আপনার কাছে যদি মনে হয় প্রশ্নটি অধ্যায় অনুযায়ী সঠিক নয় তাহলে সঠিক অধ্যায় ও প্রশ্নটি অথবা কোন প্রকার ভুল থাকলে আমাদের কে জানান ইমেইল করে kabirdepart@gmail.com

জ্যোতির্বিজ্ঞান

Correct :

Wrong :

  • 1. পৃথিবী মহাকাশের একটি-
  • 2. যখন সূর্য ও পৃথিবীর মধ্য চাঁদ অবস্থান করে তখন হয়-
  • 3. চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন?
  • 4. প্রবল জোয়ারের কারণ, এ সময়-
  • 5. আকাশে রংধনু সৃষ্টির কারণ-
  • 6. ১ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যর  জন্য সময়ের পার্থক্য কত মিনিট?
  • 7. কোন নভোচারী সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করেন?
  • 8. গর্জনশীল চল্লিশার অবস্থান কোথায়?
  • 9. বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়-  
  • বায়ুমন্ডলের ওজোন স্তরের উপরে প্রায় ২২ মেইল পর্যন্ত বিস্তৃত যে স্তর সেটিই আয়ন স্তর নামে পরিচিত।

  • 10. জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়?
  • জোয়ারের ৬ ঘণ্টা ১৩ মি. সময় পর ভাটার সৃষ্টি হয়.

  • 11. সূর্যপৃষ্ঠের উত্তাপ কত?
  • সূর্যপৃষ্ঠের উত্তাপ: ৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড

  • 12. পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?
  • ∎পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ---আলিবার্ড হল।

  • 13. গ্যালিলিও কী?
  • 14. এই শতাব্দীর সবচেয়ে উজ্জল ধূমকেতু কোনটি?
  • হেল-বপ ধূমকেতু (Comet Hale-Bopp, সম্ভবত বিংশ শতাব্দীর সবচেয়ে বেশি পর্যবেক্ষণকৃত ধূমকেতু। এটি বহু দশক ধরে আকাশের উজ্জ্বলতম ধূমকেতু হিসেবে বিরাজ করেছিল। ১৮ মাস ধরে এটিকে খালি চোখে দৃশ্যমান ছিল, যা একটি রেকর্ড।

  • 15. কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়?
  • ∎হ্যালির ধূমকেতু:

    হ্যালির ধূমকেতু (Halley's Comet), প্রতি ৭৫-৭৬ বছর পরপর পৃথিবীর আকাশে দৃশ্যমান হয়ে উঠা একটি ধূমকেতু। বিখ্যাত ইংরেজি জ্যোতির্বিজ্ঞানী এডমান্ড হ্যালির নামানুসারে এর নামকরণ করা হয়েছে। এর অফিসিয়াল ডেসিগনেশন হচ্ছে ১পি/হ্যালি। মাঝে মাঝে একে "কমেট হ্যালি" তথা "ধূমকেতু হ্যালি" নামে ডাকতে দেখা যায়। প্রতি শতাব্দীতেই আকাশে কোন কোন তারা অনেক উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে উঠে। এর অনেকগুলোই আবার দীর্ঘ সময় ধরে দৃশ্যমান থাকে। কিন্তু হ্যালির ধূমকেতু একমাত্র স্বল্পমেয়াদী ধূমকেতু যা খালি চোখেও স্পষ্ট দেখা যায়। সে হিসেবে এটি খালি চোখে দৃশ্যমান একমাত্র ধূমকেতু যা একজন মানুষের জীবদ্দশায় দুইবার দেখা দিতে পারে। ১৯৮৬ সালে সৌর জগৎতের অভ্যন্তরভাগে এই ধূমকেতুকে শেষবারের মত দেখা গিয়েছিল। ২০৬১ সালে এটি আবার পৃথিবীর আকাশে দেখা দেবে।

  • 16. ইউরি গ্যাগারিন মহাশুন্যে যান –
  • ∎Yuri Gagarin:

    Yuri Alekseyevich Gagarin was a Russian Soviet pilot and cosmonaut. He was the first human to journey into outer space, when his Vostok spacecraft completed an orbit of the Earth on 12 April 1961.

  • 17. Lunar eclipse occurs on -
  • ∎A full moon is the lunar phase that occurs when the Moon is completely illuminated as seen from the Earth. This occurs when the moon is in opposition to the Sun (when it is on the opposite side of the Earth from the Sun; more precisely, when the ecliptic longitudes of the Sun and Moon differ by 180 degrees).

