আপনার কাছে যদি মনে হয় প্রশ্নটি অধ্যায় অনুযায়ী সঠিক নয় তাহলে সঠিক অধ্যায় ও প্রশ্নটি অথবা কোন প্রকার ভুল থাকলে আমাদের কে জানান ইমেইল করে kabirdepart@gmail.com

বাংলাদেশের সংবিধান

Correct :

Wrong :

  • 1. সর্বস্তরে নারীপুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বাংলাদেশের কোন সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
  • বাংলাদেশের সংবিধান নারীর অধিকারের প্রতি এক অসাধারণ স্বীকৃতি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের নাগরিক হিসেবে নারী-পুরুষে বৈষম্য করার কোনও সুযোগ নেই।

    – সংবিধানের ২৭ অনুচ্ছেদে আছে, ‘ সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী’।
    – সংবিধানের ২৮ (১) অনুচ্ছেদে আছে, ‘কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষভেদে বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবে না’।

    – সংবিধানের ২৮ (২) অনুচ্ছেদে আছে, ‘ রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন’।

    – সংবিধানের ২৮ (৩) অনুচ্ছেদে আছে, ‘ কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী- পুরুষভেদে বা জন্মস্থানের কারণে জনসাধারণের কোন বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোন নাগরিককে কোনরূপ অক্ষমতা, বাধ্যবাধকতা, বাধা বা শর্তের অধীন করা যাবে না’।

    – সংবিধানের ২৮(৪) অনুচ্ছেদে উল্লেখ আছে যে, ‘নারী ও শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যেকোন অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোন কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না’।

    – সংবিধানের ২৯ (১) অনুচ্ছেদে আছে, ‘ প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সমান সুযোগের সমতা থাকবে’।

    – সংবিধানের ২৯ (৩) অনুচ্ছেদে আছে, ‘ কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ নারীপুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিক প্রজাতন্ত্রের কর্মের নিয়োগ বা পদলাভের অযোগ্য হইবেন না কিংবা সেই ক্ষেত্রে তাহার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে না।- – সংবিধানের ৬৫(৩) অনুচ্ছেদে নারীর জন্য জাতীয় সংসদে ৪৫টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। ৯ অনুচ্ছেদের অধীনে স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠান সমূহের উন্নয়নে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে।

  • 2. বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা-
  • 3. সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে-
  • 4. কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
  • ∎আমার সোনার বাংলা গানটি ১৯৭১ খ্রিস্টাব্দে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এ গানের রচয়িতা ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গানটি রচিত হয়েছিল। ১২ জানুয়ারি, ১৯৭২ তারিখে মন্ত্রীসভার প্রথম বৈঠকে এ গানটির প্রথম দশ লাইন সদ্যগঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের জাতীয়সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কেবল প্রথম চার লাইন বাজানো হয়।

  • 5. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?
  • ∎সংবিধানের পঞ্চদশ সংশোধনী:

    উত্থাপনকারী- ব্যারিস্টার শফিক আহমেদ সংসদে গৃহীত- ৩০ জুন, ২০১১

    রাষ্ট্রপতি কর্তৃক স্বাক্ষর- ৩ জুলাই, ২০১১

    ∎সংশোধনীসমূহ:

    ৭২-র সংবিধানের চার মূলনীতি পুনর্বহাল (জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা), তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ, রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন, অবৈধ ক্ষমতা দখলকারীদের সর্বোচ্চ শাস্তি, রাষ্ট্রধর্ম ইসলাম ও বিসমিল্লাহ বহাল, অন্যান্য ধর্মের সমমর্যাদা, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বহাল, শক্তিশালী নির্বাচন কমিশন, জাতির পিতা, ৭ মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র যুক্তকরণ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতি, পরিবেশ সংরক্ষণ ও সুযোগের সমতা, সংরক্ষিত নারী আসন বৃদ্ধি (বর্তমানে- ৫০টি; পূর্বে ছিল- ৪৫টি), মৌলিক বিধান সংশোধন-অযোগ্য, জরুরি অবস্থার মেয়াদ নির্দিষ্টকরণ, দণ্ডিত যুদ্ধাপরাধীরা নির্বাচনে অযোগ্য.

