1. হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের মূলত কি হিসেবে পরিচিত?
হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর, ১৯৪৮ — ১৯ জুলাই, ২০১২) বিংশ শতাব্দীর বাঙালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক গণ্য করা হয়। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার।
2. কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?
3. সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন?
ব্রাহ্ম ধর্মের অনুসারী ভাই গিরীশচন্দ্র সেন সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ করেন। তিনি ১৯০০ সালে কুরআন শরীফের পুর্ণাঙ্গ বঙ্গানুবাদ সমাপ্ত করেন।
4. বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসেবে খ্যাত?
বাংলা ভাষায় যারা আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন, তাদের মধ্য ৫ জন প্রধান। আধুনিক কবিতার সূচনা-বছর হিসেবে ১৯২৫-কে চিহ্নিত করা হয়। বিশের দশকের দ্বিতীয়ার্ধে হয়েছে আধুনিক কবিতার সূচনা; আর ত্রিশের দশকে ঘটেছে বিকাশ ও প্রতিষ্ঠা। বুদ্ধদেব বসু ৩০ দশকের কবি হিসেবে খ্যাত। তিনি আধুনিক কবিদের মধ্য সবচেয়ে গীতিময় ও আবেগপ্রবণ।
5. বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে ড. মুহম্মদ শহীদুল্লাহ এর মত-
6. বাংলা একাডেমী কোন বছর প্রতিষ্ঠিত হয় ?
7. সনেটের কটি অংশ ?
বাংলা সাহিত্য সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। সনেটের ২টি অংশ । সনেটের বাংলা চতুর্দশপদী। সনেটের ২টি অংশ হল--অষ্টক ও ষটক।
8. কোন খ্যাতিমান লেখক যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত?
ঈশ্বরচন্দ্র গুপ্ত মূলত কবি ও সাংবাদিক। তার কবিতায় মধ্যযুগীয় ও আধুনিক ভাবধারা উভয়ই লক্ষ্য করা যায়। বাংলা সাহিত্যর মধ্য ও আধুনিক যুগের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তিনি সব্যসাচীর মতো দু'হাতে দু'দিকের নির্দেশ দিয়েছেন। তাই তিনি যুগ সন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত।
9. উনিশ শতকের গীতিকাব্য ধারার অন্যতম কবি?
বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতিকার প্রথম কবি। বাংলা সাহিত্যর আধুনিক যুগের প্রথম দিকে সফল গীতিকবিতা রচনা করার কারনে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে 'ভোরের পাখি' উপাধি দিয়েছেন। উনিশ শতকের গীতিকাব্য ধারার অন্যতম বিহারীলাল চক্রবর্তী।
10. কবি ঈশ্বরচন্দ্র গুপ্তকে 'খাঁটি বাঙালি কবি' হিসেবে অভিহিত করেছেন কে?
11. পল্লী কবি জসিমউদ্দীন সম্পর্কে কোন বাক্যটি সঠিক নয়?
12. কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়?
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালির মানস গঠনে, বাংলা ভাষা ও সাহিত্য বিকাশে এবং মূল্যবোধ সৃষ্টিতে কালজয়ী ভুমিকা রেখে গেছেন। আধুনিক বাংলা ভাষার গদ্যর জনক তিনি। বিদ্যাসাগর নামেই তিনি পরিচিত। তার রচিত বেতাল পঞ্চবিংশতি গ্রন্থ প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয়।
13. ব্রাহ্মধর্মের প্রতিষ্ঠাতা কে?
সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন, জুরির বিচার, সম্পত্তিতে স্ত্রীলোকের অধিকার,পাশ্চাত্য শিক্ষার সম্প্রসারণ প্রভৃতি ক্ষেত্রে ভারতবর্ষে তিনি পথিকৃৎ। তিনি মূলত ধর্মসংস্কার ও সমাজ চেতনার বশবর্তী হয়ে বাংলা গদ্য লিখেছিলেন। রাজা রামমোহন রায় কর্তৃক ১৮২৮ সালে ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়।
14. বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তি কাল-
বাংলা গদ্য সাহিত্যের উৎপত্তি কাল ঊনবিংশ শতাব্দী। বাংলা গদ্য সাহিত্যের নব জাগরণে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয়কুমার দত্ত প্রমুখ অগ্রণী ভূমিকা পালন করেন। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে বিশেষ অবদান রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজের।
15. ঢাকার মুসলিম সাহিত্য সমাজ-এর প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে?
১৯২৬ খ্রিস্টাব্দে ঢাকায় প্রতিষ্ঠিত হয় মুসলিম সাহিত্য সমাজ, এই সংগঠনটির মাধ্যমে 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের সূত্রপাত হয়। সংগঠনটির প্রধান লেখক ছিলেন আবদুল কাদির, কাজী আবদুল ওদুদ, আবুল হসেন, আবুল ফজল, কাজী মোতাহার হোসেন প্রমুখ।
16. ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন?
ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন--উইলিয়াম কেরি। লর্ড ওয়েলেসলি ছিলেন--প্রতিষ্ঠাতা, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এবং রামরাম বসু ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের দুজন পণ্ডিত।
Termination
Meaning: অবসান ,চরম ,পরিসমাপ্তি
Synonyms: Bound, End, Line
Antonyms: Alpha, Birth, Genesis, Launch,
Example: Termination based on social media posting doesn't block benefits.
Notorious
Meaning: কুখ্যাত , সর্বজনবিদিত
Synonyms: Discreditable, Infamous, Opprobrious
Antonyms: Honorable, Reputable, Respectable
Example: The coach is notorious for his violent outbursts.
Current World
অসমাপ্ত আত্বজীবনী’র ব্রেইল সংস্করণ প্রকাশ করে কোন মন্ত্রণালয় ?
Ans: সমাজকল্যাণ মন্ত্রণালয়
অসমাপ্ত আত্বজীবনী’র ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন করা হয় কবে ?
Ans: ৭ অক্টোবর ২০২০
বঙ্গবন্ধুর রচিত অসমাপ্ত আত্বজীবনী গ্রন্থের নামকরণ করেন কে ?