  • 18. ধূমকেতু শুমেকার লেভী ৯-এর প্রথম ভাঙ্গা টুকরাটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে?   
  • 19. Hubble Telescope এর ত্রুটি সংশোধনের জন্য নভচারীগনকে মহাশূন্যে কোন নভোযানে প্রেরন করা হয়েছিল?   
  • 20. মঙ্গলগ্রহে অবতরণ করা খেয়াযানটির নাম কি ?
  • 21. পাথ পাইন্ডার কি ?
  • 22. চন্দ্রপৃষ্ঠে মানুষের প্রথম অবতরন কোন সালে ?
  • 23. মঙ্গলগ্রহে প্রেরিত নভোযানের নাম -
  • 24. নাসা কোন দেশের গবেষনা সংস্থা ?
  • 25. কোন নভোচারী সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিন করেন ?
  • 26. প্রথম কৃত্তিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশ ?
  • 27. মহাশূন্যের প্রথম নভোচারী একজন -
  • 28. কোন সনে প্রথম নভোযান আকাশে পাঠানো হয় ?
  • 29. স্পুটনিক -১ ভূ-উপগ্রহ কখন কক্ষপথে সাফল্যজনকভাবে নিক্ষেপ করা হয় ?
  • 30. বাংলাদেশে যখন সকাল ৯ টা পাকিস্তানে তখন-
  • 31. গ্রীনিচ সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্টা আগে ?
  • 32. ১৫ দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান কত ?
  • 33. ঢাকায় যখন দুপুর ১২ টা তখন এর থেকে ২০ দ্রাঘিমাংশ পশ্চিমে অবস্থিত কোন স্থানের সময় কত ?  
  • 34. কোন স্থানের সময় ৩ টা হলে তার ১০ পূর্বের সময় হবে-
  • 35. কোন স্থানে সূর্য যখন মাথার উপরে থাকে তখন ঐ স্থানের সময় কত ধরা হয় ?
  • 36. দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত মিনিট ?
  • 37. দুটি স্থানে দ্রাঘিমার পার্থক্য কত হলে স্থান দুটির মধ্যকার সময়ের পার্থক্য ১ ঘন্টা হবে ?                                                                        
  • 38. কোন স্থানের সময় দুপুর ১২ টা হলে, তার ৫ পশ্চিমের স্থানে সময় হবে-
  • 39. ১৫ দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান কত ?
  • 40. কোন স্থানের সময় সকাল ১১ টা হলে তার পশ্চিমের ৬ ডিগ্রি স্থানে সময় হবে-
  • 41. আকাশে সূর্যের অবস্থান হতে যে সময় স্থির করা হয় তাকে বলে -
  • 42. কোন দিনে সূর্য সুমেরুর দিকে সবচেয়ে বেশি ঝুঁকে থাকে -
  • 43. কোন তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট এবং উত্তর গোলার্ধে এর বিপরীত অবস্থা বিরাজ করে ?
  • 44. কোন তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় ও রাত্রি সবচেয়ে ছোট এবং দক্ষিন গোলার্ধে উহার বিপরীত অবস্থা বিরাজ করে ?
  • 45. মেরু দিবসের সংখ্যা একটানা কতদিন ?
  • 46. Longest Day কোনটি ?
  • 47. বাংলাদেশে বছরের কোন মাসে দিন সবচেয়ে বড় হয় ?
  • 48. দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে ছোট হয় -
  • 49. দিবা ও রাত্রি পরস্পর সমান, এরুপ দিন বছরে কতবার আসে ?
  • 50. পৃথিবীতে দিবারাত্রি সর্বত্র সমান হয়-
  • 51. ভূ-পৃষ্ঠের দিনরাত্রি সমান হয়-
  • 52. পৃথিবীর দক্ষিন গোলার্ধে দিন সবচেয়ে বড় হয়
  • 53. সবচেয়ে ছোট দিন হয় -
  • 54. অনুসূর হল পৃথিবী ও সূর্যের সর্বাধিক দূরত্বে অবস্থান । অনুসূর কখন হয় ?  
  • 55. অনুসূর হল সূর্য ও পৃথিবীর নিকটতম দূরত্বে অবস্থান । অনুসূর কখন হয় ?  
  • 56. পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে -
  • 57. Is the earth moving or stationary ?
  • 58. পৃথিবীর আহ্নিক গতির ফলে সৃষ্টি হয়-
  • 59. কোনটি না থাকলে পৃথিবীর অর্ধাংশে চিরকাল দিন এবং বিপরীত অর্ধাংশে চিরকাল রাত রাত থাকত ?
  • 60. কোন রেখা অতিক্রম করলে একদিন যোগ বিয়োগ করতে হয় ?
  • 61. আন্তর্জাতিক তারিখ রেখা সম্পর্কে যে তথ্যটি সত্যি নয়-
  • 62. কোন রেখা অতিক্রম করলে দিন ও তারিখের পরিবর্তন হয় ?
  • 63. ৯০ ডিগ্রি দ্রাঘিমা রেখা কোন দেশটির প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে ?  
  • 64. পৃথিবীকে উত্তর দক্ষিনে সমদ্বিখন্ডিত করেছে কোন রেখা ?
  • 65. কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চল হচ্ছে -
  • 66. নিচের কোনটি বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে ?
  • 67. বাংলাদেশ কোনটির উপর অবস্থিত ?
  • 68. এশিয়ার দক্ষিনভাগ দিয়ে গিয়েছে -
  • 69. প্রতিপাদ স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য
  • 70. ঢাকার প্রতিপাদ স্থান কোথায় ?  
  • 71. গ্রীনিচের উপর মূল মধ্যরেখা স্থির করা হয়েছে কোন সালে ?
  • 72. গ্রীনউইচ যে দেশে অবস্থিত তার নাম -  
  • 73. সমুদ্রের দ্রাঘিমা নির্ণয়ের যন্ত্রের নাম কি ?
  • ক্রনোমিটার দিয়ে নাবিকগণ সমুদ্রের দ্রাঘিমা নির্ণয় করতেন।
    কিন্তু ক্রনোমিটার দিয়ে সূক্ষ্ম সময় পরিমাপ করা হয়।
    সেক্সট্যান্ট দিয়ে অক্ষাংশ নির্ণয় করা হয়।
    কম্পাস দিক নির্দেশক।
    সিস্মোগ্রাফ ভূমিকম্পন এর মাত্রা পরিমাপক।

