আপনার কাছে যদি মনে হয় প্রশ্নটি অধ্যায় অনুযায়ী সঠিক নয় তাহলে সঠিক অধ্যায় ও প্রশ্নটি অথবা কোন প্রকার ভুল থাকলে আমাদের কে জানান ইমেইল করে kabirdepart@gmail.com

প্রাণিবিদ্যা

Correct :

Wrong :

  • 1. মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
  • ∎স্নায়ুতন্ত্র আমাদের শরীরের প্রধান নিয়ন্ত্রক। এদের মধ্যে মস্তিষ্ক এবংস্পাইনাল কর্ড মিলিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র (central nervous system CNS) এবং এর বাইরে সারা শরীরে ছড়িয়ে ছিটিয়ে থাকা নার্ভ গুলো নিয়ে হল পেরিফেরাল নার্ভাস সিস্টেম(peripheral Nervous system)।

  • 2. ঘমার্ক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?
  • ∎ঘমার্ক্ত দেহে পাখার বাতাস আরাম দেয়--কারণ, বাষ্পায়ন শীতলার সৃষ্টি করে।

  • 3. কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?
  • ∎উট:

    ∎উট বা উষ্ট্র কুঁজ-বিশিষ্ট একটি চতুষ্পদ প্রাণি।

    ∎উটের পূর্বপুরুষেরা সম্ভবতঃ উত্তর আমেরিকায় আবির্ভূত হয়। পরে একভাগ বেরিং প্রণালী পার হয়ে এশিয়া ও উত্তর আফ্রিকায় চলে যায়, যাদের উত্তরসূরী হল ড্রোমেডারী ও ব্যাক্ট্রীয়ান উট। মরুভূমিতে বহুযুগ বাস করার ফলে আজ উট মরূভূমির জাহাজ হয়ে সহিষ্ণুতার প্রতীক। অন্য একভাগ চলে যায় দক্ষিণ আমেরিকায় যাদের উত্তরসূরী লামা(llama) ও ভিকুন্যা (Vicugna)। আলপাকা সম্ভবতঃ ভিকুন্যার গৃহপালিত বংশধর।

  • 4. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
  • ∎হিমোগ্লোবিন:

    হিমোগ্লোবিন একটি অক্সিজেনবাহী লৌহসমৃদ্ধ মেটালোপ্রোটিন যা মেরুদণ্ডী প্রাণিদের লোহিত কণিকা এবং কিছু অমেরুদণ্ডী প্রাণির কলায় পাওয়া যায়।
    স্তন্যপায়ী প্রাণিদের ক্ষেত্রে লোহিত কণিকার শুষ্ক ওজনের ৯৬-৯৭%ই হয় হিমোগ্লোবিনের প্রোটিন অংশ, এবং পানিসহ মোট ওজনের তা ৩৫%। হিমোগ্লোবিন ফুসফুস হতে অক্সিজেন দেহের বাকি অংশে নিয়ে যায় এবং কোষীয় ব্যবহারের জন্য অবমুক্ত করে। এটি অন্যান্য গ্যাস পরিবহনেও অবদান রাখে, যেমন এটি কোষকলা হতে CO2 পরিবহন করে ফুসফুসে নিয়ে যায়।

    প্রতি গ্রাম হিমোগ্লোবিন ১.৩৬ হতে ১.৩৭ মিলিলিটার অক্সিজেন ধারণ করতে পারে, যা রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা ৭০গুণ বাড়িয়ে দেয়।

  • 5. ডি.এন.এ অণুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে?
  • ∎DNA:

    Deoxyribonucleic acid ( DNA) is a molecule that carries the genetic instructions used in the growth, development, functioning and reproduction of all known living organisms and many viruses. DNA and RNA are nucleic acids; alongside proteins, lipids and complex carbohydrates (polysaccharides), they are one of the four major types of macromolecule that are essential for all known forms of life. Most DNA molecules consist of two biopolymer strands coiled around each other to form a double helix.

