আপনার কাছে যদি মনে হয় প্রশ্নটি অধ্যায় অনুযায়ী সঠিক নয় তাহলে সঠিক অধ্যায় ও প্রশ্নটি অথবা কোন প্রকার ভুল থাকলে আমাদের কে জানান ইমেইল করে kabirdepart@gmail.com

খাদ্য ও পুষ্টি

Correct :

Wrong :

  • 1. চা পাতায় কোন ভিটামিন থাকে-
  • 2. দৈনিক খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ/শৈবাল কোন রোগের প্রাদুর্ভাব কমাতে সাহায্য করবে?
  • 3. ঈষ্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে-
  • 4. নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে? 
  • ∎Trypsin is a serine protease from the PA clan superfamily, found in the digestive system of many vertebrates, where it hydrolyses proteins.

  • 5. ডিমের নরম খোসা শক্ত হয়-
  • 6. একজন অসুস্থ ব্যক্তির দৈহিক তাপমাত্রা 40°C । ডাক্তারী থার্মোমিটারে ব্যক্তিটির দৈহিক তাপমাত্রা কত?  
  • 7. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?  
  • 8. আমলকিতে কোন এসিড থাকে?
  • আমলকিতে এ্যাসকর্বিক এসিড থাকে।

  • 9. সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বির অনুপাত কত?
  • সুষম খাদ্যে শর্করা : আমিষ : চর্বির = ৪ : ১ : ১

  • 10. দুধের কোন এসিড বিদ্যমান?
  • 11. সুষম খাদ্যের উপাদান কয়টি?
  • যে খাদ্যে ভিটামিন, শর্করা, আমিষ, চর্বি, লবণ ও পানি এই ছয়টি উপাদান পরিমাণমতো ও সঠিক অনুপাতে থাকে তাকে আমরা সুষম খাবার বলি।

  • 12. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?
  • 13. সূর্যকিরণ হতে যে ভিটামিন পাওয়া যায়-
  • 14. ডালে কোন খাদ্য উপাদান বেশি থাকে?
  • 15. ডিমের সাদা অংশে কোন শ্রেণীর প্রোটিন থাকে?
  • 16. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
  • 17. কচু খেলে গলা চুলকায়, কারণ কচুতে আছে-
  • 18. এনজাইম কি দিয়ে তৈরি হয়?
  • 19. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্জিত সুগার হল-
  • 20. কচু শাকে কোন উপাদান বেশী থাকে?
  • 21. সুষম খাদ্যের উপাদান কয়টি?
  • সুষম খাদ্যের উপাদান ৬টি:

    ∎ শ্বেতসার বা শর্করা ( উৎস- চাল, গম, ভুট্টা, চিড়া, মুড়ি, চিনি, গুড়, আলু ও মূল জাতীয় অন্যান্য খাদ্য)

    ∎ আমিষ  ( উৎস - মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, মটর শুঁটি, সীমের বীচি, কাঁঠালের বীচি, বাদাম ইত্যাদি)

    ∎ স্নেহ জাতীয় খাদ্য (উৎস -তেল, ঘি, মাখন, চর্বি  ইত্যাদি)

    ∎ খাদ্যপ্রাণ বা ভিটামিন (উৎস - রঙ্গিন শাক-সব্জি ও ফল, ডিম, দুধ, কলিজা ইত্যাদি)

    ∎ খনিজ লবণ  (উৎস - রঙ্গিন শাক-সব্জি ও ফল, ডিম, দুধ, কলিজা, মাংস, ছোট মাছ ইত্যাদি)

    ∎ নিরাপদ পানি

  • 22. কিসের অভাবে ফসলের পরিপক্বতা বিলম্বত হয় ?
  • ∎সালফার:

    সালফার (Sulfur or sulphur) প্রাচীনকাল থেকে পরিচিত একটি মৌলিক পদার্থ। বৈশিষ্টপূর্ণ হলুদ রঙের কারণে একে সহজেই চেনা যায়। অজৈব এবং জৈব উভয় রসায়নে এর গুরুত্ব অপরিসীম। সালফার জীবনের জন্যে অপরিহার্য। কুড়িটি মোট অ্যামিনো অ্যাসিডের মধ্যে দুটি অ্যামিনো অ্যাসিডে সালফার আছে।

