আপনার কাছে যদি মনে হয় প্রশ্নটি অধ্যায় অনুযায়ী সঠিক নয় তাহলে সঠিক অধ্যায় ও প্রশ্নটি অথবা কোন প্রকার ভুল থাকলে আমাদের কে জানান ইমেইল করে kabirdepart@gmail.com

বাংলাদেশের ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থা

Correct :

Wrong :

  • 1. বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?  
  • 2. বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি?  
  • 3. কোন দুই মাস নিয়ে হেমন্ত ঋতু  হয়?
  • 4. গ্রীন হাউজ এফেক্টের জন্য বাংলাদেশের কোন ধরনের ক্ষতি হতে পারে?
  • 5. বাংলাদেশের মোট উপজেলার সংখ্যা (মে ২০১৬ পর্যন্ত হিসাব অনুযায়ী)-
  • 6. প্রাচীনকালে ‘সমতট’ বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হতো?  
  • 7. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?    
  • 8. বাংলাদেশের কোন অঞ্চলের ভূমি উঁচু?    
  • 9. বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি?  
  • 10. আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জেলা কোনটি?  
  • 11. সোনালী দেশ-
  • 12. নোয়াখালী ও কুমিল্লা প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
  • 13. বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া গেছে?
  • 14. সোনারগাঁও-এর পূর্বনাম ছিল-
  • 15. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
  • 16. তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত?
  • 17. বাংলাদেশের সবচেয়ে বড় হাওড় হাকালুকি কোন জেলায় অবস্থিত?
  • 18. দুগ্ধজাত সামগ্রীর জন্য বিখ্যাত লাহিড়ী মোহন হাট বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
  • 19. বাংলাদেশের কোন জায়গাটি রাবার চাষের জন্য বিখ্যাত?
  • 20. বাংলাদেশের শীতলতম স্থান কোনটি?
  • 21. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
  • 22. হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?
  • 23. দক্ষিণ তালপটি দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত?  
  • দক্ষিণ তালপট্টি একটি উপকূলবর্তী দ্বীপ। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্ভূক্ত বঙ্গোপসাগরের অগভীর সামুদ্রিক মহীসোপান এলাকায় এটি জেগে ওঠে। বাংলাদেশের সাতক্ষীরা জেলা ও পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলার বশীরহাট থানার মধ্যকার হাড়িয়াভাঙ্গা নদী দ্বারা চিহ্নিত সীমান্ত রেখা বরাবর দক্ষিণে হাড়িয়াভাঙ্গা মোহনায় অগভীর সমুদ্রে এ ক্ষুদ্র দ্বীপটি গড়ে উঠেছে। ১৯৭০ সালের নভেম্বরে প্রলয়ঙ্করী  ঘূর্ণিঝড় আঘাত হানার ঠিক পর পরই দ্বীপটি প্রথম দৃষ্টিগোচর হয়।

  • 24. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?  
  •  

    লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহল দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল বেশ পরিচিত। এ ছিটমহলের সাথে তৎকালীন পাকিস্তানের মূল-ভূখন্ডের যোগাযোগের জন্য একটি "প্যাসেজ ডোর'- এর ব্যবস্থা হয়েছিল, যা বর্তমানে "তিন বিঘা করিডোর' নামে পরিচিত।

  • 25. কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?  
  • 26. বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া গেছে-  
  • 27. পূর্বাশা দ্বীপের অপর নাম-
  • পূর্বাশা বা দক্ষিণ তালপট্টি  দ্বীপ (South Talpatti Island)  সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্ভূক্ত বঙ্গোপসাগরের অগভীর সামুদ্রিক মহীসোপান (continental shelf) এলাকায় জেগে ওঠা একটি  উপকূলবর্তী দ্বীপ। বাংলাদেশের সাতক্ষীরা জেলা এবং পশ্চিমবঙ্গের ২৪ পরগণা জেলার বশীরহাট থানার মধ্যকার হাড়িয়াভাঙ্গা নদী দ্বারা চিহ্নিত সীমান্ত রেখা বরাবর দক্ষিণে হাড়িয়াভাঙ্গা মোহনায় অগভীর সমুদ্রে এ ক্ষুদ্র দ্বীপটি গড়ে উঠেছে।

  • 28. মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
  • 29. বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য (জল ও স্থলসহ) কত?  
  • বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ৫১৩৮ কি মি বা ৩২২০  মাইল । 

  • 30. বাংলাদেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত?
  • 31. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়?
  • 32. সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশ অংশে পড়েছে?
  • সুন্দরবনের মোট আয়তন ১০,০০০ বর্গ কিলোমিটার এর মধ্যে ৬,০১৭ বর্গ কিলোমিটার (৬২%) রয়েছে বাংলাদেশে। সুন্দরবন ১৯৯৭ খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। মোট বনভূমির ৩১.১ শতাংশ, অর্থাৎ ১,৮৭৪ বর্গকিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা, খাল-বিল ও জলাকীর্ণ অঞ্চল। এই বনভূমিতে রয়েছে বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরণের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণী। সর্বষেষ জরিপ মোতাবেক বর্তমানে সুন্দরবন এলাকায় ৫০০ বাঘ ও ৩০,০০০ চিত্রা হরিণ রয়েছে।