  • 6. বাংলাদেশের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ আছে?
  • 7. বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কি ধরনের প্রতিষ্ঠান?
  • সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ= নির্বাচন কমিশন,
    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি),
    কম্পট্রোলার ও অডিটর জেনারেল (সিএজি) ইত্যাদি।

  • 8. বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির নূন্যতম বয়স কত?  
  • 9. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়?  
  • 10. বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক কে?
  • 11. সংবিধানের কোন অনুচ্ছেদে ‘রাষ্ট্র ও গনজীবনের সর্বস্তরে নারী ও পুরুষের সমান অধিকার লাভ করিবেন’ বলা আছে?
  • 12. বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?
  • ∎বাংলাদেশের সংবিধানের--

    ------------------------------

    ∎৩য় পরিচ্ছেদ: প্রশাসনিক ট্রাইব্যুনাল

    ∎অনুচ্ছেদ - ১১৭: প্রশাসনিক ট্রাইব্যুনাল সমূহ

  • 13. সংবিধানের ষোড়শ সংশোধনী সংসদে পাশ হয় কবে ?
  • 14. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগন বাংলাদেশী বলে পরিচিত হবেন?
  • 15. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগন বাংলাদেশী বলে পরিচিত হবেন?
  • 16. বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়?  
  • ∎বাংলাদেশের সংবিধানের ১৩৭ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়।

  • 17. সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন-
  • 18. বাংলাদেশের সংবিধান কয়টি ভাষায় রচিত?
  • 19. বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন?
  • 20. বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকারসমূহ বলবৎ করার জন্য কোন সংক্ষুব্ধ ব্যক্তি কোন অনুচ্ছেদ বলে আদালতে আবেদন করতে পারবে?
  • 21. বাংলাদেশের সংবিধান কোন সালের কোন মাসের কত তারিখ থেকে কার্যকর হয়?
  • 22. জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণের ও প্রদর্শনের কথা বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে?
  • 23. সংবিধানের কোন অনুচ্ছেদে নারী- পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ রয়েছে?
  • 24. বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক কে?
  • 25. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়-
  • বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের সর্বোচ্চ আইন। ১৯৭২ খ্রিস্টাব্দের ৪ঠা নভেম্বর বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান প্রণীত হয়, এবং একই সালের ১৬ই ডিসেম্বর হতে এটি কার্যকর হয়। মূল সংবিধান ইংরেজী ভাষায় রচিত। তবে ইংরেজী ও বাংলার মধ্যে অর্থগত পার্থক্য দৃশ্যমান হলে বাংলা রূপ অনুসরণীয় হবে।

  • 26. সংবিধানের কোন অনুচ্ছেদে “রাষ্ট্র ও গনজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবেন” বলা আছে?
  • সংবিধানের ২৮(২) নং অনুচ্ছেদে অনুচ্ছেদে রাষ্ট্র ও গনজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবেন” বলা আছে

  • 27. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?
  • বাংলাদেশের সংবিধানের ২৮ (৪) অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়

  • 28. প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকার কত?  
  • ∎ প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদ--৫ বছর।

  • 29. কোন আইন সংস্কার করে র‍্যাব গঠন করা হয়?
  • ∎ আর্মড পুলিশ ব্যাটালিয়ান এ্যাক্ট ,১৯৭৯---আইন সংস্কার করে র‍্যাব গঠন করা হয়.

  • 30. বাংলাদেশের সংবিধানের ২১(২) ধারায় বলা হয়েছে ?সকল সময়......... চেষ্টা করা প্রজাতন্তের কর্মে নিযুক্ত সকল ব্যক্তির কর্তব্য?
  • সংবিধান সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

  • 31. বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত সংশোধিত হয়েছে –
  • সর্বশেষ ১৬ তম সংশোধনীঃ ১৭ সেপ্টেম্বর, ২০১৪ সংসদে পাস হয়। ২২ সেপ্টেম্বর, ২০১৪ তারিখে রাস্ট্রপতি স্বাক্ষর করেন। এ সংশোধনির মাধ্যমে সংবিধানের অণুচ্ছেদ ৯৬ এর পুনস্থাপন করা হয়। (Last Updated: 2 Feb, 2015)