    সালফার একটি বহুযোজী অধাতব রাসায়নিক পদার্থ। এর পারমাণবিক সংখ্যা ১৬ ও চিহ্ন "S"। সালফার প্রকৃতিতে বিশুদ্ধ রূপে অথবা সালফাইড বা সালফেট রূপে পাওয়া যায়। বহু ধাতব খনিজ প্রাকৃতিতে প্রধানতঃ সালফাইড রূপে বিদ্যমান (যেমন পাইরাইট, চাল্কোপাইরাইট)।

  • 23. রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়?
  • 24. অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
  • 25. কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে?
  • ∎ভিটামিন k -- ক্ষতস্থান হতে রক্তপড়া বন্ধ করতে সাহায্য করে।

  • 26. স্যালিক এসিড-  
  • ∎টমেটোতে পাওয়া যায়---স্যালিক এসিড।

  • 27. বহুমূত্র রোগে কোন হরমনের দরকার?   
  • 28. মাশরুম একধরনের -
  • ∎মাশরুম:

    মাশরুম (Mushroom) এক ধরনের ছত্রাক এবং এদের অধিকাংশই ব্যাসিডিওমাইকোটা এবং কিছু অ্যাসকোমাইকোটার অন্তভুক্ত। অন্যান্য উদ্ভিদের ন্যায় মাশরুমের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরীর জন্য সূর্য থেকে আলোর প্রয়োজন পড়ে না। চীন, কোরিয়াসহ বিভিন্ন ইউরোপীয় দেশসমূহে কয়েক ধরনের খাদ্যোপযোগী মাশরুম রান্না করার মাধ্যমে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশেও আধুনিক খাবার হিসেবে মাশরুমের ব্যাপক বিস্তৃতি ঘটছে। যে-সকল ব্যক্তি মাশরুম সংগ্রহ করে খায়, তারা মাইকোফেজিস্টস বা 'মাশরুম খাদক' হিসেবে পরিচিত হন। মাশরুম খোঁজার প্রক্রিয়াকে সাধারণতঃ মাশরুমিং বা মাশরুম শিকারী নামে অভিহিত করা হয়।

  • 29. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?
  • ∎জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে--পানি সেচ।

  • 30. কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সর্ম্পক আছে ?
  • ∎খেসারি ডাল:

    বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্যশস্য। এর ইংরেজি নাম Grass pea বা Chikling vetch এবং বৈজ্ঞানিক নাম Lathyrus sativus L.

    এই ডালের সাথে ল্যাথারাইজম রোগের সর্ম্পক আছে।

  • 31. কোন খাদ্যে প্রোটিন বেশি ?
  • ∎মসুর ডাল:

    মসুর ডাল বাংলাদেশের অন্যতম প্রধান খাদ্যশস্য। এর ইংরেজি নাম Red lentil। এ ডালকে পানিতে সেদ্ধ করে তেল-মশলা সহযোগে রান্না করা হয় এবং রান্না করা ডাল মিশিয়ে ভাত খাওয়া হয়। মানব দেহে আমিষের প্রয়োজনীয়তার নিরিখে বলা হয়ে থাকে মসুর ডাল গরিবের জন্য গো-মাংস। মসুর ডাল দেখতে হালকা লাল বর্ণের। দানাগুলো খেসাড়ী, কলাই বা বুটের ডাল থেকে ছোট। মসুর ডাল উচ্চ আমিষসমৃদ্ধ ; ফলে মানব দেহে আমিষের অভাব পূরণ করার জন্য যথেষ্ট।

  • 32. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল -
  • ∎গ্লাইকোজেন:

