আপনার কাছে যদি মনে হয় প্রশ্নটি অধ্যায় অনুযায়ী সঠিক নয় তাহলে সঠিক অধ্যায় ও প্রশ্নটি অথবা কোন প্রকার ভুল থাকলে আমাদের কে জানান ইমেইল করে kabirdepart@gmail.com

বাংলাদেশের ভূপ্রকৃতি

Correct :

Wrong :

  • 1. লালমাই পাহাড় কোন জেলায়?
  • লালমাই পাহাড় কুমিল্লা জেলায় অবস্থিত।

  • 2. বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি?
  •  সুন্দরবন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনভুমি। 

  • 3. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?  
  • 4. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?  
  • 5. সেন্টমার্টিন দ্বীপ এর অপর নাম কি?  
  • 6. বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
  • 7.  সিরাজগঞ্জ শহর কোন নদীর তীরে অবস্থিত?
  • 8. নিচের কোনটি আপদ (Hazard) এর প্রত্যক্ষ প্রভাব?
  • ∎‘‘আপদ (Hazard) ’’ অর্থ এমন কোন অস্বাভাবিক ঘটনা যাহা প্রাকৃতিক নিয়মে, কারিগরি ত্রুটির কারণে অথবা মানুষের দ্বারা সৃষ্ট হইয়া থাকে এবং ফলস্বরূপ বিপর্যয় সংঘটনের মাধ্যমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপদ ও হুমকির মধ্যে নিপতিত করে এবং জীবিকা নির্বাহের প্রয়োজনীয় উপাদানসমূহের ভয়াবহ ও অপূরণীয় ক্ষতিসহ দুঃখ দুর্দশার সৃষ্টি করে।

    -----দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২  অনুযায়ী।

  • 9. বাংলাদেশের কৃষি কোন প্রকার?
  • ∎বাংলাদেশের কৃষি:

    বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশে শতকরা ৭৫ ভাগ লোক গ্রামে বাস করে। বাংলাদেশের গ্রাম এলাকায় ৫৯.৮৪% লোকের এবং শহর এলাকায় ১০.৮১% লোকের কৃষিখামার রয়েছে। মোট দেশজ উৎপাদন তথা জিডিপিতে কৃষিখাতের অবদান ১৯.১% এবং কৃষিখাতের মাধ্যমে ৪৮.১% মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে। ধান,পাট,তুলা,আখ,ফুল ও রেশমগুটির চাষসহ বাগান সম্প্রসারণ,মাছ চাষ,সবজি, পশুসম্পদ উন্নয়ন, মাটির উর্বরতা বৃদ্ধি,বীজ উন্নয়ন ও বিতরণ ইত্যাদি বিষয়সমূহ এ দেশের কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগসমূহের কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত।

    তথ্য-http://www.bangladesh.gov.bd

  • 10. ‘ঝুম’ চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়?
  • ∎জুম চাষ:

    জুম চাষ পাহাড়ি এলাকায় প্রচলিত এক ধরনের কৃষিপদ্ধতি। "জুম চাষ" বিশেষ শব্দে "ঝুম চাষ" নামেও পরিচিত। "ঝুম চাষ" এক ধরনের স্থানান্তরিত কৃষিপদ্ধতি। এটি মূলত: জঙ্গল কেটে পুড়িয়ে চাষ করা হয়, আবার সেই স্থানে জমির উর্বরতা কমে গেলে পূর্বের স্থান হতে কৃষি জমি স্থানান্তরিত করে অন্যত্র আবার কৃষি জমি গড়ে ওঠে। পাহাড়ের গায়ে ঢালু এলাকায় এই চাষ করা হয়। এই পদ্ধতির চাষে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ফসল উৎপাদন করা সম্ভব হয়। ‘ঝুম’ চাষ পদ্ধতি বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহে দেখা যায়.

     

  • 11. কোন অঞ্চল কে ৩৬০ আউলিয়ার দেশ বলে?
  • সিলেটকে ৩৬০ আউলিয়ার দেশ বলে.

  • 12. বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক গুরুত্বপূর্ন রেখা অতিক্রম করেছে?
  • 13. লালমাই পাহাড় কোন জেলায়?
  • লালমাই পাহাড় কুমিল্লা জেলায় অবস্থিত।

  • 14. বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি?
  •  সুন্দরবন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনভুমি। 

  • 15. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?  
  • তিনবিঘা করিডোর হল একটি স্বতন্ত্র ভূমি যা ভারতের মালিকানাধীন তিন বিঘা জায়গার মধ্যে অবস্থিত। এটি ভারতের পশ্চিমবঙ্গের মেঘলীগঞ্জ জেলা ও বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে অবস্থিত। ২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলে যাতায়াতের সুবিধার্থে এটি বাংলাদেশকে ইজারার মাধ্যমে দেওয়া হয়।