  • 74. মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে কোন স্থানের কৌনিক দুরত্বকে ঐ স্থানের কি বলে ?
  • 75. দ্রাঘিমা রেখাগুলো -
  • 76. কোন কাল্পনিক রেখা থেকে অক্ষাংশ গননা করা হয় ?
  • 77. গুরুবৃত্ত বা মহাবৃত্ত হচ্ছে -
  • 78. মেরুরেখা বা অক্ষের দক্ষিন প্রান্তবিন্দুকে বলা হয় -
  • 79. পৃথিবীর মেরু প্রদেশ চাপা হয়রছে কেন ?
  • 80. পৃথিবীর আকার গোল - এই ধারনা প্রথম কার ?
  • 81. পৃথিবীর আনুমানিক বয়স -
  • 82. পৃথিবীর উত্তর-দক্ষিনের ব্যাস কত ?
  • 83. পৃথিবীর পরিধি -
  • 84. পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে -
  • 85. পৃথিবীর ব্যাসার্ধ কত ?
  • 86. পৃথিবী প্রকৃতপক্ষে একটি -
  • 87. পৃথিবীর পরিধি হচ্ছে-
  • 88. কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি ? 
  • 89. কোন গ্রহকে গ্রহরাজ বলা হয় ?
  • 90. সৌরজগতের সবচেয়ে বড় গ্রন্থ কোনটি ?
  • 91. সবচেয়ে বড় উপগ্রহ কোনটি ?
  • 92. শান্ত সমুদ্র (Sea of Tranquillity) অবস্থিত-  
  • 93. পৃথিবী সূর্যের চারদিকে কত মাইল বেগে ঘোরে ?
  • 94. আমাদের গ্যালাক্সিতে সূর্যের চারদিকে পৃথিবীর গতিবেগ প্রতি সেকেন্ডে -
  • 95. পৃথিবী মহাকাশের একটি?
  • 96. পৃথিবী সৌরজগতের কত নম্বর গ্রহ ?
  • 97. পৃথিবী সৌরজগতের একটি-
  • 98. পৃথিবী থেকে সূর্যের দুরুত্ব হলো-
  • 99. পৃথিবী হতে চাঁদের দুরত্ব গড়ে কত মাইল ?
  • 100. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি ?
  • 101. শুক্রগ্রহের অপর নাম কি ?  
  • 102. শুকতারা একটি -  
  • 103. সৌরজগতের কোন গ্রহের সূর্যকে প্রদক্ষিন করতে সবচেয়ে কম সময় লাগে ?
  • 104. কোন গ্রহের কোন চাঁদ নেই ?
  • 105. সূর্যের নিকটতম গ্রহ কোনটি ?
  • 106. সৌরজগতের দ্রুততম গ্রহ হল -
  • 107. পৃথিবীর আয়তনের তুলনায় সূর্যের আয়তন মোটামুটি কত গুন?
  • 108. সূর্য হতে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে ?
  • 109. কোনটি অপ্র তিনটি থেকে আলাদা ?
  • 110. সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে -
  • 111. আলোর গতি ১,৮৬,০০০ মাইল প্রতি-
  • 112. বায়ুর তাপের প্রধান উৎস কি ?
  • 113. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষন সময় লাগে ?
  • 114. সূর্য চন্দ্র অপেক্ষা কতগুন বড় ?
  • 115. সূর্য থেকে আলো আসা হঠাৎ বন্ধ হলে আমরা কতক্ষন পর উহা অনুভব করতে পারি ?
  • 116. সূর্যের মধ্যে কোন মৌলিক গ্যাস বেশি রয়েছে ?  
  • 117. সূর্যপৃষ্ঠের উত্তাপ কত ?