  • 6. মানুষের ত্বকের রঙ নির্ভর করে যে উপাদানটির উপর- 
  • 7. মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ুকোষের-
  • 8. ডিপথেরিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়?
  • 9. কোনটি দেহকোষ নয়?
  • 10. মানুষের মস্তিষ্কের ওজন কত?
  • 11. মানবদেহে মোট হাড় কয়টি? 
  • 12. শরীরের হাড় ও দাঁতের গঠনের কাজে বেশি প্রয়োজন কোনটি?
  • 13. হিমোগ্লোবিনের কাজ কি?
  • 14. কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে?
  • 15. শীতল রক্তবিশিষ্ট প্রাণী-
  • 16. মানুষের শরীরে কোন স্থানে ক্যান্সার হলে সেখানে-
  • 17. শরীরের হাড় ও দাঁতের গঠনের কাজে বেশি প্রয়োজন কোনটি?
  • 18. মানবদেহের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা-
  • 19. নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের-
  • 20. মানুষের রক্তের PH  কত ?
  • 21. কোষের মস্তিষ্ক বলা হয়-
  • 22. পুর্ণাঙ্গ ব্যাঙ শ্বাসকার্য চালায়-
  • 23. মানবদেহে মোট কশেরুকার সংখ্যা-  
  • 24. কোন কোষে নিউক্লিয়াস থাকে না?
  • 25. মৌমাছির চাষ হল-
  • 26. কীট-পতঙ্গ সম্পর্কিত বিদ্যা-
  • 27. মানুষের গায়ের রঙ কোন উপাদানের উপর নির্ভর করে?
  • 28. মানুষের হৃদপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
  • 29. শরীরবিদ্যার জনক কে?
  • 30. ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে?
  • ∎ইনসুলিন:

    ইনসুলিন (Insulin) হলো অগ্ন্যাশয়ের প্রধান হরমোন, এক ধরণের পলিপ্যাপটাইড, যা গ্লুকোজকে রক্ত থেকে কোষের মধ্যে প্রবেশ করা নিয়ন্ত্রণ করে। ইনসুলিন অগ্ন্যাশয়ের ইনসুলিন নিঃসরণকারী কোষগুলো (আইল্যেটস অব ল্যাঙ্গারহেন্স-এর বিটা কোষ) থেকে নিঃসৃত হয়। মূলত ডায়েবেটিস মেলাইটাস এ ইনসুলিন ব্যবহৃত হয়ে থাকে। ইনসুলিন খুব পুরানো প্রোটিন যা কয়েক বিলিয়ন বছর আগে উদ্ভাবিত হয়েছে।

  • 31. আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহন করে -
  • 32. মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
  • ∎স্পাইনাল কর্ড হলো একটি সিলিন্ডারের মতো লম্বা অঙ্গ। এটির প্রস্থ মানুষের একটি ছোট আঙুলের প্রায় সমান। মস্তিষ্কের নিচের অংশের মেডুলা অবলংগাটা থেকে শুরু হয়ে ভার্টেব্রা (মেরুদণ্ডের নিচের অংশের শেষ পাঁচটি স্তর) পর্যন্ত বিস্তৃত। পুরুষের ক্ষেত্রে এটি প্রায় ১৮ ইঞ্চি আর নারীর ক্ষেত্রে প্রায় ১৭ ইঞ্চি লম্বা হয়ে থাকে। আর এটির প্রস্থ এক ইঞ্চির চার ভাগের এক ভাগ থেকে আধা ইঞ্চি পর্যন্ত।

  • 33. কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
  • 34. নারভাস সিস্টেমে স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে ?
  • 35. Adult cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে-
  • ∎Adult cell ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে---ডলি।

  • 36. ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহনকারী ভেড়ার নাম কি? 
  • 37. কোনটি স্তন্যপায়ী প্রানী নয়?   
  • স্তন্যপায়ী প্রানী: মানুষ, বাদুড়, তিমি

  • 38. কোন জারক রস পাকিস্থলতে দুগ্ধ জমাট বাধায়?   
  • 39. বাংলাদেশের কোন অঞ্চলে গোচরনের জন্য বাথান আছে?   
  • 40. গবাদী পশুর জাত উন্নয়নে পাক উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রনী ভূমিকা পালন করেন?   
  • 41. কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
  • ∎'শুশুক' জলে বাস করে বাতাসে নিঃশ্বাস নেয়।

  • 42. প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে -
  • প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে --ইভোলিউশন .

  • 43. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
  • ∎অগ্ন্যাশয়:

    অগ্ন্যাশয় (Pancreas) মেরুদণ্ডী প্রাণীদের পরিপাক ও অন্তঃক্ষরা তন্ত্রের অন্তর্গত একটি মিশ্র গ্রন্থি, অর্থাৎ এর মধ্যে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা দুইরকম গ্রন্থিই আছে। এর বহিঃক্ষরা অংশ পরিপাক তন্ত্রের একটি গ্রন্থি, যেটি থেকে নির্গত অগ্ন্যাশয় নালী পিত্তনালীর সঙ্গে যুক্ত হয়ে ক্ষুদ্রান্ত্রের ডুওডেনামের মধ্য অংশে উন্মুক্ত হয়। এর অন্তঃক্ষরা অংশের নাম ল্যাঙ্গারহান্স কোষপুঞ্জ (Islet of Langerhans আইলেট অফ ল্যাঙ্গারহান্স; আইলেট = ছোট দ্বীপ, অর্থাৎ বহিঃক্ষরা অংশগুলির মধ্যে মধ্যে বিক্ষিপ্ত অন্তঃক্ষরা কোষগুচ্ছগুলি) যার বিটা কোষ ইনসুলিন, আলফা কোষ গ্লুকাগন, ডেল্টা কোষ সোমাটোস্টাটিন হরমোন নিঃসরণ করে।

