
  • 83. বাংলা ভাষা ও সাহিত্য প্রাচীন নির্দেশনা কি

today's words

Current World

  • What is the number of current U.S. Congress which is established on January 3, 2021?

    Ans: 117th

     

  • Joe Biden is current and 46th U.S. President, What number he stands as Democratic President in the history of U.S.?

    Ans: 16th

  • Donald Trump was________ president of Republican party.

    Ans: 19th

  • View All

Blog Category

Features

  • বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, পিএসসিসহ সব ধরনের MCQ প্রশ্ন এবং সমাধান,
  • অধ্যায় অনুযায়ী অনুশীলন,
  • ইংরেজি এবং গণিত এর জন্য সহজ কৌশল,
  • অসংখ্য মডেল পরীক্ষা,
  • পরীক্ষার পর্যালোচনা,
  • সাম্প্রতিক বিষয় নিয়মিত আপডেট,
  • প্রতিদিন পাঁচটি করে vocabulary (Meaning, Synonyms, Antonyms, Example সহ )।
6868

Students

79846

Questions

150

Model Test