    গ্লাইকোজেন হল একটি পুষ্টিজাত পলিস্যাকারাইড। এটি প্রাণীদেহের প্রধান সঞ্চিত খাদ্য উপাদান হলেও নীলাভ সবুজ শৈবাল (সায়ানোব্যাক্টেরিয়া) ও কতিপয় ছত্রাক (যেমন-ইস্ট)-এর খাদ্য উপাদান হিসেবে বিরাজ করে। গ্লাইকোজেনের মূল গাঠনিক একক হলো α-D-গ্লুকোজ। অ্যামাইলোপেকটিন এর মত এর অণু শৃঙ্খল ও শাখান্বিত। প্রতি শাখায় ১০-২০ টি গ্লুকোজ একক থাকে। হাইড্রোলাইসিস শেষে গ্লাইকোজেন হতে কেবল আলফা - D গ্লুকোজ অণু পাওয়া যায়।এর আণবিক সংকেত C6H10O5 । প্রাণিদেহে লিভার ও পেশিতে বেশি করে গ্লাইকোজেন জমা থাকে যা প্রয়োজনে গ্লুকোজ এ পরিণত হয়ে কার্বন ও শক্তি সরবরাহ করে।

  • 33. হাড় ও দাঁত কে মজবুত করে-
  • ∎ফসফরাস:

    ফসফরাস আবিষ্কৃত মৌলগুলোর মধ্যে ১৫ তম। একারনে এবং বিস্ফোরক, বিষ ও নার্ভ এজেন্ট তৈরিতে এটি ব্যবহারের কারনে একে প্রায়ই শয়তানের মৌল নামে ডাকা হয়। ফসফরাস আবিস্কারের কৃতিত্ব জার্মান আলকেমিস্ট হেনিগ ব্রান্ডকে দেয়া হয় যিনি ১৬৬৯ সালে এটি আবিস্কার করেন, যদিও অন্যান্য কেমিস্টরাও কাছাকাছি সময়ে হয়ত ফসফরাস আবিস্কার করে থাকতে পারেন। ব্রান্ড মূত্র নিয়ে পরিক্ষা-নিরীক্ষা করছিলেন যাতে বেশ কিছু পরিমান দ্রবীভুত বিপাকীয় ফসফেট ছিল। হামবুর্গে কাজ করার সময়, ব্রান্ড মুত্রকে পাতন করে কিছু লবন তৈরির মাধ্যমে পৌরানিক কাহিনীর ফিলসফার স্টোন তৈরির চেষ্টা করছিলেন, কিন্তু পরিবর্তে এমন একটি পদার্থ পেলেন যা অন্ধকারে জ্বলে আর চমৎকার ভাবে পোড়ে। এই পদার্থের নাম দেয়া হল ফসফরাস মিরাবিলিস বা অলৌকিক আলোর ধারক।

  • 34. সুষম খাদ্যের উপাদান কয়টি?
  •  ∎সুষম খাদ্য:

    যে খাদ্যে ভিটামিন, শর্করা, আমিষ, চর্বি, লবণ ও পানি এই ছয়টি উপাদান পরিমাণমতো ও সঠিক অনুপাতে থাকে তাকে আমরা সুষম খাবার বলি। আমরা জানি সুষম খাদ্যে ৬টি উপাদান থাকে ।

    (১) আমিষ বা প্রোটিনঃ প্রোটিন, শ্বেতসার আর স্নেহ পদার্থ আমাদের শরীরের বৃদ্ধি ও বিকাশের জন্য অবশ্য প্রয়োজনীয় এবং এরা আমাদের শরীরের শক্তি বৃদ্ধি করে থাকে। বাজারে ওষুধ আকারে বিভিন্ন খনিজ লবণ সমৃদ্ধ ও ভিটামিন ওষুধ কিনতে পাওয়া যায়। তবে আমাদের দেশীয় বিভিন্ন ফল ও শাকসবজি গ্রহণের মাধ্যমে এসব ভিটামিন ও খনিজ লবণ অতি সহজে, সুলভ মূল্যে গ্রহণ করাই বাঞ্ছনীয়। কারণ শাকসবজি ও ফলমূল সরাসরি গ্রহণ করলে শরীরের পুষ্টি ও উপকারিতা বেশি পাওয়া যায়।