    মানবদেহের অগ্ন্যাশয়ের দৈর্ঘ্য ১৫-২৫ সেন্টিমিটার এবং ওজন ৬৫ থেকে ৭৫ গ্রাম। এর শীর্ষাংশ ডুওডেনামের অর্ধবৃত্তাকার বাঁকের মধ্যে অবস্থিত ও বাকী অংশ উদরগহ্বরের পেছনে প্রসারিত। ফলে এটা দেখতে অনেকটা লাতিন J বর্ণের মত।

    অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থগুলি যে হরমোনগুলি নিঃসরণ করে, সেগুলি রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। তাই অগ্ন্যাশয়ের কোন রোগে এই সব কোষ কার্যকারিতা হারিয়ে ফেললে ডায়াবেটিস রোগ দেখা দেয়।

  • 44. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো-
  •  ∎ডায়াবেটিস:

    ডায়াবেটিস মেলিটাস(Diabetes mellitus) একটি হরমোন সংশ্লিষ্ট রোগ। দেহযন্ত্র অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীর যদি উৎপন্ন ইনসুলিন ব্যবহারে ব্যর্থ হয়, তাহলে যে রোগ হয় তা হলো 'ডায়াবেটিস' বা 'বহুমূত্র রোগ'। তখন রক্তে চিনি বা শকর্রার উপস্থিতিজনিত অসামঞ্জস্য দেখা দেয়। ইনসুলিনের ঘাটতিই হল এ রোগের মূল কথা। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হরমোন ইনসুলিন, যার সহায়তায় দেহের কোষগুলো রক্ত থেকে গ্লুকোজকে নিতে সমর্থ হয় এবং একে শক্তির জন্য ব্যবহার করতে পারে। ইনসুলিন উৎপাদন বা ইনসুলিনের কাজ করার ক্ষমতা-এর যেকোনো একটি বা দুটোই যদি না হয়, তাহলে রক্তে বাড়তে থাকে গ্লুকোজ। আর একে নিয়ন্ত্রণ না করা গেলে ঘটে নানা রকম জটিলতা, দেহের টিস্যু ও যন্ত্র বিকল হতে থাকে।

  • 45. মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস -
  •  ∎শ্বসন:

    শারীরবৃত্তীয় শ্বসন হল বাতাস হতে জীবের কলাতন্ত্রে অক্সিজেনের সরবরাহের এবং বিপরীত প্রক্রিয়ায় কার্বন-ডাই-অক্সাইডের নির্গমন প্রক্রিয়া।

  • 46. রক্তে হিমোগ্লোবিনের কাজ - 
  •  ∎হিমোগ্লোবিন:

    হিমোগ্লোবিন একটি অক্সিজেনবাহী লৌহসমৃদ্ধ মেটালোপ্রোটিন যা মেরুদণ্ডী প্রাণিদের লোহিত কণিকা এবং কিছু অমেরুদণ্ডী প্রাণির কলায় পাওয়া যায়।

    স্তন্যপায়ী প্রাণিদের ক্ষেত্রে লোহিত কণিকার শুষ্ক ওজনের ৯৬-৯৭%ই হয় হিমোগ্লোবিনের প্রোটিন অংশ, এবং পানিসহ মোট ওজনের তা ৩৫%। হিমোগ্লোবিন ফুসফুস হতে অক্সিজেন দেহের বাকি অংশে নিয়ে যায় এবং কোষীয় ব্যবহারের জন্য অবমুক্ত করে। এটি অন্যান্য গ্যাস পরিবহনেও অবদান রাখে, যেমন এটি কোষকলা হতে CO2 পরিবহন করে ফুসফুসে নিয়ে যায়।

    প্রতি গ্রাম হিমোগ্লোবিন ১.৩৬ হতে ১.৩৭ মিলিলিটার অক্সিজেন ধারণ করতে পারে, যা রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা ৭০গুণ বাড়িয়ে দেয়।

  • 47. পানির জীব হয়েও বাতাশে নিঃশ্বাস নেয়- 
  • 48. নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়- 
  • 49. কোনটি রক্তের কাজ নহে?    
  • 50. জীবের বংশগতির বৈশিষ্ট বহন করে-

