আপনার কাছে যদি মনে হয় প্রশ্নটি অধ্যায় অনুযায়ী সঠিক নয় তাহলে সঠিক অধ্যায় ও প্রশ্নটি অথবা কোন প্রকার ভুল থাকলে আমাদের কে জানান ইমেইল করে kabirdepart@gmail.com

নদ-নদী

Correct :

Wrong :

  • 1. বাংলাদেশের খরস্রোতা নদী -
  • 2. বাংলাদেশের নদের সংখ্যা কয়টি?    
  • 3. ধলেশ্বরী নদীর শাখা কোনটি?
  • 4. বাংলাদেশের কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত?
  • 5. পদ্মা নদীর পূর্বনাম কী?
  • 6. বাংলাদেশে মহাস্থানগড়ের পূর্বদিক দিয়ে প্রবাহিত নদীটির নাম কী?
  • 7. বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?  
  • মেঘনা বাংলাদেশের প্রশস্ততম নদী। পূর্ব ভারতের পাহাড় থেকে উদ্ভূত মেঘনা নদী সিলেট অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চাঁদপুরের কাছে পদ্মা নদীর সাথে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়েছে।

  • 8. আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি?  
  • সাঙ্গু নদীর (Sangu River) উৎপত্তি  উত্তর আরাকান পাহাড়ে। এটি আরাকান ও চট্টগ্রামের মধ্যে সীমান্ত রেখা রচনা করেছে। স্থানীয়ভাবে এটি শঙ্খ নদী নামে পরিচিত। কর্নফুলীর পর এটি চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় বৃহত্তম নদী।সাঙ্গু নদী বান্দবান জেলার প্রধানতম নদী। বান্দরবান জেলা শহরও এ নদীর তীরে অবস্থিত।

  • 9. পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে?
  • > সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নদী নাম ধারণ করে যে স্থানে: ভৈরব বাজারের নিকট আজমেরীগঞ্জ এ
    > সুরমা ও কুশিয়ারা পুনরায় মিলিত হয়ে যে নাম ধারণ করে: কালনি।
    > কালনি পুনরায় মেঘনা নাম ধারণ করে: ভৈরব বাজারের নিকট আজমিরিগঞ্জ এ
    > মেঘনা নদী পতিত হয়েছে: বঙ্গোপসাগরে।
    > বাকল্যান্ড বাঁধ যে নদীর তীরে অবস্থিত: বুড়িগঙ্গা (১৮৬৪ সালে)।
    > পদ্মা নদী মেঘনার সাথে মিলিত হয়েছে: চাঁদপুরে।
    > যমুনা নদী পদ্মার সাথে মিলিত হয়েছে: গোয়ালন্দে।
    > পুরাতন ব্রহ্মপুত্র নদী মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে: ভৈরব বাজার এ।
    > বাঙালী নদী যমুনা নদীর সাথে মিলিত হয়েছে: বগুড়ায়।
    > রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে: খুলনায়।
    > তিস্তা নদী ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে: কুড়িগ্রামের চিলমারীতে।

  • 10. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
  • > সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনা নদী নাম ধারণ করে যে স্থানে: ভৈরব বাজারের নিকট আজমেরীগঞ্জ এ
    > সুরমা ও কুশিয়ারা পুনরায় মিলিত হয়ে যে নাম ধারণ করে: কালনি।
    > কালনি পুনরায় মেঘনা নাম ধারণ করে: ভৈরব বাজারের নিকট আজমিরিগঞ্জ এ
    > মেঘনা নদী পতিত হয়েছে: বঙ্গোপসাগরে।
    > বাকল্যান্ড বাঁধ যে নদীর তীরে অবস্থিত: বুড়িগঙ্গা (১৮৬৪ সালে)।
    > পদ্মা নদী মেঘনার সাথে মিলিত হয়েছে: চাঁদপুরে।
    > যমুনা নদী পদ্মার সাথে মিলিত হয়েছে: গোয়ালন্দে।
    > পুরাতন ব্রহ্মপুত্র নদী মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে: ভৈরব বাজার এ।
    > বাঙালী নদী যমুনা নদীর সাথে মিলিত হয়েছে: বগুড়ায়।
    > রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে: খুলনায়।
    > তিস্তা নদী ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে: কুড়িগ্রামের চিলমারীতে।