    (২) শর্করা বা শ্বেতসারঃ শ্বেতসার বা শর্করা জাতীয় খাবার গুলো হচ্ছে চাল, আটা, ময়দা,আলু, গুড়, চিনি ইত্যাদি ।

    (৩) স্নেহ বা তেলজাতীয় খাদ্য: ঘি, মাখন, তেল, চর্বি ইত্যাদি চর্বি বা স্নেহজাতীয় খাবার ।

    (৪) ভিটামিন: আমাদের শরীরের স্বাভাবিক সুস্থতা রক্ষায় প্রয়োজন ভিটামিন। এই ভিটামিন আবার এ, বি, সি, ডি, কে এবং ই ইত্যাদি নামে পরিচিত। আর এসব ভিটামিন আমরা সহজেই সারাসরি গ্রহণ করতে পারি বিভিন্ন ফলমূল, শাকসবজি ও বিভিন্ন সুগন্ধি মসলাজাতীয় দ্রব্যের মাধ্যমে। দেশী ফলে এসব ভিটামিন প্রচুর রয়েছে। সাধারণ দেশীয় ফল, যেমন- কলা, পেঁপে, পেয়ারা, বেল, আম, জাম, কাঁঠাল প্রভৃতি বিটামিন সমৃদ্ধ ফল।

    (৫) খনিজ লবণ: ক্যালসিয়াম সর্বাধিক পরিচিত ও গুরুত্বপূর্ণ একটি খনিজ লবণ। ক্যালসিয়াম আমাদের হাড় ও দাঁতের গঠন মজবুত ও শক্তিশালী করে, ক্ষয়রোধ করে এবং আর্থ্রারাইটিস, বাতজাতীয় রোগের সাথে লড়াই করে। গর্ভবতী ও প্রসূতি মায়ের রক্তশূন্যতা বা এনিমিয়া দূর করার জন্য আয়রন আর একলামশিয়া বা খিচুনি প্রতিরোধের জন্য ক্যালসিয়ামের অবদান অনস্বীকার্য। এছাড়াও আয়োডিন গলগণ্ড, দুর্বলতা, স্তন ক্যান্সারসহ বিভিন্ন রোগ প্রতিরোধ করে থাকে। কডলিভার অয়েল, বিভিন্ন সামুদ্রিক মাছ, আয়োডিন মিশ্রিত খাবার লবণ হতে খুব সহজেই আয়োডিন পাওয়া যায়। কডলিভার অয়েলে আয়োডিন ছাড়াও আছে একটি মূল্যবান উপাদান ভিটামিন ‘এ’ যা অন্ধত্ব ও রাতকানা প্রতিরোধ করে। এ ছাড়া আরো আছে ক্যালসিয়াম, যা শিশুদের হাড় ও দাঁত মজবুত করে।

    (৬) পানি: সব খাদ্যে কমবেশি পানি থাকে। খাদ্য গ্রহণ, পরিপাক ও শোষণ করতে পানির প্রয়োজন। পানি রক্ত তরল রাখে এবং মলমূত্রের সাথে দূষিত পদার্থ দেহ থেকে বের করে দেয়। মানুষের দেহের প্রায় দুই-তৃতীয়াংশ পানি। পানির অভাবে হজমে সমস্যা ও কোষ্ঠকাঠিন্য দেখা দেয়।

  • 35. ইউরিয়া থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান প্রহণ করে ?
  •  ∎ইউরিয়া:

    ইউরিয়া (Urea) বা কার্ব্যামাইড (Carbamide) একটি জৈব যৌগ যার রাসায়নিক সংকেত (NH2)2CO। ইউরিয়ার অণুতে দুইটি অ্যামাইন (-NH2) অবশেষ একটি কার্বনিল (-CO-) ফাংশনাল গ্রুপ দ্বারা সংযুক্ত হয়েছে।