  • 33. ‘চন্দ্রনাথের পাহাড়’ কোথায় অবস্থিত?
  • সীতাকুণ্ড বাজার থেকে পূর্ব দিকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত এই চন্দ্রনাথ পাহাড়।দেশের একমাত্র গরম পানির ঝর্ণাও এই চন্দ্রনাথের পাহাড়ে অবস্থিত।

  • 34. ১° দ্রাঘিমা অন্তরের জন্য সময়ের ব্যবধান কত মিনিট?
  • 35. ঢাকার প্রতিপাদস্থান কোথায় অবস্থিত?
  • কোন স্থানের ঠিক বিপরীত স্থানকে ঐ স্থানের প্রতিপাদস্থান বলে। অর্থাৎ কোন নির্দিষ্ট স্থান হতে পৃথিবীর কেন্দ্র ভেদ করে যদি কোন সরলরেখা টানা হয় তা পৃথিবীর অপর যে প্রান্তে ভেদ করবে তাকে ১ম স্থানের প্রতিপাদস্থান বলা হবে।

  • 36. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
  • 37. বাংলাদেশের বার্ষিক বৃষ্টিপাতের গড়পড়তা রেঞ্জ কত?
  • 38. কোন মাটিতে মোটামুটি সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে?
  • 39. দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
  • 40. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় কত?
  • 41. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
  • 42. বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে?
  • 43. ময়মনসিংহ বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত?
  • 44. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?       
  • 45. “মনপুরা দ্বীপ” কোথায় অবস্থিত?
  • 46. বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের?
  • 47. বাংলাদেশের নদীর তীরে অবস্থিত নয় কোন জেলা?
  • 48. প্রাচীনকালে ঢাকা যে জনপদের অধীন ছিল?
  • 49. ঝিনুক অঞ্চল কি?
  • 50. বাংলাদেশের সবচেয়ে উঁচু চূড়ার নাম কি?
  • 51. দক্ষিণ তালপট্টি দ্বীপ কোথায় অবস্থিত?
  • দক্ষিণ তালপট্টি দ্বীপ (বাংলাদেশে পরিচিত) বা নিউ মুর আইল্যান্ড (ভারতে পরিচিত) বঙ্গোপসাগরের ছোটো জনবসতিহীন সাগরমুখী দ্বীপ। এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলের উপকূলে অবস্থিত।

  • 52. সুধারাম কোন জেলার পূর্বনাম?
  • নোয়াখালীর পূর্বনাম সুধারাম।

  • 53. ঢাকা-চট্রগ্রামের মধ্যে সড়কপথে দুরত্ব কত?
  • 54. কোন দ্বীপের মালিকানা বাংলাদেশ ও ভারত উভয়ই দাবি করে?
  • 55. “ভবদহ” বিল কোথায় অবস্থিত?
  • 56. “হাইল হাওর” কোন জেলায় অবস্থিত?
  • 57. বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত?
  • 58. ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?
  • 59. চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল ও শীতকালে উষ্ণ থাকে ---
  • 60. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
  • 61. মেঘলা রাতে---
  • 62. বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি?
  • 63. পরিচলন বৃষ্টি বেশি হয় কোন অঞ্চলে?
  • 64. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
  • 65. ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে --
  • 66. ম্যানগ্রোভ কি?
  • 67. বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?
  • 68. বাংলাদেশের কোন জেলার সাথে ভারত এবং মিয়ানমারের সীমান্ত রয়েছে?
  • 69. বাংলাদেশের সর্বউত্তরের জেলা কোনটি?
  • 70. বাংলাদেশ ভারতকে বিভক্তকারী সীমারেখা নাম কি?
  • 71. বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমানে কোন অঞ্চলকে বোঝায়?
  • 72. বাংলাদেশের মানচিত্রের রূপকার কে?
  • 73. বাংলাদেশ-ভারতের সমুদ্রসীমা নির্ধারণী মামলার রায় হয় কবে?
  • 74. প্রাচীনকালে সমতট বলতে বাংলার কোন অংশকে বোঝানো হতো?

today's words

Current World

  • What is the number of current U.S. Congress which is established on January 3, 2021?

    Ans: 117th

     

  • Joe Biden is current and 46th U.S. President, What number he stands as Democratic President in the history of U.S.?

    Ans: 16th

  • Donald Trump was________ president of Republican party.

    Ans: 19th

  • View All

Blog Category

Features

  • বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, পিএসসিসহ সব ধরনের MCQ প্রশ্ন এবং সমাধান,
  • অধ্যায় অনুযায়ী অনুশীলন,
  • ইংরেজি এবং গণিত এর জন্য সহজ কৌশল,
  • অসংখ্য মডেল পরীক্ষা,
  • পরীক্ষার পর্যালোচনা,
  • সাম্প্রতিক বিষয় নিয়মিত আপডেট,
  • প্রতিদিন পাঁচটি করে vocabulary (Meaning, Synonyms, Antonyms, Example সহ )।
6849

Students

79846

Questions

150

Model Test