  • 11. ‘বাঙালি’ নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
  • বাঙালি নদীর উৎপত্তি নীলফামারী জেলার তিস্তা নদী থেকে। উৎস থেকে নদীটি ঘাঘট নামে গাইবান্ধায় প্রবাহিত হয়। গাইবান্ধায় এসে এটি দুটি শাখায় বিভক্ত হয়ে যায়- একটি শাখা পশ্চিমে ঘাঘট নামে প্রবাহিত হয়ে শেরপুরে করতোয়া নদীতে গিয়ে পড়ে; অপর শাখা বাঙালি নামে দক্ষিণ দিকে এগিয়ে গিয়ে বগুড়ায় আবারো দুটি শাখায় বিভক্ত হয়। এই শাখা দুটি যথাক্রমে যমুনা ও করতোয়ায় গিয়ে পড়ে।
    বাঙালি নদীর অনেক শাখা নদী আছে যথা: বেলাল, মানস, মধুখালি, ইছামতি, ভলকা এবং অন্যান্য। এই শাখাগুলো শীতের মৌসুমে শুকিয়ে যায়।
    সাম্প্রতিককালে তিস্তা নদীর প্রবাহ দূর্বল হয়ে যাওয়ায়, যমুনা বাঙালি নদীর পানির প্রধান উৎসে পরিণত হয়েছে। 

  • 12. বাকল্যান্ড বাধ কোন নদীর তীরে অবস্থিত?
  • ১৮৬৪ সনে তৎকালীন নগর কমিশনার সি.টি বাকল্যান্ড এই বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করেন। নদীর ঘাট পর্যন্ত কার্গো ও যাত্রীবাহী স্টিমার চলাচল সুগম করার জন্য পাড়ের নিম্নভাগে পলি প্রতিরোধ করা এবং প্লাবন ও ভাঙন থেকে ঢাকা শহর রক্ষা প্রকল্পের অধীনে এই বাঁধ নির্মিত হয়।

  • 13. বাংলাদেশের সবচেয়ে বেশী নাব্য নদী কোনটি?
  • মেঘনা নদী বাংলাদেশের গভীর ও প্রশস্ততম নদী এবং অন্যতম বৃহৎ ও প্রধান নদীআসামের পার্বত্য অঞ্চল থেকে জন্ম নিয়ে 'বরাক' নদী আসামের শেরপুরের কাছে সুরমা ও কুশিয়ারা নামে দুটি শাখায় বিভক্ত হয়েছে। তারপর সিলেট জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার সীমান্তে মারকুলীতে এই দুই নদী এক হয়ে কালনি নামে কিছুদূর অগ্রসর হয়ে ভৈরব বাজারের কাছে পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে। তারপর আরো দক্ষিণ দিকে অগ্রসর হয়ে চাঁদপুরের কাছে পদ্মা নদীতে এসে মিলিত হয়েছে। আরো দক্ষিণে নোয়াখালী,লক্ষ্মীপুর ও ভোলা দ্বীপের মধ্য দিয়ে মেঘনা বঙ্গোপসাগরে পড়েছে। সুরমাসহ মেঘনা নদীর দৈর্ঘ্য প্রায় ৬৫০ মাইল। চাঁদপুরের কাছে পদ্মা-মেঘনার মিলিত ধারাটি মেঘনা নামে পরিচিত। এখান থেকে আনুমানিক ৯০ মাইল দক্ষিণে চারটি মোহনা পথে মেঘনা বঙ্গোপসাগরে মিলেছে। এগুলোর স্থানীয় নাম তেঁতুলিয়া, শাহবাজপুর, সন্দ্বীপ ও হাতিয়া।