  • 16. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?  
  • 17. সেন্টমার্টিন দ্বীপ এর অপর নাম কি?  
  • 18. বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
  • 19.  সিরাজগঞ্জ শহর কোন নদীর তীরে অবস্থিত?
  • 20. নিচের কোনটি আপদ (Hazard) এর প্রত্যক্ষ প্রভাব?
  • ∎‘‘আপদ (Hazard) ’’ অর্থ এমন কোন অস্বাভাবিক ঘটনা যাহা প্রাকৃতিক নিয়মে, কারিগরি ত্রুটির কারণে অথবা মানুষের দ্বারা সৃষ্ট হইয়া থাকে এবং ফলস্বরূপ বিপর্যয় সংঘটনের মাধ্যমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপদ ও হুমকির মধ্যে নিপতিত করে এবং জীবিকা নির্বাহের প্রয়োজনীয় উপাদানসমূহের ভয়াবহ ও অপূরণীয় ক্ষতিসহ দুঃখ দুর্দশার সৃষ্টি করে।

    -----দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২  অনুযায়ী।

  • 21. বাংলাদেশের কৃষি কোন প্রকার?
  • ∎বাংলাদেশের কৃষি:

    বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশে শতকরা ৭৫ ভাগ লোক গ্রামে বাস করে। বাংলাদেশের গ্রাম এলাকায় ৫৯.৮৪% লোকের এবং শহর এলাকায় ১০.৮১% লোকের কৃষিখামার রয়েছে। মোট দেশজ উৎপাদন তথা জিডিপিতে কৃষিখাতের অবদান ১৯.১% এবং কৃষিখাতের মাধ্যমে ৪৮.১% মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে। ধান,পাট,তুলা,আখ,ফুল ও রেশমগুটির চাষসহ বাগান সম্প্রসারণ,মাছ চাষ,সবজি, পশুসম্পদ উন্নয়ন, মাটির উর্বরতা বৃদ্ধি,বীজ উন্নয়ন ও বিতরণ ইত্যাদি বিষয়সমূহ এ দেশের কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগসমূহের কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত।

    তথ্য-http://www.bangladesh.gov.bd

  • 22. ‘জুম ’ চাষ পদ্ধতি বাংলাদেশের কোন জেলাসমূহে দেখা যায়?
  • ∎জুম চাষ:

    জুম চাষ পাহাড়ি এলাকায় প্রচলিত এক ধরনের কৃষিপদ্ধতি। "জুম চাষ" বিশেষ শব্দে "ঝুম চাষ" নামেও পরিচিত। "ঝুম চাষ" এক ধরনের স্থানান্তরিত কৃষিপদ্ধতি। এটি মূলত: জঙ্গল কেটে পুড়িয়ে চাষ করা হয়, আবার সেই স্থানে জমির উর্বরতা কমে গেলে পূর্বের স্থান হতে কৃষি জমি স্থানান্তরিত করে অন্যত্র আবার কৃষি জমি গড়ে ওঠে। পাহাড়ের গায়ে ঢালু এলাকায় এই চাষ করা হয়। এই পদ্ধতির চাষে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ফসল উৎপাদন করা সম্ভব হয়। ‘ঝুম’ চাষ পদ্ধতি বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাসমূহে দেখা যায়.

     

  • 23. কোন অঞ্চল কে ৩৬০ আউলিয়ার দেশ বলে?
  • সিলেটকে ৩৬০ আউলিয়ার দেশ বলে.

  • 24. বাংলাদেশের উপর দিয়ে কোন ভৌগোলিক গুরুত্বপূর্ন রেখা অতিক্রম করেছে?
  • 25. বাংলাদেশের মোট আয়তনের কতভাগ বনভূমি আছে?
  • পরিবেশ বিশেষজ্ঞদের মত অনুসারে যে কোনো দেশের ভারসাম্য রক্ষার জন্য মোট ভূমির ২৫% বনভূমি থাকা অবশ্যক। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বন অধিগুরের তথ্য মতে, বর্তমানে বাংলাদেশে বনভূমির পরিমাণ মোট আয়তনের ১৭.৬২% (প্রায়) / FAO-এর মতে বাংলাদেশে বনভূমি রয়েছে মোট ভূমির ১০% (প্রায়)।
  • 26. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
  • 27. প্রাচীন চন্দ্ৰদ্বীপ’-এর বর্তমান নাম কি?
  • 28. তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত?

today's words

Current World

  • What is the number of current U.S. Congress which is established on January 3, 2021?

    Ans: 117th

     

  • Joe Biden is current and 46th U.S. President, What number he stands as Democratic President in the history of U.S.?

    Ans: 16th

  • Donald Trump was________ president of Republican party.

    Ans: 19th

  • View All

Blog Category

Features

  • বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, পিএসসিসহ সব ধরনের MCQ প্রশ্ন এবং সমাধান,
  • অধ্যায় অনুযায়ী অনুশীলন,
  • ইংরেজি এবং গণিত এর জন্য সহজ কৌশল,
  • অসংখ্য মডেল পরীক্ষা,
  • পরীক্ষার পর্যালোচনা,
  • সাম্প্রতিক বিষয় নিয়মিত আপডেট,
  • প্রতিদিন পাঁচটি করে vocabulary (Meaning, Synonyms, Antonyms, Example সহ )।
6849

Students

79846

Questions

150

Model Test