আপনার কাছে যদি মনে হয় প্রশ্নটি অধ্যায় অনুযায়ী সঠিক নয় তাহলে সঠিক অধ্যায় ও প্রশ্নটি অথবা কোন প্রকার ভুল থাকলে আমাদের কে জানান ইমেইল করে kabirdepart@gmail.com

ছদ্মনাম ও উপাধি

Correct :

Wrong :

  • 1. ‘বনফুল’ কার ছদ্মনাম?
  • 2. সাহিত্যি সম্রাট হিসাবে কাকে অভিহিত করা হয়ঃ
  • 3. মহাকবি নন-
  • 4. শিল্পসম্মত বাংলার গদ্যরীতির জনক হিসাবে খ্যাত সাহিত্যিকের নাম:
  • 5. কোন কবিকে স্বভাব কবি নাম অভিহিত করা হয়?
  • 6. প্রবোধকুমার কোন সাহিত্যিকের প্রকৃত নাম?
  • 7. আধুনিক বাংলা কবিতার ‘ভোরে পাখি’ কে?
  • 8. বাংলা সাহিত্যের ‘দুঃখবাদী কবি’ কে?
  • 9. ‘মৈথিল কোকিল’ খ্যাত কে?  
  • 10. বাংলা গীতিকবিতার ইতিহাসে তিনি ‘বড়াল কবি’ নামে সুপরিচিত কে?
  • অক্ষয়কুমার বড়াল (১৮৬০-১৯১৯)  উনিশ শতকের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। ১৮৬০ সালে কলকাতার চোরবাগানে এক সুবর্ণবণিক পরিবারে তাঁর জন্ম। কলকাতার বিখ্যাত হেয়ার স্কুলে পাঠাভ্যাস আরম্ভ করলেও স্কুলের সীমানা তিনি অতিক্রম করতে পারেন নি। তবে প্রাতিষ্ঠানিক শিক্ষা বেশি দূর অগ্রসর না হলেও, আমৃত্যু তাঁর পাঠানুরাগ ছিল অব্যাহত। তিনি প্রকৃত অর্থেই একজন স্বশিক্ষিত মানুষ ছিলেন। পেশা হিসেবে অক্ষয়কুমার চাকরিকে বেছে নেন। স্কুল ত্যাগের পর তিনি ‘দিল্লি অ্যান্ড লন্ডন ব্যাংক’-এর হিসাব বিভাগে কর্মচারিরূপে যোগদান করেন। কয়েক বছর উক্ত পদে চাকরি করার পর তিনি ‘নর্থ ব্রিটিশ লাইফ-ইনন্স্যুরেন্স কোম্পানি’তে হিসাবসচিব পদে যোগদান করেন এবং এ পদ থেকেই অবসর গ্রহণ করেন। হেয়ার স্কুলের ছাত্র-অবস্থাতেই অক্ষয়কুমার বাংলা গীতিকবিতার প্রবর্তক বিহারীলাল চক্রবর্তীর কবিতার প্রতি আকৃষ্ট হন এবং তাঁর কাব্যপ্রেরণাতেই তিনি কবিতা রচনায় মনোনিবেশ করেন। রবীন্দ্রনাথের মতো অক্ষয়কুমার বড়ালকেও বলা

  • 11. অশোক সৈয়দ কার ছদ্ম নাম?
  • 12. হুতোমি গদ্যর লেখকের নাম কি?
  • 13. ‘দত্তকুলোদ্ভব’ কবি কে?
  • 14. বাংলা সাহিত্য ‘সাহিত্যবিশারদ’ কার উপাধি?
  • 15. মুসলিম নারী জাগরণের কবি কে?
  • 16. বাংলা কবিতায় ছন্দ রচনায় এবং ছন্দ উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন?
  • 17. ‘মজলুব আদিব’ কার ছদ্মনাম?
  • 18. ছন্দের যাদুকর কে ছিলেন?
  • 19. আধুনিক বাংলা সাহিত্যর প্রথম বিদ্রোহী কবি?
  • 20. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘বিদ্যাসাগর’ উপাধি দেয়?  
  • 21. কেরি সাহেবের মুন্সি বলা হয় কাকে?
  • 22. গীতিকাব্যে ভোরের পাখি কে?
  • 23. ‘বীরবল’ ছদ্মনামে কে লিখতেন?
  • 24. বাংলা সাহিত্যে 'ক্লাসিক কবি' কার উপাধি?
  • 25. মধ্যরাতের অশ্বারোহী বলা হতো কাকে?
  • 26. অনিকেত কার ছদ্মনাম?
  • 27. 'সুনন্দ' কার ছদ্মনাম ছিল?
  • 28. 'বনফুল' কার ছদ্মনাম ?
  • 29. অশোক সৈয়দ কার ছদ্ম নাম ?
  • 30. নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ?
  • 31. ভানুসিংহ' কার ছদ্মনাম ? 
  • 32. গীতি কাব্যে ভোরের পাখি কে?
  • 33. বাংলা সাহিত্যে কোন কবি 'স্বভাব কবি' হিসেবে পরিচিত?
  • 34. বিহারীলাল চক্রবর্তীকে 'ভোরের পাখি' উপাধি দিয়েছেন কে?
  • 35. ‘জরাসন্ধ’ কার ছদ্মনাম ?
  • 36. জননী সাহসিকা কার উপাধি?
  • 37. সাহিত্য সম্রাট কার উপাধি?
  • 38. সাহিত্য সম্রাট কার উপাধি?
  • 39. নীল লোহিত কার ছদ্মনাম--
  • 40. জরাসন্ধ' কার ছদ্মনাম? 
  • 41. সাহিত্য সম্রাট কার উপাধি?
  • 42. কারা ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেয়?
  • 43. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবী কোনটি?
  • 44. রুকুনউদ্দিন বারবকশাহ কাকে গুনরাজ উপাধি দিয়েছিলেন?
  • ইলিয়াস শাহী বংশের শাসক নাসির উদ্দিন মাহমুদ শাহের পুত্র রুকুন উদ্দিন বারবক শাহ। 