  • 32. বাংলাদেশ সংবিধানের ৫ম সংশোধনীর বিষয়বস্তু-
  • 33. বিশেষ ক্ষমতা আইন কোন সালে প্রনীত হয়?
  • 34. বাংলাদেশ সংবিধানের ১২তম সংশোধনীর বিষয়বস্তু-
  • 35. চিন্তা ও বিবেকের স্বধীনতার বিষয়টি আমাদের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত-
  • 36. বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কতবার সংশোধনী আনা হয়-
  • 37. বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে উত্থাপন করেন কে?
  • 38. বাংলাদেশের সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়?
  • 39. হস্তলিখিত সংবিধান প্রণয়ন কমিটির কোন ব্যক্তি স্বাক্ষর করেননি?
  • 40. সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চত করার দায়িত্ব দিয়েছেন কাকে?
  • 41. বাংলাদেশের সংবিধান কি রকম?
  • 42. বাংলাদেশের সংবিধানের অষ্টম সংশোধনী গৃহীত হয়?
  • 43. সংবিধানের শুরুতে ‌‌'বিসমিল্লাহির রাহমানির রাহিম' সংযোজন করা হয় কবে?
  • 44. আইনের দৃষ্টিতে সমতার বিধান- কত নং অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
  • 45. অষ্টম সংশোধনীর বিষয়বস্তু কি?
  • 46. কোন সংশোধনীর বিপরীতে ১৯৯১সালের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা চালু হয়?
  • 47. কোন সংশোধনীর মাধ্যমে 'ইসলামকে রাষ্ট্রধর্ম' হিসেবে ঘোষণা করা হয় ?
  • 48. বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন ব্যক্তি প্রেসিডেন্ট হতে হলে তাঁর নূন্যতম বয়স কত হবে? 
  • 49. বাংলাদেশের সংবিধানের সাথে 'স্বধীনতা ঘোষণাপত্র' কবে সংযোজন করা হয়?
  • 50. খসড়া সংবিধান গণপরিষদ কর্তৃক কোন তারিখে গৃহীত হয়?
  • 51. জরুরী ঘোষণা আদেশ প্রণীত হয় কত সালে?
  • 52. বাংলাদেশের প্রথম হস্ত লিখিত সংবিধানের মূল লেখক কে ছিল?
  • 53. বাংলাদেশের সংবিধানের রূপকার কে?
  • 54. বাংলাদেশ সংবিধানের কমিটির সদস্য সংখ্যা কত জন ছিল?
  • 55. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য কে?
  • 56. বাংলাদেশের সংবিধান অনুযায়ী জরুরী অবস্থা ঘোষণার ক্ষমতা আছে-
  • 57. বাংলাদেশের সংবিধানে ন্যায়পাল নিয়োগের কথা আছে কোন অনুচ্ছেদে?
  • 58. বাংলাদেশের প্রথম হস্ত লিখিত সংবিধানে স্বাক্ষর সহ কত পাতা ছিল?
  • 59. বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?
  • 60. বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?
  • 61. নিম্নের কোন দেশের কোন লিখিত সংবিধান নেই?
  • 62. বাংলাদেশের সংবিধারনে রাষ্ট্র পরিচালনার মূল নীতি কয়টি?
  • 63. বাংলাদেশের সংবিধান কমিটি কোন কোন দেশের সংবিধানের আলোকে সংবিধান রচনা করেন?
  • 64. হস্তলিখিত মূল সংবিধানে গণ-পরিষদের কতজন সদস্য স্বক্ষর করেন?
  • 65. সংবিধানের ব্যাখ্যায় বাংলা ও ইংরেজীর মধ্যে বিরোধ দেখা দিলে কোনটি গ্রহণ হবে?
  • 66. সংবিধান অনুযায়ী ভোটাধিকার কত বয়সে প্রয়োগ করা হয়?
  • 67. ''বাঙ্গালী'' জাতীয়তাবাদের পরিবর্তে ''বাংলাদেশি'' জাতীয়তাবাদের প্রবর্তন করা হয়?
  • 68. সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের সিদ্ধান্ত হয় যে সংশোধনীর মাধ্যমে?
  • 69. চর্তুদশ সংশোধনী জাতীয় সংসদে পাশ হয় কবে?
  • 70. চতুর্থ সংশোধনীর বিপরীত সংশোধনী বলা হয় যে সংশোধনীকে-
  • 71. বাংলাদেশের সংবিধানে কতবার সংশোধনী আনা হয়?
  • 72. বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে? 
  • 73. বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উথাপিত হয়?  
  • সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ৩৪সদস্যবিশিষ্ট একটি সংবিধান কমিটি গঠিত হয়। ড. কামাল হোসেন ছিলেন এ কমিটির প্রধান। ১৯৭২ সালের ১৭ এপ্রিল কমিটির প্রথম বৈঠকে সংবিধান সম্পর্কে দেশের বিভিন্ন সংগঠন এবং আগ্রহী ব্যক্তিগনের নিকট হতে প্রস্তাব আহবানের সিদ্ধান্ত গ্রহন করা হয়।বিভিন্ন মহল থেকে পাঠানো ৯৮টি প্রস্তাব সংবিধান কমিটি যথাযথ মূল্যায়নের পর ১০জুন বিলের আকার সংবিধানের খসড়া প্রস্তুত করেন।