  •  

  • 51. এভিকালচার বলতে কি বুঝায়?    
  • 52. মাছ অক্সিজেন নেয়-
  • 53. সামুদ্রিক প্রাণী বরফ আচ্ছন্ন পানিতে বেঁচে থাকে , কারণ-
  • 54. মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত? 
  • 55. মাকড়শার কয়টি পা? 
  • 56. কীট-পতঙ্গ সম্পর্কিত বিদ্যা কোনটি ? 
  • 57. উপকারী পতঙ্গ কোনটি ? 
  • 58. কোন পতঙ্গ তার নিজের ওজনের ৫০ গুন বেশি ওজন বহন করতে পারে ? 
  • 59. গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু ? 
  • 60. গোলকৃমির কোন অংশ স্ফীত হয়ে সেমিনাল রিসেপট্যাকলে পরিণত হয় ? 
  • 61. ফিতা কৃমি কি ধরনের প্রাণী ? 
  • 62. সর্বপ্রথম " ম্যালেরিয়া " শব্দটি প্রয়োগ করেন কে ? 
  • 63. কোন প্রাণী ফাইলোরিয়া রোগ সৃস্টি করে ? 
  • 64. স্ত্রী কিউলেক্স মশা কোন রোগের জীবাণু ছড়ায় ? 
  • 65.  "স্ত্রী এনোফিলিস মশাই ম্যালেরিয়ার জীবাণু বহন করে " এটি কার উক্তি ? 
  • 66. ফুলকা ও ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় নিম্নের কোনটি ? 
  • 67. গ্রীষ্মকালে ব্যাঙ্গের  আত্নগোপন করাকে বলা হয় -
  • 68. শীতকালে ব্যাঙের আত্নগোপন করাকে বলা হয় -
  • 69. শীতনিদ্রার সময় ব্যাঙ কি করে ?
  • 70. ব্যাঙ্গাচি কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ? 
  • 71. ব্যাঙ্গের কশেরুকার সংখ্যা কয়টি ? 
  • 72. কোন প্রাণী শীতকালে শীতনিদ্রা যাপন করে ? 
  • 73. ব্যাঙ্গাচির ফুলকা কয়টি ?  
  • 74. পূর্ণাংজ্ঞ ব্যাঙ শ্বাসকার্য চালায় -
  • 75. শীতল রক্তবিশিষ্ট একটি প্রাণী -
  • 76. ব্যাঙ্গের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে ? 
  • 77. সাপের কোন অংশ ঔষধ তৈরিতে ব্যবহৃত হয় ? 
  • 78. মুক্তা হল ঝিনুকের -
  • 79. জলজ শামুক, ঝিনুকের খোলস কি দিয়ে গঠিত ? 
  • 80. ম্যালকোলজিতে নিচের কোন বিষয়টি নিয়ে আলোচনা করা হয় ? 
  • 81. পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় নিম্নের কোনটি ? 
  • 82. নিচের কোনটি জিহ্বার সাহায্যে শোনে? 
  • 83. কোনটি স্তন্যপায়ী প্রাণী নয় ?
  • 84. বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মর নাম -
  • 85. কোন জীবটি ম্যামাল নয় ?
  • 86. বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে-
  • 87. নিচের কোন দ্বীপে প্রবাল পাওয়া যায় ? 
  • 88. কোন স্তন্যপায়ী জীব ডিম দেয় ? 
  • 89. চিংড়ির রক্তের বর্ণ কিরূপ ?
  • 90. চোখ মেলে ঘুমায় কোন প্রাণী ?
  • 91. কড মাছে পাওয়া যায় ভিটামিন -
  • 92. তরুণাস্থিময় মাছের বৈশিষ্ট হচ্ছে -
  • 93. সামুদ্রিক প্রাণী বরফ আচ্ছন্ন পানিতে বেঁচে থাকে কারণ-
  • 94. কোন প্রাণীর তিনটি হৃৎপিণ্ড ?
  • 95. সামুদ্রিক মাছে পাওয়া যায় -
  • 96. মাছ কোনটির সাহায্যে শ্বাসকার্য চালায় ? 
  • 97. মাছ অক্সিজেন নেয় -
  • 98. মানুষের ক্রমজোমের সংখ্যা কত?

today's words

Current World

  • What is the number of current U.S. Congress which is established on January 3, 2021?

    Ans: 117th

     

  • Joe Biden is current and 46th U.S. President, What number he stands as Democratic President in the history of U.S.?

    Ans: 16th

  • Donald Trump was________ president of Republican party.

    Ans: 19th

  • View All

Blog Category

Features

  • বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, পিএসসিসহ সব ধরনের MCQ প্রশ্ন এবং সমাধান,
  • অধ্যায় অনুযায়ী অনুশীলন,
  • ইংরেজি এবং গণিত এর জন্য সহজ কৌশল,
  • অসংখ্য মডেল পরীক্ষা,
  • পরীক্ষার পর্যালোচনা,
  • সাম্প্রতিক বিষয় নিয়মিত আপডেট,
  • প্রতিদিন পাঁচটি করে vocabulary (Meaning, Synonyms, Antonyms, Example সহ )।
6849

Students

79846

Questions

150

Model Test