    পশুসমূহের দেহে নাইট্রোজেনবিশিষ্ট যৌগসমূহের বিপাক প্রক্রিয়াতে ইউরিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্তন্যপায়ী প্রাণীদের মূত্রে নাইট্রোজেনধারী যৌগের মধ্যে ইউরিয়া প্রধান। ইউরিয়া কঠিন, বর্ণহীন, গন্ধহীন, ক্ষারধর্মী নয়, অম্লধর্মী নয়, পানিতে অতি সহজে দ্রাব্য এবং তুলনামূলকভাবে অবিষাক্ত। এ কারণে নাইট্রোজেনের উৎস হিসেবে এটিকে ব্যাপকভাবে সারে ব্যবহার করা হয়। এছাড়া রাসায়নিক শিল্পে ইউরিয়াকে একটি গুরুত্বপূর্ণ ফিডস্টক (feedstock) হিসেবে ব্যবহার করা হয়।
    জার্মান রসায়নবিদ ফ্রিডরিশ ভোলার ১৮২৮ সালে প্রথম অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ ইউরিয়া সংশ্লেষণের পদ্ধতি আবিষ্কার করেন। তাঁর এই আবিষ্কার গোটা রসায়নের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে গণ্য করা হয়।

  • 36. Natural protein-এর কোড নাম- 
  • 37. বাংলাদেশের অতি পরিচিত খাদ্য গোলআলু।এই খাদ্য আমাদের দেশে আনা হয়েছিল- 
  • 38. ভিটামিন-ই এর কাজ কি ?
  • 39. কোন আলোকরশ্মি ত্বকে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে ?  
  • 40. ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় ?
  • 41. হাড় ও দাঁত তৈরির জন্য কোন  ভিটামিন প্রয়োজন ?
  • 42. সূর্যের আলো থেকে আমরা কোন  ভিটামিন পাই ?
  • 43. নিচের কোন  ভিটামিন পানিতে দ্রবনীয় ?
  • 44. ডিমে কোন  ভিটামিন নেই ?
  • 45. স্কার্ভি রোগের প্রতিষেধ হিসেবে ডাক্তারগন কোন ভিটামিন গ্রহণ করতে উপদেশ দেন ?
  • 46.   ভিটামিন সি এর অভাবে কি রোগ হয় ?
  • 47.   ভিটামিন সি এর অপর নাম কি ?
  • 48. সবচেয়ে বেশি ভিটামিন সি আছে নিচের কোনটিতে ?
  • 49. বাংলাদেশে  ভিটামিন সি বেশি লাভজনক ফল -
  • 50. চা পাতায় কোন ভিটামিন থাকে?
  • ∎চা পাতায় ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন থাকে.

  • 51. কোন ভিটামিনের অভাবে মুখে ও জিহ্বায় ঘা হয় ?
  • 52. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ? 
  • 53. জেমস গ্রান্টের মতে প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা ?  
  • 54. ডিমে কোন  ভিটামিন নেই ?
  • ডিমে ভিটামিন-সি নেই।
    ডিমে ভিটামিন- সি   ব্যতীত  ভিটামিন - এ , বি,   ডি এবং ই রয়েছে  ।   

today's words

Current World

  • What is the number of current U.S. Congress which is established on January 3, 2021?

    Ans: 117th

     

  • Joe Biden is current and 46th U.S. President, What number he stands as Democratic President in the history of U.S.?

    Ans: 16th

  • Donald Trump was________ president of Republican party.

    Ans: 19th

  • View All

Blog Category

Features

  • বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, পিএসসিসহ সব ধরনের MCQ প্রশ্ন এবং সমাধান,
  • অধ্যায় অনুযায়ী অনুশীলন,
  • ইংরেজি এবং গণিত এর জন্য সহজ কৌশল,
  • অসংখ্য মডেল পরীক্ষা,
  • পরীক্ষার পর্যালোচনা,
  • সাম্প্রতিক বিষয় নিয়মিত আপডেট,
  • প্রতিদিন পাঁচটি করে vocabulary (Meaning, Synonyms, Antonyms, Example সহ )।
6883

Students

79846

Questions

150

Model Test