  • 118. উল্কা ও কসমিক কনার সন্ধান পাওয়া গিয়েছে -
  • 119. উল্কা বৃষ্টি কি ?
  • 120. মহাশূন্য থেকে আগত রশ্নি বা কণাকে কি বলে ?
  • 121. সর্বশেষ হ্যালির ধুমকেতু দেখা গিয়েছিল কবে ?
  • 122. হেল-বপ ধুমকেতু আবিষ্কৃত হয় -
  • 123. হ্যালির ধূমকেতুটি আবার কত সালে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে ?
  • 124. আমাদের জীবন প্রবাহের তৃতীয় অবস্থা কোনটি ?
  • 125. কসমিক ইয়ার বলতে কি বুঝায় ?
  • 126. যে নিউট্রন তারকা রেডিও তরঙ্গ বিকিরন করে তাকে বলে -
  • 127. শীতের সন্ধ্যারাত্রে পূর্ব আকাশে মনুষ্য আকৃতির একটি নক্ষত্রমন্ডল দেখা যায় । একে কি বলে ?  
  • 128. ধ্রুবতারা কোন গোলার্ধে দেখা যায় ?  
  • 129. Milky Way একটি -
  • 130. সপ্তর্ষিমন্ডল আকাশে কিসের মত দেখায় ?
  • 131. সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
  • 132. গ্যালাক্সির ক্ষুদ্র অংশ যে নামে পরিচিত তা হল-
  • 133. জ্যোতিষ্ক কত প্রকার?
  • 134. গ্যালাক্সীর কেন্দ্রীভূত অংশের চতুর্দিকে আবর্তন সপন্ন করতে সূর্যের কত বছর সময় লাগে ?
  • 135. টলেমি কি ছিলেন?
  • ক্লডিয়াস টলেমিয়াস (Claudius Ptolemy) । যিনি টলেমি নামে সমাধিক পরিচিত, একজন গ্রিক গণিতবিদ, ভূগোলবিদ, জ্যোতির্বিদ, ও জ্যোতিষ।। তিনি রোম-শাসিত মিশরের ইজিপ্টাস নামক প্রদেশের অধিবাসী ছিলেন।

  • 136. বিজ্ঞানী হাবল মহাবিশ্ব সম্পর্কে বলেন-
  • 137. বিগ ব্যাং তত্ত্বের ব্যাখ্যা কে উপস্থাপন করেন ?
  • 138. A Brief History of times গ্রন্থের লেখক কে ?

today's words

Current World

  • What is the number of current U.S. Congress which is established on January 3, 2021?

    Ans: 117th

     

  • Joe Biden is current and 46th U.S. President, What number he stands as Democratic President in the history of U.S.?

    Ans: 16th

  • Donald Trump was________ president of Republican party.

    Ans: 19th

  • View All

Blog Category

Features

  • বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, পিএসসিসহ সব ধরনের MCQ প্রশ্ন এবং সমাধান,
  • অধ্যায় অনুযায়ী অনুশীলন,
  • ইংরেজি এবং গণিত এর জন্য সহজ কৌশল,
  • অসংখ্য মডেল পরীক্ষা,
  • পরীক্ষার পর্যালোচনা,
  • সাম্প্রতিক বিষয় নিয়মিত আপডেট,
  • প্রতিদিন পাঁচটি করে vocabulary (Meaning, Synonyms, Antonyms, Example সহ )।
6871

Students

79846

Questions

150

Model Test