    খসড়াকে ত্রুটিমুক্ত ও নিখুত করার জন্য ভারত ও ইংল্যান্ডের পার্লামেন্টের কার্যকারিতা পর্যবেক্ষণ করা হয় এবং একজন সংবিধান বিশেষজ্ঞ ব্রিটিশ নাগরিকের সাহায্য ও পরামর্শ গ্রহন করা হয়। ১২ অক্টোবর গণপরিষদে খসড়া সংবিধান উথাপিত হয়। এরপর এতে ৬৫টি সংশোধনী যুক্ত হয় এবং ৪ নভেম্বর গণপরিষদে সংবিধান বলবৎ করা হয়।

  • 74. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে?
  • 75. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল-
  • 76. সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না, কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে-
  • 77. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স-
  • 78. বাংলাদেশের সংবিধানে মােট কয়টি তফসিল আছে?
  • 79. A person who believes that laws and governments are not necessary is known as_______
  • 80. বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়ােগ দেন কে?
  • 81. নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
  • 82. বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য নূন্যতম বয়স
  • 83. প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়?
  • 84. বাংলাদেশে জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন?
  • 85. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে?
  • 86. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় -
  • গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং একই বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বলবৎ হয়। সংবিধানে এগারোটি ভাগ ও চারটি সিডিউলে বিন্যস্ত মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।

  • 87. সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে-
  • বাংলাদেশ সংবিধানের নবম ভাগে রয়েছে বাংলাদেশের কর্মবিভাগ। এর ২য় পরিচ্ছেদে রয়েছে সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠা যা সংবিধানের ১৩৭ অনুচ্ছেদ: “ আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাইবে এবং একজন সভাপতিকে ও আইনের দ্বারা যেরূপ নির্ধারিত হইবে, সেইরূপ অন্যান্য সদস্যকে লইয়া প্রত্যেক কমিশন গঠিত হইবে। ”


today's words

Current World

  • What is the number of current U.S. Congress which is established on January 3, 2021?

    Ans: 117th

     

  • Joe Biden is current and 46th U.S. President, What number he stands as Democratic President in the history of U.S.?

    Ans: 16th

  • Donald Trump was________ president of Republican party.

    Ans: 19th

  • View All

Blog Category

Features

  • বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, পিএসসিসহ সব ধরনের MCQ প্রশ্ন এবং সমাধান,
  • অধ্যায় অনুযায়ী অনুশীলন,
  • ইংরেজি এবং গণিত এর জন্য সহজ কৌশল,
  • অসংখ্য মডেল পরীক্ষা,
  • পরীক্ষার পর্যালোচনা,
  • সাম্প্রতিক বিষয় নিয়মিত আপডেট,
  • প্রতিদিন পাঁচটি করে vocabulary (Meaning, Synonyms, Antonyms, Example সহ )।
6847

Students

79846

Questions

150

Model Test