  • 45. ভানুসিংহ ঠাকুর- কার ছদ্মনাম?
  • 46. ভানুসিংহ ঠাকুর- কার ছদ্মনাম?
  • 47. 'বনফুল' কার ছদ্মনাম ?
  • 48. নিচের কোনটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের ছদ্মনাম?
  • আব্দুল করিম – সাহিত্য বিশারদ
     নীহাররঞ্জন গুপ্ত – বানভট্ট
     প্যারীচাঁদ মিত্র – টেকচাঁদ ঠাকুর
     বলাইচাঁদ মুখোপাধ্যায় -বনফুল
     বিহারীলাল চক্রবর্তী – ভোরের পাখি
     রবীন্দ্রনাথ ঠাকুর – ভানুসিংহ
     

  • 49. বীরবল' ছদ্মনামে কে লিখতেন?
  • 50. ভানুসিংহ ঠাকুর- কার ছদ্মনাম?
  • রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম--- ভানুসিংহ ঠাকুর, উপাধি---বিশ্বকবি, কবিগুরু।

  • 51. বীরবল নিম্নোক্ত লেখকের ছদ্মনাম-  
  • 52. রায়গুনাকর কার কাব্য উপাধি ?
  • 53. ভানুসিংহ কার ছদ্মনাম ?
  • 54. কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন?  
  • 55. বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে?  
  • বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতিকার প্রথম কবি। বাংলা সাহিত্যর আধুনিক যুগের প্রথম দিকে সফল গীতিকবিতা রচনা করার কারণে রবীন্দ্রনাথ তাকে ''ভোরের পাখি'' উপাধি দিয়েছেন।

  • 56. বাংলা সাহিত্যের ‘দুঃখবাদী কবি’ কে?
  • 57. ‘ভানুসিংহ’ কার ছদ্ম নাম?
  • 58. বীরবল ছদ্মনামে কে লিখতেন?
  • 59. ব্রক্ষপুত্রের কবি হিসেবে কাকে ডাকা হতো ?
  • 60. বাংলার মিল্টন কার উপাধি?
  • 61. নিচের যেটি শরৎচন্দ্রের ক্ষেত্রে প্রাসঙ্গিক -
  • 62. কাকে ‘কবিকঙ্কন’ উপাধিতে ভূষিত করা হয়?
  • 63. ‘প্যারীচাঁদ মিত্রের’ ছদ্মনাম ‍কি?
  • 64. কাকে যুগসন্ধির কবি বলা হয় ?
  • বিহারীলাল চক্রবর্তী = বাংলা সাহিত্যের প্রথম গীতি
    ভারতচন্দ্র = অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি
    রবীন্দ্রনাথ ঠাকুর = গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি

today's words

Current World

  • What is the number of current U.S. Congress which is established on January 3, 2021?

    Ans: 117th

     

  • Joe Biden is current and 46th U.S. President, What number he stands as Democratic President in the history of U.S.?

    Ans: 16th

  • Donald Trump was________ president of Republican party.

    Ans: 19th

  • View All

Blog Category

Features

  • বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, পিএসসিসহ সব ধরনের MCQ প্রশ্ন এবং সমাধান,
  • অধ্যায় অনুযায়ী অনুশীলন,
  • ইংরেজি এবং গণিত এর জন্য সহজ কৌশল,
  • অসংখ্য মডেল পরীক্ষা,
  • পরীক্ষার পর্যালোচনা,
  • সাম্প্রতিক বিষয় নিয়মিত আপডেট,
  • প্রতিদিন পাঁচটি করে vocabulary (Meaning, Synonyms, Antonyms, Example সহ )।
6884

Students

79846

Questions

150

Model Test