আপনার কাছে যদি মনে হয় প্রশ্নটি অধ্যায় অনুযায়ী সঠিক নয় তাহলে সঠিক অধ্যায় ও প্রশ্নটি অথবা কোন প্রকার ভুল থাকলে আমাদের কে জানান ইমেইল করে kabirdepart@gmail.com

বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ

Correct :

Wrong :

  • 1. সুন্দরবনকে ‘বিশ্ব ঐতিহ্য’ এর অংশ হিসাবে ঘোষণা করে কোন সংস্থা?
  • 2. ইরিটম কী?
  • 3. বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন করা হয়?
  • 4. বাংলাদেশের মাগুরছড়া গ্যাসক্ষেত্র কোথায় অবস্থিত?
  • 5. বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগারটি কোথায় অবস্থিত?  
  • 6. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়?  
  • 7. বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে
  • 8. বাংলাদেশে পিট (Peat) কয়লা পাওয়া যায় কোন জেলায়?  
  • বাংলাদেশে পিটের মোট মজুতের পরিমাণ ১৭ কোটি টনের বেশী। তন্মধ্যে শুধু চলনবিলেই মজুতের পরিমান প্রায় ৬.২ কোটি টন। চলনবিলের মজুতের গভীরতা ০.৫ - ৪.৭৫ মিটার, পুরুত্ব ৩.৩৫ - ৭.৬৫ মিটার, কার্বন ১৪.৮০%, ভস্ম ৪৬.১৩%, আর্দ্রতা ৮.৫৩%, উদ্বায়ী বস্ত্ত ৫৪.১৩%। তবে এই মজুত থেকে পিট উত্তোলন এখনও শুরু হয়নি। গার্হস্থ্য কাজে, ইটের ভাটায় এবং বয়লারের জ্বালানী হিসাবে পিট ব্যবহার করা হয়। আমাদের দেশে বিকল্প জ্বালানী হিসাবে পিটের সম্ভাবনা অতি উজ্জ্বল।

  • 9.  বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে  
  • বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূ-পৃষ্ঠে অথবা অন্তর্ভূ-পৃষ্ঠে (subsurface) চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে। নেত্রকোনা জেলার বিজয়পুর ও গোপালপুরে, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায়, চট্টগ্রাম জেলার হাইটগাঁও ও সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে চীনামাটির মজুত রয়েছে। এ ছাড়া দিনাজপুর জেলার মধ্যপাড়া, বড়পুকুরিয়া ও দীঘিপাড়া এবং নওগাঁ জেলার পত্নীতলাতে ভূ-পৃষ্ঠের নিকটে চীনামাটি মজুতের সন্ধান পাওয়া গিয়েছে। 

  • 10. জাতীয় পরিবেশ নীতি কবে ঘোষণা করা হয়?
  • 11. হরিপুর কেন বিখ্যাত?
  • 12. হাকালুকি হাওড় কোন জেলায় অবস্থিত?
  • 13. বাংলাদেশ প্রথম কত সালে গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়?
  • 14. মধ্যপাড়া হতে কি খনিজ উত্তোলন কর হয়?
  • 15. কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?
  • 16. বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে ---
  • 17. বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশী ব্যবহৃত হয়-
  • 18. প্রবাল দ্বীপ কোনটি
  • 19. বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?
  • 20. “অলিভ টারটল” বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?
  • 21. বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত?
  • 22. সুন্দরবন ইউনোস্কো ঘোষিত কততম ওয়ার্ল্ড হেরিটেজ?
  • 23. সাঙ্গু গ্যাসক্ষেত্রটি কোথায় অবস্থিত?
  • 24. বাংলাদেশের ২৭ তম গ্যাস ক্ষেত্রটি সম্প্রতি কোথায় আবিষ্কৃত হয়েছে?

today's words

Current World

  • What is the number of current U.S. Congress which is established on January 3, 2021?

    Ans: 117th

     

  • Joe Biden is current and 46th U.S. President, What number he stands as Democratic President in the history of U.S.?

    Ans: 16th

  • Donald Trump was________ president of Republican party.

    Ans: 19th

  • View All

Blog Category

Features

  • বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, পিএসসিসহ সব ধরনের MCQ প্রশ্ন এবং সমাধান,
  • অধ্যায় অনুযায়ী অনুশীলন,
  • ইংরেজি এবং গণিত এর জন্য সহজ কৌশল,
  • অসংখ্য মডেল পরীক্ষা,
  • পরীক্ষার পর্যালোচনা,
  • সাম্প্রতিক বিষয় নিয়মিত আপডেট,
  • প্রতিদিন পাঁচটি করে vocabulary (Meaning, Synonyms, Antonyms, Example সহ )।
6876

Students

79846

Questions

150

Model Test