  • 14. ভৈরব ব্রীজ কোন নদীর উপর অবস্থিত?
  • 15. পুনর্ভবা কোন নদীর উপনদী?
  • 16. ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন নদী অবস্থিত?
  • 17. বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে বানিজ্যের জন্য কোন নদী পার হতে হয়?
  • 18. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
  • 19. পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
  • 20. বাংলাদেশের বৃহত্তম নদী-
  • 21. কোন নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গপসাগরে পতিত হয়েছে?
  • 22. বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর?
  • 23. বাংলাদেশর বৃহত্তম নদী কোনটি?
  • 24. যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
  • 25. রূপসা নদীর উপর নির্মিত খানজাহান আলী সেতুর দৈর্ঘ্য কত?
  • 26. সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত?
  • 27. ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশে প্রবেশ করেছে?
  • 28. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ হতে উৎপন্ন হয়েছে?
  • 29. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
  • 30. মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে ----
  • 31. শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে ---
  • 32. মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
  • 33. পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
  • 34. পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী -----
  • 35. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
  • 36. সুরমা ও কুশিয়ারা এ দু'নদীর মিলিত স্রোতের নাম ---
  • 37. একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল ---
  • 38. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
  • 39. পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?
  • 40. পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে?
  • 41. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
  • 42. বাংলাদেশের গভীরতম নদী কোনটি?
  • 43. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
  • 44. মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে?
  • 45. চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত?
  • 46. বাংলাদেশ ও বার্মা সীমান্ত নদী কোনটি?
  • 47. সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে?
  • 48. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়?
  • 49. পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে--
  • 50. পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে--
  • 51. পায়রা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
  • 52. বাংলাদেশ-ভারত যৌথ নদী গবেষণা কমিশন (JRC) গঠিত হয় কবে?
  • 53. কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল?
  • 54. বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদী কোনটি?
  • 55. সুন্দরবন কোন নদীটির তীরে অবস্থিত?
  • 56. কীসের স্রোতে নদীখাত গভীর হয়?
  • 57. বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন নদী কোনটি?
  • 58. পদ্মা নদীর উপনদী কোনটি?
  • 59. “সাঙ্গু” নদী কোথায়?
  • 60. “গজল ডোবা বাধ” বাংলাদেশের কোন নদীর উজানে অবস্থিত?
  • 61. কোন নদীটির উৎস ও সমাপ্তি বাংলাদেশের অভ্যন্তরে?
  • 62. পদ্মা নদী কোন জেলার মধ্যে দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
  • 63. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি?
  • 64. বাংলাদেশ মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
  • 65. বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর অবস্থিত
  • 66. জোয়ার ভাঁটা হয়না কোন নদীতে?

today's words

Current World

  • What is the number of current U.S. Congress which is established on January 3, 2021?

    Ans: 117th

     

  • Joe Biden is current and 46th U.S. President, What number he stands as Democratic President in the history of U.S.?

    Ans: 16th

  • Donald Trump was________ president of Republican party.

    Ans: 19th

  • View All

Blog Category

Features

  • বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, পিএসসিসহ সব ধরনের MCQ প্রশ্ন এবং সমাধান,
  • অধ্যায় অনুযায়ী অনুশীলন,
  • ইংরেজি এবং গণিত এর জন্য সহজ কৌশল,
  • অসংখ্য মডেল পরীক্ষা,
  • পরীক্ষার পর্যালোচনা,
  • সাম্প্রতিক বিষয় নিয়মিত আপডেট,
  • প্রতিদিন পাঁচটি করে vocabulary (Meaning, Synonyms, Antonyms, Example সহ )।
6866

Students

79846

Questions

150

Model Test